ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলী
আয়তক্ষেত্রের পরিমাপ-
১. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
২. আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
৩. আয়তক্ষেত্রের কর্ণ =√ (দৈর্ঘ্য²+ প্রস্থ²)
বর্গক্ষেত্রের পরিমাপ-
৪. বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল = ( একবাহু)²
৫. বর্গ ক্ষেত্রের পরিসীমা = 4 × একবাহুর দৈর্ঘ্য
৬. বর্গ ক্ষেত্রের কর্ণ =√2 × একবাহুর দৈর্ঘ্য
রম্বসের পরিমাপ-
৭. রম্বসের ক্ষেত্রফল = 1/2 × (কর্ণদুইটির গুণফল) =1/2 × d1 × d2
৮. রম্বসের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
সামান্তরিকের পরিমাপ-
৯. সামান্তরিকের ক্ষত্রফল = ভূমি × উচ্চতা
১০. সামান্তরিকের পরিসীমা = 2 × (সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
উল্লেখ্য, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণ সমান এবং কর্ণদ্বয় অসমান।
ট্রাপিজিয়ামের পরিমাপ-
১১. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 ×(সমান্তরাল বাহু দুইটির যোগফল)× উচ্চতা
সমকোণী ত্রিভুজের পরিমাপ-
১২. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা
এখানে, a ভূমি, b উচ্চতা এবং c অতিভূজ
উল্লেখ্য, সমকোণী ত্রিভূজের একটি কোণ সমকোণ বা 90° এবং অপর দুইটি কোন সূক্ষ্মকোণ।
সমবাহু ত্রিভুজের পরিমাপ-
১৩. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল = √3 a²/4
এখানে, a ত্রিভূজটির বাহুর দৈর্ঘ্য
সমদ্বিবাহু ত্রিভুজের পরিমাপ-
১৪. সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমি b হলে ক্ষেত্রফল = b/4 √(4a²-b²)
No comments