সাধারন জ্ঞান বাংলাদেশ সম্পর্কিত(২২.১১.২০১৯)
##বাংলাদেশ_অংশ
১. ‘শিখা অনিবার্ণ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা সেনানিবাস
২. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তরঃ মো: আবদুল হামিদ অ্যাডভোকেট
৩. বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ শেখ হাসিনা
৪. বাংলাদেশের বর্তমান স্পিকার কে?
উত্তরঃ শিরীন শারমিন চৌধুরী
৫. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তরঃ সৈয়দ মাহমুদ হোসেন
৬. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ কে এম নূরুল হুদা
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ কতজন?
উত্তরঃ ৭ জন
৮. সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
উত্তরঃ ২১ নভেম্বর ১৯৭১
৯. সর্বশেষ কবে জনসংখ্যা নীতি প্রণীত হয়েছিল?
উত্তরঃ ২০১২ সালে
১০. বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের কোন মহাসচিব ছিলেন?
উত্তরঃ বান কি মুন
১১. ২০১৯ সালে “নাইটহুড” খেতাব পান কে?
উত্তরঃ স্যার ফজলে হাসান আবেদ
১২. বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন কে?
উত্তরঃ ইমেরেটাস স্যার ফজলে হাসান আবেদ
১৩. দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফজলে হাসান আবেদ কবে “নাইট” উপাধি পান?
উত্তরঃ ২০১০ সালে
১৪. বাংলাদেশের বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কে?
উত্তরঃ ওবায়দুল কাদের
১৫. সড়ক পরিবহন আইন কার্যকর হয় কবে?
উত্তরঃ ১ নভেম্বর ২০১৯
১৬. বাংলাদেশের জাতির জনক বলা হয় কাকে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কবে পালিত হবে?
উত্তরঃ ২০২০ সালে
#আন্তর্জাতিক_অংশ
১. বান কি মুন কে ছিলেন?
উত্তরঃ জাতিসংঘের সাবেক মহাসচিব
২. কেনিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ নাইরোবি
৩. নেপালের রাজধানীর নাম কি?
উত্তরঃ কাঠমান্ডু
৪. “নাইটহুড” খেতাব প্রদান করে কোন দেশ?
উত্তরঃ নেদারল্যান্ড
৫. নেদারল্যান্ডের বর্তমান রাজা কে?
উত্তরঃ উইলেম আলেকজান্ডার
৬. “নাইট” উপাধি প্রদান করে কে?
উত্তরঃ ইংল্যান্ডের রানি
৭. মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়া মামলা দায়ের করে কবে?
উত্তরঃ ১১ নভেম্বর ২০১৯
৮. গাম্বিয়া কোন মহাদেশের ক্ষুদ্রতম দেশ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশ
৯. সাধারণ পরিষদ গণহত্যাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে চিহ্নিত করে কবে?
উত্তরঃ ১৯৪৭ সালে
১০. সাধারণ পরিষদের উদ্যোগে গণহত্যা নিবারণ এবং এর জন্য রাষ্ট্রের দায় নির্ধারণ করে “গণহত্যা কনভেনশন”টি কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে
১১. কোন যুদ্ধের পরেই “গণহত্যা কনভেনশন বা চুক্তিটি” গ্রহন করা হয়?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১২. রোম স্ট্যাটিউটের মাধ্যমে কবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০২ সালে
১৩. অহিংস আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী
১৪. খান আব্দুল গাফফার খান কি নামে পরিচিত?
উত্তরঃ সীমান্ত গান্ধী
১৫. ভারতের জাতির পিতা বলা হয় কাকে?
উত্তরঃ মোহনদাস করমচাঁদ গান্ধী
১৬. মোহনদাস করমচাঁদ গান্ধীর সার্ধশত জন্মজয়ন্তী কবে?
