বাংলা ১৭৫৭-১৯৪৭ সাল পর্যন্ত ঘটনাবলি
১. দ্বৈতশাসন ব্যবস্থা প্রবর্তন করেন - লর্ড ক্লাইভ।
২. চিরস্থায়ী বন্দোবস্ত আইনের প্রবর্তক - লর্ড কর্ণওয়ালিস।
৩. চিরস্থায়ী বন্দোবস্ত আইন চালু -- ১৭৯৩ সালে।
৪. সতীদাহ প্রথা নিবারণ করেন -- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৫. সিপাহী বিদ্রোহ হয় -- লর্ড ক্যানিং এর সময়।
৬. সিপাহী বিদ্রোহ হয়েছিল -- ১৮৫৭ সালে।
৭. প্রথম আদমশুমারী চালু করেন - লর্ড রিপন।
৮. বঙ্গভঙ্গ হয় --১৯০৫ সালে -- লর্ড কার্জন।
৯. বঙ্গভঙ্গ রদ হয় - ১৯১১সালে -- লর্ড হার্ডিঞ্জ।
১০. ভারত শাসন আইন -- ১৯৩৫ সালে -- লর্ড উইলিংডন।
১১. ভারত ছাড় আন্দোলন হয় -- লর্ড লিনলিথগো এর সময়।
১২. ক্রিপস মিশন -- লর্ড লিনলিথগো।
১৩. ভারতীয় স্বাধীনতা আইন -- লর্ড মাউন্টব্যাটেন।
১৪. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় - লর্ড মাউন্টব্যাটেন।
১৫. হান্টার কমিশন গঠন করেন - লর্ড রিপন
১৬. বাশের কেল্লা ধ্বংস হয় যার নেতৃত্বে - কর্নেল স্টুয়ার্ট।
১৭. ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন -- ইংরেজ সিভিলিয়ান অক্টোভিয়ান হিউম।
১৮. ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা -- ওয়েলেসলি।
১৯. রাজস্ব বোর্ড স্থাপন -- ওয়ারেন হেস্টিং।
২০. ভারতে কাগজের মুদ্রা চালু করেন -- লর্ড ক্যানিং।
১.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন
__ লর্ড কর্নওয়ালিস
২.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন
__লর্ড কর্নওয়ালিস
৩. সূর্যাস্ত আইন চালু হয়
__লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
__লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক
__ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন
__লর্ড বেন্টিঙ্ক
৭ উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন
__লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর
__লর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর
-- স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
--লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা রাজ্ প্রতিনিধি
__লর্ড মাউন্টব্যাটেন।
১২.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন
-- লর্ড কার্জন
১৩,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন
--লর্ড হার্ডিঞ্জ
১৪..অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন--
-- শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন--
--- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৬.১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন
-- খাজা নাজিম উদ্দিন
৬১. বঙ্গভঙ্গ করেন?
==>লর্ড কার্জন
৬২. বঙ্গভঙ্গ রদ হয়?
==>১৯১১ সালে
৬৩. বঙ্গভঙ্গ রহিত করেন?
==>লর্ড হার্ডঞ্জ
৬৪. বঙ্গভঙ্গের প্রতিবাদে যে আন্দোলন গড়ে উঠে?
==>স্বদেশী আন্দোলন
৬৫. মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
==>নবাব সলিমুল্লার উদ্যোগে
৬৬. রবীন্দ্রনাথ 'নাইট' উপাধি প্রত্যাখান করেন?
==>জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের প্রতিবাদস্বরূপ
৬৭. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন?
==>হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৬৮. 'রাহোর প্রস্তাব' গৃহীত হয়?
==>১৯৪০ সালে
৬৯. এ. কে. ফজলুল হক পূর্ব বাংলার গর্ভনর নিযুক্ত হন?
==>১৯৫৬ সালে
৭০. ১৯৪৭ সালের সীমানা কমিশন যে নামে পরিচিত ছিলো?
==>রার্ডক্লিফ কমিশন
৭১. 'পঞ্চাশের মন্বন্তর' হয়েছিল ইংরেজী?
