Breaking News

চিকিৎসা ও পুষ্টি বিজ্ঞান সম্পর্কিত গুরুত্যপূর্ণ প্রশ্ন


বাংলাদেশে কবে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয়? উঃ ৩০ জুন, ২০০১
বাংলাদেশের কোন হাসপাতালে ১ম টেস্টটিউব শিশুর জন্ম হয়? উঃ সেন্ট্রাল হাসপাতাল। ধানমন্ডি ঢাকা।
টেস্টটিউব শিশুদের মায়ের নাম কি ছিল? উঃ ফিরোজা বেগম।
বাংলাদেশের টেস্ট টিউব শিশু জন্মদানের উদ্যোগ নেন কে? উঃ ডাঃ পারভীন ফাতেমা।
ডায়রিয়া হলে রোগীকে ঘনঘন খাবার স্যালাইন দেওয়ার কারণ কি? উঃ দেহের পানিশূন্যতা রোধ করা।
গর্ভাবস্থায় মায়েদের জন্য কোন টিকা অত্যাবশ্যকীয়? উঃ টিটি (টিটেনাস টক্সায়েড) টিকা।
কোন কোন সংক্রামক রোগ সাধারণত একবারের বেশি হয় না? উঃ বসন্ত ও হাম।
এন্টিবায়োটিক কি? উঃ আণুবীক্ষণিক জীবাণু বা ছত্রাক কর্তৃক সৃষ্ট রাসায়নিক পদার্থ।
ভাইরাস কি? উঃ একপ্রকার অত্যন্ত ক্ষুদ্র বা অতি আণুবীক্ষণিক জীবাণু।
পোলিওতে অধিক আক্রান্ত হয় কারা? উঃ শিশুরা।
কিসের উপস্থিতিতে শরীরে জন্ডিস হয়? উঃ অতিরিক্ত বিলিরুবিনের উপস্থিতিতে।
এনিমিয়া বা রক্ত শূন্যতার রোগটি হয় কি কারনে? উঃ লৌহের অভাবে।
পেনিসিলিন কোন রোগ থেকে প্রাণীকে রক্ষা করে? উঃ ব্যাকটেরিয়াজনিত রোগ।
ক্যান্সার রোগের কারণ কি? উঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি।
এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কি সৃষ্টি হয়? উঃ আমাশয়।
গোলকৃমি দেহের কোন অংশে বাস করে? উঃ অন্ত্রে।
ইনফ্লুয়েঞ্জা ও হাম রোগের টিকা কি থেকে প্রস্তুত করা হয়? উঃ ভাইরাস থেকে।
হেপাটাইটিস বা জন্ডিস রোগের প্রধান কারণ কি? উঃ ভাইরাস।
হেপাটাইটিস বা জন্ডিস রোগ প্রধানত সংক্রামিত হয় কিভাবে? উঃ পানির মাধ্যমে।
মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়া কে কি বলে? উঃ স্ট্রোক।
নিউমোনিয়া রোগটি হয় কোথায়? উঃ ফুসফুসে।
চিকিৎসা ক্ষেত্রে সালফার প্রধানত ব্যবহৃত হয় কি জন্য? উঃ চর্ম রোগের চিকিৎসা।
টিটেনাস কিভাবে হয়? উঃ ব্যাকটেরিয়া দ্বারা।
স্কার্ভি রোগের প্রতিষেধক কোন ভিটামিন? উঃ ভিটামিন সি।
এইডস রোগে কি হয়? উঃ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
এক্সরে এর একক কি? উঃ রনজেন।
ক্লোরোফর্ম কি জন্য ব্যবহৃত হয়? উঃ চেতনানাশক হিসেবে।

No comments