"রাজা ও রানী" - রবীন্দ্রনাথ ঠাকুর
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
১● নাটকের ১ম অঙ্কে কটি দৃশ্য আছে?
উঃ ৮ টি ।
২● নাটকটির রচনাকাল ?
উঃ ১৮৮৯ খ্রিষ্টাব্দে ।
৩● নাটকের ২য় অঙ্কে কটি দৃশ্য আছে?
উঃ ৪ টি ।
৪● নাটকের ৩য় অঙ্কে কটি দৃশ্য আছে?
উঃ ৫ টি ।
৫● রবীন্দ্রনাথের প্রথম পঞ্চাঙ্ক নাটক কোনটি ?
উঃ রাজা ও রানী ।
৬● কাকে উৎসর্গ করা হয় ?
উঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে ।
৭● রাজার নাম কী ?
উঃ বিক্রমদেব ।
৮● নাটকের ৪র্থ অঙ্কে কটি দৃশ্য আছে?
উঃ ৪ টি ।
৯● রাণীর নাম কী ?
উঃ সুমিত্রা ।
১০● নাটকের ৫ম অঙ্কে কটি দৃশ্য আছে?
উঃ ৯ টি ।
১১● রাজা ও রানী কি জাতীয় নাটক?
উঃ পূর্ণাঙ্গ নাটক ।
১২● নাটকটিতে কটি করে অঙ্ক আছে ?
উঃ ৫ টি ।
১৩● 'রাজা ও রাণী ' নাটক টি প্রথম কোথায় অভিনীত হয়?
উঃ বির্জিতলা ।
১৪● বিক্রমদেব কোথাকার রাজা ছিলেন?
উঃ জালন্ধর ।
১৫● রবীন্দ্রনাথ ঠাকুর কোন চরিত্রে অভিনয় করেন ?
উঃ বিক্রমদেব চরিত্রে ।
১৬● 'রাজা ও রাণী ' নাটকে ইলা কত গুলি গান গেয়েছে?
উঃ ২ টি ।
১৭● সুমিত্রা কোথাকার রাজকন্যা ছিলেন?
উঃ কাশ্মীর ।
১৮● দেবদত্তের পত্নীর নাম কি ?
উঃ নারায়ণী ।
১৯● রাজা ও রানীনাটকটি রিচত হয়েছিল কোথায় ?
উঃ সোলাপুর ।
২০● রেবতীর স্বামীর নাম কি?
উঃ চন্দ্রসেন ।
২১● রাজা ও রানী নাটকে কটি গান আছে?
উঃ ৭ টি ।
২২● কুমারের ছিন্নমুন্ড হাতে নিয়ে সুমিত্রার আগমন '-কোন অংকের কোন দৃশ্যে ঘটেছে?
উঃ ৫/৯ ।
২৩● সুমিত্রার ভায়ের নাম কী?
উঃ কুমারসেন ।
২৪● হরিদীন পেশায় কী?
উঃ কুমোর ।
২৫● চন্দ্রসেনের মহিষীর নাম কী?
উঃ রেবতী ।
২৬● রাজা ও রানী নাটকের পরিবর্তিত রূপ কোনটি?
১.বিসর্জন ২.প্রায়শ্চিত্ত ৩.তপতী ৪.রাজা
উঃ ৩ তপতী ( ১৯২৯ খ্রীঃ )
২৭● নাটকে 'পুষ্পোদ্যান ' কোন অঙ্কের কোন দৃশ্যের নাম?
উঃ ১/৬ ।
২৮● " তোমারে যে ছেড়ে যাই সেই তোমারি প্রেমে " উক্তিটির বক্তা কে ?
উঃ সুমিত্রা ।
২৯● নাটকটির পূর্ব নাম কী ছিল?
উঃ ভৈরবের বলি।
৩০● 'শাস্ত্র,নৃপ, নারী কখনও বশ মানেনা'-কে মন্তব্য করেন?
উঃ দেবদত্ত ।
৩১● কার সংলাপ দিয়ে নাটক শুরু হয় আর কার সংলাপ দিয়ে শেষ হয়?
উঃ শুরু - দেবদত্ত এবং শেষ - বিক্রমদেব ।
৩২● অমরুরাজের কন্যার নাম কি?
উঃ ইলা ।
৩৩● রাজা ও রানী নাটকের সঙ্গে অন্য কোন নাটকের মিলের কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন?
উঃ প্রকৃতির প্রতিশোধ ।
৩৪● কাশ্মীর রাজ্যের রাজা ও যুবরাজের নাম কী ছিল?
উঃ রাজা - চন্দ্রসেন
যুবরাজ - কুমারসেন ।
৩৫● কোন অঙ্কের কোন দৃশ্যে রাজা(বিক্রমদেব) ও রানি (সুমিত্রা) র প্রেমালাপ বার্তা পাওয়া যায়।
উঃ ১/৩ ।
৩৬● রাজা ও রানী নাটকে কোন ইংরেজি সাহিত্যিকের নাট্য গঠন ব্যবহৃত হয়েছে?
উঃ শেক্সপীরীয় ।
৩৭● অমরুরাজের কন্যার নাম কী ?
উঃ ইলা ।
৩৮● নাটকে কটি দৃশ্য আছে?
উঃ ৩০ টি ।
৩৯● "এর নাট্টভূমিতে রয়েছে লিরিকের প্লাবন"-কে, কখন বলেছেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর নাটকটির ভূমিকাংশে ।
৪০● অমরুরাজ কোথাকার রাজা?