উত্তরঃ ২০১৯ সালে
১৭. ভারতবর্ষ দুভাগে বিভক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালে
১৮. যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০২০ সালে
১৯. যুক্তরাজ্যের কোন নেতা মার্ক্সবাদী হিসেবে পরিচিত?
উত্তরঃ জেরেমি করবিন
২০. যুক্তরাজ্যে আগামী সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১২ ডিসেম্বর ২০১৯
২১. ইদলিব প্রদেশ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ সিরিয়া
২২. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি কে?
উত্তরঃ কুমি নাইডু
২৩. মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক?
উত্তরঃ যুক্তরাজ্যভিত্তিক
২৪. ১৯২১ সালে নির্মিত বিখ্যাত চিত্রকর্ম “নেচার মোরতে” কার?
উত্তরঃ পাবলো পিকাসো
২৫. আফ্রিকার দারিদ্র্য দূরীকরণে কাজ করছে কোন স্বেচ্ছাসেবী সংস্থা?
উত্তরঃ কেয়ার
২৬. “পিকাসো মিউজিয়াম” কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস, ফ্রান্স
২৭. ২০১৯ সালে ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ (আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার) কে পান?
উত্তরঃ সুইডিশ কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ক্যামেরুনের শান্তিকর্মী ডিভিনা মালুম
২৮. ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ কবে থেকে দেয়া হচ্ছে?
উত্তরঃ ২০০৫ সালে
২৯. ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ প্রদান করে কোন সংস্থা ও দেশ?
উত্তরঃ কিডস রাইটস ওর্গানাইজেশন, নেদারল্যান্ড
৩০. গ্রেটা থুনবার্গ কর্তৃক জলবায়ু পরিবর্তনের আন্দোলনের নাম কি?
উত্তরঃ ফ্রাইডেস ফর ফিউচার
৩১. পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ শান্তি
৩২. আইআরএনএ (ইরনা) কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা?
উত্তরঃ ইরান
৩৩. গ্রেটা থুনবার্গ কেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করে?
উত্তরঃ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করার জন্য
৩৪. ডিভিনা মালুম কেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন?
উত্তরঃ জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যাবার জন্য
৩৫. জঙ্গিগোষ্ঠী বোকো হারাম কোন দেশভিত্তিক?
উত্তরঃ নাইজেরিয়া
৩৬. ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশের বিচ্ছেদকে “ব্রেক্সিট” বলে?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৭. ১৯৬৫ সালের কত তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ২ জানুয়ারি
#বিজ্ঞান_ও_প্রযুক্তি_অংশ
১. বিশ্ব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সপ্তাহ পালিত হয় প্রতিবছরের কোন মাসে?
উত্তরঃ নভেম্বর
২. ফেসবুকের প্রধান নির্বাহী কে?
উত্তরঃ মার্ক জাকারবার্গ
#সাহিত্য_অংশ
১. ‘মিথ্যা যখন পুরো পৃথিবীর অর্ধেকটা ঘুরে ফেলছে, সত্য ততক্ষণে প্যান্টটাও পুরো পরতে পারেনি।’- উক্তিটি কার?
উত্তরঃ উনন্সটন চার্চিল
২. ‘আমি জেনে শুনে বিষ করেছি পান।’- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩. ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধুভাগ্য হইল না।’- গানের শিল্পী কে?
উত্তরঃ রুনা লায়না
৪. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পগ্রন্থটির লেখক কে?
উত্তরঃ হাসান আজিজুল হক
৫. থরো কোন দেশের দার্শনিক?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
৬. আধুনিক চিত্রশিল্পী সৈয়দ হায়দার রাজা কোন দেশের নাগরিক?
উত্তরঃ ভারত
৭. “মৃত্যুগন্ধী” উপন্যাসের লেখক কে?
