Breaking News

নতুন নিয়োগ প্রাপ্ত একজন্য পুলিশ কনস্টেবল ১৭তম গ্রেডে বেতন পেয়ে থাকে। বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বিধি মোতাবেক পেয়ে থাকেন। একজন পুলিশের বেতন কত?
  • মূল বেতন  ৯০০০ (স্কেল ৯০০০-২১৮০০)
  • ব্যক্তিগত ভাতা মাসিক-৪৫ টাকা।
  • বাড়ি ভাড়া সর্বনিম্ন ৫০% হারে ৪৫০০ টাকা
  • কিট ভাতা বাৎসরিক-৭১৫ টাকা
  • ধোলাই ও চুলকাটা ভাতা মাসিক-৮৫ টাকা
  • খোরাকী দৈনিক-৫১০ টাকা। (এটা আলাদা ভাবে প্রতি দিনের ডিউটির জন্য দেওয়া হয়)
  • ট্রাভেলিং এলাউন্স মাসিক সর্বোচ্চ ৩২৫০ টাকা।
  • চিকিৎসা ভাতা-১৫০০ টাকা মাসিক
  • উৎসব ভাতা, ভ্রমণ ভাতা বিধি মোতাবেক।

আনুমানিক সর্বমোট মাসিক ১৯৪৬০ টাকা। 

 প্রতিবছর মূল বেতনের সাথে ৫% যোগ হবে । রেশন সুবিধা তো আছেই ।

বিস্তরিত জানতে গেজেট পড়ুন: ডাউনলোড

একজন পুলিশ কনস্টেবল এর বেতন ভাতাদি সম্পর্কে জেনে রাখুন । total salary of police constable একজন পুলিশের বেতন কত

No comments