Breaking News

সাম্প্রতিক সাধারন জ্ঞান ২০১৯ সকল প্রকার চাকুরির জন্য

#বাংলাদেশ_অংশ
♠ বর্তমানে ২২তম মন্ত্রী পরিষদ সচিব
☞ খন্দকার আনোয়ারুল ইসলাম।
♠ বাংলা একাডেমীর ১ম নারী মহাপরিচালক
☞ ড. নীলিমা ইব্রাহিম।
♠ সম্প্রতি দেশে আসা নতুন ভাইরাসের নাম
☞ ওয়েস্ট নাইল ভাইরাস।
♠ 'ওয়েস্ট নাইল ভাইরাস' সুপ্ত অবস্থায় থাকে
☞ কাকের দেহে।
♠ সম্প্রতি উদ্ভাবিত নতুন জাতের চেরি টমেটোর নাম
☞ বিউ চেরি টমেটো - ১।
♠ সম্প্রতি উদ্ভাবিত ' বিউ চেরি টমেটো-১' এর উদ্ভাবক
☞ অধ্যাপক মেহফুজ হাসান।
♠ সম্প্রতি ভারতের মর্যাদাপূর্ণ বিদ্যাসাগর পুরস্কার পান
☞ সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
♠ তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে 'চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ' পুরস্কার লাভ করেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখায় 'ঠাকুর শান্তি পুরস্কার' লাভ করেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ সম্প্রতি আফ্রিকার দেশ বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয় পদে নিয়োগ পেয়েছেন
☞ বাংলাদেশের জিয়া চৌধুরী।
♠ চট্টগ্রাম অঞ্চলে সম্প্রতি গরু নতুন যে ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে
☞ নাম - ল্যাম্পি স্কিন ডিজিজ।
♠ ' ল্যাম্পি স্কিন ডিজিজ ' সর্বপ্রথম দেখা দেয়
☞ ১৯২৯ সালে আফ্রিকা অঞ্চলে।
♠ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ' অগ্নিকন্যা, অগ্নিমানুষ, অগ্নিপুরুষ' উপন্যাসের রচয়িতা
☞ সাংবাদিক ও কথাসাহিত্যিক মোস্তফা কামাল।
♠ ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল ( ডাব্লিউসিসি) কর্তৃক ' বিশ্ব কারুশিল্প শহর' হিসেবে ঘোষণা করেছে
☞ নারায়াণগঞ্জের সোনারগাঁও কে।
♠ দেশের পুকুরে মাছ চাষের ঘটনাকে 'নীল বিপ্লব' বলে অভিহিত করেছে
☞ খাদ্যনীতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুল পলিসি রিচার্স ইনস্টিটিউট ( ইফপ্রি)।
♠ বর্তমানে দেশে মাছ চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত
☞ প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ।
♠ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর ( বার্ড) নতুন মহাপরিচালক
☞ মো: শাহজাহান।
♠ সম্প্রতি দেশে নতুন ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী ' বামন চিকার' সন্ধান পাওয়া যায়
☞ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায়।
♠ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের ( পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান
☞ মো: রুহুল আমিন।
♠ ৯২তম অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে
☞ 'আলফা' চলচ্চিত্র।
♠ অস্কারে অংশ নেয়া 'আলফা' ছবির পরিচালক
☞ নাসিরউদ্দিন ইউসুফ।
♠ বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বে শততম তালিকায় স্থান পেয়েছে
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
♠ বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করে
☞ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ( ২০১৮ সালের জন্য)।
