চাকুরির পরিক্ষার প্রস্তুতি
১। চৌহদ্দি - শব্দটির কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে ?
= ফারসি + আরবি
২। ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম
= বাংলা সাহিত্যের কথা
৩। রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর - কার রচনা
= জ্ঞানদাস
৪। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটায় চোর ‘ ।এখানে ‘হারায়’ কোন ধাতু?
= প্রযোজক ধাতু
৫। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ?
= ঊনপঞ্চাশের মন্বন্তরকে
৬। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ?
= কৃষ্ণনগর
৭। মহুয়া পালাটির রচয়িতা কে ?
= দ্বিজ কানাই
৮। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কবে ?
= ১৮০১ সালে
৯। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ?
= ব্যাসি হ্যালহেড ।
১০। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ?
= অক্ষয়কুমার দত্ত
১১। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
= ১৯৫৫
১২। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি - রবীন্দ্রনাথের কোন কাব্যের
- শেষ লেখা
১৩। দারিদ্র্য কবিতাটি নজরুলের কোন কাব্যের
= সিন্ধুহিন্দোল
১৪। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ?
= আলালের ঘরের দুলাল
১৫। উদাসীন পথিকের মনের কথা - কোন জাতীয় রচনা ?
= আত্মজৈবনিক উপন্যাস
১৬। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত ?
= সমাস
১৭। কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন ?
= আনন্দময়ীর আগমনে > ১বছর । প্রলয় শিখা > ৬ মাসের ।
১৮। লাঠালাঠি - কোন সমাস ?
= ব্যাতিহার বহুব্রিহি
১৯। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোঘল সুবেদার কে ছিলেন ?
= ইসলাম খান
২০। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
= নায়েম
২১। মানবাধিকার দিবস কবে?
= ১০ ডিসেম্বর
২২। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক
= অধ্যাপক মযহারুল ইসলাম
২৩। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত ?
= ১৫.৩৩%
২৪। বাংলা নববর্ষ চালু করে
= সম্রাট আকরব
২৫। বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনসটিটিউট ?
= ময়মনসিংহে
২৬। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রাণালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
= ২০০১
২৭। বাংলাদেশে ডিজিটাল ফোন চালু হয়েছে
= ১৯৯০ সালে ৪জানু
২৮। বাংলাদেশি নাগরিক পরিচিতি সংবিধানের -
= ৬(২)
২৯। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয়
= সেন্ট হেলেনা দ্বীপে
৩০। বলাকা ও দোয়েল কী ?
= উন্নত জাতের গম ( সোনালিকা ও আকরবও )
৩১। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট ও যুক্তরাজ্যের পক্ষে স্বাক্ষর করেন কে কে ?
= রুজভেল্ট ও চার্চিল
৩২। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা ?
= নেদারল্যাণ্ড
৩৩। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ?
= আজমিরিগঞ্জে
৩৪। বেসরকারি বিল কী ?
= সংসদের উত্থাপিত বিল
৩৫। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি ?
= তিস্তা
৩৬। বাংলদেশে রঙ্গিন টেলিভিশন কবে সম্প্রচার শুরু করে ?
= ১৯৮০
৩৭। ইউরো মুদ্রা কবে চালু হয ?
= ১জানুয়ারি ১৯৯৯
৩৮। ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ?
= ১৯৪৮
৩৯ । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোট পেতে হবে ?
= ২৭০
৪০ । ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ?
= লিঁও , প্যারিস
৪১। বিশ্বব্যাংকের সংস্থা কয়টি ?
= ৫টি ।
৪২। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যসের পরিমাণ বৃদ্ধি পায়
= ক্লোরোফ্লোরো কার্বন [CFC]
৪৩। বস্তুর ওজন কোথায় বেশি
= মেরু অঞ্চলে
৪৪। ৭২ সংখ্যাটির কতটি ভাজক সংখ্যা রয়েছে ??
=১২ Raisul Islam Hridoy
৪৫। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফিট । ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
= ১২৮ বর্গ ফিট
৪৬। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থ
= বঙ্গ ভাষা ও সাহিত্য > ড. দীনেশ রঞ্জন দাশ
৪৭। বাংলাদেশের একমাত্র কিশোরী গবেষণা কেন্দ্র
= কোনাবাড়ি, গাজীপুর
৪৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি অনুমোদন করে ?
= ২০০০
৪৯। ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত ?
= ৪৯৫০
৫০। সাব মেরিন প্রকল্প কোন মন্ত্রাণালয়ের
= ডাক ও টেলিযোগ
৫১। বাংলাদেশে মূল্য সংযোজন কর কবে চালু হয়
= ১জুলাই, ১৯৯৯
৫২। মধ্যপ্রাচ্য কবে প্রথম তেল অস্ত্র ব্যবহার করে ?
= ১৯৭৩সালে
৫৩। মুক্তিযুদ্ধ বিষযে প্রথম উপন্যাস কোনটি ?
= রাইফেল রোটি আওরাত
৫৪। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক
= বৃদ্ধি পায়
৫৫। কত তাপমাত্রায় ঘনত্ব সবচেয়ে বেশি
= ৪ডিগ্রি
৫৬। কাজী নজরুলের উপন্যাস কয়টি ?