উঃ ত্রিচূড় ।
৪১● 'পুরোহিত এক একটা ব্রহ্মদৈত্য যেন' কার উক্তি ?
উঃ বিক্রমদেব ।
৪২● কুমারসেন ও ইলার প্রেমালাপের বিবরণ কোন অঙ্কের কোন দৃশ্যে পাওয়া যায় ?
উঃ ৩/২ ।
৪৩● 'পুরোহিত এক একটা ব্রহ্মদৈত্য যেন' কার উক্তি ?
উঃ বিক্রমদেব ।
৪৪● রেবতী কে ?
উঃ কাশ্মীরের রাণী, চন্দ্রসেনের পত্নী ।
৪৫● কোন তিথিতে ইলার সাথে কুমার এর বিয়ে হয়?
উঃ পূর্ণিমা ।
৪৬● "আমারে বেসো না ভাল রাজর্ষীর চেয়ে" - মন্তব্যটি কে করেন ?
উঃ সুমিত্রা ।
৪৭● নন্দলাল জাতিতে কি?
উঃ ব্রাহ্মণ ।
৪৮● কুমার সেন রাজা কে কি উপহার পাঠিয়ে ছিল?
উঃ নিজ ছিন্ন মুন্ড ।
৪৯● রাজা ও রানী নাটকে প্রথম গানটি কে গেয়েছে?
উঃ যোধমল ।
৫০● পুরুষবেশে রানী সুমিত্রাকে দেখা যায় কোন দৃশ্যে?
উঃ ২/৩ ।
৫১● মিহির গুপ্ত কার আমত্য ?
উঃ জয়সেনের ।
৫২● রাজা বিক্রমদেবের বন্ধুর নাম কী?
উঃ দেবদত্ত ।
৫৩● "নাহিকো বিশ্বাস রমনী রে " কার উক্তি ?
উঃ দেবদত্ত ।
৫৪● কিনু পেশায় কী ছিল ?
উঃ নাপিত ।
৫৫● নাটকটি লেখার সময় রবীন্দ্রনাথ কোথায় ছিলেন ?
উঃ শান্তিনিকেতনে ।
৫৬● নাটকে একজন কামারের নাম পাওয়া যায়, কে সে?
উঃ কুঞ্জরলাল ।
৫৭● শ্রীহর পেশায় কি?
উঃ কলু ।
৫৮● 'হে ব্রাহ্মণ নারীর কি জান তুমি ' কে বলেছে ?
উঃ বিক্রম বলেছে । দেবদত্তকে বলেছে ।
৫৯● শাস্ত্র নৃপ নারী কভু বশ নাহি মানে -------কার উক্তি ?
উঃ বিক্রমদেব ।
৬০● ওই বুঝি বাঁশি বাজে
বনমাঝে কী মনমাঝে -গানটি গেয়েছেন কে?
উঃ প্রথম সখী ।
৬১● নাটকে কায়স্থর উল্লেখ আছে,তার নাম কী?
উঃ মন্নুরাম ।
৬২● "আছে যার বুকের ফাটা.,যমরাজ কে দেখায় ঝাটাঁ" কার উক্তি?
উঃ মনসুখ ।
৬৩● " আপনারে রক্ষা করে আপনার বহু " - কার উক্তি?
উঃ রেবতী ।
৬৪● শংকর কে ছিলেন?
উঃ কুমারসেন ও সুমিত্রার পালনকারী ভৃত্য ।
৬৫● জয়সেন এর দেশের নাম কি ?
উঃ সিংহগঢ় ।
৬৬● "কী হইবে মিথ্যা আশীর্বাদে
আপনারে রক্ষা করে আপনার বাহু" - বক্তা কে?
উঃ রেবতী ।
৬৭● "কী হইবে মিথ্যা আশীর্বাদে
আপনারে রক্ষা করে আপনার বাহু" - বক্তা কে?
উঃ কাঠুরিয়াগণ ।
৬৮● "সে আমাকে সংকলদাদা বলত" - কে, কাকে বলত?
উঃ ছোট্ট কুমারসেন শঙ্করকে ।
৬৯● কবে নাটকটির অঙ্ক দৃশ্য বর্জিত হয় ?
উঃ ১৩০১ বঙ্গাব্দে ।
৭০● নাটকের কলু চরিত্র কোনটি?
উঃ শ্রীহর ।
৭১● ভিক্ষেং নাম নামছে কে বলে?
উঃ কিনু নাপিত ।
৭২● "তুমি চাও/নখদন্ত ভাঙা এক পোষা পুরো হিত" - কার উক্তি?
উঃ দেবদত্ত ।
৭৩● নাটকের তাঁতি চরিত্র কোনটি?
উঃ জওহর ।
৭৪● শ্রীহরের ছেলের নাম কি ?
উঃ জওহর ।
৭৫● "রাজা ও রানি "নাটকের নাট্যভূমি তে কীসের প্লাবন?
উঃ লিরিকের প্লাবন ।
৭৬● নাটকের চাষা চরিত্র কোনটি?
উঃ মনসুখ ।
৭৭● শ্রীহরি দয়াময় দীনবন্ধু ভবকান্ডারী এই কথা গুলি কার মুখে শোনা যায়?
উঃ ত্রিবেদী ।
৭৮● মহিচাঁদের মেয়ে কোন নদীতে জল আনতে গিয়েছিল?
উঃ বিতস্তা ।
৭৯● কুঞ্জরলালের ভাইপো কে?
উঃ কাঞ্জিলাল ।
৮০● যুধাজিত্ জয়সেন শিলাদিত্য এরা কারা?
