জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন:
জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন:
শুরু হয়: ২১ সেপ্টেম্বর, ২০২০।।
প্রতিপাদ্য বিষয়: ‘আমরা ভবিষ্যৎ চাই, জাতিসংঘ আমাদের প্রয়োজন : বহুমুখীতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিতের মাধ্যমে।’
ব্যতিক্রম: এই প্রথম ভার্চুয়ালি বিশ্ব নেতারা জাতিসংঘের কোনো সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ প্রদান করেন: ২৬ সেপ্টেম্বর, ২০২০
এই পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছেন -১১ বার
২৫ সেপ্টেম্বর ১৯৭৪, জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
//
2.সোনালি রঙের সেফটি পিন দিয়ে বিশ্বের সবচেয়ে বড় চেইন তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে বাংলাদেশের পার্থ চন্দ্র দেব।
১৭ সেপ্টেম্বর ডাকযোগে তাঁর কাছে স্বীকৃতির সনদ এসে পৌঁছায়। এর মধ্য দিয়ে তিনি ২০১৮ সালে করা ভারতের হার্শা নান ও নাভা নামের দুজনের তৈরি করা রেকর্ড ভাঙেন।
/
3. মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার বিজয়ীরা এ বছর ১কোটি সুইডিশ ক্রাউন অর্থাৎ প্রায় এক লাখ ১০ হাজার ডলার বেশি পাবেন।
/
দেড় লাখ ক্রাউন থেকে শুরু হয়ে ১৯৮১ সালে এর মূল্যমান দাঁড়ায় ১০ লাখ ক্রাউন। ১৯৮০ থেকে ’৯০ এর দশকে এ মূল্যমান বেশ খানিকটা বেড়ে ২০০০ সালে ৯০ লাখ ক্রাউন এবং তার পরের বছর এক কোটি ক্রাউনে পৌঁছায়।তবে, ২০০৮-০৯ সালে বিশ্বমন্দার প্রভাব ফাউন্ডেশনের বিনিয়োগের ওপর পড়লে, প্রাক্তণ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হাইকেনস্টেনকে এর আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার দায়িত্ব দেওয়া হয়।
২০১২ সালে নোবেল পুরস্কারের মূল্যমান ৮০ লাখ ক্রাউনে নামিয়ে আনা হয়। আর, ২০১৭ সালে আবার ৯০ লাখ ক্রাউন করা হয়।এবার থেকে ১ কোটি ক্রাউন।
///
৪. ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন ইলিশ ধরা নিষেধ !!
.
৫.প্রেসিডেন্ট থাকার স্মৃতি নিয়ে বারাক ওবামার নতুন বই ‘A Promised Land’ আসছে ১৭ নভেম্বর।
তিনি এর আগেও তিনটি বই -‘ড্রিমস ফ্রম মাই ফাদার’, ‘দ্য অডেসিটি অব হোপ’ ও শিশুদের জন্য লেখা বই ‘অব দ্য আই সিং’ লেখেন।
No comments