Breaking News

জানা-অজানা নিউজ (তথ্য ও প্রযুক্তির জানা অজানা প্রশ্নোত্তর )

প্রশ্ন: ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে?
উত্তর: টেলি মেডিসিন।
প্রশ্ন: বিশ্বে ইন্টারনেটের জন্ম হয় কবে?
উত্তর: ১৯৬৯ সালে।
প্রশ্ন: কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট।
প্রশ্ন: WWW-এর অর্থ কি?
উত্তর: World Wide Web.
প্রশ্ন: বিশ্বের উল্লেখযোগ্য ওয়েবভিত্তিক ইমেইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কি কি?
উত্তর: গুগলের Gmail, মাইক্রোসফটের Hotmail, ইয়াহুর Yahoo! Mail প্রভৃতি।
প্রশ্ন: বিশ্বে প্রথম কোন নেটওয়ার্কের মাধ্যমে প্রথম ইমেইল পাঠানো হয়?
উত্তর: ARPANET.
প্রশ্ন: উইকিপিডিয়া কি?
উত্তর: ওয়েবভিত্তিক, বহুভাষীক মুক্ত বিশ্বকোষ।
প্রশ্ন: গুগলের ইমেইল সেবা জিমেইল (Gmail) কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর: ২১ মার্চ ২০০৪।
প্রশ্ন: গুগল নিউজ (Google News) চালু হয় কখন?
উত্তর: ২০০২ সালের মার্চে।
প্রশ্ন: গুগলের সামাজিক যোগাযোগ সেবা ‘গুগল বাজ’ (Google Buzz) চালু হয় কখন?
উত্তর: ৯ ফেব্রুয়ারী ২০১০।
প্রশ্ন: বিশ্বের প্রাচীনতম ডিজিটাল গ্রন্থাগার হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: গুটেনবার্গ প্রকল্প।
প্রশ্ন: গুটেনবার্গ প্রকল্প প্রতিষ্ঠা পায় কবে?
উত্তর: ১ ডিসেম্বর ১৯৭১।
প্রশ্ন: গুগল ই-বুকের যাত্রা শুরু হয় কখন?
উত্তর: ২০১০ সালে।
প্রশ্ন: বাংলাদেশে ই-বুকের যাত্রা শুরু হয় কবে?
উত্তর: ২৪ এপ্রিল ২০১১।
প্রশ্ন: CD-এর পূর্ণরূপ কি?
উত্তর: Compact Disc.
প্রশ্ন: ‘ইয়াহু! মেইল’ সেবা চালু হয় কবে?
উত্তর: ৮ অক্টোবর ১৯৯৭।
প্রশ্ন: ইয়াহু! র ছবি শেয়ারিং সাইট ফ্লিকার চালু হয় কবে?
উত্তর: ২০০৪ সালে।
প্রশ্ন: কবে কোথায় এটিএম স্থাপন করা হয়?
উত্তর: ২৭ জুন ১৯৬৭; লন্ডনের বার্কলেস ব্যাংকের এনফিল্ড শাখায়।
প্রশ্ন: PIN-এর পূর্ণরূপ কি?
উত্তর: Personal Identification Number.
প্রশ্ন: মাইক্রোসফট কর্পোরেশন প্রতিষ্ঠা হয় কবে?
উত্তর: ৪ এপ্রিল ১৯৭৫ সালে।
প্রশ্ন: মাইক্রোসফট কর্পোরেশনের সদর দপ্তর কোথায়?
উত্তর: রেডমন্ড, ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন: বিশ্বের প্রথম হোম ভিডিও গেমস এর নাম কি?
উত্তর: Magnavox Odyssey.
প্রশ্ন: মাইক্রোসফট উইন্ডোজ কি?
উত্তর: মাইক্রোসফট কর্পোরেশনের বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেম।
প্রশ্ন: লেজার (LASER)-এর জনক বা আবিষ্কারক কে?
উত্তর: থিওডোর মেইম্যান।
প্রশ্ন: ‘আইপড’ কি?
উত্তর: অ্যাপলের বহনযোগ্য গান শোনার যন্ত্র। ২০০১ সালে প্রথম বাজারে আসে। ২০০৭ সালে আইপড টাচ বাজারে আসে।
প্রশ্ন: অ্যাপলের অ্যাপ স্টোর চালু হয় কবে?
উত্তর: ১০ জুলাই ২০০৮।
প্রশ্ন: ATM বা মোবাইল ফোনের সিমকার্ডকে কি বলে?
