Breaking News

সাধারণ জ্ঞান

 

❓
এ কে এম নওশেরুজ্জামান কে ছিলেন?
উত্তরঃ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য।
তথ্যঃ তিনি ২১/০৯/২০ তারিখ রাতে ৭২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বাংলা দলের হয়ে ভারতে ফুটবল খেলতে গিয়েছিলেন। তিনি ক্রিকেটে ওপেনিং ব্যাটিং করতেন মোহামেডান দলের। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু।
❓
পানাম পেপারস ফাঁস হয় কত সালে?
উত্তরঃ ২০১৬ সালে।
❓
প্যারাডাইস পেপারস ফাঁস হয় কত সালে?
উত্তরঃ ২০১৭ সালে।
❓
ফিনসেন ফাইলস গোপন নথি ফাঁস করেছে কারা?
উত্তরঃ আইসিআইজে।
তথ্যঃ সাংবাদিকদের বৈশ্বিক জোট আইসিআইজে = ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস
***ICIJ= International Consortium of Investigative Journalists.
প্রতিষ্ঠা- ১৯৯৭ সাল।
অবস্থান- ওয়াশিংটন ডিসি।
❓
জাতিসংঘের প্রথম কোন সম্মেলন ভার্চ্যুয়ালি হয়?
উত্তরঃ ৭৫ তম (২০২০)।
তথ্যঃ সময়কাল- ২২ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর।
-১১৯ দেশের রাষ্ট্রপ্রধান ও ৫৪ দেশের সরকারপ্রধান সম্মেলনে ভাষণ দিবেন।
- ২০১৫ সালের পর সম্মেলনে বক্তব্য দেবেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
❓
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস (১৯২৭-২০১৪) কে ছিলেন?
উত্তরঃ নোবেলবিজয়ী(১৯৮২) বিশ্ববরেণ্য কথাশিল্পী।
তথ্যঃ জন্ম কলম্বিয়ায়। বাস করেছেন মেক্সিকোসহ বিভিন্ন ইউরোপীয় দেশে। তিনি ছিলেন একাধারে সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ। " নিঃসঙ্গতার একশো বছর" তাঁর বিখ্যাত উপন্যাস।
❓
সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোন দেশকে চিঠি দেয়ার মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্যদের জানাতে অনুরোধ করেন?
উত্তরঃ নাইজার।
তথ্যঃ নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি নাইজার।
❓
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে?
উত্তরঃ খুলনা।
তথ্যঃ বর্তমানে দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় চারটি।
১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় -ঢাকা
২) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
৩) চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়
৪) সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।
❓
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ মুন জে-ইন।
❓
ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ এমানুয়েল মাখোঁ।
❓
ইরানের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ হাসান রুহানি।

No comments