==>১৯৪৩ সালে
৭২. উপমহাদেশের ভবিষ্যত সংবিধানের খসড়া তৈরী করেন?
==>সাইমন কমিশন
১/ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম
এসছিলো -- পর্তুগীজরা।
২/ পর্তুগীজরা দেশে পরিচিত ছিল – ফিরিঙ্গি নামে।
৩/ পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে
আসেন -- ১৪৯৮ সালে।
৪/ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে
আসার পথ আবিস্কৃত হয় -- ১৪৮৭ সালে।
৫/ পঞ্জিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে
তোলেন – ফরাসিরা।
৬/ ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে – ফোর্ট
উইলিয়াম দূর্গকে কেন্দ্র করে।
৭/ পর্তুগীজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে --
১৫৮০ সালে।
৮/ বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে --
পর্তৃগ্রীজ নাবিক পেড্রো আলভারেজ কাব্রাল।
৯/ বাংলা থেকে পর্তূগীজদের বিতাড়িত করেন –
কাসিম খান জুয়ানি।
১০/ সুরাটে ইংরেজদের বানিজ্যকুঠি নির্মাণের
অনুমতি দেন – সম্রাট জাহাঙ্গীর।
১১/ পর্তুগ্রীজদের পর বানিজ্যের জন্য বাংলায়
আসে -- ওলন্দাজরা।
১২/ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠন
করেন -- ওলন্দাজগণ, ১৬০২ সালে।
১৩/ ফরাসিরা বাংলায় বানিজ্য করতে আগমন করে --
১৬৬৮ সালে।
১৪/ ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় --১৬৬৪
সালে।
১৫/ ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় - -১৬০০
সালে।
১৬/ ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন
ভেঙ্গে যায় --১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।
১৭/ বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয়
স্বীকার করে -- ইং সেনাপতি আয়ারকুটের কাছে
ফরাসি গর্ভনর কাউন্ট লালী।
১৮/ উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য
স্থাপন করে - - ইন্দোনেশিয়ায়।
১৯/ প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় - - ফরসিদের সাথে
ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।
২০/ ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে - -
সুরাটে।
২১/ শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর
আক্রমন করে - - ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
২২/ বাংলায় ইংরেজদের যে কুঠিটি সবচেয়ে
সুরক্ষিত ছিল - - ফোর্ট উইলিয়াম।
২৩/ মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় -
-১৬৬০ সালে।
২৪/ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন - - ইংরেজ
কর্মচারী জন চার্নক।
২৫/ ইংরেজরা বাংলা আক্রমন করে - -১৬৮৬ সালে।
২৬/নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল
করেন -- ২০ জুন ১৭৫৬।
২৭/ নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় -- ১৭৫৬
সালে।
২৮/ রেজরা কলকাতা অধিকার করে - -০২ জানুয়ারী
১৭৫৭।
২৯/পলাশীর যুদ্ধ সংঘটিত হয় -- ২৩ শে জুন, ১৭৫৭
সালে।
৩০/ নবাব সিরাজুদ্দৌলা জন্মগ্রহন করেন -- ১৭৩৩
খ্রিষ্টাব্দে।
৩১/ নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ
বাধে - -১৭৬৪ সালে।
৩২/ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর ছিল - -
লর্ড ক্লাইভ।
৩৩/ দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন করেন - - লর্ড
ক্লাইভ।
৩৪/ দ্বৈত শাসন ব্যবস্থা চালূ হয় - -১৭৬৭ সালে।
৩৫/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ন্যাস্ত হয় - -
নবাবের উপর।
৩৬/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব
কার ওপর ন্যাস্ত হয় - - লর্ড ক্লাইভ।
৩৭/ ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল - - ১১৭৬ বাং এবং
১৭৭০ ইং সালে।
৩৮/ পঞ্চাশের মন্বন্তর হয়েছিল - - ১৩৫০ বাং এবং
১৯৪৩ ইং সালে।
৩৯/ অন্ধ কূপ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল - -১৭৫৬
সালে।
৪০/ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন - -
