Breaking News

কয়েকটি ভিন্নরকমের প্রশ্নোত্তর

Image result for কয়েকটি ভিন্নরকমের প্রশ্নোত্তর
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

🏢১) রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীর সনেট জাতীয় রচনাকে কি বলে অভিহিত করেছেন?
উত্তর - "ইস্পাতের ছুরি"।

🔙২) "সত্যেন্দ্রনাথ দত্ত" - এই শোক কবিতাটি কে রচনা করেন?
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর ("পূরবী" কাব্যগ্রন্থ : ১৯২৫)।

🔛৩) দীনবন্ধু মিত্র তাঁর "নবীন তপস্বিনী" (১৮৬৩) নাটকটি কাকে উৎসর্গ করেন?
উত্তর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।

🏠৪) বাংলায় সর্বপ্রথম বিদ্যাপতির পদ কে উদ্ধৃত করেন?
উত্তর - রাজেন্দ্রলাল মিত্র।

🔜৫) দশম শতাব্দীতে মহাভারতের অনুবাদ কে করেন?
উত্তর - পম্পা।

🔝৬) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের "সীতার বনবাস" (১৮৬০) গ্রন্থটির নাট্যরূপ কে দেন?
উত্তর - উমেশচন্দ্র দত্ত।

🏣৭) "উপহার" - রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের শেষ কবিতা?
উত্তর - "সন্ধ্যাসঙ্গীত" (১৮৮২) কাব্যগ্রন্থের।

🏡৮) "টু সিনেসাস" ওডটি কার লেখা?
উত্তর - হোরেস।

🔰৯) গ্রীক কাব্য সাহিত্যে লিরিকের উদ্ভাবন কারা করেন?
উত্তর - বাতুল্লা ও হোরেস।

🏢১০) "ছদ্মবেশী" সিনেমার সঙ্গীত নির্দেশক কে ছিলেন?
উত্তর - শচীনদেব বর্মন।

🔙১১) গ্রীক ট্রাজেডির প্রথম লেখক কে ছিলেন?
উত্তর - থেস পিস।

🔛১২) "হেমনলিনী" - এই ঐতিহাসিক নাটকটির রচয়িতা কে?
উত্তর - উমেশচন্দ্র গুপ্ত।

🏠১৩) "কমেডি এবং ট্রাজেডি কেবল পীড়নের মাত্রাভেদ" - কার উক্তি?
উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুরের।

🔜১৪) "মাধুরী দেবী" ছদ্মনামে কোন্ সাহিত্যিক তাঁর সাহিত্য রচনা করতেন?
উত্তর - প্রবোধকুমার সান্যাল।

🔝১৫) মনসামঙ্গল কাব্যের কোন কবি "সুকবিবল্লভ" ও "কবিবল্লভ" উপাধিতে ভূষিত?
উত্তর - নারায়ণ দেব।

🏣১৬) শ্রীচৈতন্যদেবের প্রিয় পংক্তি "নন্দের নন্দন কৃষ্ণ মোর প্রাণনাথ" - এটি কার, কোন কাব্যের পঙ্‌ক্তি?
উত্তর - মালাধর বসুর "শ্রীকৃষ্ণবিজয়" কাব্যের পঙ্‌ক্তি।

🏡১৭) দ্বিজমাধবের "চণ্ডীমঙ্গল" কাব্য চট্টগ্রামে কি নামে পরিচিত?
উত্তর - "জাগরণ পালা"।

🔰১৮) সনাতন গোস্বামী রচিত ভাগবতের টীকার কি নামে পরিচিত?
উত্তর - "বৈষ্ণব তোষনী"।

🏢১৯) মাইকেল মধুসূদন দত্ত "Blank Verse"-এর আদলে অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করেন। "ব্রজাঙ্গনা" কাব্য (১৮৬১) সৃষ্টিতে তিনি কোন বিদেশী ছন্দকে অনুসরণ করেছেন?
উত্তর - ইতালীয় "Ottava Rima" ছন্দের অনুসরণ করেন।

🔙২০) "শেষের পরিচয়" (১৯৩৯) উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ করে যেতে পারেননি। শেষ করেন রাধারাণী দেবী। ৪১টি পরিচ্ছেদে উপন্যাসটি সমাপ্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কয়টি পরিচ্ছেদ রচনা করেছিলেন?
উত্তর - ১৫টি।

