Breaking News

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের মোট বেতন কত?


Image result for সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের মোট বেতন কত?"

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সব মিলিয়ে যত টাকা বেতন পান তার বিস্তারিত তুলে ধরা হলো:


পিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত :


  • ১৪তম গ্রেড-১০২০০-২৪৬৮০/-
প্রশিক্ষণ বিহীন:
  • ১৫তম গ্রেড ৯৭০০-২৩৪৯০/--টাকা স্কেল


উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেয়া হলো:


  • ধরি শুরুতে ৯৭০০ মূল বেতন সাথে ৫০%বাড়িভাড়া = ৫০০০
  • চিকিৎসা ভাতা- ১৫০০
  • টিফিন-২০০
  • সব মিলিয়ে- ৯,৭০০+৫,০০০+১,৫০০+২০০=১৬,৪০০

  • কল্যান ভাতা ও রেভিনিউ স্ট্যাম্প ব্যয় বাদে ১৬,৩৫০ থাকবে।
  • ৫% হারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়। 


*সন্তান পড়াশোনারত থাকলে ১ সন্তান মাসিক ৫০০/-টাকা , ২ সন্তান মাসিক ১০০০/-টাকা পাবেন।



সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের মোট বেতন । Total pay scale of govt. primary school teacher


No comments