Breaking News

নদী সংশ্লিষ্ট স্থাপনা সম্পর্কে গুরুত্যপূর্ণ প্রশ্ন

 

নদী সংশ্লিষ্ট স্থাপনা
River Involved Construction
স্থাপনার নাম
অবস্থান ও নদীর নাম

হার্ডিঞ্জ ব্রীজপাকশীর কাছে পদ্মা নদীর উপর, পবনা।
ফারাক্কা বাঁধগঙ্গা নদীর উপর (মুর্শিদাবাদ)
বাকল্যান্ড বাঁধবুড়ীগঙ্গার তীর ঘেষে
যমুনা সেতুযমুনা নদীর উপর টাঙ্গাইল, সিরাজগঞ্জ।
নিঝুম সেতুমেঘনা মোহনা, সন্দ্বীপ, চট্রগ্রাম।
দক্ষিণ তালপট্টি(পূর্বাশা)হাড়িয়াভাঙ্গা নদীর মোহনা, সাতক্ষীরা।
পাকশী কাগজ কলপদ্মা নদীর তীরে, পাকশী,পাবনা।
বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-১বুড়ীগঙ্গা নদীর উপর, ঢাকা।
বাংলাদেশ-জাপানা মৈত্রী সেতু-২গোমতী নদীর উপরে।
বাংলাদেশ-জাপান মৈত্রী সেতু-১মেঘনা উপর দাউদকান্দি।
চট্টগ্রাম বন্দরকর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম।
আহসান মঞ্জিলবুড়ীগঙ্গার তীরে, ঢাকা।
তিস্তা বাঁধ প্রকল্পতিস্তা নদীতে রংপুর।
মংলা বন্দরপশুর নদীর তীরে, বাগেরহাট।
পানি বিদ্যুৎ প্রকল্প কাপ্তাইকর্ণফুলী নদী, রাঙ্গামাটি, পার্বত্য চট্রগ্রাম।
তিতাস গ্যাস ক্ষেত্রতিতাস তীরে, ব্রাহ্মণবাড়ীয়া।
বাংলাদেশ চীন-মৈত্রী ৩মহানন্দা নদীর উপর, চাপাইনবাবগঞ্জ।
বাংলাদেশ চীন-মৈত্রী-৪করতোয়া নদীর উপর, পঞ্চগড়।
বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-২শম্ভুগঞ্জ, ময়মনসিংহ, ব্রহ্মপুত্র নদের উপর
বাংলাদেশ চীন-মৈত্রী সেতু-৫ঝালকাঠি, গাবখানা নদীর উপরে
শাহ্ আমানত সেতুচট্টগ্রাম, কর্ণফুলি নদীর উপর

No comments