♠ ২০১৯ সালে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' নির্বাচিত হয়েছেন
☞ রাফা নানজিবা তোরসা।
♠ সম্প্রতি যৌথ মহড়া থেকে ফেরা বাংলাদেশের যুদ্ধজাহাজ দুটির নাম
☞ স্বাধীনতা ও আলী হায়দার।
♠ জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভোট দেন
☞ চীন ও ফিলিপাইন।
♠ কথাসাহিত্যিক শওকত ওসমানের উপন্যাসকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র
☞ পঞ্চসঙ্গী ( পরিচালক - জা- নেসার ওসমান)।
♠ প্রধান বিচারপতির এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানো হয়
☞ ১ অক্টোবর ২০১৯।
♠ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বানিজ্যিক সেবা শুরু হয়
☞ ২ অক্টোবর ২০১৯।
♠ সম্প্রতি যে দুটি মন্ত্রণালয়কে একীভূত করে একটি একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটি
☞ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পর্যটনবিষয়ক মন্ত্রনালয়।



♠ বর্তমানে দেশে বাংলা দিনপঞ্জি অনুযায়ী ৩১ দিনে হওয়া ৬ টি মাস যথাক্রমে
☞ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন।
♠ সম্প্রতি জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের বাংলাদেশ সফরকারী জাহাজ দুটির নাম
☞ বানজো ও তাকাশিমা।
♠ ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান
☞ তামারা হাসান আবেদ।
♠ সম্প্রতি দেশে যে বিশ্ববিদ্যালয় নিজস্ব মোবাইল অ্যাপস চালু করেছে
☞ জাতীয় বিশ্ববিদ্যালয়।
♠ 'ওআইসি' কর্তৃক ২০১৯ সালের জন্য ' ওআইসি সিটি অব ট্যুরিস্ট ' ঘোষণা করে
☞ ঢাকা শহরকে।
♠ ২০২১ সালের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন 'ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি)' অনুষ্ঠিত হবে
☞ ঢাকায়।
♠ চলতি ২০১৯-২০ অর্থবছরে জুলাই মাসে দেশের সেবা রপ্তানির পরিমাণ
☞ ৫৩ কোটি মার্কিন ডলার।
♠ সম্প্রতি দেশে ট্যুরিস্ট বাস চালু হয়
☞ সিলেটে।
♠ বাংলদেশের পুকুর থেকে আসে উৎপাদিত মাছের
☞ ৫৬ শতাংশ।
♠ বর্তমানে দেশের মানুষের মাথাপিছু মাছ খাওয়ার পরিমাণ
☞ ৩০ কেজি।
♠ তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লেখা 'রূপান্তরিত মানুষের গল্প' গ্রন্থের লেখক
☞ লাজিনা মুনা।
♠ তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লেখা ' হিজড়া শব্দকোষ ' গ্রন্থের লেখক
☞ সেলিনা হোসেন।
♠ সম্প্রতি ৪৮ টি নদীর তথ্যভাণ্ডার তৈরি করার উদ্যোগ নিয়েছে
☞ বাংলাদেশ সরকার।
♠ জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান
☞ নাছিমা বেগম।
♠ ১ম বাংলাদেশী নারী হিসেবে নাসায় নিয়োগ পেয়েছেন
☞ মাহজাবীন হক।
♠ ২০১৯ সালে ' রেমিটেন্স অ্যাওয়ার্ড ' দেওয়া হয়
☞ ৩৬ জন ব্যক্তিকে।
♠ সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসনে যে দেশের মধ্যস্থতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়
☞ চীন।
♠ জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু নিয়ে উত্থাপন করেন
☞ ৪ দফা প্রস্তাব।
♠ সম্প্রতি ১ম বারের মত 'বাংলাদেশ বানিজ্য মেলা' অনুষ্ঠিত হয়
☞ নিউইয়র্কে।