ওয়ারেন হেষ্টিংস।
৪১/ নিলাম সুত্রে জমি বন্দোবস্তের প্রথা চালু
করেন - - ওয়ারেন হেষ্টিংস।
৪২/ ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল
নিযুক্ত হন - - ১৭৭২ সালে।
৪৩/ চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন - -
লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।
৪৪/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায়
স্থানান্তর করেন - - ওয়ারেন হেস্টিংস।
৪৫/ কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় - - ১৬৯০ সালে।
৪৬/ বর্গী নামে পরিচিতি ছিল - - মারাঠারা।
৪৭/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে
স্থানান্তর করেন - - মীর কাসিম।
৪৮/ ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত
হয়েছিল - - বক্সারে।
৪৯/ বক্সারের যুদ্ধ হয়েছিল - - ১৭৬৪ সালে।
৫০/ ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা
রেগুলেটিং এ্যাক্ট পাশ হয় - -১৭৭৩ সালে।
৫১/ উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন
করেন - - ওয়ারেন হেষ্টিংস।
৫২/ পাঁচশালা বন্দোবস্তের প্রর্বতন করেন - -
ওয়ারেন হেস্টিংস।
৫৩/ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার
প্রচলন করেন - - লর্ড বেন্টিঙ্ক।
৫৪/ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন - - লর্ড
বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
৫৫/ উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি
শিক্ষার প্রবর্তন করেন - - লর্ড বেন্টিঙ্ক।
৫৬/ বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন - -
লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।
৫৭/ ‘ইন্ডিয়ান পেনাল কোড’ প্রণীত হয় – ১৮৬০
সালে।
৫৮/ ভারতে খাজনা আইন পাশ হয় – ১৮৫৯ সালে।
৫৯/ সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর
শাহ।
৬০/ ভারতের যে ভাইসরয় নাম করা কবি ও সাহিত্যিক
ছিলেন – লর্ড লিটন।
৬১/ ‘ভারতবন্ধু’ নামে পরিচিত লর্ড রিপন কর্তৃক গঠিত
শিক্ষা কমিশনের নাম – হান্টার কমিশন।
৬২/ বঙ্গভঙ্গ রদ করেন – লর্ড হার্ডিঞ্জ (১৯১১
সালে)।
৬৩/ ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে সবচেয়ে বেশি
সাম্রাজ্যবাদী ছিলেন – লর্ড ডালহৌসী।
৬৪/ উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ
চালু করেন - - লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।
৬৫/ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন
করেন - - লর্ড ক্যানিং।
৬৬/ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী
বিদ্রোহ সংঘটিত হয় - -১৮৫৭ সালে ৯ মার্চ,
বঙ্গদেশের ব্যারাকপুরে।
৬৭/ সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট
দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন - -
মায়ানমারে।
৬৮/ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি
অবস্থিত - - মায়ানমারে।
৬৯/ যে দেশের লোকদের ওলন্দাজ বলা হয় - -
হল্যান্ডের।
৭০/ উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল - -
লর্ড মাউন্ট ব্যাটন।
৭১/ আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন - - নবাব আবদুল
গনি, ১৯৭২ সালে।
৭২/ বঙ্গ প্রদেশকে বেঙ্গল ও আসাম
প্রদেশে বিভক্ত করেন – লর্ড কার্জন।
৭৩/ কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন -
-১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন।
বাংলার শেষ নবাব - নবাব সিরাজউদ্দৌলা.
সিরাজউদ্দৌলা জন্ম গ্রহণ করেন - ১৭৩৩ সালে.
সিরাজউদ্দৌলার মাতার নাম - আমেনা খাতুন.
সিরাজউদ্দৌলার নানার নাম - নবাব আলীবর্দী খান.
নবাব আলীবর্দী খান মৃত্যু বরণ করেন - ১৭৫৬ সালের ৯ ই এপ্রিল.
নবাব আলীবর্দী খানের ৩য় কন্যা - আমেনা খাতুন.
নবাব আলীবর্দী খানের জামাতা - শওকত জং.
নবাব সিরাজউদ্দৌলার খালা - ঘসেটি বেগম.
নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনা পতি - মীর জাফর.
মীর জাফর এর পুএ - মিরন.
