Breaking News

কিছু গুরুত্বপূর্ণ (জাতীয় প্রশ্ন!!) সাম্প্রতিক তথ্য:


#বিভাগ :
১| মোট বিভাগ: ৯টি।
২| সর্বশেষ বিভাগ: পদ্মা বিভাগ (বৃহত্তম ফরিদপুরকে কেন্দ্র করে)।
৩| যে ৫টি জেলা নিয়ে পদ্মা বিভাগ গঠিত হয়: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও শরীয়তপুর।
৫| দেশের সবচেয়ে বড় প্রশাসনিক বিভাগ: চট্টগ্রাম এবং ক্ষুদ্রতম: ময়মনসিংহ।
৬| ঢাকা বিভাগ ভেঙ্গে এ পর্যন্ত ২টি বিভাগ গঠিত হয়।
(ক) ময়মনসিংহ বিভাগ
(খ) পদ্মা (ফরিদপুর) বিভাগ
৭| নতুন পদ্মা বিভাগ গঠিত হওয়ায় ঢাকা বিভাগে বর্তমান জেলা সংখ্যা ৮টি (পূর্বে ছিলো ১৩টি)।
#সিটি_কর্পোরেশন :
১। মোট সিটি কর্পোরেশন: ১৩টি।
২| সর্বশেষ: ফরিদপুর সিটি করপোরেশন।
৩| নতুন নিয়ম: বিভাগীয় শহর ছাড়া আর নতুন করে কোনো সিটি করপোরেশন হবে না।
৪। সবচেয়ে ছোট ও বড় সিটি কর্পোরেশন যথাক্রমে: সিলেট (২৬.৫ বর্গকি.মি.) ও গাজীপুর (৩২৯.৯ বর্গকি.মি.)।
#পৌরসভা :
১। মোট পৌরসভা: ৩২৯টি।
২| সর্বশেষ পৌরসভা: বিশ্বনাথপুর, সিলেট।
#থানা :
১। মোট থানা: ৬৪৭টি।
২| সর্বশেষ একসাথে ৭টি থানা চালু হচ্ছে।
#উপজেলা :
১। মোট উপজেলা: ৪৯২টি।
২| সর্বশেষ: শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
#ইউনিয়ন :
১| মোট ইউনিয়ন: ৪৫৭১টি

No comments