Breaking News

গুরত্বপূর্ণ সাধারণ জ্ঞান

 প্রশ্নঃ সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টের নামে পাঠানো চিঠিতে বিষাক্ত রাইসিন নামক বিষ মেশানো ছিল?

উত্তরঃ যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ বেলারুশের প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলেক্সান্দার লুকাশেনকো।
প্রশ্নঃ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তরঃ মাইক পম্পেও।
প্রশ্নঃ ইরানসহ আরো পাঁচ দেশের সাথে পারমানবিক অস্ত্র তৈরি না করার চুক্তি (২০১৫) থেকে যুক্তরাষ্ট্র কত সালে বেরিয়ে গেছে?
উত্তরঃ ২০১৮ সালে।
প্রশ্নঃ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ প্রায়ুথ চান-ওচা।
প্রশ্নঃ বাংলাদেশের খাদ্যভান্ডার বলা হতো কোন জেলাকে ?
উত্তরঃ বরিশাল।
প্রশ্নঃ উপকূলীয় জেলা কয়টি?
উত্তরঃ ১৯ টি।
প্রশ্নঃ দৈনিক সংবাদমাধ্যমের ফেসবুক পেজের লাইকে শীর্ষে কোনটি?
উত্তরঃ পিপলস ডেইলি।
প্রশ্নঃ ফেসবুক পেজের বৈশ্বিক তালিকায় ১ম কে?
উত্তরঃ ক্রিস্টিয়ানো রোনালদো।
তথ্যঃ প্রথম আলো পত্রিকা ৫১০ নম্বরে। আর আর বিশ্ব গণমাধ্যম বিভাগে প্রথম আলো ৬৭তম।
প্রশ্নঃ ৬১ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ রাশিয়া।
প্রশ্নঃ বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটে কত তারিখে?
উত্তরঃ ৬ অক্টোবর, ২০১৯।
প্রশ্নঃ ২০২০-২১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ কত টাকা?
উত্তরঃ ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা।
তথ্যঃ যা ২০১৯-২০ অর্থবছরে ছিল ৮১ হাজার ৮৬৫ কোটি টাকা।
প্রশ্নঃ মার্কিন রাজনীতিতে তোলপাড় তোলা সদ্য প্রকাশিত বইয়ের নাম কী?
উত্তরঃ রেজ ( RAGE)
তথ্যঃ বইটির লেখক বহুল নন্দিত সাংবাদিক বব উডওয়ার্ড।
প্রশ্নঃ দেশে ব্যাংক থেকে নেয়া ঋণের সুদের হার কত?
উত্তরঃ ৯%।
তথ্যঃ আর ব্যাংকে আমানতের সুদের হার ৬%।
প্রশ্নঃ এডিবির মতে, গ্লোবাল ওয়েলনেস ইনস্টিটিউট ভালো থাকার কতটি অর্থনৈতিক খাত নির্ধারণ করেছে?
উত্তরঃ ১০ টি।
তথ্যঃ আর এশিয়ায় জিডিপিতে এই ১০ টি খাত থেকে আসে ১০% এর বেশি।
প্রশ্নঃ দেশে মোবাইলে আর্থিক সেবাদাতার ( এমএফএস) সংখ্যা কতটি?
উত্তরঃ ১৫ টি।
তথ্যঃ সবচেয়ে বড় আর্থিক সেবাদাতা ব্র্যাকের বিকাশ। আর বিকাশে নিবন্ধিত গ্রাহক সংখ্যা সোয়া নয় কোটি ( জুলাই পর্যন্ত)।
প্রশ্নঃ দেশে পেঁয়াজের আমদানি শুল্ক হার কত?
উত্তরঃ ০%।
তথ্যঃ আগে ৫% ছিল। আগামী বছরের মার্চ পর্যন্ত এটা বহাল থাকবে।

No comments