উত্তরঃ কথাসাহিত্যিক জাকির তালুকদার
৮. “বোমা বন্দুকের চোরাবাজার” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ মহিউদ্দিন আহমদ
৯. “ষড় ঋতু হাইকু” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ হাসনাত আব্দুল হাই
১০. “সাতই মার্চের বিকেল” উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ কথা সাহিত্যিক সেলিনা হোসেন
১১. ২০১৯ সালে মতি নন্দী সাহিত্য পুরস্কার ও ব্র্যাক-ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারদ্বয় কে পান?
উত্তরঃ কথা সাহিত্যিক সেলিনা হোসেন
১২. কবিতার বই “লা ফ্লোয়ার্স দ্যু মাল” গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তরঃ বিশ্বখ্যাত কবি শার্ল বোলদেয়ার
১৩. “আমার কন্ঠস্বর” কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
উত্তরঃ কবি নির্মলেন্দু গুণ
১৪. “হঠাৎ দেখা” কবিতার কবি কে?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. কবি আমির ওর কোন দেশের নাগরিক?
উত্তরঃ ইসরায়েল
১৬. কবি নাজওয়ান দারবিশ কোন দেশের নাগরিক?
উত্তরঃ ফিলিস্তিন
১৭. “দ্য হাউস অব দ্য ডেড” উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ অ্যালবার্ট উডফক্স
১৮. “সলিটারি” নামক বইটি কার লেখা?
উত্তরঃ অ্যালবার্ট উডফক্স
১৯. রুডিয়ার্ড কিপলিং কোন দেশের কবি?
উত্তরঃ ইংল্যান্ড
২০. লিও টলস্তয় কোন দেশের সাহিত্যিক?
উত্তরঃ রাশিয়া
২১. লেখকদের লেখক বলা হয় কাকে?
উত্তরঃ কমলকুমার মজুদার
২২. কমলকুমার মজুমদারের জীবনকাল কত?
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯১৪ থেকে ৯ ফেব্রুয়ারি ১৯৭৯
২৩. “দ্য রিভার” চলচ্চিত্রটির চলচ্চিত্রকার কে?
উত্তরঃ বিখ্যাত ফরাসী চলচ্চিত্রকার জাঁ রেনোয়ার
২৪. “পথের পাঁচালী” চলচ্চিত্রটির চলচ্চিত্রকার কে?
উত্তরঃ সত্যজিৎ রায়
২৫. “অভাগীর স্বর্গ” চলচ্চিত্রটির চলচ্চিত্রকার কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
২৬. “দেবতার দাস” চলচ্চিত্রের চলচ্চিত্রকার কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২৭. “কথাসাহিত্যের কাজ মায়া সৃষ্টি করা।”- কে বলেছেন?
উত্তরঃ বাংলাদেশী বংশোদ্ভূত ঔপন্যাসিক মনিকা আলী
২৮. ঔপন্যাসিক মনিকা আলীর মোট উপন্যাস কতটি ও কি কি?
উত্তরঃ ৪ টি। যথাঃ ক. ব্রিক লেন (২০০৩) খ. অ্যালেনটেজো ব্লু (২০০৬)গ. ইন দ্য কিচেন (২০০৯) এবং ঘ. আনটোল্ড স্টোরিজ (২০১১)
২৯. মনিকা আলীর প্রথম উপন্যাস “ব্রিক লেন” অবলম্বনে কোন সালে চলচ্চিত্র নির্মিত হয়?
উত্তরঃ ২০০৭ সালে
৩০. ম্যান বুকার পুরস্কার লাভ করে মনিকা আলীর কোন উপন্যাসটি?
উত্তরঃ ব্রিক লেন
৩১. “সাম স্টোরিজ আর নেভার মিন্ট টু বি টোল্ড। সাম ক্যান ওনলি বি টোল্ড অ্যাজ ফেয়ারি টেলস।”- এই বাক্য দুটি মনিকা আলীর কোন উপন্যাসের?