উত্তর: স্মার্ট কার্ড।
প্রশ্ন: অ্যাপলের স্মার্টফোন ‘আইফোন’ বাজারে আসে কবে?
উত্তর: ২৯ জুন ২০০৭।
প্রশ্ন: ফেসবুকের সার্চ ইঞ্জিনের নাম কি?
উত্তর: গ্রাফ সার্চ (Graph Search); ১৪ জানুয়ারী ২০১৩ ফেসবুকে যুক্ত হয়।
প্রশ্ন: বিখ্যাত অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি কি?
উত্তর: আনল্যাব, ম্যাকাফি, পান্ডা, আভাস্ট, ক্যাসপারস্কি, সিমানটেক, ট্রেন্ড মাইক্রো, বিট ডিফেন্ডার, নরটন, জোনঅ্যালার্ম, এভিজি, এভিরা প্রভৃতি।
প্রশ্ন: LASER-এর পূর্ণরূপ কি?
উত্তর: Light Amplification by Stimulated Emission of Radiation.
প্রশ্ন: MASER-এর পূর্ণরূপ কি?
উত্তর: Microwave Amplification by Stimulated Emission Radiation.
প্রশ্ন: Firefox OS-কি?
উত্তর: উন্মুক্ত অপারেটিং সিস্টেম।
প্রশ্ন: মুক্ত অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড (Android) - এর উদ্ভাবক কে?
উত্তর: অ্যান্ড রুবিন ও রিচ মিনার (২০০৩ সালে তৈরি করা হয় এবং ২০০৭ সালের আগস্ট
গুগল এটিকে কিনে নেয়)।
প্রশ্ন: সামাজিক ও মাইক্রো ব্লগিং সাইট টুইটার-এর প্রথম টুইট কি ছিল?
উত্তর: Just setting up my twitter (টুইট করেন জ্যাক ডরসি)।
প্রশ্ন: হাইব্রিড ট্যাবলেট কি?
উত্তর: ট্যাবলেট কম্পিউটারের সাথে একটি আলট্রা পাতলা নোটবুকের মিশ্রণ।
প্রশ্ন: উল্লেখযোগ্য হাইব্রিড ট্যাবলেট কি কি?
উত্তর: তোশিবার ‘Satellite U920T’, স্যামসাং এর ‘এটিভ স্মার্ট পিসি’, সনির
‘Vaio Duo11’.
প্রশ্ন: সামাজিক যোগাযোগ মাধ্যম সাইট গুগল প্লাস কবে যাত্রা শুরু করে?
উত্তর: ২৮ জুন ২০১১।
প্রশ্ন: বিশ্বের দ্রুতগতির সুপার কম্পিউটারের নাম কি?
উত্তর: তিয়ানহে-২ (চিন)।
প্রশ্ন: লেজার কবে আবিষ্কৃত হয়?
উত্তর: ১৬ মে ১৯৬০।
প্রশ্ন: কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সিম্বোলিকস ইন্টারনেট জগতে প্রথম ডোমেইন নাম ডট কম (.com) রেজিস্ট্রেশন করে কবে?
উত্তর: ১৫ মার্চ ১৯৮৫।
প্রশ্ন: জনপ্রিয় ওয়েব ব্রাউজার কি কি?
উত্তর: গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, রক মেল্ট প্রভৃতি।
প্রশ্ন: জনপ্রিয় সার্চ ইঞ্জিন (Search Engine) কি কি?
উত্তর: গুগল, ইয়াহু, বিং, আস্ক ডট কম, ইয়োদো, ব্লেকো, গুজি, ইয়ানডেক্স, বাইডু, ইনফো
ডট কম, গুড সার্চ প্রভৃতি।
প্রশ্ন: জনপ্রিয় ই-বুক রিডার কি কি?
উত্তর: অ্যামাজন কিন্ডল, কোবো, সনি রিডার প্রভৃতি।
প্রশ্ন: বিশ্বের প্রথম ইন্টারনেট নেটওয়ার্কের নাম কি?
উত্তর: ARPANET (Advanced Research Projects Agency Network).
প্রশ্ন: জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট কি কি?
উত্তর: ফেসবুক, টুইটার, গুগল প্লাস, মাই স্পেস, অরকুট, ডায়াসপোরা, ভিকোনতাকতে
প্রভৃতি।
প্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) কোন বিজ্ঞানের শাখা?
উত্তর: কম্পিউটার বিজ্ঞানের।
প্রশ্ন: অপেরা সফটওয়্যার কোম্পানির প্রতিষ্ঠা কবে?
