Breaking News

অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ( BEZA) এর সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান।

 অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ( BEZA) এর সহকারী ব্যবস্থাপক পদের পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের সমাধান।

প্রশ্নঃ বর্তমান পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত ?
উত্তরঃ ২০১৬-২০২০ (অর্থবছর)।
তথ্যঃ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ২০২০-২০২৫ ।
১ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদকালঃ ১৯৭৩-১৯৭৮।
প্রশ্নঃ সেরা চলচ্চিত্রে অস্কার ২০২০ জিতেছে কোন সিনেমা ?
উত্তরঃ প্যারাসাইট।
তথ্যঃ দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র প্যারাসাইট এ বছরের (৯২তম) অস্কারের আসরে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে।
প্রশ্নঃ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এর প্রতিপাদ্য কী?
উত্তরঃ "I am Generation Equality: Realizing Women’s Rights”
প্রজন্ম হোক সমতার, সকল নারী অধিকার
তথ্যঃ আন্তর্জাতিক নারী দিবস-৮ মার্চ।
প্রশ্নঃ কোন টেনিস টুর্নামেন্ট ক্লে কোর্টে (লাল মাটির ন্যাড়া কোর্ট) খেলা হয় ?
উত্তরঃ ফরাসি ওপেন ।
প্রশ্নঃ Principia Mathematica বইটি কার লেখা ?
উত্তরঃ স্যার আই জ্যাক নিউটন ।
প্রশ্নঃ জুলু সম্প্রদায় কোন দেশে বাস করে ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা ।
প্রশ্নঃ নিচের কোন খেলাটি অলিম্পিকে অন্তর্ভুক্ত নয়?
উত্তরঃ ক্রিকেট।
প্রশ্নঃ বিশ্ব বন্ধু দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ৩০ জুলাই।
তথ্যঃ প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবারে সারা বিশ্বজুড়ে পালন করা হয়।
প্রশ্নঃ উয়েফা চ্যাম্পিয়নস লীগ ২০১৯/২০ এ সর্বোচ্চ গোলদাতা কে ?
উত্তরঃ Robert Lewandowski
প্রশ্নঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০২০ সালের এক নম্বর ব্যাটসম্যান কে ?
উত্তরঃ বিরাট কোহলি
প্রশ্নঃ ৪ আগস্ট,২০২০ লেবাননের রাজধানী বৈরুতে কোন রাসায়নিক পদার্থের বিস্ফোরণ ঘটে
উত্তরঃ অ্যামোনিয়াম নাইট্রেট।
প্রশ্নঃ ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানে কোন দল জেতার পরেও সরকার গঠন করতে দেয়া হয়নি?
উত্তরঃ আওয়ামী লীগ ।
প্রশ্নঃ ইউএস ওপেন ২০২০ এ পুরুষ এককে বিজয়ী কে ?
উত্তরঃ ডমিনিক থিম
প্রশ্নঃ অ্যাপলের সদরদপ্তর খ্যাত অ্যাপল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ ক্যালিফোর্নিয়া
প্রশ্নঃ আগস্ট,২০২০ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত ?
উত্তরঃ ৩৮,৮৫০ মিলিয়ন।

No comments