Breaking News

বিগত বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আসা প্রশ্নোত্তর (পার্ট-৩)

১। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?- ১৯৯১ ।।৪১তম]
২। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?— তুরস্ক। (৪১তম)
৩। দ্যা আইডিয়া অব জাস্টিস' গ্রন্থের রচয়িতা কে?— অমর্ত্য সেন। (৪০তম)
৪। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালি?— বাবেল মান্দেব প্রণালি । (৪১তম)
৫। 'TI'র প্রতিষ্ঠাতা - পিটার ইজেন
৬। নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?- ভিয়েতনাম। [৪১তম]
৭। ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? – মন্ট্রিল প্রটোকল । [৩৮তম]
৮। সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর।
৯। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে- IPCC। (৩৭তম)
১০। 'Law of the Sea Convention অনুযায়ী, উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone
হিসেবে গণ্য? — ২০০ নটিক্যাল মাইল। (৩৭তম)
১১। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা ১৯১৭-এর মূল প্রতিপাদ্য ছিল— ইহুদিদের জন্য একটি
জাতিরাষ্ট্র গঠন। (৩৫তম)
১২। ‘গ্লাসনস্ত নীতি’ কোন দেশে চালু হয়েছিল?— সাবেক সোভিয়েত ইউনিয়ন। (৩৫তম)
১৩। ‘উইঘুর’ হলো— চীনের একটি সম্প্রদায়ের নাম।।৩৫তম)
১৪। ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা? — বাংলাদেশ-মিয়ানমার। (৩৫তম)
১৫। ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়? – ৪ ।(৩৫তম)
১৬। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ? ভ্যাটিকান। (৩৪তম)
১৭। শ্রীলংকার মুদ্রার নাম কি?— রুপি। (৩৩তম)
১৮। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে? আলজেরিয়া। (৩১তম)
১৯। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?- ডিনামাইট। (৩০তম)
২০। সামরিক ভাষায় 'WMD' অর্থ কী?- Weapons of Mass Destruction(৪১তম)
২১। ‘গ্রিনপিস’ যাত্রা শুরু করে - ১৯৭১ সালে। (৩৭তম)
২২। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?— মেসোপটেমিয়ায়।(২৪তম)

No comments