উত্তরঃ আনটোল্ড স্টোরিজ
৩২. “অল হ্যাপি ফ্যামিলিজ আর অ্যালাইক; ইচ আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ঔন ওয়ে।”- এই বাক্য দুটি লিও টলস্তয়ের কোন উপন্যাসের?
উত্তরঃ আনা কারেনিনা
৩৩. “ব্রিক লেন” উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
উত্তরঃ ময়মনসিংহের মেয়ে ‘নাজনীন’
৩৪. “জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়।”- কোন কবি বলেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫. “জনতা যখন উত্তেজিত জনতা হয়ে যায় তখন তাকে সামাল দেয়া কঠিন।”- উক্তিটি কার?
উত্তরঃ ইতালীয় রাজনীতিবিদ বেনিতো মুসোলিনি
#অর্থ_ও_বাণিজ্য_অংশ
১. বাংলাদেশ সরকারের পণ্য বিক্রয়কারী সংস্থার নাম কি?
উত্তরঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
#মাঠে_ময়দানে_অংশ
১. ২০১৯ সালে কোন দেশ ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে?
উত্তরঃ ইংল্যান্ড
২. ইমার্জিং এশিয়া কাপ (ক্রিকেট) কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ বাংলাদেশ
৩. বেন স্টোকস কোন দেশের ক্রিকেটার?
উত্তরঃ ইংল্যান্ড
৪. বাংলাদেশ-ভারত উভয় দলই প্রথম গোলাপি বলে টেস্ট খেলছে কোন মাঠে?
উত্তরঃ ইডেন গার্ডেন, কলকাতা।
১. ‘শিখা অনিবার্ণ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ঢাকা সেনানিবাস
২. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তরঃ মো: আবদুল হামিদ অ্যাডভোকেট
৩. বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ শেখ হাসিনা
৪. বাংলাদেশের বর্তমান স্পিকার কে?
উত্তরঃ শিরীন শারমিন চৌধুরী
৫. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তরঃ সৈয়দ মাহমুদ হোসেন
৬. বাংলাদেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে?
উত্তরঃ কে এম নূরুল হুদা
৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ কতজন?
উত্তরঃ ৭ জন
৮. সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী কবে গঠিত হয়?
উত্তরঃ ২১ নভেম্বর ১৯৭১
৯. সর্বশেষ কবে জনসংখ্যা নীতি প্রণীত হয়েছিল?
উত্তরঃ ২০১২ সালে
১০. বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় জাতিসংঘের কোন মহাসচিব ছিলেন?
উত্তরঃ বান কি মুন
১১. ২০১৯ সালে “নাইটহুড” খেতাব পান কে?
উত্তরঃ স্যার ফজলে হাসান আবেদ
১২. বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন কে?
উত্তরঃ ইমেরেটাস স্যার ফজলে হাসান আবেদ
১৩. দারিদ্র্য বিমোচনে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফজলে হাসান আবেদ কবে “নাইট” উপাধি পান?
উত্তরঃ ২০১০ সালে
১৪. বাংলাদেশের বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কে?
উত্তরঃ ওবায়দুল কাদের
১৫. সড়ক পরিবহন আইন কার্যকর হয় কবে?
উত্তরঃ ১ নভেম্বর ২০১৯
১৬. বাংলাদেশের জাতির জনক বলা হয় কাকে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী কবে পালিত হবে?
উত্তরঃ ২০২০ সালে
#আন্তর্জাতিক_অংশ
১. বান কি মুন কে ছিলেন?
উত্তরঃ জাতিসংঘের সাবেক মহাসচিব
২. কেনিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ নাইরোবি
৩. নেপালের রাজধানীর নাম কি?
উত্তরঃ কাঠমান্ডু
৪. “নাইটহুড” খেতাব প্রদান করে কোন দেশ?
উত্তরঃ নেদারল্যান্ড
৫. নেদারল্যান্ডের বর্তমান রাজা কে?
