সাম্প্রতিক চাকরির পরীক্ষায় আসা ৫০টি প্রশ্নোত্তরঃ সাধারণ জ্ঞান
01. বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
হালদা
02. পন্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান কোনটি?
বিক্রমপুর
03. আড়িয়াল বিল কোথায় অবস্থিত?
মুন্সিগঞ্জ
04. দুবলার চর কোথায় অবস্থিত?
সুন্দরবনের দক্ষিণ উপকূলে
05. কোন দেশে সমুদ্র বন্দর নেই?
আফগানিস্তান
06. টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি কে করেন?
মুশফিকুর রহিম
07. ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক কোন শহের অনুষ্ঠিত হবে?
টোকিও
08. কোন শহরটি ‘বিগ অ্যাপেল’ নামে পরিচিত?
নিউ ইয়র্ক
09. সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন...
পদার্থবিদ
10. পিরানহা কী?
মাছ
11. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী হলেন-
তেরেসা মে
12. মার্কিন সাতারু মাইকেল ফেলপ্স্ মোট কয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন?
২৩টি
13. বছরের সবচেয়ে দীর্ঘ দিন কোনটি?
২১ জুন
14. ইন্টারপোল কী?
আন্তর্জাতিক পুলিশ সংস্থা
15. হেলসিংকি কোন দেশের রাজধানী?
ফিনল্যান্ড
16. মিয়ানমারের প্রেসিডেন্ট কে?
উইন মিন্ট
17. ‘তাহরির’ স্কোয়ার কোথায় অবস্থিত?
কায়রো
18. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
নাটোর
19. বাংলার প্রথম নবাব কে ছিলেন?
মুর্শিদকুলী খান
20. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
পর্তুগাল
21. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
প্যারিস
22. একমাত্র কোন দেশ একইসঙ্গে ওপেক এবং কমনওয়েলথ-এর অন্তর্ভূক্ত?
নাইজেরিয়া
23. মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে গঠা একটি প্রাচীন সভ্যতার নাম-
আজটেক
24. ক্রিকেট পিচের দৈর্ঘ্য হলো-
৬৬ ফুট / ২২ গজ
25. নিচের কোন দেশের সংবিধান অলিখিত?
যুক্তরাজ্য
26. পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়?
পহেলা বৈশাখে
27. প্রিজন নোটবুক বইটির রচয়িতা কে?
আন্তনিও গ্রামসি
28. মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায়?
জেনেভা
29. রিখটার স্কেল ব্যবহার করা হয় _______এর মাত্রা পরিমাপের জন্য।
ভূমিকম্প
30. ‘ব্রিকস’ একটি সংগঠন যার সদস্য হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং ________।
দক্ষিণ আফ্রিকা
31. লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থের রচিয়তা-
নেলসন ম্যান্ডেলা
32. জাপানের অন্য নামটি হচ্ছে-
নিপ্পন
33. দি রিপাবলিক গ্রন্থটির রচয়িতা-
প্লাটো
34. বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর সংখ্যা-
৫৪
35. কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম-
জাস্টিন ট্রুডো
36. ১৯৬০ সালে কোন দেশ সর্বপ্রথম একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত করে?
শ্রীলংকা
37. মাইকেল জর্ডান কোন খেলার সঙ্গে যুক্ত?
বাস্কেটবল
38. এএফপি কোন দেশের সংবাদ সংস্থা?
ফ্রান্স
39. কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
ধ্রুব
40. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ইয়েমন
41. গারুদা কোন দেশের বিমান সংস্থা?
ইন্দোনেশিয়া
42. গ্রীন পীস কোন ধরনের সংগঠন?
পরিবেশবাদী
43. কোনটি মধ্য এশিয়ার রাষ্ট্র নয়?
আলজেরিয়া
44. ওআইসি-এর প্রধান কার্যালয় কোথায়?
জেদ্দা
45. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
করতোয়া
46. ভারতের শেষ মোঘল সম্রাট কে ছিলেন?
বাহাদুর শাহ
47. সাভারে জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?
সৈয়দ মইনুল হোসেন
48. কোন গ্রহটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী?
বুধ
49. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
ভলগা
50.'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
বাংলাদেশ - মিয়ানমার
Post Comment
No comments