♠ বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশে জন্ম নেয়া রোহিঙ্গা তরুণীর নাম
☞ জেসমিন আক্তার ( বিবিসির জরিপে)।
♠ চলতি ১৪২৬ বঙ্গাব্দে ১ম বারের মত আশ্বিন মাসের গণনা শুরু হয়েছে
☞ ৩১ দিন ধরে।
♠ সম্প্রতি চালু হওয়া অর্থ লেনদেনের নতুন অ্যাপের নাম
☞ ডি মানি।
♠ সম্প্রতি বাংলাদেশ যে দেশে ধান রপ্তানির ঘোষণা দেয়
☞ ভুটানে।
♠ 'রোটারি ইন্টারন্যাশনাল জাতিসংঘ সম্মাননা - ২০১৯' পেয়েছেন
☞ হাসিনা রহমান।
♠ সম্প্রতি ঢাকায় নিয়োগ পাওয়া পাকিস্তানের হাইকমিশনারের নাম
☞ ইমরান আহমেদ সিদ্দিকী।
♠ ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনিফাস্তিনোর ঢাকায় আসেন
☞ ১৬ অক্টোবর ২০১৯।
♠ জিয়ান্নি ইনফাস্তিনোর আগে বাংলাদেশ সফরকারী ফিফা সভাপতিগণ
☞ ১ম জোয়াও হ্যাভেলাঞ্জ ও ২য় সেপ ব্লাটার।
♠ সাম্প্রতিক চুক্তি অনুযায়ী ফেনী নদীর পানি ভারতের যে শহরে দেওয়া হবে
☞ সাব্রুম ( ত্রিপুরা)।
♠ নাইজেরিয়ায় আবুজা আন্তর্জাতিক বানিজ্য মেলায় শ্রেষ্ঠ বিদেশী দেশ হিসেবে পুরস্কার পেয়েছে
☞ বাংলাদেশ।
♠ সচিব মর্যাদা পেলেন যে চার সংস্থার প্রধান
☞ দূর্যোগ ব্যবস্থাপনা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং বিসিআইসি ও পেট্রোবাংলার চেয়ারম্যান।
________________
রিপোর্ট_সমীক্ষা
--------------------------
♠ চাষের মাছ উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশ
☞ পঞ্চম।
♠ বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান
☞ পঞ্চম।
♠ এশিয়ায় অশুল্ক বাধা প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশ
☞ ২২ তম।
♠ মৎস্যসম্পদ ( মাছ, আবরণযুক্ত জলজ প্রাণী ও শামুক) উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
☞ সপ্তম।
♠ বৈশ্বিক ক্ষুধা সূচকে বিশ্বে বাংলাদেশ
☞ ৮৮ তম।
♠ বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশ
☞ ১০৫ ( ১৪১ টি দেশের মধ্যে)।
♠ বর্তমানে 'ইজ অব ডুয়িং বিজনেস' সূচকে বাংলাদেশ
☞ ১৭৬ তম।
♠ বর্তমানে চাল উৎপাদনে ও ভোগে বাংলাদেশ
☞ চতুর্থ।
♠ সামরিক শক্তির বিচারে বর্তমান বিশ্বে বাংলাদেশ
☞ ৪৫তম ( ১৩৭ টি দেশের মধ্যে)।
♠ ২০১৮ সালে প্রবাসী আয়ে বাংলাদেশ
☞ দশম।
♠ অভিবাসী হওয়ার দৌড়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান
☞ ষষ্ঠ।
♠ ২০১৯ সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে বাস করা বাংলাদেশীর সংখ্যা
☞ ৭৮ লাখ।
♠ শরনার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান
☞ দ্বিতীয়।
♠ বর্তমানে তুলা আমদানিতে বাংলাদেশ
☞ দ্বিতীয়।
♠ ইন্টারনেটের ডাউনলোডে সর্বনিম্ন গতিসম্পন্ন দেশের তালিকায় বাংলাদেশ
☞ দশম।
♠ ভারত ভ্রমণে শীর্ষে যে দেশের নাগরিক
☞ বাংলাদেশ।
♠ একজন মানুষের নূন্যতম পুষ্টি চাহিদা পূরণে বছরে খাদ্যতালিকায় ডিম থাকা দরকার
☞ ১০৪ টি ( জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী)।
_________________
খেলাধুলা বিষয়ক
----------------------------
♠ ফিফার সর্বশেষ র‍্যাংকিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান
☞ ১৩২ তম।
♠ অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ টি-২০ লীগে খেলতে যাওয়া দুই বাংলাদেশী ক্রিকেটারের নাম
