বিগত বিসিএস আন্তর্জাতিক বিষয়াবলি থেকে আসা প্রশ্নোত্তর (পার্ট-২)
১।কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? – ৫ জুন।(৩০তম, ২৬তম)
২। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? - লন্ডন। (৩৪তম, ২৪তম)
৩। World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?—World Bank. (৪৩তম, ৩৭তম)
৪। কখন থেকে এশীয় উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?- ১৯৬৬ সালে। (১৪তম, ১৩তম)
৫। সার্কের সদর দপ্তর কোথায়?— কাঠমান্ডু। (৩৮ তম, ২৯তম)
৬। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়?- ১৯৮৫ সালে; ঢাকায়। (৩৬তম, ২২তম, ২০তম)
৭। পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?— আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর। (২৫তম, ২৩তম)
৮। ‘শাহনামা'-এর লেখক কে?– কবি ফেরদৌসী। (২৬তম, ১৮তম)
৯। 'The Lady with the Lamp'. নামে পরিচিত— ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ( ৪৩তম, ৩৪তম)
১০। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম — ন্যাশনাল ইউনিটি সরকার। (৪৩তম)
১১। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়?— কম্বোডিয়া । [৪৩তম]
১২। জিবুতি দেশটি কোথায় অবস্থিত?— এডেন উপসাগরের পাশে।
১৩। কোন চুক্তির মাধ্যমে ইউরোপের "Thirty years war"-এর সমাপ্তি ঘটে?— ওয়েস্টফেলিয়া শান্তিচুক্তি,
১৬৪৮। (৪২তম)
১৪। মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়— ২৯ ফেব্রুয়ারি ২০২০। (৪২তম)
১৫। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস-এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?— চীন। (৪২তম)
No comments