Breaking News

কবি উপাধিঃ

কবি উপাধিঃ
—————
ছন্দের যাদুকর বলা হয় == সত্যেন্দ্রনাথ দত্তকে।
ছান্দসিক কবি বলা হয় == কবি আব্দুল কাদিরকে।
অমিত্রাক্ষর ছন্দে রচিত:
—————————–
১। তিলোত্তমাসম্ভব কাব্য- মাইকেল মধুসূদন দত্ত
২। মেঘনাদবধ কাব্য- মাইকেল মধুসূদন দত্ত
৩। পদ্মাবতী(দ্বিতীয় অঙ্ক)- মাইকেল মধুসূদন দত্ত
৪। বীরাঙ্গনা কাব্য- মাইকেল মধুসূদন দত্ত
অক্ষরবৃত্ত ছন্দে রচিত:
—————————
১। বঙ্গভাষা- মাইকেল মধুসূদন দত্ত
২। তাহারেই পড়ে মনে- সুফিয়া কামাল
৩। একটি ফটোগ্রাফ(মুক্ত অক্ষরবৃত্ত)- শামসুর রহমান
৪। বাংলাদেশ- অমিয় চক্রবর্তী
মাত্রাবৃত্ত ছন্দে রচিত:
————————-
১। চর্যাপদ- হরপ্রসাদ শাস্ত্রী(আবিষ্কারক)
২। আঠারো বছর বয়স- সুকান্ত ভট্টাচার্য
৩। সোনার তরী- রবীন্দ্রনাথ ঠাকুর
৪। পাঞ্জেরী- ফররুখ আহমদ
৫। জীবন বন্দনা- কাজী নজরুল ইসলাম
৬। কবর- জসীমউদ্দিন
স্বরবৃত্তে ছন্দে রচিত:
————————-
১। বাংলা আমার- কায়কোবাদ
মিত্রাক্ষর ছন্দে রচিত:
১। ব্রজাঙ্গনা কাব্য- মাইকেল মধুসূদন দত্ত
মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয় ছন্দে রচিত:
১। চতুর্দশপদী কবিতাবলী- মাইকেল মধুসূদন দত্ত
গদ্যছন্দে রচিত:
১। আমার পূর্ব বাংলা- সৈয়দ আলী আহসান
বাংলা সাহিত্যের ছন্দ নিয়ে যত সব
১/ বাংলা ছন্দ প্রধানত = তিন প্রকার। যথাঃ স্বরবৃত্ত,মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত।
২/ বাংলা সাহিত্যের প্রথম সনেট রচনা করেন= মাইকেল মধুসুদন দত্ত

No comments