Breaking News

বেগম_রোকেয়া_সাখাওয়াত_হোসেন_সম্পর্কে_কিছু_তথ্য



1. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে বাংলা সাহিত্যে নারী জাগরনের অগ্রদূত বলা হয়।

2. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যে প্রথম নারীবাদী লেখক।

3. রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেও তিনি সমাজসংস্কার ও নারীর শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রাখেন।

4. ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস।

5. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত "পদ্মরাগ"(১৯২৪) একটি উপন্যাস।

6. "পদ্মরাগ" মুসলিম নারী রচিত প্রথম উপন্যাস।

7. "পদ্মরাগ" উপন্যাসের প্রধান বিষয়বস্তু হলো - মুসলিম সমাজের অন্তঃস্থিত ক্লেদ ও অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ।

8. "পদ্মরাগ" উপন্যাসে স্পষ্টভাবে বলা হয়েছে - "হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান একই মাতৃগর্ভজাত"।

9. "অবরোধবাসিনী" গ্রন্থে  ভারতবর্ষের নারীদের অশিক্ষা ও কুসংস্কারাচ্ছন্নতাকে ফুটিয়ে তোলেন তিনি।

10. বেগম রোকেয়ার প্রকাশিত বইয়ের সংখ্যা খুব একটা বেশি নয়। মাত্র পাঁচটি বই প্রকাশিত হয়েছিল। এগুলো হচ্ছে - ‘পদ্মরাগ’(উপন্যাস), ‘মতিচুর’ (দুই খণ্ড), ‘অবরোধবাসিনী’(প্রবন্ধ) ও ‘সুলতানার স্বপ্ন’(উপন্যাস)।

No comments