সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের মোট বেতন কত?
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সব মিলিয়ে যত টাকা বেতন পান তার বিস্তারিত তুলে ধরা হলো:
পিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত :
- ১৪তম গ্রেড-১০২০০-২৪৬৮০/-
- ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০/--টাকা স্কেল
উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেয়া হলো:
- ধরি শুরুতে ৯৭০০ মূল বেতন সাথে ৫০%বাড়িভাড়া = ৫০০০
- চিকিৎসা ভাতা- ১৫০০
- টিফিন-২০০
- সব মিলিয়ে- ৯,৭০০+৫,০০০+১,৫০০+২০০=১৬,৪০০
- কল্যান ভাতা ও রেভিনিউ স্ট্যাম্প ব্যয় বাদে ১৬,৩৫০ থাকবে।
- ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়।
*সন্তান পড়াশোনারত থাকলে ১ সন্তান মাসিক ৫০০/-টাকা , ২ সন্তান মাসিক ১০০০/-টাকা পাবেন।
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের মোট বেতন । Total pay scale of govt. primary school teacher
No comments