উত্তরঃ উইলেম আলেকজান্ডার
৬. “নাইট” উপাধি প্রদান করে কে?
উত্তরঃ ইংল্যান্ডের রানি
৭. মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়া মামলা দায়ের করে কবে?
উত্তরঃ ১১ নভেম্বর ২০১৯
৮. গাম্বিয়া কোন মহাদেশের ক্ষুদ্রতম দেশ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশ
৯. সাধারণ পরিষদ গণহত্যাকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে চিহ্নিত করে কবে?
উত্তরঃ ১৯৪৭ সালে
১০. সাধারণ পরিষদের উদ্যোগে গণহত্যা নিবারণ এবং এর জন্য রাষ্ট্রের দায় নির্ধারণ করে “গণহত্যা কনভেনশন”টি কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে
১১. কোন যুদ্ধের পরেই “গণহত্যা কনভেনশন বা চুক্তিটি” গ্রহন করা হয়?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
১২. রোম স্ট্যাটিউটের মাধ্যমে কবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০২ সালে
১৩. অহিংস আন্দোলনের নেতা কে ছিলেন?
উত্তরঃ মহাত্মা গান্ধী
১৪. খান আব্দুল গাফফার খান কি নামে পরিচিত?
উত্তরঃ সীমান্ত গান্ধী
১৫. ভারতের জাতির পিতা বলা হয় কাকে?
উত্তরঃ মোহনদাস করমচাঁদ গান্ধী
১৬. মোহনদাস করমচাঁদ গান্ধীর সার্ধশত জন্মজয়ন্তী কবে?
উত্তরঃ ২০১৯ সালে
১৭. ভারতবর্ষ দুভাগে বিভক্ত হয় কবে?
উত্তরঃ ১৯৪৭ সালে
১৮. যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২০২০ সালে
১৯. যুক্তরাজ্যের কোন নেতা মার্ক্সবাদী হিসেবে পরিচিত?
উত্তরঃ জেরেমি করবিন
২০. যুক্তরাজ্যে আগামী সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১২ ডিসেম্বর ২০১৯
২১. ইদলিব প্রদেশ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ সিরিয়া
২২. অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি কে?
উত্তরঃ কুমি নাইডু
২৩. মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক?
উত্তরঃ যুক্তরাজ্যভিত্তিক
২৪. ১৯২১ সালে নির্মিত বিখ্যাত চিত্রকর্ম “নেচার মোরতে” কার?
উত্তরঃ পাবলো পিকাসো
২৫. আফ্রিকার দারিদ্র্য দূরীকরণে কাজ করছে কোন স্বেচ্ছাসেবী সংস্থা?
উত্তরঃ কেয়ার
২৬. “পিকাসো মিউজিয়াম” কোথায় অবস্থিত?
উত্তরঃ প্যারিস, ফ্রান্স
২৭. ২০১৯ সালে ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ (আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার) কে পান?
উত্তরঃ সুইডিশ কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ ও ক্যামেরুনের শান্তিকর্মী ডিভিনা মালুম
২৮. ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ কবে থেকে দেয়া হচ্ছে?
উত্তরঃ ২০০৫ সালে
২৯. ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ প্রদান করে কোন সংস্থা ও দেশ?
উত্তরঃ কিডস রাইটস ওর্গানাইজেশন, নেদারল্যান্ড
৩০. গ্রেটা থুনবার্গ কর্তৃক জলবায়ু পরিবর্তনের আন্দোলনের নাম কি?
উত্তরঃ ফ্রাইডেস ফর ফিউচার
৩১. পাকিস্তানের নারী অধিকারকর্মী মালালা ইউসুফজাই কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ শান্তি
৩২. আইআরএনএ (ইরনা) কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা?
উত্তরঃ ইরান
৩৩. গ্রেটা থুনবার্গ কেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করে?
উত্তরঃ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কাজ করার জন্য
৩৪. ডিভিনা মালুম কেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন?