মিরনের কথায় নবাব কে হত্যা করেন - মুহম্মদি বেগ.
বঙ্গ ভঙ্গ হয় - ১৯০৫ সালে.
বঙ্গভঙ্গ রদ হয় - ১৯১১ সালে.
ভারত শাসন আইন পাশ হয় - ১৯১৯ সালে.
রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় - ১৭৭৩ সালে.
ইন্ডিয়া অ্যাক্ট পাশ হয় - ১৭৮৪ সালে.
চিরস্থায়ী বন্দোবস্ত হয় - ১৭৯৩ সালের ২২ মার্চ.
চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন - লর্ড কর্ণওয়ালিস.
ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করা হয় - ১৬৫৮ সালে.
১.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন
করেন
__ লর্ড কর্নওয়ালিস
২.ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন
করেন
__লর্ড কর্নওয়ালিস
৩. সূর্যাস্ত আইন চালু হয়
__লর্ড কর্নওয়ালিস এর আমলে
৪..দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
__লর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা
বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক
__ওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন
__লর্ড বেন্টিঙ্ক
৭ উপমহাদেশে বিধবা বিবাহ আইন(১৮৫৬),প্রথম
রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ
নীতি (নাগপুর দখল) চালু করেন
__লর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর
__লর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর
-- স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা
রাজ্ প্রতিনিধি
--লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা
বড়লাট বা রাজ্ প্রতিনিধি
__লর্ড মাউন্টব্যাটেন।
১২.বঙ্গভঙ্গ(১৯০৫) করেন
-- লর্ড কার্জন
১৩,বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন
--লর্ড হার্ডিঞ্জ
১৪..অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী
ছিলেন--
-- শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫.অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন--
--- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৬.১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী
ছিলেন
-- খাজা নাজিম উদ্দিন
● দ্বৈতশাসনব্যবস্থাচালু = লর্ডক্লাইভ = 1767 সালে।
● দ্বৈতশাসনব্যবস্থাবিলোপ = ওয়ারেনহোস্টিং = 1772 সালে।
● ভারতশাসনআইন = লর্ডউইলিংটন = 1935 সালে।
● ভারতীয়স্বাধীনতাআইন = লর্ডমাউন্টব্যাটেন = 1947 সালে।
● বঙ্গভঙ্গ = লর্ডকার্জন = 1905 সালে।
● বঙ্গভঙ্গরদ = লর্ডহার্ডিঞ্জ = 1911 সালে।
● চিরস্থায়ীবন্দোবস্তপ্রথা = লর্ডকর্নওয়ালিস = 1793 সালে।
● ব্রাহ্মসমাজপ্রতিষ্ঠা = রাডারামমোহনরায় = 1828 সালে।
● সতীদাহপ্রথাবিলোপ = লর্ডউইলিয়ামবেন্টিংক = 1829 সালে।
● উপমহাদেশেরেলচালু = লর্ডডালহৌসি = 1853 সালে।
● বিধবাবিবাহবৈধকরণপ্রচলন = ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর 1856 সালে।
