Breaking News

বাংলা সাহিত্যের অন্যতম কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এর আজ মৃত্যুদিবস। আসুন কিছু তথ্য জেনে রাখি।

মানিক বন্দ্যোপাধ্যায় (১৯০৮-১৯৫৬)

☞জন্মঃ- ১৯ মে ১৯০৮ সালে।বিহার জেলার সাঁওতাল পরগনার দুমকা গ্রামে।তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুরের মালবদিয়া গ্রামে।

☞ তার অমর সৃষ্টি হলো " পদ্মা নদীর মাঝি " যা ১৯৩৬ সালে পূর্বাশা পত্রিকায়  প্রকাশিত,
এই উপন্যাস অবলম্বনে ২টি চলচ্চিত্র নির্মাণ হয়,তার মধ্যে ১৯৯২ সালে গৌতম ঘোষ পরিচালনা করেন "পদ্মা নদীর মাঝি"

এই উপন্যাসের  #চরিত্র গুলো হল-
কুবের, কপিলা, মালা,হোসেন মিয়া,গণেশ, ধনঞ্জয়,শীতলবাবু

☞  "পুতুল নাচের ইতিকথা" হল তার আর একটি উল্লেখযোগ্য উপন্যাস যা মনস্তাত্বিক উপন্যাস

☞ সাহিত্য কর্মঃ-

#উপন্যাসঃ-

জননী (১৯৩৫)
দিবারাত্রির কাব্য (১৯৩৫)

#পদ্মা নদীর মাঝি "  ১৯৩৬

#পুতুল নাচের ইতিকথা (১৯৩৬)

শহরতলী (১৯৪০)
অহিংস (১৯৪১)
শহরবাসের ইতিকথা (১৯৪৬)

চতুষ্কোণ (১৯৪৮)☞☞ রবীন্দ্রনাথ এর চতুরঙ্গ

জীয়ন্ত (১৯৫০)
সোনার চেয়ে দামী (১৯৫ ১)
চিহ্ন (১৯৪৭)
স্বাধীনতার স্বাদ (১৯৫১)
ইতিকথার পরের কথা (১৯৫২)
আরোগ্য (১৯৫৩)
হরফ (১৯৫৪)
হলুদ নদী সবুজ বন (১৯৫৬)

☞ নাটক- #ভিটেমাটি (১৯৪৬)

☞ গল্পগ্রন্থঃ

অতসী মামা অন্যান্য গল্প (১৯৩৫) প্রথম প্রকাশিত

প্রাগৈতিহাসিক (১৯৩৭)

মিহি ও মোটা কাহিনী (১৯৩৮)
সরীসৃপ (১৯৩৯)

বৌ (১৯৪৩)🙄🙄🙄

সমুদ্রের স্বাদ (১৯৪৩)
ভেজাল (১৯৪৪)
হলুদ পোড়া (১৯৪৫)
পরিস্থিতি (১৯৪৬)
আজকাল পরশুর গল্প (১৯৫০)
ফেরিওয়ালা (১৯৫৩)
ছোট বকুলপুরের যাত্রী (১৯৪৯)

আত্মহত্যার অধিকার😭😭😭

☞ প্রবন্ধঃ-
"লেখকের কথা"

☞মৃত্যুঃ- তিনি ৩ ডিসেম্বর ১৯৫৬ সালে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যান
 ----------+---------
[৩ডিসেম্বর ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়,যার পূর্ব নাম বর্ধমান হাউজ ]

"পদ্মা নদীর মাঝি " বিখ্যাত উক্তি আজ কোটার বদৌলতে নতুন ভার্সন আমরা পেয়েছি " যা বলতে পারি

#কপিলাঃ- আমারে লগে নিবা মাঝি??? (কুবের লক্ষ্য করে)

#কুবেরঃ- তোর কোন কৌটা আছে???

#কপিলাঃ- না😭😭😭

#কুবেরঃ- তয় দূরে গিয়া মর😂😂😂

মোঃ হাছেন আলী

No comments