শ্রীকৃষ্ণকীর্তন কাব্য থেকে কিছু প্রশ্নোত্তর
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে?
= ১৯০৯ সালে।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার কে করেন?
= বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয় কত সালে?
= ১৯১৬ সালে।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খন্ডসংখ্যা কয়টি?
= ১৩টি।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি কোন যুগের নিদর্শন?
= আদি-মধ্যযুগের নিদর্শন।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি কোথায় পাওয়া গিয়েছিল?
= বাঁকুড়া জেলার "কাঁকিল্যা" গ্রামে।
* যে ভদ্রলোকের গোয়ালঘরের শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল, তাঁর নাম কী?
= দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খন্ডের নাম কি?
= "রাধাবিরহ" খন্ড।
* বিষয়বস্তুর দিক দিয়ে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের গুরুত্ব কি?
= এটি বাংলায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম আখ্যান কাব্য।
* বড়ু চন্ডীদাস তাঁর শ্রীকৃষ্ণকীর্তনের উপাদান কোথা থেকে সংগ্রহ করেছেন?
= "ভাগবত পুরাণ" ও "গীতগোবিন্দ" থেকে।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের গঠনরীতির বৈশিষ্ট্য কী?
= এতে সংলাপ, আখ্যান আর গীতিকবিতার মিশ্রণ ঘটেছে।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন কোন ছন্দের প্রয়োগ দেখা যায়?
= "পয়ার" ও "ত্রিপদী" ছন্দের।
* শ্রীকৃষ্ণকীর্তনের কবিকে কোন কোন নামে পাওয়া যায়?
= বড়ু চন্ডীদাস, চন্ডীদাস, অনন্ত বড়ু চন্ডীদাস।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কোন খন্ডটিকে পন্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেন?
= "রাধাবিরহ" খন্ডকে।
* "শ্রীকৃষ্ণকীর্তন" কি ধরনের রচনা?
= "নাট-গীতি কাব্য"।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে "বড়ু চন্ডীদাস" ভণিতা কতবার ব্যবহৃত হয়েছে?
= ২৯৮ বার।
* শুধু "চন্ডীদাস" ভণিতা কতবার ব্যবহৃত হয়েছে?
= ১০৭ বার।
* "অনন্ত বড়ু চন্ডীদাস" ভণিতা কতবার ব্যবহৃত হয়েছে?
= ৭ বার।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে খন্ডিত পদের সংখ্যা কয়টি?
= ১৫ টি।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সম্পূর্ণ পদের সংখ্যা কয়টি?
= ১০ টি ।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে সর্বমোট পদের সংখ্যা কয়টি?
= ৪১৮ টি।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট শ্লোক সংখ্যা কত?
= ১৬১ টি।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে কৃষ্ণের সখার নাম কী?
= বলভদ্র।
* এই কাব্যে মোট কয়টি রাগ-রাগিণীর উল্লেখ আছে?
= ৩২ টি।
* এই কাব্যের ক্ষুদ্রতম খন্ড কোনটি?
= "জন্ম" খন্ড।
* এই কাব্যের বৃহত্তম খন্ড কোনটি?
= "দান" খন্ড।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পাওয়া চিরকুটে নাম কি ছিল?
= "শ্রীকৃষ্ণসন্দর্ভ"।
* এই কাব্যর কোন খন্ডের নিজস্ব কোনো পদ নেই?
= "যমুনা" খন্ডের।
* এই কাব্যে কৃষ্ণর জননী কে ছিলেন?
= দেবকী।
* এই কাব্যে কৃষ্ণের পিতা কে ছিলেন?
= বসুদেব।
* এই কাব্যে রাধার জননী কে ছিলেন?
= পদুমা।
* এই কাব্যে রাধার পিতা কে ছিলেন?
= সাগর।
* এই কাব্যে রাধার শ্বশুরের নাম কী?
= গোল।
* এই কাব্যে রাধার শ্বাশুড়ী নাম কী?
= জটিলা।
* শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে রাধার স্বামীর নাম কী?
= আয়ান ঘোষ / আইহন ঘোষ।
* "শ্রীকৃষ্ণকীর্তন কাব্য চতুর্দশ শতাব্দীতে লেখা" - কে একথা বলেছেন?
= রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
* শ্রীকৃষ্ণকীর্তন নামের পরিবর্তে "শ্রীকৃষ্ণসন্দর্ভ" নামটি প্রথম কে প্রস্তাব করেন?
= নলিনীনাথ দাশগুপ্ত।
No comments