Breaking News

বিসিএস প্রিলি প্রস্তুতি

.
১. Multitasking কাকে বলে?
Ans: একই সময়ে একাধিক প্রোগ্রাম সচল রাখার ক্ষমতাকে বলে multitasking.
২. টাস্কবার কাকে বল?
Ans: ডেক্সটপের নিচের দিকে start লেখা সম্ফলিত বারকে টাক্স বার বলে।
৩. রিসাইকেলবিন কি?
Ans: রিসাইকেলবিন হচ্ছে একটি ট্রন্সজিট মেমোরি লোকেশন।
৪. Defragmentation কি?
Ans: যে ইউটিলিটি প্রোগ্রাম একটি ডিস্কের গতি বৃদ্ধি করে তা হল defragmentation.
৫. ফরমেট কাকে বলে?
Ans: ডিস্ককে তথ্য ধারণের উপযোগী করাকে ফরমেট বলে।
৬. বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন: বিল মোগরিজ
৭. সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো: Mark – 1
৮. ‘হার্ডডিস্ক’ মাপার একক হলো: গিগাবাইট
৯. মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয়: অ্যাপকে
১০. স্বচ্ছ টাচস্ক্রিন উদ্ভাবিত হয়: ১৯৭৪ সালে
১১. অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোন: HTC Dream, যা T- mobile G1 নামে পরিচিত
১২. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে: ৩ টি অংশ
১৩. কম্পিউটারে মেকানিক্যাল ডিভাইসকে বলা হয়: হার্ডওয়্যার
১৪. IC আবিষ্কৃত হয়: ১৯৫৮ সালে
১৫. ভাইরাস নামকরণ করেন: গবেষক ফ্রেডরিক কোহেন।
১৬. প্রশ্ন: Robot শব্দটির উৎপত্তি কোন দেশী শব্দ থেকে?
উত্তর: চেক
১৭. প্রশ্ন: IBM প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯১১ সালে
১৮. প্রশ্ন: Unauthentic এবং Unwanted মেইল কোথায় জমা হয়?
উত্তর: Spam
১৯. প্রশ্ন: BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তর: Bangladesh Telecommunication Regulatory Commission
২০. প্রশ্ন: কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
উত্তর: ইন্টারনেট।

No comments