উত্তর: ২২ জুন ১৯৫৫ ।
প্রশ্ন: অপেরা সফটওয়্যার কোম্পানি-এর সদর দপ্তর কোথায়?
উত্তর: অসলো, নরওয়ে।
প্রশ্ন: যিনি ব্লগে পোস্ট করেন তাকে কি বলা হয়?
উত্তর: ব্লগার।
প্রশ্ন: মজিলা ফাউন্ডেশন প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৫ জুলাই ২০০৩।
প্রশ্ন: মজিলা কর্পোরেশন প্রতিষ্ঠা কবে?
উত্তর: ৩ আগস্ট ২০০৫।
প্রশ্ন: নোকিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৮৬৫ সালে।
প্রশ্ন: IBM-এর পূর্ণরূপ কি?
উত্তর: International Business Machines.
প্রশ্ন: অ্যামাজন ডটকম-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৯৯৪ সালে।
প্রশ্ন: রিসার্চ ইন মোশন লিমিটেড-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর : ১৯৮৪ সালে।
প্রশ্ন: উইকিলিকসের প্রতিষ্ঠা কবে?
উত্তর : ২০০৬ সালে।
প্রশ্ন: ফেসবুক-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ৪ ফেব্রুয়ারী ২০০৪।
প্রশ্ন: অ্যাপল-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১ এপ্রিল ১৯৭৬।
প্রশ্ন : আইফোন-এর প্রস্তুতকারক কে?
উত্তর: অ্যাপল কম্পিউটার।
প্রশ্ন: ডেল-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ৪ নভেম্বর ১৯৮৪।
প্রশ্ন: ICANN (Internet Corporation for Assigned Names and Numbers)-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১৮ নভেম্বর ১৯৯৮।
প্রশ্ন: এইচপি-এর প্রতিষ্ঠা কবে?
উত্তর: ১ জানুয়ারী ১৯৩৯।
প্রশ্ন: অ্যামাজন ডটকম-এর কার্যক্রম শুরু হয় কবে?
উত্তর: ১৯৯৪ সালে।
প্রশ্ন: RIM-এর পূর্ণরূপ কি?
উত্তর: Research In Motion.
প্রশ্ন: মডেম-এর মধ্যে যা থাকে তা হলো-
উত্তর: একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর।
প্রশ্ন: কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
উত্তর: ওয়াইম্যাক্স।
প্রশ্ন: কম্পিউটার-টু-কম্পিউটারের তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট।
প্রশ্ন: Wimax-কি?
উত্তর: তারবিহীন ইন্টারনেট সংযোগ।
প্রশ্ন: টেলেক্স-এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?
উত্তর: শব্দ ও ছবি।
প্রশ্ন: কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডাটা পরিবহন করা হয়?
উত্তর: ফাইবার অপটিক কেবল।
প্রশ্ন: http-এর পূর্ণরূপ কি?
উত্তর: Hyper Text Transfer Protocol.
প্রশ্ন: কোনো ইমেইল ঠিকানায় কোন চিহ্নটি অবশ্যই থাকে?
উত্তর: @.
প্রশ্ন: মডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে-
উত্তর: ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়।
প্রশ্ন: সার্ভারের সাথে সংযুক্ত কম্পিউটারকে কি বলা হয়?
উত্তর: হোস্ট।
প্রশ্ন: LAN-এর পূর্ণরূপ কি?
উত্তর: Local Area Network.
প্রশ্ন: কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ আবশ্যক?
উত্তর: মডেম।
প্রশ্ন: বর্তমানে যে প্রটোকলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে টেলিফোন করা যায় তার নাম-
উত্তর: ভয়েস ওভার আইপি।
প্রশ্ন: MICR-এর পূর্ণরূপ কি?
উত্তর: Magnetic Ink Character Reader বা Magnetic Ink Character Recognition.
প্রশ্ন: মোবাইল কমিউনিকেশনে 4G-এর ক্ষেত্রে 3G এর অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
উত্তর: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
প্রশ্ন: SMS-এর জনক কে?
উত্তর: ম্যাটি ম্যাক্কোনেন (ফিনল্যান্ড)।
প্রশ্ন: প্রথম SMS পাঠান কে?
উত্তর: নেইল পাপওয়ার্থ (যুক্তরাজ্য)।
প্রশ্ন: প্রথম SMS পাঠানো হয় কবে?
উত্তর: ৩ ডিসেম্বর ১৯৯২।