Breaking News

দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় কবে

 প্রশ্নঃ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় কবে?

উত্তরঃ ৮ মার্চ ।
তথ্যঃ করোনায় দেশে ১ম মৃত্যু ঘটে ১৮ মার্চ।
প্রশ্নঃ করোনাকালে দেশে ফেরত প্রবাসীদের জন্য সরকার কত টাকার ঋণ তহবিল গঠন করেছে?
উত্তরঃ ৭০০ কোটি টাকা।
তথ্যঃ ৪% সরল সুদে শর্ত সাপেক্ষে একজন প্রবাসী ঋণ পাবে ২ থেকে ৫ লক্ষ টাকা।
প্রশ্নঃ The Blood Telegram বইটির লেখক কে ?
উত্তরঃ গ্যারি জে ব্যাস ।
তথ্যঃ বইটির পুরো নাম -The Blood Telegram: Nixon, Kissinger and a Forgotten Genocide, প্রকাশিত হয় ২০১৩ সালে। যেখানে লেখক ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম ও হোয়াইট হাউসের লজ্জাজনক কূটনীতি নিয়ে আলোচনা করেন।
প্রশ্নঃ জার্মান চ্যান্সেলরের নাম কী?
উত্তরঃ অ্যাঙ্গেলা মার্কেল।
তথ্যঃ তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী । এই নিয়ে ৪ বার জার্মান চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন। মার্গারেট থ্যাচারের পরে তিনিই ১ম ব্যক্তি যিনি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও জি-৮ সম্মেলনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন । লৌহ মানবী মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন।
প্রশ্নঃ অক্সিজেনের সহায়তা ছাড়া ১০ বার হিমালয়ের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে উঠা তুষার চিতা খ্যাত পর্বতারোহীর নাম কী?
উত্তরঃ আং রিতা শেরপা।
তথ্যঃ নেপালি এই পর্বতারোহী গত ২১ সেপ্টেম্বর,২০২০ ইন্তেকাল করেন।
প্রশ্নঃ ভিয়েতনামের রাজধানীর নাম কী?
উত্তরঃ হানয়।
তথ্যঃ দুই ভিয়েতনাম একত্রিত হয় ১৯৭৬ সালে।
প্রশ্নঃ ইরানে ইসলামি বিপ্লব হয় কত সালে ?
উত্তরঃ ১৯৭৯ সালে।
তথ্যঃ মধ্যপ্রাচ্যে আরব ইসরায়েল যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে তেল অস্ত্র বযবহার করা হয় ১৯৭৩ সালে।
প্রশ্নঃ বিশ্বের কত শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়?
উঃ ৮৬%।
তথ্যঃ ২য়- ভারতে ১০.৫%, ৩য়- মিয়ানমারে ৩%। বাংলাদেশে মোট উৎপাদিত মাছের ১২% ই ইলিশ।জাটকা ইলিশের দৈর্ঘ্য হচ্ছে ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি। মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিবছর ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে এই মাছ ধরা বন্ধ থাকে।
প্রশ্নঃ জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ডদল দ্য বিটলসের কিংবদন্তি সংগীতশিল্পী জন লেননকে হত্যাকারীর নাম কী?
উত্তরঃ মার্ক চাপম্যান ( যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত)।
তথ্যঃ তখনকার ২৫ বছর বয়সী চাপম্যান ৪০ বছর বয়সী জন লেননকে তাঁর স্ত্রী ইয়কো ওনোনের সম্মুখে হত্যা করে ১৯৮০ সালের ৮ ডিসেম্বর। । লেননের গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে-"ইমাজিন", "জেলাস গাই", "স্ট্যান্ড বাই মি" ইত্যাদি।
প্রশ্নঃ নিউইয়র্ক অঙ্গরাজ্যে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদন্ড বিলুপ্ত করা হয় কত সালে ?
উত্তরঃ ২০০৭ সালে।
তথ্যঃ জাতিসংঘের মতে, সদস্য ১৯৩ টি দেশের মধ্যে ১৭০টি দেশ হয়তো এটি বাতিল করেছে কিংবা এর চর্চা নীতিগতভাবে বা কার্যকর করা থেকে বন্ধ রেখেছে"। অন্যদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, ১৪২ দেশ এখন আর এর চর্চা করছেনা।
প্রশ্নঃ ইসরায়েলের সাথে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের চুক্তির প্রতিবাদে আরব লীগের সভাপতির পদ ছেড়েছে কোন দেশ ?
উত্তরঃ ফিলিস্তিন।
তথ্যঃ আব্রাহাম অ্যাকর্ডস নামে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয় ১৫ সেপ্টেম্বর ২০২০।
***সহযোগিতায়- মুজিবুর রহমান জয় ***
*** ২৩ জুন - ভাইভার জন্য খুব গুরুত্বপূর্ণ***
> ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়।
> ১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়।
> ২০১৬ সালের ২৩ জুন ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনে গণভোট অনুষ্ঠিত হয়।
২৩ নিয়ে আরো প্রশ্নোত্তরঃ
> পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় - ২৩ সেপ্টেম্বর + ২১ মার্চ
> মুজিবনগর স্মৃতিসৌধের স্তম্ভ সংখ্যা -২৩ টি।
> মানুষের দেহকোষে ক্রোমোজোম থাকে - ২৩ জোড়া।
> নবাব সিরাজ - উদ - দৌলা বাংলার সিংহাসনে বসেন - ২৩ বছর বয়সে।

No comments