☞ রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি।
♠ সম্প্রতি জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হন
☞ রানী হামিদ।
♠ সম্প্রতি বিশ্ব আর্চারিতে সেরা পাঁচ-এ স্থান পাওয়া বাংলাদেশীর নাম
☞ রোমান সানা।
♠ সম্প্রতি অনুর্ধ-১৯ বাংলাদেশ ক্রিকেট যে দেশের বিপক্ষে জয় পায়
☞ নিউজিল্যান্ড।
♠ বাংলাদেশ সবচেয়ে বেশি টি-২০ খেলেছে
☞ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ( ১২ টি)।
♠ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন
☞ হ্যামিল্টন মাসাকাদজা, জিম্বাবুয়ে ( ৭১ টি)।
♠ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন
☞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ ( ৭ টি)।
#আন্তর্জাতিক_অংশ
♠ বর্তমানে বিশ্বে মোট অভিবাসীর সংখ্যা
☞ ২৭ কোটি ২০ লাখ।
♠ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( আইএমএফ) এর বর্তমান ২য় নারী প্রধানের নাম
☞ বুলগেরিয়ার অর্থনীতিবিদ ক্রিস্টালিনা জর্জিয়েভা।

♠ ১৯৩৭ সালে সর্বপ্রথম 'ওয়েস্ট নাইল ভাইরাস' সনাক্ত করা হয়
☞ আফ্রিকা মহাদেশের উগান্ডার ওয়েস্ট নাইল অঞ্চলে।
♠ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা যান
☞ ২৬ সেপ্টেম্বর ২০১৯।
♠ সম্প্রতি চীনে উদ্ধোধন হওয়া স্টারফিশ আকৃতির বিমানবন্দরের নাম
☞ বেইজিং ড্রক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ( স্থপতি - ইরানের জাহা হামিদ)।



♠ সম্প্রতি ভারতের ' ডটার অব দ্য নেশনস' উপাধি দেওয়া হয়
☞ সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।
♠ সম্প্রতি উদ্ধোধন হওয়া ' কারতারপুর করিডোর' অবস্থিত
☞ ভারত ও পাকিস্তান সীমান্তে।
♠ ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ( পার্লামেন্ট) ১ম নারী স্পিকার
☞ পুয়ান মহারানি নক্ষত্র ক্যুশিলা।
♠ সম্প্রতি ' আন্তর্জাতিক রোবট ডি চ্যালেঞ্জ' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
☞ দক্ষিণ কোরিয়ায়।
♠ সম্প্রতি কাশ্মীর নিয়ে সোচ্চার হওয়ায় 'রয়াল ইসলামিক স্ট্র‍্যাটেজিক স্টাডিজ সেন্টার' ইমরান খানকে উপাধি দেয়
☞ মুসলিম ম্যান অব দ্য ইয়ার - ২০২০।
♠ ' রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ' এর অন্য নাম
☞ বিকল্প নোবেল।
♠ সম্প্রতি পদত্যাগকারী নেপালের স্পিকারের নাম
☞ কৃষ্ণা বাহাদুর মহারা।
♠ সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের জন্য স্পেশাল নিরাপত্তার জন্য তৈরি বিমানের নাম
☞ এয়ার ইন্ডিয়া ওয়ান।
♠ সম্প্রতি মহাকাশে জীবনের অস্তিত্ব খোঁজার জন্য তৈরিকৃত ডিভাইসের নাম
☞ ডিজিটাল হলোগ্রাফিক মাইক্রোস্কোপ।
♠ ' ডিজিটাল হলোগ্রাফিক মাইক্রোস্কোপ ' তৈরি করেন
☞ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ( ক্যালটেক)।
♠ ২০১৯ সালে ভারতের ধনীদের তালিকায় শীর্ষে
☞ মুকেশ আম্বানি।
♠ ২০১৯ সালে জলবায়ু পরিবর্তনে শিশুদের প্রতিবাদের নাম
☞ দ্য গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট।
♠ বিশ্বের সবচেয়ে বড় পানীয় উৎসবের নাম
☞ অক্টোবর ফেস্ট ( প্রতি বছর অক্টোবরে জার্মানিতে অনুষ্ঠিত হয়)।
