Breaking News

সাম্প্রতিক তথ্য

১/বুলবুল বাংলাদেশে আঘাত হানে কবে? এর উৎপত্তি কোথায়?
উত্তরঃ৯ নভেম্বর ২০১৯।বঙ্গোপসাগরে। নামকরণ করে পাকিস্তান।
২/পাট থেকে ঢেউটিন আবিষ্কার করেন কে? এটির নাম কি?
উত্তরঃড.মোবাররক আহমেদ খান।জুটিন।
৩/৬ষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা হবে কবে?
উত্তরঃ২-৮ জানুয়ারি ২০২১।
৪/দেশের ১৮ তম রেডিও কোনটি?
উত্তরঃরেডিও বড়াল।

৫/বুগেনভিল বর্তমানে কোন দেশের একটি প্রদেশ?
উত্তরঃপাপুয়া নিউগিনি।
৬/২০১৯ অক্সফোর্ড বর্ষসেরা শব্দ কোনটি?
উত্তরঃClimate Emergency.
৭/বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্য কতটি?
উত্তরঃ৯টি ও ২৮ টি।
৮/১ জানুয়ারি ২০২০ ওপেক ত্যাগ করবে কোন দেশ?
উত্তরঃইকুয়েডর।
৯/ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স(WSA)এর ৩৪ তম সদস্য কোন দেশ?
উত্তরঃবাংলাদেশ।
১০/AIIB এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের ৭৫ তম /সর্বশেষ সদস্য কোন দেশ?
উত্তরঃইকুয়েডর।
১১/বর্তমানে দেশে ২১ তম জাদুঘর কোনটি?
উত্তরঃআমঝুপি নীলকুঠী জাদুঘর,মেহেরপুর।
১২/৩৫ তম আসিয়ানের শীর্ষ সম্মেলন হয় কোথায়?
উত্তরঃব্যাংকক, থাইল্যান্ড।

১৩/COP25 জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কবে কোথায় হবে?
২-১৩ ডিসেম্বর,মাদ্রিদ,স্পেন।
১৪/দশম D8 সম্মেলন কবে কোথায় হবে?
উত্তরঃএপ্রিল ২০২০ ঢাকা।
১৫/বাংলাদেশের ১১ তম টেস্ট অধিনায়ক কে?
উত্তরঃমুমিনুল হক।
১৬/বুগেনভিলার রাজধানির নাম কি?
উত্তরঃবুকা।
১৭/রবীন্দ্রনাথের সিলেটকে নিয়ে কোন কবিতাটি রচনা করেন?
উত্তরঃমমতাহীন কালস্রোতে
১৮/জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন কার্যকর হয় কবে?
উত্তরঃ৩১ অক্টোবর ২০১৯।
১৯/১১ তম BRICS কবে কোথায় হয়?
উত্তরঃ১৩-১৪নভেম্বর ২০১৯,ব্রাসিলিয়া,ব্রাজিল।
২০/২০২০ সালে ১২ তম হবে কোন দেশে?
উত্তরঃসেন্ট পিটার্সবার্গ,রাশিয়া।
২১/২০২০ সালে আসিয়ানের ৩৬ তম সম্মেলন হবে কোথায়?
উত্তরঃভিয়েতনাম।
২২/NAM এর ১৮ তম সম্মেলন হয় কবে কোথায়?
উত্তরঃ২৫-২৬ অক্টোবর,আজারবাইজানের,বাকু।
২৩/পাতা পেঁয়াজের উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃসাইবেরিয়া ও চীনে।
v
২৪/সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত দৈর্ঘ কত?
উত্তর ১২০ কিমি
২৫/পেঁয়াজের ভান্ডার বলা হয় কোন স্থানকে?
উত্তরঃপাবনার সাঁথিয়া উপজেলায়।
২৬/তঞ্চঙ্গ্যাদের নবান্ন উৎসবের নাম কি?
উত্তরঃনয়াভাত খানা।
২৭/২০ নভেম্বর ২০১৯ নেদারল্যান্ডের নাইটহুট খেতাবে ভূষিত হন কে?
উত্তরঃফজলে হাসান আবেদ।
২৮/খাসিয়াদের ভাষায় তাদের বর্ষ বিদায়ের নাম কি?
উত্তরঃখাসি সেঙ কুটস্যাম।
২৯/বুড়িগঙ্গা৭১ প্রমাণ্যচিত্রের পরিচালক কে?
উত্তরঃ এনায়েত করিম বাবুল।
৩০/শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃগোতাবায়ে রাজাপাকসে.

No comments