🔛২১) ১৯৮৫ সালে নাসিরউদ্দীন স্বর্ণপদক কে পান?
উত্তর - সৈয়দ আলী আহসান।

🏠২২) "তুমি আসবে বলে হে স্বাধীনতা" - কবিতাটি কার রচনা?
উত্তর - শামসুর রহমান।

🔜২৩) ১৯৯৪ সালে কোন প্রবন্ধকার বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন?
উত্তর - ওয়াকিল আহমদ।

🔝২৪) সর্বাপেক্ষা প্রাচীনতম মঙ্গলকাব্য কোনটি?
উত্তর - "মনসামঙ্গল" কাব্য।

🏣২৫) চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে?
উত্তর - মানিক দত্ত।

🏡২৬) "ধানকাটা-১" চিত্রকর্মটি কে অঙ্কন করেন?
উত্তর - এস. এম. সুলতান।

🔰২৭) বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন্ দুটি বানানই শুদ্ধ?
উত্তর - "হাতি"/"হাতী"।

🏢২৮) মানিক বন্দ্যোপাধ্যায়ের "পদ্মানদীর মাঝি" (১৯৩৬) উপন্যাসের মূল উপজীব্য বিষয় কী? 
উত্তর - জেলে জীবনের বিচিত্র সুখ-দুঃখ।

🔙২৯) "কেলিনু শৈবালে, ভুলি কমল-কানন" - এখানে শৈবাল কিসের প্রতীক?
উত্তর - "পরিভাষা"।

🔛৩০) হৈমন্তীর বাবা গৌরীশঙ্কর কে ছিলেন?
উত্তর - একজন শিক্ষক।

🏠৩১) "রুইতন" শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
উত্তর - "ওলন্দাজ"।

🔜৩২) "মতিচুর" গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর - বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।

🔝৩৩) "হাতি" শব্দটির প্রতিশব্দ কোনটি?
উত্তর - "কুঞ্জর"।

🏣৩৪) যে নারীর হিংসা নেই, তাকে এক কথায় কি বলে?
উত্তর - "অনসুয়া"।

🏡৩৫) "দুধের মাছি" বাগধারাটির সঠিক অর্থ কী?
উত্তর - "সুসময়ের বন্ধু"।

🔰৩৬) বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য কে রচনা করেন? মহাকাব্যটির নাম কী?
উত্তর - মাইকেল মধুসূদন দত্ত।
★"মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক মহাকাব্য।

🏢৩৭) "মেঘনাদবধ" (১৮৬১) নামক মহাকাব্যটি কোন্ ছন্দে এবং কী অবলম্বনে রচিত? এই মহাকাব্যটি রচনার সময়কাল কত?
উত্তর - "অমিত্রাক্ষর" ছন্দ বা "ফ্রি ভার্স"-এ এবং "রামায়ণ উপাখ্যান" অবলম্বনে রচিত "মেঘনাদবধ  কাব্য" (১৮৬১) নামক মহাকাব্যটি।
★ এই মহাকাব্যটি রচনার সময়কাল হল :- তিন (৩) দিন দুই (২) রাত্রি।

🔙৩৮) "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক মহাকাব্যের কয়েকটি চরিত্র-চিত্রের নাম উল্লেখ করুন।
উত্তর - "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক মহাকাব্যের চরিত্র-চিত্র হিসেবে রয়েছেন :- "রাবণ", "ইন্দ্রজিৎ", "বিভীষণ", "সীতা", "সরমা", "প্রমীলা" প্রমুখ।

🔛৩৯) "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক মহাকাব্যের কয়টি সর্গ ও কী কী? প্রথম সর্গ "অভিষেক"-এ মোট কয়টি টি চরণ আছে।
উত্তর - ৯টি সর্গ। সর্গগুলি হল :- "অভিষেক", "অস্ত্রলাভ", "সমাগম", "অশোকবন", "উদ্যোগ", "বধো", "শক্তিনির্ভেদ", "প্রেতপুরী" ও "সংক্রিয়া"। ★প্রথম সর্গ "অভিষেক"-এ মোট ৭৮৫টি চরণ আছে।