= ৩টি । মৃত্যুক্ষুধা, বাঁধনহারা , কূহেলিকা
৫৭। জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
= রাখালী
৫৮। জঙ্গম এর বিপরীত শব্দ
= স্থাবর
৫৯। শরতচন্দ্রের কোন উপন্যাস বাজেয়াপ্ত করা হয়েছিল ?
= পথের দাবী
৬০ । কার মাথায় হাত বুলিয়েছো । এখানে ‘মাথা ‘ বলতে
= স্পর্ধা বাড়া
৬১। স্বাধীনতার ডাক টিকিটের মূল্যমান ছিল কত ?
= ২০ পয়সা । শহীদ মিনারের ছবি ছিল। ডিজাইনার > বি.পি চিতনিশ । আর বাংলাদেশের ডাক টিকিটের ডিজািইনার >. বিমান মল্লিক
৬২। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর
= বেনাপোল
৬৩। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় ?
= ১৯৬৬
৬৪। যুদ্ধ ও সশস্ত্র সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালে র জেনেভা কনভেনশনসমূহ অভিহিত করা হয়
= ৪টি রেডক্রস কনভেনশন নামে
৬৫। স্থায়ী সালিশ আদালত
= হেগে
৬৬। মস্তিষ্কের ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের
= ১/৪
৬৭। মাইটোকন্ডিয়ায় কতভাগ প্রোটিন ?
= ৭৩
৬৮। লাইন অব কণ্ট্রল কোন দেশের সীমান্ত রেখা ?
= ভারত -পাকিস্তানের
৬৯। সুন্দর মাত্রই -একটা আকর্ষণ শক্তি আছে - এখানে সুন্দর কোন পদ
= বিশেষ্য
৭০। বীরবলের হালখাতা কার রচনা ?
= প্রমথ চৌধুরী
৭১। বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তভূক্ত ছিল ?
=বঙ্গ
৭২। লাজ কোন ধরণের শব্দ
=বিশেষ্য
৭৩। কোন সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ
= শায়েস্তা খান
৭৪। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম কী ?
= হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৭৫। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি ?
= পুণ্ড্র
৭৬। ‘নার্গানো - কারাবাগ ‘ কোন দেশের করিডোর
= আজারবাইজান - আর্মেনিয়া
৭৭। আফ্রিকান ইউনিয়নের সদস্য সংখ্যা কত ?
= ৫৪
৭৮। ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করে ?
= ১৯৬৭
৭৯। নিশীথ সূর্যের দেশ
= হেমারফেস্ট
৮০ । আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - কার উক্তি
= ঈশ্বরী পাটনী
৮১। রোহিণী- বিনোদিনী - কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র
= কৃষ্ণকান্তের উইল , চোখের বালি, চরিত্রহীন
৮২। ইউসুফ জোলেখা কে অনুবাদ করেন ?
= শাহ মুহম্মদ সগীর
৮৩। জাতিসংঘের অধিবেশনে সদস্য রাষ্ট্রসমূহ কতজন প্রতিনিধি পাঠাতে পারে ?
= ৫জন ।
৮৪। বাবেল মান্দেব কোন ভাষার শব্দ ?
= ফারসি
৮৫। প্রাতরাশ -এর সন্ধিবিচ্ছেদ
= প্রাত : + আশ
৮৬। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ
= ৩০বছর । ২০২৬ সালে শেষ হবে ।
৮৭। ছফদফা কোথায় উত্থাপন করা হয়
= লাহোরে
৮৮। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
= কর্নওয়ালিস
৮৯। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
= সোনারগাঁ
৯০। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে ?
= ২বার
৯১। বঙ্গবন্ধু জাতিসংঘের কোন পরিষদে ভাষণ প্রদান করেন ?
= স্বস্তি পরিষদের ( ২৫ সে: ১৯৭৪ , ২৯তম অধিবেশনে )
৯২। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
= ইরাক
৯৩। ঢাকা বিভাগে বর্তমানে জেলা কয়টি ?
= ১৩টি
৯৪। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ( আধুনিক ) কারা রচনা করেন ?
= মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
৯৫। বাঙালা ভাষার ইতিবৃত্ত কার রচনা ?
= ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৯৬। ব্রজবুলি কী ?
= কৃত্রিম ভাষা (বাংলা + মৈথিলী )
৯৭। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন ?
= প্রধান বিচারপতি নিয়োগ
৯৮। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র , নারী , শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় ?
= ২৮ (৪)
৯৯। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে > তৈরি পোশাক
১০০। পদ কী ?
= বিভুক্তিযুক্ত শব্দ ও ধাতু
১০১। বাংলাদেশের সংবিধান কার্যকর হয়
= ১৬ ডিসেম্বর ১৯৭২ ।
১০২ । গুড ফ্রাইডে চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয /
= আয়ারল্যান্ড ও বৃটেন
১০৩। দ্য লিবারেশন অব বাংলাদেশ - গ্রন্থের রচয়িতা
= মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
১০৪। বিভক্তিহীন নাম শব্দকে বলে
= প্রতিপদিক
১০৫। মরি মরি ! কি সুন্দর প্রভাতের রুপ- বাক্যে মরি মরি কোন শ্রেণির অব্যয়
= অনন্বয়ী
No comments