উত্তরঃ জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াই চালিয়ে যাবার জন্য
৩৫. জঙ্গিগোষ্ঠী বোকো হারাম কোন দেশভিত্তিক?
উত্তরঃ নাইজেরিয়া
৩৬. ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশের বিচ্ছেদকে “ব্রেক্সিট” বলে?
উত্তরঃ যুক্তরাজ্য
৩৭. ১৯৬৫ সালের কত তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ২ জানুয়ারি
#বিজ্ঞান_ও_প্রযুক্তি_অংশ
১. বিশ্ব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সপ্তাহ পালিত হয় প্রতিবছরের কোন মাসে?
উত্তরঃ নভেম্বর
২. ফেসবুকের প্রধান নির্বাহী কে?
উত্তরঃ মার্ক জাকারবার্গ
#সাহিত্য_অংশ
১. ‘মিথ্যা যখন পুরো পৃথিবীর অর্ধেকটা ঘুরে ফেলছে, সত্য ততক্ষণে প্যান্টটাও পুরো পরতে পারেনি।’- উক্তিটি কার?
উত্তরঃ উনন্সটন চার্চিল
২. ‘আমি জেনে শুনে বিষ করেছি পান।’- উক্তিটি কে করেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩. ‘পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধুভাগ্য হইল না।’- গানের শিল্পী কে?
উত্তরঃ রুনা লায়না
৪. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পগ্রন্থটির লেখক কে?
উত্তরঃ হাসান আজিজুল হক
৫. থরো কোন দেশের দার্শনিক?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র
৬. আধুনিক চিত্রশিল্পী সৈয়দ হায়দার রাজা কোন দেশের নাগরিক?
উত্তরঃ ভারত
৭. “মৃত্যুগন্ধী” উপন্যাসের লেখক কে?
উত্তরঃ কথাসাহিত্যিক জাকির তালুকদার
৮. “বোমা বন্দুকের চোরাবাজার” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ মহিউদ্দিন আহমদ
৯. “ষড় ঋতু হাইকু” গ্রন্থের লেখক কে?
উত্তরঃ হাসনাত আব্দুল হাই
১০. “সাতই মার্চের বিকেল” উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ কথা সাহিত্যিক সেলিনা হোসেন
১১. ২০১৯ সালে মতি নন্দী সাহিত্য পুরস্কার ও ব্র্যাক-ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কারদ্বয় কে পান?
উত্তরঃ কথা সাহিত্যিক সেলিনা হোসেন
১২. কবিতার বই “লা ফ্লোয়ার্স দ্যু মাল” গ্রন্থটি কে রচনা করেছেন?
উত্তরঃ বিশ্বখ্যাত কবি শার্ল বোলদেয়ার
১৩. “আমার কন্ঠস্বর” কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
উত্তরঃ কবি নির্মলেন্দু গুণ
১৪. “হঠাৎ দেখা” কবিতার কবি কে?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
১৫. কবি আমির ওর কোন দেশের নাগরিক?
উত্তরঃ ইসরায়েল
১৬. কবি নাজওয়ান দারবিশ কোন দেশের নাগরিক?
উত্তরঃ ফিলিস্তিন
১৭. “দ্য হাউস অব দ্য ডেড” উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ অ্যালবার্ট উডফক্স
১৮. “সলিটারি” নামক বইটি কার লেখা?
উত্তরঃ অ্যালবার্ট উডফক্স
১৯. রুডিয়ার্ড কিপলিং কোন দেশের কবি?
উত্তরঃ ইংল্যান্ড
২০. লিও টলস্তয় কোন দেশের সাহিত্যিক?
উত্তরঃ রাশিয়া
২১. লেখকদের লেখক বলা হয় কাকে?
উত্তরঃ কমলকুমার মজুদার
২২. কমলকুমার মজুমদারের জীবনকাল কত?