উঃ রাজ আমত্য ও রানী সুমিত্রার আত্মীয় ।
৮১● নাটকটির কাহিনী নিয়ে কোন গদ্যনাট্য তৈরি হয়?
উঃ তপতী ।
৮২● 'কোথা রাজা , কোথা দন্ড , কোথা সিংহাসন ' কে বলেছে ?
উঃ মন্ত্রী ।
৮৩● কেমনে বোঝাব নাথ তোমারে যে ছেড়ে যাই সে তোমারই প্রেমে কে বলে কোন দৃশ্য কাকে?
উঃ সুমিত্রা বিক্রমদেবকে ।
৮৪● "শাস্ত্রহীন ব্রাঽমণের প্রয়োজন যদি
আছেন ত্রিবেদী "-কার উক্তি?
উঃ দেবদত্ত ।
৮৫● কাহিনীর সূত্রপাত কোথায়?
উঃ জালন্ধর প্রাসাদের এক কক্ষ।
৮৬● নাটকে শংকরকে প্রথম কোন দৃশ্যে দেখা যায়?
উঃ ৪/৩ ।
৮৭● রাজদ্বারে শ্মশানে চ য তিষ্টতি স বান্ধব-----শ্লোকটি কোথায় থেকে নেওয়া হয়েছে?
উঃ চাণক্য শ্লোক ।
৮৮● কিনু -নাপিত
মনসুখ -চাষা
কুঞ্জর লাল - কামার
শ্রীহর - কলু
হরিদীন - কুমোর
মন্নুরাম - কায়স্থ
জওহর - তাঁতি
৮৯● রাজ ও রানীর কোন চরিত্রটি তপতীতে বর্জিত হয়েছে ?
উঃ রেবতী , ইলা , অমরুরাজ ।
৯০● নাটকটির কয়টি অঙ্ক ও কয়টি দৃশ্য?
উঃ ৫ টি অঙ্ক ও ৩০ টি দৃশ্য ।
৯১● তুমি জ্ঞানী তুমি বীর আমি পদপ্রানতে মৌন ছায়া কে কাকে কোন দৃশ্য বলেছেন?
উঃ সুমিএা কাকা কে বলে পঞ্চম অঙ্কের প্রথম দৃশ্য।
৯২● "অতিদর্পে হতা লঙ্কা ,অতি মনে চ কৌরব: ৷
অতিদানে বলিবর্দ্ধ : সর্বমত্যন্তংগহির্তম।" - কে বলেছে ?
উঃ মন্নুরাম ।
৯৩● গণ কিনে কে মামার বাড়ি পালাবে ?
উঃ তপতী ।
৯৪● কুমারের সহিত কে বিবাহ পণে বদ্ধ?
উঃ ইলা ।
৯৫● নাটকটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় কবে ?
উঃ ১৩০১ বঙ্গাব্দে।
৯৬● "ভিক্ষা করে কিছু হবে না, আমরা লুঠ করব" - কার উক্তি?
উঃ কুঞ্জরলাল ।
৯৭● স্নেহের ছলনা করা অসাধ্য আমার-কার উক্তি?
উঃ সুমিত্রা ।
৯৮● 'এরা পরকে আপন করে, আপনারে পর-' কার গান?
উঃ ইলা ।
৯৯● 'ব্রাহ্মনের ঘরের ঢেঁকি'--কে কাকে বলেছে?
উঃ দেবদত্ত তার স্ত্রীকে বলেছে ।
১০০● The king and the Queen প্রথম কবে গ্রন্থাকারে প্রকাশিত হয় ?
উঃ ১৯১৭ সালে ।
১০১● টিকটিকি কোন গাছে ছিল?
উঃ ডুমুর ।
১০২● " কলুর ছেলে , ওর আর কত বুদ্ধি হবে " - কার উক্তি ?
উঃ জওহর তাঁতি ।
১০৩● নারায়নী দেবদত্তকে কার সঙ্গে তুলনা করেছেন?
উঃ ব্রাহ্মণের ঘরের ঢেকি ।
১০৪● 'এর চেয়ে সুখ স্বপ্নে মৃত্যু ছিল ভালো' কার উক্তি ?
উঃ কুমারসেনের ।
১০৫● কাঠুরিয়া,মধুজীবী,শিকারী চরিত্র গুলি কোন অঙ্কের কোন দৃশ্যে পাই?
উঃ ৫/৬ ।
১০৬● কুমারসেন রাজা হলে কে সকলকে মহুয়া খাওয়াবে?
উঃ প্রথম ।
১০৭● 'নারীর বচনে মধু , হৃদয়েতে হলাহল ;
অধরে পিয়ার সুধা , চিত্তে জ্বালে দাবানল ' কে বলেছে ?
উঃ দেবদত্ত ভর্তৃহরি থেকে এই শ্লোক উদ্ধৃত কতেছেন।
১০৮●" দুর্বলস্য বলং রাজা " কার উক্তি ?
উঃ দেবদত্ত ।
১০৯● নাটকে চরের কথা আছে কোন অঙ্কে কোন দৃশ্যে?
উঃ ৫/৬ ।
১১০● রামচরণ চরিত্রটি কোন অঙ্কে পাওয়া যায়?
উঃ ৫/৮ ।
১১১● আমি নিশিদিন তোমায় ভালোবাসি -কার গাওয়া গান?
উঃ ইলার ।
১১২● সুমিত্রা পুরুষ বেশ ধরেছিলেন কোন অঙ্কের কোন দৃশ্যে?
