Breaking News

বাংলা সাহিত্যের মধ্যযুগ

Image result for বাংলা সাহিত্যের মধ্যযুগ
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

* বাংলাদেশে কবে তুর্কী-আক্রমন ঘটেছিল?
= ১২০৩ খ্রিস্টাব্দে।

* রাজা লক্ষ্মণসেনকে কে পরাজিত করেন?
= বখ্তিয়ার খলজি।

* পরাগল খাঁর পৃষ্ঠপোষকতায় মহাভারতের অনুবাদ কে করেন?
= কবীন্দ্র পরমেশ্বর।

* হুশেন শাহ বাংলাদেশের সুলতান হন কত সালে?
= ১৪৯৩ সালে।

* ইলিয়াস শাহ বাংলার শাসক কখন ছিলেন?
= ১৩৪২ - ১৩৫৭ সাল পর্যন্ত।

* পান্ডুয়ার আদিনা মসজিদ কে স্থাপন করেন?
= সিকন্দর শাহ্।

* "গুণরাজ খাঁ'' উপাধি কারা পান?
= মালাধর বসু ও ষষ্ঠীবর দত্ত।

* বাংলার ৫০০ বছরের সুলতানি শাসনের মধ্যে একমাত্র হিন্দু রাজা কে ছিলেন?
= রাজা গণেশ।

* রুপ ও সনাতন গোস্বামী যে সুলতানের শাসন-সহায়ক ছিলেন তাঁর নাম কী?
= হুশেন শাহ্।

* বাংলার যে সুলতানের আমলে জন্মগ্রহন করে শ্রীচৈতন্যদেব বাংলায় ভক্তিবাদের ঢেউ তোলেন, তাঁর নাম কী?
= হুসেন শাহ্।

* কত সালে কাকে পরাজিত করে বখ্তিয়ার খলজি বাংলায় তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন?
= ১২০৩ সালে রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করে।

* তর্কি আক্রমনের পরবর্তী দুশো বছরকে "অন্ধকার যুগ" বলা হয় কেন?
= এইসময়ে খুব কম সাহিত্য সৃষ্টি হয়েছিল বলে।

* বর্গ সম্মিলন কী ছিল?
= একই ধর্মের দুই গোষ্ঠীর সাংস্কৃতিক ও ধর্মীয় বিনিময়।

* মঙ্গল কাব্যের সৃষ্টির কারণ কি ছিল?
= লৌকিক দেব দেবীর আর্যীকরণের প্রক্রিয়া।

* বখ্তিয়ার খলজির পরে বাংলাদেশের শাসন ভার কাদের হাতে ছিল?
= খলজি আমীর ওমরাহদের অধীনে।

* দিল্লি সুলতানী শাসনকাল বাংলাদেশে কখন ছিল?
= ১২২৮ - ১৩৪১ সাল পর্যন্ত।

* গণেশ জালালুদ্দিন কোন্ সময়ে বাংলাকে শাসন করেছিলেন?
= ১৪১৪ - ১৪৪১ সাল পর্যন্ত।

* তুর্কী আক্রমনের ছবি পাওয়া যায় বাংলা সাহিত্যের এমন দুটি নিদর্শেনর নাম লিখুন।
= শুণ্যপুরানের অন্তর্গত "নিরঞ্জনের রুষ্মা" এবং বিদ্যাপতির "কীর্তিলতা"।

* তুর্কী আক্রমনের পরবর্তী কালে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছিল কোন্ সময়ে?
= ১৪৯৩ সালে হুশেন শাহের রাজত্ব শুরু হলে।

* বর্গসম্মীলনের ফলে উচ্চবর্ণের কাছ থেকে গ্রহণের মাধ্যমে বাংলা সাহিত্যে কোন্ ধারার সূচনা হয়?
= অনুবাদ সাহিত্য।

No comments