♠ সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নাম
☞ হাউডি মোদি।
♠ জাতিসংঘের জলবায়ু প্রতিবেদন অনুযায়ী ইতিহাসের উষ্ণতম ৫ বছর হলো
☞ ২০১৫-১৯।
♠ মহাত্মা গান্ধীর দেহাভষ্ম চুরি হয়
☞ ২ অক্টোবর ২০১৯।
♠ সম্প্রতি ' ননফিল্টার মিউজিয়াম ' নামে সেলফি জাদুঘর চালু হয়
☞ অস্ট্রিয়ার ভিয়েনায়।
♠ ২০১৯ সালে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য
☞ বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।
♠ জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠিত হয়
☞ ২২ অক্টোবর ২০১৯।
♠ সম্প্রতি যুক্তরাষ্ট্র যে চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে
☞ খোলা আকাশ চুক্তি।
♠ সম্প্রতি বন বাঁচিয়ে নরওয়ের কাছ থেকে ১২৬৭ কোটি টাকা পুরস্কার পায়
☞ মধ্য আফ্রিকার দেশ গ্যাবন।
♠ সম্প্রতি ভারতের বিজ্ঞান গবেষণায় সর্বোচ্চ সম্মাননা ' ভাটনগর পুরস্কার' লাভ করেন
☞ কলকাতার বাঙালি নারী বিজ্ঞানী নীনা গুপ্ত।
♠ টানা ২য় বারের মত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন
☞ জোকো উইদোদো।
♠ ' গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন ( জিএভিআই)' হলো
☞ সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বব্যাপী টিকাদান সংস্থা।
♠ সম্প্রতি ' পোকগোকসং - ৩' নামের নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনুভূমিক মাত্রায় নিক্ষেপ করে
☞ উত্তর কোরিয়া।
♠ জ্বালানি তেলের ভর্তুকি বাতিলের প্রতিবাদে সম্প্রতি আন্দোলন সংগঠিত হয়
☞ ইকুয়েডরে।
♠ সম্প্রতি জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাদ পড়েছে
☞ শ্রীলঙ্কা।
♠ সম্প্রতি ইসরাইল থেকে ভারত যে ধরনের অস্ত্র পাচ্ছে তার নাম
☞ কিলার।
♠ সম্প্রতি ১ম বারের মত বিশ্বের জনগোষ্ঠীর জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে
☞ সৌদি আরব।
♠ সম্প্রতি চাঁদের উল্টো পিঠে এক ধরনের চ্যাটচ্যাটে জেলির সন্ধান পায়
☞ চীনের চন্দ্রযান।
♠ মেট্রোরেলের টিকিটের দাম বাড়া নিয়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সম্প্রতি জরুরি অবস্থা ঘোষণা করা হয়
☞ চিলিতে।
♠ সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টি পালন করেছে ক্ষমতা গ্রহণের
☞ ৭০তম বার্ষিকী।
♠ বিকল্প নোবেলখ্যাত ' লাইভলিহুড অ্যাওয়ার্ড ' লাভ করেন
☞ সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ।
♠ পরিবেশ বিষয়ক ' ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের উদ্যোক্তা
☞ গ্রেটা থুনবার্গ।
♠ আমাজানের চেয়েও দ্রুত ধবংসপ্রাপ্ত ' সেরাদো বন' অবস্থিত
☞ ব্রাজিলে।
♠ সম্প্রতি ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে
☞ ইন্দোনেশিয়ায়।
♠ গত এক দশকে প্রাকৃতিক দূর্যোগে ঘরবাড়ি ছাড়া হয়েছে
☞ ৬৮ লাখ মানুষ।
♠ শব্দের চেয়ে ৫ গুন বেশি গতির হাইপারসনিক রকেট ইঞ্জিনচালিত উড়োজাহাজ তৈরি করেছে
☞ যুক্তরাজ্য।
♠ সম্প্রতি চীনা সরকারী কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে
☞ যুক্তরাষ্ট্র।
♠ ' নট দ্য বুকার পুরস্কার' লাভ করেছেন