উঃ ২/৩ ।
১১৩● নাটকের কোন অংক/দৃশ্যে কুমারসেন ও ইলাকে প্রথম দেখা যায়?
উঃ ৩/২ ।
১১৪● "হায় বন্ধু, মানবজীবন লয়ে রাজত্বের ভান করা শুধু বিড়ম্বনা।" - কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
১১৫● জয়সেন ও মিহির গুপ্ত চরিত্র গুলি প্রথম কোন অঙ্কে পাওয়া যায়?
উঃ ২/১ ।
১১৬● 'আমি বিবাগী হয়ে বেরিয়ে যাব' কার উক্তি?
উঃ দেবদত্ত ।
১১৭● "শাস্ত্র নাই যার শাস্ত্রের উপদ্রব তার চতুর্গুণ" -কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
১১৮● "অনেকদিন ধরে রাজা ও রানীর ত্রুটি আমাকে পীড়া দিয়েছে ।•••••তখনই স্থির করেছিলেম এ নাটক আগাগোড়া নতুন ক'রে না লিখলে এক সদ্-গতি হতে পারে না ।"- (১)নাটকটির দোষত্রুটি কাটিয়ে উঠতে কোন নাটক লেখেন? (২)উপরোক্ত মন্তব্য কোথায় করেছেন?
উঃ (১) "তপতী" নাটক লেখেন (২) "তপতী"র ভূমিকাতে।
১১৯● পঞ্চম অঙ্কের শেষ দৃশ্যের নাম কী?
উঃ কাশ্মীর রাজসভা ।
১২০● " আপনি মজবে তুমি আমারে মজাবে " বক্তা কে ?
উঃ অমররাজ ।
১২১● মহারাণী কাকে বন্দী করে এনেছিলেন?
উঃ জয়সেন ও যুধাজিৎ ।
১২২● একই দৃশ্যদৃশ্যসংখ্যা রয়েছে কোন কোন অঙ্কে?
উঃ ২ এবং ৪ ।
১২৩● অমরুরাজ চরিত্রটি প্রথম কোন অঙ্কে পাওয়া যায়?
উঃ ৫/৩ ।
১২৪● নন্দলাল জাতীতে কী ছিলেন ?
উঃ ব্রাহ্মণ ।
১২৫● ত্রিবেদী --অতিশয় সাধুলোক--- কে বলেছেন?
উঃ দেবদত্ত ।
১২৬● " বাজিবে সখী বাস " গানটি কে করেছে ?
উঃ প্রথম সখী ।
১২৭● "সন্ধি নয় যুদ্ধ আমি চাই"-কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
১২৮● আমার ঘানির কথাটা কখন আসবে---উক্তিটি কার?
উঃ শ্রীহর ।
১২৯● " রেখে গেলে চির অপরাধী করে " বক্তা কে ?
উঃ বিক্রমদেব।
১৩০● রাজা ও রানী নাটকটি কেই রবীন্দ্রনাথের প্রথম নাটক বলা য়ায কারণ এর আগে যে নাটকগুলি রচিত হয়েছে তা মূলত গীতিনাট্য ও কাব্যনাট্য।
১৩১● শাস্তর ছেড়ে অস্তর ধরব।---কার উক্তি?
উঃ কুঞ্জরলাল ।
১৩২● এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক পঞ্চাঙ্ক নাটক কে বলেন?
উঃ সুকুমার সেন ।
১৩৩● কুঞ্জরলালের ভাইপোর নাম কী?
উঃ কাঞ্জিলাল ।
১৩৪● "আশীর্বাদ, ধরণীর অধীশ্বর হও"-কার প্রতি এই উক্তি?
উঃ বিক্রমদেব ।
১৩৫● এই নাটকটি শেক্সপিয়র এর রোমান্টিক ট্র্র্যাজেডি নাটকের প্রভাবকে স্বীকার করে পঞ্চাঙ্করীতিতে রচিত ।
১৩৬● সবচেয়ে বেশি দৃশ্য কোন অঙ্কে?
উঃ পঞ্চম ।
১৩৭● "সহস্র মিথ্যার চেয়ে এই সত্যে ধিক্" - কার উক্তি?
উঃ শঙ্কর ।
১৩৮● "জান,সখা , দীপ্ত সূর্য সহ্য হয় তপ্ত বালু চেয়ে"- কে, কাকে সখা বলেছেন?
উঃ বিক্রমদেব ।
১৩৯● কোন পূজা উপলক্ষে আমত্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল?
উঃ কাল ভৈরব ।
১৪০● রাজা ও রানী নাটকের প্রথম সংস্করন পাওয়া যায়নি বর্তমানে যেটা পাওয়া যায় সেটা দ্বিতীয় সংস্করণ।
১৪১● "হায় কষ্ট মানব-জীবন। পদে পদে নিয়মের বেড়া।" - কার উক্তি ?
উঃ বিক্রমদেব ।
১৪২● জয়সেনের অমাত্য কে ছিল?
উঃ মিহিরগুপ্ত ।
১৪৩● "ঢেকির স্বর্গেও সুখ নেই" - কে বলেন?
উঃ ত্রিবেদী / নারায়ণী ।
১৪৪● রানী সুমিত্রার সঙ্গে ইংরেজী সাহিত্যে কোন চরিত্রের মিল রয়েছে?
উঃ লেডি ম্যাকবেথ ।
১৪৫● কুমারের বৃদ্ধ ভৃত্যের নাম কী ?
উঃ শঙ্কর ।
১৪৬● এখানে রাজা আসলে কীসের প্রতীক?
