Breaking News

বাংলাদেশ বিষয়াবলী

#বাংলাদেশ বিষয়াবলী
০১. বিশ্বের কত তম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করেছে?
উত্তরঃ ১১৯তম।
## দক্ষিণ এশিয়ায় – প্রথম.
০২. পদ্মা সেতুতে এখন পর্যন্ত (৯ ফেব্রুয়ারি, ২০২০) কতটি স্প্যান বসানো হয়েছে?
উত্তরঃ ২৩টি।
## দৃশ্যমান সেতু – ৩ হাজার ৪৫০ মিটার।
০৩. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষ (বিডা) কবে One Stop Service (OSS) এর মাধ্যমে অনলাইন সেবা দেওয়া শুরু করে?
উত্তরঃ ২৪ ফেব্রুয়ারি, ২০১৯.
## মোট সেবা দিবে – ১৩৫টি।
## বর্তমানে সেবা দিচ্ছে – ১৮টি।
## One Stop Service (OSS) হলো এক দরজায় সেবা অর্থাৎ অনলাইনে একই জায়গা থেকে বিনিয়োগকারীদের সব সেবা দেওয়ার সরকারি উদ্যোগ।
০৪. দেশের কারাগারগুলোতে বর্তমানে বন্দী ধারণক্ষমতা কত?
উত্তরঃ ৪০ হাজার ৯৪৪ জন।
## বর্তমানে মোট বন্দীর সংখ্যা – ৮৮ হাজার ৮৪ জন। (ধারণক্ষমতার দ্বিগুনের বেশি বন্দী)।
০৫. দেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি?
উত্তরঃ পায়রা সমুদ্র বন্দর, কলাপাড়া, পটুয়াখালী।
০৬. ‘বঙ্গবন্ধুর কারাজীবন’ বইটি কার লেখা?
উত্তরঃ দিব্যদ্যুতি সরকার।
## ‘বঙ্গবন্ধুর সারাজীবন’ এর লেখক – শাবান মাহমুদ।
## ‘নূরলদীনের সারাজীবন’ এর লেখক – সৈয়দ শামসুল হক।
#দ্বিধায় পড়বেন না যেনো! 🤔
০৭. ১৯৬৯-১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখা ‘এখানে থেমো না’ বইটির লেখক কে?
উত্তরঃ আনিসুল হক।
০৮. বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত ‘বঙ্গবন্ধু সেতু ইকোপার্ক’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৮ সালে।
০৯. ২০০৯-২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তে কতজন বাংলাদেশি নিহত হয়েছেন?
উত্তরঃ ২৯৪ জন (সরকারি হিসাবে)।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ইরাকের নবিনির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ মোহাম্মদ তৌফিক আলাভী।
## আগামী ২ মার্চ তিনি তাঁর সরকার গঠন করবেন কিন্তু তার আগেই ইরাকজুড়ে চলছে সরকারবিরোধী বিক্ষোভ।
০২. ‘জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়’ কোথায় অবস্থিত?
উত্তরঃ নয়াদিল্লি, ভারত।
## ভারতে পাস হওয়া Citizenship Amendment Act (CAA) এর বিরুদ্ধে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান শুরু থেকেই আলোচিত।
০৩. ‘হেইলংজিয়াং প্রদেশ’ কোন দেশে অবস্থিত?
উত্তরঃ চীন।
০৪. ‘Ola’ কোন দেশের রাইড শেয়ারিং কোম্পানি?
উত্তরঃ ভারত।
## সম্প্রতি এই কোম্পানি যুক্তরাজ্যের লন্ডনে তাঁদের কার্যক্রম শুরু করেছে।
০৫. ‘ভ্যালিও’ কোন দেশের গাড়ি তৈরি কোম্পানি?
উত্তরঃ ফ্রান্স।
০৬. World Health Organization (WHO) এর বর্তমান প্রধানের নাম কি?
উত্তরঃ টেডরস আধানম গোবিয়ান্স।
০৭. ইসরায়েলে নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূতের নাম কি?
উত্তরঃ ডেভিড ফ্রিডম্যান।
০৮. বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত সুপার ইয়টের (এক ধরনের নৌযান) মালিক কে?
উত্তরঃ বিল গেটস, প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট।
০৯. বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চে ধনী ব্যক্তি কে?
উত্তরঃ বিল গেটস, প্রতিষ্ঠাতা, মাইক্রোসফট।
## সম্পদের পরিমাণ – ১১৮ বিলিয়ন ডলার।
১০. জাতিসংঘের ‘জেনোসাইড কনভেনশন’ কবে গৃহীত হয়?
উত্তরঃ ১৯৪৮ সালে।
## ৯২তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার ২০১৯.
- সেরা চলচ্চিত্র – প্যারাসাইট। (দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র)
- সেরা অভিনেতা – হোয়াকিন ফিনিক্স।
- সেরা অভিনেত্রী – রেনে জেলওয়েগার।
- সেরা সহ- অভিনেতা – ব্র্যাড পিট।
- সেরা সহ- অভিনেত্রী – লরা ডার্ন।
- সেরা পরিচালক – বং জুন হো (প্যারাসাই)।
- সেরা সংগীত – স্যার এলটন জন।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. সম্প্রতি কোন প্রতিষ্ঠান বাংলাদেশে ‘ক্লাউড স্টোর’ চালু করেছে?
উত্তরঃ গ্রামীণফোন।
## ক্লাউড স্টোর হলো ডিজিটাল বা ভার্চুয়াল স্টোরেজ পরিষেবা।
০২. বর্তমান বিশ্বের জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যাপল’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াক।
০৩. বিশ্ব বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘HP’ এর পূর্ণরূপ কি?
উত্তরঃ হিউলেট প্যাকার্ড।
০৪. অনলাইন বা ইন্টারনেটের মাধ্যমে মুক্ত পেশাজীবী হিসেবে কোনও কাজ করাকে কী বলে?
উত্তরঃ ফ্রিল্যান্সিং।
০৫. প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?
উত্তরঃ আর্থ্রোপোডা।
০৬. কোন পর্বের প্রাণীর দেহ শক্ত খোলস দ্বারা আবৃত?
উত্তরঃ মলাস্কা।
#করোনা_ভাইরাস_আপডেট - (2019-nCoV)
১০ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মৃত্যু – ৯০৮ জন (চীনের বাইরে ২ জন)।
আক্রান্ত – ৪০ হাজার ১৭১ জন (চীনের বাইরে ৩৫০ জনের বেশি)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২৮টি দেশ ও অঞ্চলে।
#খেলাধুলা
০১. বিশ্ব আর্চারি ফেডারেশন কাকে ২০১৯ সালের বর্ষসেরা চমক (উদীয়মান) খেলোয়াড় হিসেবে ঘোষণা করে?
উত্তরঃ রোমান সানা, বাংলাদেশ।
## ২০১৯ সালের বর্ষসেরা কোচ – মার্টিন ফ্রেডরিক, জার্মানি (বাংলাদেশের আর্চারি কোচ)।
০২. বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচের নাম কি?
উত্তরঃ নাভিদ নেওয়াজ, শ্রীলঙ্কা।
## অধিনায়ক – আকবর আলী। (বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ জয়ী অধিনায়ক)।
## স্ট্রেংথ এণ্ড কন্ডিশনিং কোচ – রিচার্ড স্টনিয়ের, ইংল্যান্ড।
০৩. বাংলাদেশ ক্রিকেট দল কবে আইসিসি ট্রফি জিতে?
উত্তরঃ ১৯৯৭ সালে।

No comments