☞ ব্রিটিশ লেখক লারা উইলিয়ামস ( সুপার ক্লাব উপন্যাসের জন্য)।
♠ মহাশূন্যে হাঁটা ১ম ব্যক্তি ' আলেক্সি লিওনভ' মারা যান
☞ ১১ অক্টোবর ২০১৯।
______________________
সম্মেলন + বৈঠকসমূহ
------------------------------------
♠ সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ ভারতে।
♠ ২০২০ সালের 'জি- ৭' সম্মেলন অনুষ্ঠিত হবে
☞ যুক্তরাষ্ট্রে ( ১০-১২ জুন)।
♠ 'সি পাওয়ার কনফারেন্স' অনুষ্ঠিত হয়
☞ সিডনি, অস্ট্রেলিয়া।
♠ সম্প্রতি ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স' অনুষ্ঠিত হয়
☞ উগান্ডায়।
♠ সম্প্রতি ১৪১তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ( আইপিইউ) সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ সার্বিয়ার রাজধানী বেলগ্রেড।
♠ সম্প্রতি ৪র্থ ইউরেশীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়
☞ কাজাখস্তানে ( ২৩- ২৪ অক্টোবর ২০১৯)।
♠ জোট নিরপেক্ষ আন্দোলনের ( ন্যাম) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ আজারবাইজানের রাজধানী বাকুতে ( ২৫-২৬ অক্টোবর ২০১৯)।
♠ বিশ্ব অর্থনৈতিক ফোরামের ( ডাব্লিউইএফ) ৩৩তম ভারতীয় অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ ভারতের নয়াদিল্লিতে।
♠ জলবায়ু কর্ম সম্মেলন (Climate Action Summit) অনুষ্ঠিত হয়
☞ নিউইয়র্কে ( ২১-২৩ সেপ্টেম্বর ২০১৯)।
_______________
রিপোর্ট সমীক্ষা
------------------------
♠ সামরিক শক্তির বিচারে শীর্ষ দেশ
☞ যুক্তরাষ্ট্র ( ১৩৭ টি দেশের মধ্যে)।
♠ ইন্টারনেটের ডাউনলোডে সর্বোচ্চ গতিসম্পন্ন দেশ
☞ দক্ষিণ কোরিয়া।
♠ ইন্টারনেটের ডাউনলোডে সর্বনিম্ন গতিসম্পন্ন দেশ
☞ ইরাক।
♠ বর্তমানে অভিবাসী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে
☞ ভারত।
♠ ২০১৮ সালে প্রবাসী আয়ে শীর্ষ দেশ
☞ ভারত।
♠ ২০১৮ সালে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ প্রবাসী আয় পেয়েছে
☞ ৫২৯০০ কোটি মার্কিন ডলার।
♠ শরনার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দ. এশিয়ার শীর্ষ দেশ
☞ পাকিস্তান।
♠ এশিয়ায় অশুল্ক বাধা প্রয়োগে সবচেয়ে বেশি এগিয়ে
☞ চীন।
♠ মৎস্যসম্পদ ( মাছ, আবরণযুক্ত জলজ প্রাণী ও শামুক) উৎপাদনে শীর্ষে
☞ চীন।
♠ বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ দেশ
☞ চীন।
♠ বর্তমান বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে
☞ নয়াদিল্লি ( ২য় - ওলানবাটর)।
♠ বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে শীর্ষ দেশ
☞ সিঙ্গাপুর ( ১৪১ টি দেশের মধ্যে)।
♠ বৈশ্বিক ক্ষুধা সূচক -২০১৯ এ ভালো অবস্থানে থাকা দেশগুলো যথাক্রমে
☞ বেলারুশ, বসনিয়া, চিলি ও কোস্টারিকা।
♠ বৈশ্বিক ক্ষুধা সূচক-২০১৯ এ চরম ক্ষুধার মধ্যে থাকা দেশগুলো যথাক্রমে
☞ মধ্য আফ্রিকা, মাদাগাস্কার, ইয়েমেন ও চাঁদ।
♠ চাল উৎপাদন ও ভোগে শীর্ষ দেশ
☞ চীন।
♠ বিশ্বে যত চাল খাওয়া হয় তার ৯০% উৎপাদন হয়
☞ এশিয়ায়।
♠ বর্তমান বিশ্বের ৩৫০ কোটি মানুষের প্রধান খাদ্য
☞ ভাত
_________________
খেলাধুলা বিষয়ক
---------------------------

♠ সম্প্রতি যে দেশের ক্রিকেট টিমের অধিনায়ককে বরখাস্ত করেছে