উঃ ঋতুরাজ বসন্ত ।
১৪৭● এক বই পিতা নাই তারি নাম ভুলি/দেবতা তেত্রিশ কোটি গড় করি সবে------কার কোন অঙ্কের উক্তি?
উঃ দেবদত্ত । প্রথম অঙ্ক ।
১৪৮● এই নাটকে কী নরেশ বিপাশার কাহিনি ছিল?
উঃ " তপতী " তে আছে ।
১৪৯● 'মনে পড়ে মোর, দোঁহে শিখিতাম বীণা '- দোহেঁ বলতে কাদের বোঝানো হয়েছে ?
উঃ সুমিত্রা ও কুমার সেন ।
১৫০● "একা আমি সে প্রেমের যোগ্য নই কভু" - কার উক্তি?
উঃ সুমিত্রা ।
১৫১● "লিরিকের উদ্দাম প্রবাহে শ্রেষ্ঠ নাট্যরসে সমৃদ্ধ হয়ে উঠেছে"--এই নাটক সম্পর্কে এটি কার উক্তি?
উঃ অজিত কুমার ঘোষ ।
১৫২● রাজাও রানী পদ্য ও গদ্যে লেখা নাটক।
১৫৩● রাজা ও রাণী নাটকের বিষয় পরিচয় সম্পর্কে রবীন্দ্রনাথ কি বলেছেন?
উঃ সূচনায় যেটা বলেছেন। "এরা সুখের লাগি চাহে প্রেম/প্রেম মেলে না|/শুধু সুখ চলে যায়/এমনি মায়ার ছলনা।"
১৫৪● "আমারে পশ্চাতে ফেলে চলে গেছে চোর,/আপনারে পেয়েছি কুড়ায়ে" - কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
১৫৫● "জেনো তুমি__আমার গর্ভের ছেলে সহিবে না কভু পরের শাসনপাশ" - কার প্রতি কার উক্তি?
উঃ চন্দ্রসেনের প্রতি রেবতীর উক্তি ।
১৫৬● কোন কাব্যগ্রন্থ এর কোন কবিতায়
রাজা ও রানী নাটকের বীজ অঙ্কুরিত হয়?
উঃ "মানসী"কাব্য "নিষ্ফল কামনা"।
১৫৭● তোমার থাকার মধ্যে আছি আমি--কার উক্তি?
উঃ নারায়ণী ।
১৫৮● "পৃথিবী করিব বশ তোমার এ প্রেমে"-কার উক্তি?
উঃ কুমারসেন ।
১৫৯● রবীন্দ্রনাথ কোথায় থাকতে,কত দিনের মধ্যে নাটকটি লিখেছেন?
উঃ সোলাপুর , এক মাসের মধ্যে ।
১৬০● দেবদত্তের স্ত্রীর নাম কী?
উঃ নারায়ণী।
১৬১● এই নাটকের অভিনয় প্রথম কত সালে ও কোথায় হয়?
উঃ রবীন্দ্রনাথের নিজের বাড়িতে ১৮৮৯ সালে।
১৬২● কালভৈরবের পূজোৎসবে করো নিমন্ত্রণ-- কার উক্তি? নিমন্ত্রণ দিতে কাকে পাঠিয়েছিল?
উঃ সুমিত্রা দেবদত্ত কে বলে।
ত্রিবেদী কে পাঠিয়েছিল।
১৬৩● পূর্ণিমাতিথিতে যুবরাজের বিয়ের কথা সৈনিকরা কত দিন ধরে শুনে আসছে?
উঃ পাঁচ বছর ।
১৬৪● ইলার পিতা কে?
উঃ অমরুরাজ ।
১৬৫● " ছিঃ ছিঃ রানী , এ সকল কথা শুনে যাব তবে মুখে / ঘৃনা হয় আপনার পরে "-- উক্তিটির বক্তা ?
উঃ রাজা চন্দ্রসেন ।
১৬৬● অপদার্থ আমি! দীন কাপুরুষ আমি। --উক্তিটি কে করেছেন?
উঃ বিক্রমদেব ।
১৬৭● "এতদিন পরে /আপনার হৃদয়ের প্রতিমূর্তিখানা /দেখিতে পেলাম"-কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
১৬৮● "এ প্রবল হিংসা ভালো ক্ষুদ্র প্রেম চেয়ে" -
উক্তি টি কার?
উঃ বিক্রমদেব ।
১৬৯● "মহিচাঁদের মেয়ে। খাসা দেখতে ভাই"--বক্তা কে?
উঃ প্রথম সৈনিক বা যোধমল ।
১৭০● 'দরিদ্রের নহে বসুন্ধরা'--কার উক্তি?
উঃ দেবদত্তের ।
১৭১● 'ভয় আমি কাউকে করিনে'---কার উক্তি?
উঃ মন্নুরাম কায়স্থ ।
১৭২● আবার আসিব ফিরে, পূর্নিমার রাতে--কে কাকে উক্তিটি করেছেন?
উঃ কুমারসেন ইলাকে করেছেন ।
১৭৩● "এরা পরকে আপন করে" - গানটি কে গেয়েছে?
উঃ ইলা ।
১৭৪● জয় হোক জয় হোক জননী তোমার--কে কার প্রতি এই মন্তব্য?
উঃ কুমারসেন চন্দ্রসেনের প্রতি ।
১৭৫● "ইলার প্রবল প্রেম প্রেমস্বর্গচ্যুত রাজাকে আবার স্নিগ্ধ স্পর্শে হিংসামুক্ত করিয়া তুলিয়াছে; রাজার দুর্দান্ত হিংস্রতাকে প্রশমিত করিয়া দিয়াছে ।"--কে কোথায় এই মন্তব্য করেছেন?