● উপমহাদেশেকাগজীমুদ্রাপ্রচলন = লর্ডক্যানিং = 1857 সালে।
● উপমহাদেশেবাজেটপেশ = লর্ডক্যানিং = 1861 সালে।
● সিপাহীবিদ্রোহ = লর্ডক্যানিং = 1857 সালে।
একনজরেব্রিটিশশাসনের১৪জনলর্ড👮
-
👮লর্ডওয়ারেনহেস্টিংস(১৭৭৩-১৭৮৫)👮
✍ভারতেরপ্রথমগভর্নরজেনারেল।
✍উপমহাদেশেপ্রথমরাজস্ববোর্ডগঠনকরেন।
✍পাঁচশালাবন্দোবস্তপ্রবর্তনকরেন।
✍দ্বৈতশ্বাসনব্যবস্থারহিতকরেন।
✍রাজধানীমুর্শিদাবাদথেকেকলকাতায়স্থানান্তরকরেন।
-
👮লর্ডকর্নওয়ালিস(১৭৮৫-১৭৯৩)👮
✍চিরস্থায়ীবন্দোবস্তকরেন।
✍ইন্ডিয়ানসিভিলসার্ভিসবিধিপ্রণয়নকরেন।
✍দশসালাবন্দোবস্তচালুকরেন।
✍সূর্যাস্তআইনপাস/প্রণয়নকরেন।
-
👮লর্ডওয়েলেসলি(১৭৯৩-১৮০৫)👮
✍অধীনতামূলকমিত্রতানীতিগ্রহণকরেন।
-
👮লর্ডউইলিয়ামবেন্টিঙ্ক(১৮০৫-১৮৩৫)👮
✍সতিদাহপ্রথারহিতকরেন।
✍ভারতবর্ষপাশ্চাত্যশিক্ষারপ্রসারেসর্বপ্রথমআইনপ্রণয়নকরেন।
-
👮লর্ডডালহৌসী(১৮৩৫-১৮৫৬)
👮
✍বিধবাবিবাহআইনপাসকরেন।
✍সত্ত্ববিলোপনীতীপ্রয়োগকরেন।
✍উপমহাদেশেপ্রথমরেলযোগাযোগচালুকরেন।
-
👮লর্ডক্যানিং(১৮৫৬-১৮৬২)👮
✍উপমহাদেশেপ্রথমকাগজেরটাকাচালুকরেন।
✍পাক-ভারতউপমহাদেশেপুলিশসার্ভিসচালুকরেন।
-
👮লর্ডমেয়োর(১৮৬২-১৮৭২)👮
✍ভারতবর্ষে১৮৭২সালেপ্রথমআদমশুমারিচালুকরেন।
-
👮লর্ডলিটন(১৮৭২-১৮৮০)👮
✍অস্ত্রআইনপাসকরেবিনালাইসেন্সেঅস্ত্ররাখানিষিদ্ধকরেন।
✍সংবাদপত্রআইনপাসকরেন।
-
👮লর্ডরিপন(১৮৭৬-১৮৮০)👮
✍সংবাদপত্রআইনরহিতকরেন।
✍হান্টারকমিশনগঠনকরেন।
✍ইলবার্টবিলপ্রণয়নকরেন।
✍বেঙ্গলমিউনিসিলালআইনপ্রবর্তনকরেন।
✍ফ্যাক্টরীআইনপাসকরেন।
-
👮লর্ডকার্জন(১৮৯৯-১৯০৫)👮
✍বঙ্গভঙ্গকরেন।
✍কলকাতায়ভারতেরবৃহত্তমগ্রন্থাগার [#ইম্পেরিয়াল](https://www.facebook.com/hashtag/%E0%A6%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B2?source=feed_text&epa=HASHTAG) লাইব্রেরীপ্রতিষ্ঠাকরেন।
-
👮লর্ডমিন্টো(১৯০৫-১৯১০)👮
✍মর্লি-মিন্টোআইনপ্রবর্তনকরেন।
-
👮লর্ডহার্ডিঞ্জ(১৯১০-১৯১৬)👮
✍বঙ্গভঙ্গরদেরসুপারিশকরেন।
✍ব্রিটিশভারতীয়রাজধানীকলকাতাথেকেদিল্লিতেস্থানান্তরকরেন।
-
👮লর্ডচেমসফোর্ড(১৯১৬-১৯২১)👮
✍মন্টেগু-চেমসফোর্ডসংস্কারআইনপ্রণয়নকরেন।
-
👮লর্ডমাউন্টব্যাটেন(১৯২১-১৯৪৭)👮
✍ব্রিটিশ-ভারতেরশেষভাইসরয় ....
এগুলোই পরীক্ষায় আসে কিন্তু খালি কনফিউশন হয়। →
১. বঙ্গভঙ্গ(১৯০৫) করেন
-- লর্ড কার্জন
২. বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন
--লর্ড হার্ডিঞ্জ
৩. সূর্যাস্ত আইন চালু হয়
থথলর্ড কর্নওয়ালিস এর আমলে
৪. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন
থথলর্ড ক্লাইভ
৫.দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা
বন্দোবস্তের ও রাজস্ব বোর্ড প্রবর্তক
থথওয়ারেন হেস্টিংস
৬.সতীদাহ প্রথার বিলোপ(১৮২৯) করেন
থথলর্ড বেন্টিঙ্ক
৭. উপমহাদেশে বিধবা বিবাহ আইন (১৮৫৬),প্রথম রেল, ডাক, ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন..
