বিসিএস এর জন্য পত্রিকা
বিসিএস এর জন্য পত্রিকা
১.পত্রিকায় বেশি সময় দেওয়ার প্রয়োজন নেই।পত্রিকা পড়ার উদ্দেশ্যই যেন হয় তথ্য আহরণ করা।
২. বিসিএস এ আসার মতো ৩০/৪০ টি টপিকস আলাদা করে নোট খাতায় প্রতিটি টপিকের জন্য কয়েকটা করে পৃষ্ঠা নির্ধারন করে রাখুন।
৩. এবার পত্রিকা পড়ার সময় যেকোন ডাটা, চার্ট, ম্যাপ, কোটেশন সর্বোপরি যেকোন তথ্য পেলেই টপিক অনুযায়ী নোট খাতায় তুলে ফেলবেন।
৪. এছাড়া পত্রিকার গুরুত্বপূর্ণ অংশকে কেটেও টপিক অনুযায়ী নোট খাতায় স্ট্যাপলিং করে রাখতে পারেন।
৫. পত্রিকা থেকে প্রাপ্ত তথ্য পরীক্ষার খাতায় ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই পত্রিকার নাম এবং প্রকাশের তারিখ ব্যবহার করবেন।
যেমন:একটা তথ্য দেওয়ার পর লিখবেন,
সূত্র:প্রথম আলো, ১৮ নভেম্বর,২০২০।
পত্রিকার তথ্য সূত্র ও তারিখসহ লিখতে পারলে অনেক ভাল নাম্বার পাওয়া সম্ভব।
গাইড বইয়ের উপর নির্ভরতা কমান।
No comments