উঃ "নাট্য-সাহিত্যের আলোচনা ও নাটক বিচার " (২য় খন্ড )-সাধনকুমার ভট্টাচার্য ।
১৭৬● "যম আর প্রেম/উভয়ের সমদৃষ্টি সর্বভূতে" -কার উক্তি?
উঃ বিক্রমদেব।
১৭৭● "কেবল যাবার আগে এক কাজ বাকী আছে"- কী কাজ?
উঃ ইলা ও কুমারের মিলন ঘটানো।
১৭৮● বিক্রম-সুমিত্রা র প্রেম সমর্পক এর বিপরীত
একটি প্রেম সমর্পক এর নাম উল্লেক করুন?
উঃ কুমারসেন - ইলা ।
১৭৯● "দণ্ড ভাল মার্জনার চেয়ে" - কার উক্তি?
উঃ শঙ্কর ।
১৮০● রাজা ও রানী নাটকটি কোন ধর্মী নাটক ?
উঃ রিভেঞ্জ ট্রাজেডি ।
১৮১● এই নাটকে কুমোর চরিত্রটির নাম কী?
উঃ হরিদীন ।
১৮২● "দেবতার মত তুমি নিশ্চল নিষ্ঠুর/অমোঘ তোমার দণ্ড,কঠিন বিধান!" -কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
১৮৩● "পুরুষ হৃদয় মুক্ত করে দাও এই বিশ্বরঙ্গমাঝে।" - কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
১৮৪● সেদিন আমি আরেকটা বিয়ে করে ফেলব, কার উক্তি?
উঃ প্রথম সৈনিক ।
১৮৫● এই নাটকের গদ্যরুপ টির নাম কি?
উঃ তপতী ।
১৮৬● "আপনি মজিবে তুমি আমারে মজাবে"............ উক্তি টি কার?
উঃ সুমিত্রা ।
১৮৭● রাখসী,পিশাচী,দূর হ,দূর হ ... আমারে দিস নে দেখা পাপীয়সী.... কার কথা?
উঃ চন্দ্রসেন ।
১৮৮● যোধমল কার নাম?
উঃ কুমার সেনের আঞ্জাবহ ভৃত্য প্রথম সৈনিক ।
১৮৯● রাজা ও রানী নাটকে কাঞ্জিলাল কোথায় থাকে?
উঃ বুধকোটে ।
১৯০● "স্থান দিয়ো হৃদয়ের পাশে/সমস্ত হৃদয় তুমি দিয়োনা আমারে"- উক্তিটি কার?
উঃ সুমিত্রা ।
১৯১● "তোমারে যে ছেড়ে যায় সে তোমারই প্রেমে" - কার উক্তি?
উঃ সুমিত্রা ।
১৯২● ইলার গাওয়া গান দুটো কি কি?
উঃ ১• এরা পরকে আপন করে ।
২•আমি নিশি দিন তোমায় ভালোবাসি ।
১৯৩● দেবদত্ত কারাগারে বসে কোন কাব্য পাঠ করেছিল?
উঃ মেঘদূত ।
১৯৪● রাজা ও রানী নাটকের ইংরাজি ভাষান্তরের
নাম কি? কত সালে প্রকাশিত হয়?
উঃ "The king and the queen"। ১৯১৭ সালে ।
১৯৫● রাজা ও রানী নাটকে যুধাজিৎ কোথাকার শাসক ছিলেন?
উঃ সিংহগড়ের ।
১৯৬● রাজা ও রানী নাটকে জয়সেন কোথাকার শাসক ছিলেন?
উঃ সিংহগড়ের ।
১৯৭● নাটকে দেবদত্ত কোন ব্যাকরণবিদ এর নাম উল্লেখ করেছেন?
উঃ পাণিনি ।
১৯৮● "অন্তরে প্রেয়সী তব, বাহিরে মহিষী" - কার উক্তি?
উঃ সুমিত্রা ।
১৯৯● "এ প্রবল হিংসা ভাল ক্ষুদ্র প্রেম চেয়ে
প্রলয়েতে বিধাতার চরম আনন্দ।
হিংসা এই হৃদয়ের বন্ধন-মুক্তির
সুখ।"-কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
২০০● নাটক টি তে রবীন্দ্রনাথ কোন চরিত্রের ভূমিকায় অভিনয় করেন?
উঃ বিক্রমদেব চরিত্রে ।
২০১● "আমি বাসরঘর সাজাব"--কে বলেছে?
উঃ দ্বিতীয় সখী ।
২০২● আমি সখীকে সাজিয়ে দেব--কার উক্তি?
উঃ প্রথম সখী ।
২০৩● জনার্দন কোথায় পালাবে বলেছিল?
উঃ মামার বাড়ি ।
২০৪● তুমি কি মহাবীর ধুম্রলোচন হয়েছে--কে কাকে বলেছে?
উঃ নারায়ণী বলেছে দেবদত্তকে ।
২০৫● ত্রিচূড়ের ঘটনা কোন অঙ্কে প্রথম দেখা যায়?
উঃ ৩/২ ।
২০৬● রাজপথের দৃশ্য কোন অঙ্কে আছে?
উঃ ১/২ এবং ৩/১ ।
২০৭● হায় একি অপমান,
পলাতক ভীরু বলে রটিবে অখ্যাতি!---কার উক্তি?