☞ পাকিস্তানের।
♠ এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড
☞ ভারতের রোহিত শর্মার ( ১৩ টি)।
♠ টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি
☞ সুনীল গাভাস্কার, ভারত ( ৩৩ টি)।
♠ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বার ২৫০ রান করেছেন
☞ স্যার ডন ব্র‍্যাডম্যান, অস্ট্রেলিয়া ( ৫ বার)।
♠ তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে
☞ সনাৎ জয়সুরিয়া, শ্রীলঙ্কা ( ৪২ টি)।
♠ ২০১৯ সালে ইংলিশ বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন
☞ বেন স্টোকস।
♠ আন্তর্জাতিক টি-২০ তে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন
☞ শোয়েব মালিক।
♠ বর্তমানে আফগানিস্তানের ক্রিকেটের প্রধান কোচ
☞ ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকা।
♠ ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়েছে
☞ বার্বাডোজ ট্রাইডেন্টস।

♠ ৬ষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন
☞ ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল।
♠ উয়েফা চ্যাম্পিয়ন লীগে এশীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা
☞ সন হিয়ুং - মিন, দক্ষিণ কোরিয়া ( ১২ টি)।
♠ উয়েফা চ্যাম্পিয়ন লীগে আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা
☞ দিদিয়ের দ্রগবা, আইভেরিকোস্ট ( ৪৪ টি)।

♠ সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে দ্রুততম মানবী হয়েছেন
☞ শেলি অ্যান ফ্রেজার প্রাইস, জ্যামাইকা।
♠ ' বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ -২০১৯' এ ছেলেদের ১০০০০ মিটারে স্বর্ণপদক জয়ী
☞ যশুয়া চেপত্তেগেই, উগান্ডা।
♠ সম্প্রতি কাতারে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে মেয়েদের ৪০০ মিটারে রেকর্ড গড়েছেন
☞ হার্ডলস, যুক্তরাষ্ট্র।
♠ সম্প্রতি কাতারে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে শীর্ষ পদক জয়ী দেশ
☞ যুক্তরাষ্ট্র ( ২৯ টি)।
♠ সম্প্রতি কাতারে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ স্বর্ণপদক জয়ী দেশ
☞ যুক্তরাষ্ট্র ( ১৪ টি)।

♠ ২০২১ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে
☞ ইউজিন, যুক্তরাষ্ট্র।
♠ রাগবিতে সবচেয়ে বেশি বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়
☞ নিউজিল্যান্ড।
♠ বর্তমান বিশ্বের দ্রুততম মানবের নাম
☞ যুক্তরাষ্ট্রের প্রিন্টার ( ১০০ মিটার ৯.৭৬ সেকেন্ডে অতিক্রম করে)।
♠ সম্প্রতি প্যান প্যাসিফিক ওপেন-এ চ্যাম্পিয়ন হয়েছেন
☞ জাপানের নাওমি ওসাকা।
♠ সম্প্রতি চীনা ওপেন টেনিসের শিরোপা জিতেছেন
☞ ডমিনিক থিয়েম।

♠বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ এর আসর বসে
☞ ভারতের মুম্বাইয়ে।

___________________________
সাহিত্য পুরস্কার 'বুকার - ২০১৯'
----------------------------------------------
♠ প্রথমবারের মতো যৌথভাবে সম্মানজনক সাহিত্য পুরস্কার 'বুকার' জিতেছেন
☞ মার্গারেট অটউড ( কানাডা) ও বার্নারডাইন এভারিস্টো ( যুক্তরাজ্য)।
♠ বুকারজয়ী ১ম কৃষ্ণাঙ্গ নারী হলেন