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯১৪ থেকে ৯ ফেব্রুয়ারি ১৯৭৯
২৩. “দ্য রিভার” চলচ্চিত্রটির চলচ্চিত্রকার কে?
উত্তরঃ বিখ্যাত ফরাসী চলচ্চিত্রকার জাঁ রেনোয়ার
২৪. “পথের পাঁচালী” চলচ্চিত্রটির চলচ্চিত্রকার কে?
উত্তরঃ সত্যজিৎ রায়
২৫. “অভাগীর স্বর্গ” চলচ্চিত্রটির চলচ্চিত্রকার কে?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
২৬. “দেবতার দাস” চলচ্চিত্রের চলচ্চিত্রকার কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
২৭. “কথাসাহিত্যের কাজ মায়া সৃষ্টি করা।”- কে বলেছেন?
উত্তরঃ বাংলাদেশী বংশোদ্ভূত ঔপন্যাসিক মনিকা আলী
২৮. ঔপন্যাসিক মনিকা আলীর মোট উপন্যাস কতটি ও কি কি?
উত্তরঃ ৪ টি। যথাঃ ক. ব্রিক লেন (২০০৩) খ. অ্যালেনটেজো ব্লু (২০০৬)গ. ইন দ্য কিচেন (২০০৯) এবং ঘ. আনটোল্ড স্টোরিজ (২০১১)
২৯. মনিকা আলীর প্রথম উপন্যাস “ব্রিক লেন” অবলম্বনে কোন সালে চলচ্চিত্র নির্মিত হয়?
উত্তরঃ ২০০৭ সালে
৩০. ম্যান বুকার পুরস্কার লাভ করে মনিকা আলীর কোন উপন্যাসটি?
উত্তরঃ ব্রিক লেন
৩১. “সাম স্টোরিজ আর নেভার মিন্ট টু বি টোল্ড। সাম ক্যান ওনলি বি টোল্ড অ্যাজ ফেয়ারি টেলস।”- এই বাক্য দুটি মনিকা আলীর কোন উপন্যাসের?
উত্তরঃ আনটোল্ড স্টোরিজ
৩২. “অল হ্যাপি ফ্যামিলিজ আর অ্যালাইক; ইচ আনহ্যাপি ফ্যামিলি ইজ আনহ্যাপি ইন ইটস ঔন ওয়ে।”- এই বাক্য দুটি লিও টলস্তয়ের কোন উপন্যাসের?
উত্তরঃ আনা কারেনিনা
৩৩. “ব্রিক লেন” উপন্যাসের প্রধান চরিত্র কোনটি?
উত্তরঃ ময়মনসিংহের মেয়ে ‘নাজনীন’
৩৪. “জনতা না থাকলে নির্জনতার স্বাদ মরে যায়।”- কোন কবি বলেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫. “জনতা যখন উত্তেজিত জনতা হয়ে যায় তখন তাকে সামাল দেয়া কঠিন।”- উক্তিটি কার?
উত্তরঃ ইতালীয় রাজনীতিবিদ বেনিতো মুসোলিনি
#অর্থ_ও_বাণিজ্য_অংশ
১. বাংলাদেশ সরকারের পণ্য বিক্রয়কারী সংস্থার নাম কি?
উত্তরঃ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)
#মাঠে_ময়দানে_অংশ
১. ২০১৯ সালে কোন দেশ ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে?
উত্তরঃ ইংল্যান্ড
২. ইমার্জিং এশিয়া কাপ (ক্রিকেট) কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
উত্তরঃ বাংলাদেশ
৩. বেন স্টোকস কোন দেশের ক্রিকেটার?
উত্তরঃ ইংল্যান্ড
৪. বাংলাদেশ-ভারত উভয় দলই প্রথম গোলাপি বলে টেস্ট খেলছে কোন মাঠে?
উত্তরঃ ইডেন গার্ডেন, কলকাতা।
No comments