উঃ শঙ্করের ।
২০৮● নাটকের প্রথম সংস্করণ এর প্রকাশকাল কত?
উঃ শ্রাবণ , ১২৯৬ বঙ্গাব্দে ।
২০৯● "হায় তাত, মোরে কিছু কোরো না জিজ্ঞাসা।" - কার প্রতি কার উক্তি ?
উঃ চন্দ্রসেনের প্রতি সুমিত্রার ।
২১০● চলো মহারাজ, চলো সেই কাশ্মীরের মাঝে যাই---কে কাকে বলেছেন?
উঃ জয়সেন বিক্রমকে ।
২১১● যত চিন্তা কর শাস্ত্র চিন্তা আর বাড়ে-কার উক্তি?
উঃ দেবদত্ত ।
২১২● "সৈন্য বল তার সবচেয়ে বেশী," কার?
উঃ জয়সেন ।
২১৩● কর্তব্যের পথ হতে ফিরায়ো না মোরে--কে কার প্রতি এরুপ মন্তব্য করেছেন?
উঃ চন্দ্রসেন রেবতীর প্রতি ।
২১৪● কুমার সেনের অরণ্য সহচর কে ছিল?
উঃ রামচরন ।
২১৫● যুদ্ধ দ্বন্দ্ব রাজ্যরক্ষা আমাদের কার্য নহে-- উক্তিটি কার?
উঃ সুমিত্রার ।
২১৬● জয়সেনের আমত্য কে?
উঃ মিহির গুপ্ত ।
২১৭● সুমিত্রা কাকে কাকে বন্দি করে আনে?
উঃ যুধাজিৎ আর জয়সেন কে।
২১৮● "জননী, কী অপরাধ করেছি চরণে?" - কার প্রতি কার উক্তি ?
উঃ রেবতীর প্রতি কুমার সেনের উক্তি।
২১৯● দুব'লস্য বলং রাজা, বালানাং রোদনং বলং-করা উক্তি?
উঃ দেবদত্ত ।
২২০● দীপ্ত সূরয সহ্য হয় তপ্ত বালির চেয়ে.....উক্তিটি কার?
উঃ বিক্রমদেব ।
২২১● বাংলা সাহিত্যের প্রথম পঞ্চাঙ্ক নাটক কোনটি ?
উঃ রাজা ও রানী ।
২২২● যেতে আমি দিব না তোমারে-কার উক্তি?
উঃ ইলা ।
২২৩● সমস্ত কাশ্মীর ঘিরি লাগাব আগুন--কার উক্তি?
উঃ জয়সেন ।
২২৪● সুমিত্রার প্রেমের ধরন কী?
উঃ সাধারন নারীসুলভ,শান্ত, সংযত, ও কর্তব্যপরায়ন।
২২৫● জয়সেন গৃহ মোর দিয়াছে জ্বালায়ে।---উক্তিটি কে কার প্রতি করেছেন?
উঃ শিকারী কুমারসেনের প্রতি উক্তিটি করেছেন।
২২৬● দেখে হাসি আসে রাজা করে পলায়ণ রাজ্য ধায়ন পিছে---কার উক্তি?
উঃ দেবদত্ত ।
২২৭● জঠরাগ্নির বাড়া তো আর অগ্নি নাই----কে বলেছে?
উঃ নন্দলাল ।
২২৮● আমারে বেসো না ভালো রাজস্রীর চেয়ে
........কে বলেছে?
উঃ সুমিত্রা ।
২২৯● "রাজা রানী! কে রাজা কে রানী" - উক্তিটি কার?
উঃ বিক্রমদেব ।
২৩০● নাটকটি কোন দোষে দোষী?
উঃ লিরিকের প্লাবন ও মেলোড্রামাধর্মী ।
২৩১● মোট কটি দৃশ্যে গদ্য সংলাপ ব্যবহৃত হয়েছে?
উঃ ১০ টি ।
২৩২● রাজ্যধন না থাকিত যদি, শুধু তুমি থাকিতে আমার--কে কাকে এ মন্তব্য করেন?
উঃ বিক্রমদেব ইলাকে এ মন্তব্য করেছে।
২৩৩● নাটকে কোন নদীর প্রসঙ্গ এসেছে?
উঃ বিতস্তা ।
২৩৪● প্রান যায় সেও ভালো, তবু বন্দী ভাবে কখনো দিয়ো না ধরা"....... কে কথা গুলি বলতো? কার মুখে এ কথা শোনা যায়?
উঃ শঙ্কর ...। এই কথা কুমার সেনের জবানী তে শোনা যায়।
২৩৫● " মোর হাতে দেও সৈন্যভার " কার উক্তি ?
উঃ কুমার সেনের ।
২৩৬● সে আমার ধ্রুবতারা মহৎমৃত্যুর দিকে দেখাইছে পথ--কার উক্তি?সে বলতে কার কথা বোঝানো হয়েছে?
উঃ কুমারসেনের ।
" সে " হল ইলা ।
২৩৭● কুমার সেনের বোনের নাম কী ?
উঃ সুমিত্রা।
২৩৮● "সকল কর্তব্য চেয়ে প্রেম গুরুতর
প্রেম এই হৃদয়ের স্বাধীন কর্তব্য" -কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
২৩৯● বিজয়ীর অধিকার---কে কাকে এ মন্তব্য করেছেন?
উঃ বিক্রমদেব চন্দ্রসেনকে ।
২৪০● "রাজা ও রানী" নাটকের পাত্রগণ ......