☞ ব্রিটিশ ঔপন্যাসিক বার্নারডাইন এভারিস্টো
♠ সবচেয়ে বয়স্ক বুকারজয়ী ব্যক্তি হলেন
☞ কানাডীয় ঔপন্যাসিক মার্গারেট অটউড।
♠ মার্গারেট অটউড বুকার পুরস্কার পান
☞ টেস্টামেন্টস সিরিজের ' দ্য হ্যান্ডমেইডস টেল' উপন্যাসের জন্য।
♠ ২০১৯ সালে ২য় বারের মত বুকার পুরস্কার জিতেন
☞ মার্গারেট অটউড ( ১ম বার ‘ব্লাইন্ড অ্যাসাসিয়ান’ বইয়ের জন্য ২০০০ সালে)
♠ বার্নারডাইন এভারিস্টো বুকার পুরস্কার পান
☞ ‘গার্ল, ওম্যান, আদার’ বইটির জন্য।
_______________________________________
#নোবেল_পুরস্কার_২০১৯
________________________
চিকিৎসা বিজ্ঞানে - ৩ জন
-----------------------------------------
১। উইলিয়াম জি কাইলিন জুনিয়র - যুক্তরাষ্ট্র।
২। স্যার পিটার জে রেটক্লিফ - যুক্তরাজ্য।
৩। গ্রেগ এল সেমেনজা - যুক্তরাষ্ট্র।
অবদান - কীভাবে কোষগুলি উপলব্ধি করে এবং অক্সিজেনের সহজলভ্যতার সাথে খাপ খায়।
____________________
পদার্থবিজ্ঞানে - ৩ জন
----------------------------------
১। জেমস পিবলস - যুক্তরাষ্ট্র ( ফিজিক্যাল কসমোলোজি বিষয়ে গবেষণার জন্য)।
২। মাইকেল মেয়র ও দিদিয়ের কুলোজ - সুইডেন ( সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য)।
_____________________
রসায়নবিজ্ঞানে - ৩ জন
------------------------------------
১। জন বি. গুডেনাফ - যুক্তরাষ্ট্র।
২। এম. স্ট্যানলি হুইটিংহাম - যুক্তরাষ্ট্র।
৩। অকিরা ইয়োসিনো - জাপান।
অবদান- লিথিয়াম আয়রন ব্যাটারি আবিস্কারের জন্য।
_____________________________________
সাহিত্যে - ১ জন (২০১৯) + ১ জন (২০১৮)
---------------------------------------------------------------
১। লেখক পিটার হ্যান্ডকে - অস্ট্রিয়া ( ২০১৯)
অবদান - ভাষার সৌন্দর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের জন্য ।
২| লেখক ওলগা তোকারচুক - পোল্যান্ড ( ২০১৮)।
অবদান - মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তোলার জন্য।
_______________
শান্তিতে - ১ জন
--------------------------
১। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি ( ১ম ইথিওপিয়ান)।
অবদান- শান্তি অর্জন এবং আর্ন্তজাতিক সহযোগিতার' প্রচেষ্টার জন্য।
___________________
অর্থনীতিতে - ৩ জন
---------------------------------
১। অভিজিৎ ব্যানার্জি - ভারত
২। এস্থার ডুফলো - ফ্রান্স ( অভিজিৎ এর স্ত্রী)।
৩। মাইকেল ক্লেমার - যুক্তরাষ্ট্র।
অবদানঃ উন্নয়ন অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র বিমোচনে অবদানে ভূমিকা রাখেন।
♠ নোবেল ইতিহাসের সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী ব্যক্তি
☞ জন বি গুডেনাফ, যুক্তরাষ্ট্র ( ৯৭ বছর)।
♠ ১ম ইথিওপিয়ান হিসেবে নোবেল পুরস্কার পান
☞ অ্যাবি আহমেদ আলী।
♠ ৪র্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান
☞ অভিজিৎ ব্যানার্জি।
♠ অর্থনীতিতে নোবেলজয়ী সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন
☞ এস্তার ডুফলো ( ৪৭ বছর)।
♠ ২য় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান..

No comments