Breaking News

Model Question

বিসিএসসহ সকল চাকরির জন্য প্রস্তুতি পরীক্ষা
বিষয়ঃ বাংলা ব্যাকরণ-৭
সঠিক উত্তরটি খাতায় লিখুনঃ
১.কী ভেদে ক্রিয়া বিভিন্ন রূপ হয়ে থাকে?
ক.লিঙ্গ
খ.বচন
গ.পুরুষ
ঘ.পদ
২.ক্রিয়ার ভাব কত প্রকার?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৩.অনুক্ত ক্রিয়াগুলো প্রধানত যে ধাতু থেকে উদ্ভূত-
ক.খা,দে
খ.আছ্, হ
গ.বহ্,পা
ঘ.হ,দে
৪.নিচের যে ক্রিয়া সাপেক্ষ ভাব প্রকাশ করে-
ক.তোমরা হয়তো 'মাইকেলে'র নাম শুনে থাকবে
খ.আজ যদি বাবা বেঁচে থাকতো
গ.স্বাস্থ্যবিধি না মানলে রোগাক্রান্ত হবে
ঘ.বৃষ্টি আসে আসুক
৫.অসমাপিকা ক্রিয়ার রূপ ক'টি?
ক.২
খ.৩
গ.৪
ঘ.৫
৬.নিচের যে বাক্যে দ্বিকর্মক ক্রিয়া আছে-
ক.রাখাল গরুকে খাওয়ায়
খ.ধোপাকে কাপড় দাও
গ.লোকটি বিদ্বান অথচ অসৎ
ঘ.অন্ন চাই,আলো চাই
৭.রৌদ্রে দৌঁড়াদৌড়ি করো না- যে অর্থে অনুজ্ঞা ভাব প্রকাশ করে-
ক.আদেশ
খ.উপদেশ
গ.নিষেধ
ঘ.নির্দেশ
৮.সমধাতুজ কর্মের অপর নাম-
ক.ণিজন্ত কর্ম
খ.ধাত্বর্থক কর্ম
গ.একই কর্ম
ঘ.কোনোটি নয়
৯.যে বাক্যে সকর্মক ক্রিয়া আছে-
ক.ছেলেটি চোখে দেখে না
খ.আমি রাতে খাবো না
গ.আমি টিফিন খেয়েছি
ঘ.বড্ড ভয় পাই
১০.গোল্লায় যাও- যে ক্রিয়ার উদাহরণ-
ক.অসমাপিকা ক্রিয়া
খ.প্রযোজক ক্রিয়া
গ.যৌগিক ক্রিয়া
ঘ.মিশ্র ক্রিয়া
১১.প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
ক.নির্দেশক
খ.অনুজ্ঞা
গ.সাপেক্ষ
ঘ.আকাঙ্ক্ষক
১২.অন্যকে প্রেরণা অর্থে কোন ক্রিয়া হয়?
ক.ণিজন্ত ক্রিয়া
খ.সমধাতুজ ক্রিয়া
গ.নামধাতুর ক্রিয়া
ঘ.যৌগিক ক্রিয়া
১৩.ঘটনাটা শুনে রাখ।এখানে 'শুনে রাখ' যে ক্রিয়ার উদাহরণ-
ক.প্রযোজক ক্রিয়া
খ.যৌগিক ক্রিয়া
গ.মিশ্র ক্রিয়া
ঘ.অনুক্ত ক্রিয়া
১৪.দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে বলে-
ক.মুখ্য কর্ম
খ.গৌণ কর্ম
গ.সমধাতুজ কর্ম
ঘ.ণিজন্ত কর্ম
১৫.সে দীর্ঘজীবী হোক- ক্রিয়ার যে ভাব প্রকাশ পায়-
ক.আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
খ.সাপেক্ষ ভাব
গ.অনুজ্ঞা ভাব
ঘ.নির্দেশক ভাব
১৬.নিচের যে বাক্যে সমধাতুজ কর্ম আছে-
ক.ছেলেটিকে বিছানায় শোয়াও
খ.আর মরাকান্না কেঁদো না
গ.তিনি আমার বাবা
ঘ.নাছিমা ফুল তোলে
১৭.বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের শেষে আ-প্রত্যয় যোগে কোন ক্রিয়া গঠিত হয়?
ক.নামধাতুর ক্রিয়া
খ.মিশ্র ক্রিয়া
গ.প্রযোজক ক্রিয়া
ঘ.যৌগিক ক্রিয়া
১৮.নিচের যে বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে-
ক.বন্যায় ধুয়ে আসা পলি জমির উর্বরতা বাড়ায়
খ.মাছি ভনভনাচ্ছে
গ.শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
ঘ.কৃষক ফসল ফলায়
১৯.বাক্য হয় না-
ক.কর্তা ছাড়া
খ.কর্ম ছাড়া
গ.ক্রিয়া ছাড়া
ঘ.কর্তা ও কর্ম ছাড়া
২০.খাবার জিনিস বাসি হলে টকে।-এখানে 'টকে' যে ক্রিয়া-
ক.নামধাতুর ক্রিয়া
খ.প্রযোজক ক্রিয়া
গ.মিশ্র ক্রিয়া
ঘ.যৌগিক ক্রিয়া
নিজেকে যাচাই করুন।তারপর নিচের উত্তরের সাথে মিলিয়ে নিন।
উত্তরমালা ব্যাকরণ -৭ঃ ১.গ ২.গ ৩.খ ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.খ ৯.হ ১০.ঘ ১১.ক ১২.ক ১৩.খ ১৪.ক ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ক ১৯.গ ২০.ক

No comments