বিক্রমদেব :- জলন্ধরের রাজা।
দেবদত্ত :- রাজার বাল্যসখা ব্রাহ্মণ।
ত্রিবেদী :- বৃদ্ধ ব্রাহ্মণ।
জয়সেন , যুধাজিৎ :- রাজ্যের প্রধান নায়ক।
মিহিরগুপ্ত :- জয়সেনের অমাত্য।
চন্দ্রসেন :- কাশ্মীরের রাজা।
কুমার :- কাশ্মীরের যুবরাজ। চন্দ্রসেনের ভ্রাতুষ্পুত্র।
শংকর :- কুমারের পুরাতন বৃদ্ধ ভৃত্য।
অমরুরাজ :- ত্রিচূড়ের রাজা।
সুমিত্রা :- জালন্ধরের মহিষী। কুমারের ভগিনী।
নারায়ণী :- দেবদত্তের স্ত্রী।
রেবতী :- চন্দ্রসেনের মহিষী।
ইলা :- অমরুর কন্যা। কুমারের সহিত বিবাহপণেবদ্ধ।
[পোস্ট : সৌম্য মাইতি]
২৪১● কে কাশ্মীরে আগুন লাগাতে চেয়েছিল ?
উঃ জয়সেন ।
২৪২● কে কার ঘর জ্বালিয়ে দেয়?
উঃ জয়সেন শিকারীর ।
২৪৩● এ রোষ রবে না চিরদিন " কে বলেছে?
উঃ রেবতী ।
২৪৪● বিক্রমদেবকে কে কুকুরের সাথে তুলনা করেছে ?
উঃ দেবদত্ত ।
২৪৫● "তোমারে করিনু সমর্পণ যাহা আছে"- কার উক্তি? কি সমর্পণ করেছেন?
উঃ অমরুরাজ ইলাকে সমর্পণ করেছেন বিক্রমদেব কে।
২৪৬● " এমনি করে মরে করেছো বিকল " বক্তা কে ?
উঃ বিক্রমদেব ।
২৪৭● জনার্দন কে কোথায় দেখি?
উঃ কাশ্মীর হাটে ।
২৪৮● "কী মধুর শান্তি হেথা
চিরন্তন অরণ্য আবাস"-কার উক্তি?
উঃ বিক্রমদেব ।
২৪৯● "ঢেকির স্বর্গেও সুখ নেই" - বক্তা কে ?
উঃ নারায়ণী ।
২৫০● "উঠ উঠ হে সুন্দরী
তব পদস্পর্শযোগ্য নহে এ ধরণী" এখানে 'সুন্দরী' কে?
উঃ ইলা ।
২৫১● "রাজা ও রানী" নাটকে মিহিরগুপ্ত কে ছিলেন?
উঃ জয়সেনের আমলা ।
২৫২● তারে কি জানিনে আমি?/হেন অপমান লয়ে সে কি মোরে কভু বাঁচিতে বলিত ।"............... তারে বলতে কাকে বোঝানো হয়েছে?
উঃ ইলা ।
২৫৩● এই নাটকের দুটি অপ্রধান চরিত্রে নাম বলুন৷
উঃ শঙ্কর , জনার্দন ।
২৫৪● "রাজা ও রানী" নাটকের গান ---
১▪ নং গান প্রতম সৈনিকের (যোধমল) গাওয়া---ওই আঁখি রে!--তৃতীয় অঙ্কের প্রথম দৃশ্যে।
২▪ নং গান সখীদের গাওয়া--যদি আসে তবে কেন যেতে চায়?-- তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে।
৩▪ নং গান--ইলার গাওয়া--এরা পরকে আপন করে,আপনারে পর--তৃতীয় অঙ্কের দ্বিতীয় দৃশ্যে।
৪▪ নং গান--প্রথম সখীর গাওয়া-- বাজিবে সখী বাঁশি বাজিবে--তৃতীয় অঙ্কের পঞ্চম দৃশ্যে।
৫▪ নং গান--দ্বিতীয় ব্যক্তির গাওয়া--যমের দুয়াের খোলা পেয়ে--পঞ্চম অঙ্কের দ্বিতীয় দৃশ্যে।
৬▪ নং গান--ইলার গাওয়া--আমি নিশিদিন তোমায় ভালোবাসি--পঞ্চম অঙ্কের চতুর্থ দৃশ্যে।
৭▪ নং গান--কাঠুরিয়ার গাওয়া--বঁধু তোমায় করব রাজা তরুতলে--পঞ্চম অঙ্কের ষষ্ঠ দৃশ্যে।
[পোস্ট : এমদাদুল হক]
২৫৫● চন্দ্রসেনের ভ্রাতুষ্পূত্রের নাম কী ?
উঃ কুমারসেন ।
২৫৬● যুধাজিৎ ও জয়সেনকে কে বন্দি করেছিল ?
উঃ সুমিত্রা ।
২৫৭● নাটকে রাজ্যের প্রধান নায়ক কারা ছিলেন ?
উঃ যুধাজিৎ ও জয়সেন ।
২৫৮● শেষ গানটি কে গেয়েছিল ?
উঃ কাঠুরিয়া ।
২৫৯● "যমের দুয়ারে খোলা পেয়ে" - এই গানটি কার গাওয়া?
উঃ দ্বিতীয় ব্যক্তি ।
২৬০● "বঁধু তোমায় করব রাজা তরুতলে" - এই গানটি কে গেয়েছেন?
উঃ কাঠুরিয়া ।
২৬১● "আমি নিশিদিন তোমায় ভালোবাসি" - গানটি কার গাওয়া?
উঃ ইলা ।
No comments