🏠৪০) কার, কোন্ গ্রন্থ অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত তাঁর "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক মহাকাব্যটি রচনা করেন?
উত্তর - কবি মিলটন বিরচিত "প্যারাডাইস লস্ট" গ্রন্থ অবলম্বনে মাইকেল মধুসূদন দত্ত তাঁর "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক মহাকাব্যটি রচনা করেন।

🔜৪১) "সমুদ্রতীরের শ্মশানে দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া কাব্যের উপসংহার করিয়াছেন।" - কোন্ সাহিত্যিকের উক্তি? কার, কোন্ মহাকাব্য সম্পর্কে?
উত্তর --- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি।                ★মাইকেল মধুসূদন দত্তের "মেঘনাদবধ কাব্য" (১৮৬১) নামক মহাকাব্য সম্পর্কে।

🔝৪২) "দাদাভাই" কোন সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তর - রোকনুজ্জামান খান।

🏣৪৩) "শহীদ স্মরণে" কবিতাটি কে লিখেছেন?
উত্তর - মোঃ মুনিরুজ্জামান।

🏡৪৪) বাংলা একাডেমীর মাসিক পত্রিকার নাম কী?
উত্তর - "লেখা"।

🔰৪৫) বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কয়টি?
উত্তর - ৩৯টি।

🏢৪৬) "জীবনে জ্যাঠামী ও সাহিত্যে ন্যাকামী" কোন্ সাহিত্যিক সহ্য করতে পারতেন না?
উত্তর - প্রমথ চৌধুরী।

🔙৪৭) "আনন্দময়ীর আগমনে" কবিতাটি প্রথম কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর - "ধূমকেতু"।

🔛৪৮) আনোয়ার পাশা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর - ১৯২৮ খ্রিস্টাব্দে।

🏠৪৯) "ঝিকিমিকি করে সোনালী নদীর ঐখানে আমাদের পাতার কুটির" - এটি কার রচনা?
উত্তর - অচিন্ত্যকুমার সেনগুপ্ত।

🔜৫০) চর্যাপদের মহিলা কবির নাম কী?
উত্তর - কুক্কুরি পাদ।

🔝৫১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহিলা ঔপন্যাসিক কে? তাঁর প্রথম উপন্যাসটির নাম কী?
উত্তর - স্বর্ণকুমারী দেবী।
★তাঁর প্রথম উপন্যাসটির নাম হল :- "দীপনির্বাণ" (১৮৭৬)।

🏣৫২) "বেঁচে থাকার নেশা" - গ্রন্থটি কার লেখা?
উত্তর - সুনীল গঙ্গোপাধ্যায়।

🏡৫৩) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র "বাঁধনহারা"-এর পরিচালক কে?
উত্তর - এ. জে. মিন্টু।

🔰৫৪) "রইচরন" কোন ছোটগল্পের প্রধান চরিত্র?
উত্তর - "খোকাবাবুর প্রত্যাবর্তন"।

🏢৫৫) চর্যাপদ কোন ধরণের ধর্মাবলম্বীদের সাহিত্য?
উত্তর - সহজিয়া বৌদ্ধ।

🔙৫৬) "জীবে দয়া করে সাধুজন" - এখানে "জীবে" কোন কারকে কি বিভক্তি?
উত্তর - "সম্প্রদান" কারকে "সপ্তমী" বিভক্তি।

🔛৫৭) "পথিক তুমি পথ হারাইয়াছ" - উক্তিটি কার? এই লাইনটি তাঁর কোন্ উপন্যাস থেকে নেওয়া হয়েছে?
উত্তর - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
★এই লাইনটি তাঁর "কপালকুন্ডলা" (১৮৬৬) উপন্যাস থেকে নেওয়া হয়েছে।

🏠৫৮) "মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর" - এই পঙ্‌ক্তি টি কার রচনা?
উত্তর - শেখ ফজলুল করিম।

🔜৫৯) "একুশে ফেব্রুয়ারি" - গ্রন্থটি কে সম্পাদনা করেন?
উত্তর - হামান হাফিজুর রহমান।

🔝৬০) "Start Vote" বলতে কি বোঝায়?
উত্তর - "Unofficial Poll of public opinion".

No comments