থথলর্ড ডালহৌসি।
৮. উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর
থথলর্ড ক্লাইভ
৯.অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর
-- স্যার ফ্রেডরিক জন বারোজ
১০.উপমহাদেশের প্রথম ভাইসরয় বা বড়লাট বা রাজ প্রতিনিধি
--লর্ড ক্যানিং
১১ উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয় বা বড়লাট বা
রাজ্ প্রতিনিধি
থথলর্ড মাউন্টব্যাটেন।
১২.বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩)প্রবর্তন করেন
থথ লর্ড কর্নওয়ালিস
১৩,-ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন
থথলর্ড কর্নওয়ালিস
১৪.অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন--
-- শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক
১৫. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন--
--- হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বাংলাদেশ বিষয়াবলি
ব্রিটিশ ভারতের রাজনীতির উল্লেখযোগ্য ঘটনা
_দ্বৈত শাসন- লর্ড ক্লাইভ
_রাজস্ব বোর্ড, দ্বৈত শাসন রহিতকরন-ওয়ারেন হেস্টিংস
-চিরস্থায়ী বন্দোবস্ত -লর্ড কর্নওয়ালিস
_অধীনতামূলক মিত্রতা নীতি-লর্ড ওয়েলসি
_সতীদাহ প্রথা নিষিদ্ধ ১৮২৯ -লর্ড উইলিয়াম বেন্টিংক
_স্বত্ত্ববিলোপ নীতি, রেল যোগাযোগ-১৮৫৩ -লর্ড ডালহৌসি
_লর্ড ক্যানিং -প্রথম ভাইসরয়, সিপাহী বিদ্রোহ, কাগজের মুদ্রা
_আদমশুমারি ১৮৭২ -লর্ড মেয়ো
_অস্ত্র আইন-১৮৭৮, সংবাদপত্রের স্বাধীনতা হরন-১৮৭৮- লর্ড লিটন
- হান্টার কমিশন -১৮৮২, ইলবার্ট বিল, ফ্যাক্টরি আইন,বেঙ্গল মিউনিসিপাল এক্ট- লর্ড রিপন
_বঙ্গভঙ্গ-১৯০৫, ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা -লর্ড কার্জন
-মর্লি-মিন্টো সংস্কার আইন ১৯০৯-লর্ড মিন্টো
_বঙ্গভঙ্গ রদ-১৯১১, রাজধানী কলকাতা হতে দিল্লী -লর্ড হার্ডিঞ্জ
_মন্টেগো চেমসফোর্ড সংস্কার আইন-১৯১৯, লর্ড চেমসফোর্ড
_ ভারত স্বাধীনতা আইন-১৯৪৭, লর্ড মাউন্টব্যাটেন(শেষ ভাইসরয়)
N.B. ভাইসরয় /বড়লাট বলতে ইংল্যান্ডের রাজা বা রানীর প্রতিনিধিকে বুঝায়।
● মোহামেডানলিটারেরীসোসাইটি = নওয়াবআব্দুললতিফ।
● মুসলিমসাহিত্যসমাজ = নওয়াবআব্দুললতিফ।
● আলীগড়আন্দোলন = স্যারসৈয়দআহমেদ।
● অসহযোগআন্দোলন = মহাত্মাগান্ধী।
● দ্বি-জাতিতত্ত্ব = মোহাম্মদআলীজিন্নাহ।
● ফকিরআন্দোলন = ফকিরমজনুশাহ।
● বিধবাবিবাহআইন = ঈশ্বরচন্দ্রবিদ্যাসাগর।
● ফরায়েজীআন্দোলন = হাজীশরীয়তউল্লাহ।
● মুঘলসাম্রাজ্য = সম্রাটআকবর।
● উপমহাদেশেঘোড়ারডাকব্যবস্থা = শেরশাহ।
● ব্রাহ্মসমাজ = রাজারামমোহনরায়।
No comments