বাংলাদেশের জাতীয় অর্জন সমুহ সম্পর্কে কিছু গুরুত্যপূর্ণ প্রশ্ন
০১ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি ? ➫ সেনেগাল ।
০২ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি ? ➫ পূর্ব জার্মানি ।
০৩ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি ? ➫ ভুটান ।
০৪ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের দেশ কোনটি ? ➫ ইরাক ।
০৫ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি ? ➫ ভারত ।
০৬ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি ? ➫ পূর্ব জার্মানি ।
০৭ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি ? ➫ সেনেগাল ।
০৮ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি ? ➫ মালয়েশিয়া ।
০৯ ) আরব দেশ গুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ ? ➫ ইরাক ।
১০ ) পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ? ➫ ২২ ফেবরুয়ারি , ১৯৭২ ।
১১ ) বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৮ এপ্রিল , ১৯৭২ ।
১২ ) বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য ? ➫ ৩২ তম ।
১৩ ) বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৭ ই সেপ্টেম্বর , ১৯৭৪ ।
১৪ ) বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ? ➫ ১৩৬ তম ।
১৫ ) বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করেন ? ➫ ২ বার ।
১৬ ) কতসালে বাংলাদেশ ফিফার সদস্য পদ লাভ করে ? ➫ ১৯৭৬ সালে ।
১৭ ) বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১ জানুয়ারি , ১৯৯৫ ।
১৮ ) বাংলাদেশ খাদ্য ও কৃষি ( FAO ) সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১২ নভেম্বর , ১৯৭৩ ।
১৯ ) বাংলাদেশ ইউনেস্কো সদস্যপদ লাভ করে কখন ? ➫ ২৭ অক্টোবর , ১৯৭২ ।
২০ ) বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলন ( NAM ) সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৯৭২ সালে ।
২১ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর আমেরিকান দেশ কোনটি ? ➫ বার্বাডোস ।
২২ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর উপসাগরীয় দেশ কোনটি ? ➫ কুয়েত ।
২৩ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর দাক্ষণ - আমেরিকান দেশ কোনটি ? ➫ ভেনিজুয়েলা ।
২৪ ) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম উত্তর ওশেনিয়ার দেশ কোনটি ? ➫ টোঙ্গা ।
২৫ ) বাংলাদেশ আন্তজাতিক অর্থ তহবিল ( IMF ) এর সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৭ জুন , ১৯৭২ ।
২৬ )বাংলাদেশ আন্তজাতিক শ্রমসংস্থা ( ILO ) এর সদস্যপদ লাভ করে কখন ? ➫ ২২জুন ’৭২।
২৭ ) বাংলাদেশ আন্তজাতিক অপরাধ আদালত( ICC ) এর সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১ জুন , ২০১০ ।
২৮ ) বাংলাদেশ আন্তজাতিক বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১ জানুয়ারি , ১৯৯৫ ।
২৯ ) বাংলাদেশ জাতিসংগের সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৭ সেপ্টেম্বর , ১৯৭৪ ।
৩০ ) বাংলাদেশ বিশ্ব অলিম্পিক এ্যাসোসিয়েসনের এর সদস্যপদ লাভ করে কখন ? ➫ ১৯৮০ সালে
৩১ ) বাংলাদেশ ওআইসি ( OIC )এর কততম সদস্য ? ➫ ৩২ তম ।
৩২ ) বাংলাদেশ আন্তর্জাতিক পুজি বিনিয়োগ সংস্থা ( IFC )এর কততম সদস্য ? ➫ ১০৫ তম ।
৩৩ ) বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ( ICC )এর কততম সদস্য ? ➫ ১১ তম ।
৩৪ ) বাংলাদেশ কোন সালে জাতিসংঘের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা শুরু করে ? ➫ ১৯৮৮ সালে ।
৩৫ ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম কয়টি দেশ পালন করেছে ? ➫ ১৮৮ টি ।
৩৬ ) আফ্রিকার কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি প্রদান করেছে ? ➫ সিয়েরা লিওন ।
৩৭ ) কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে ‘ ওয়াল্ড হেরিটেজ সাইট ’ - হিসেবে স্বীকৃতি দিয়েছে ? ➫ ইউনেস্কো
৩৮ ) কোন বাংলাদেশী প্রথম এভারেস্ট জয় করেন ? ➫ মুসা ইব্রাহীম ।
৩৯ ) মুসা ইব্রাহীম কত সালে এভারেস্ট জয় করেন ? ➫ ২০১০ সালে ।
৪০ ) এ পর্যন্ত মোট কতজন বাংলাদেশী এভারেস্ট জয় করেন ? ➫ ৫ জন ।
৪১ ) এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী মহিলা কে ? ➫ নিশাত মজুমদার ।
৪২ ) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথা থেকে প্রচার শুরু করে ? ➫ চট্টগ্রামের কালুরঘাট থেকে ।
৪৩ ) বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কবে ? ➫ ১ ডিসেম্বর ১৯৮০ সালে ।
৪৪ ) বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি ? ➫ একতালা দোতলা ।
৪৫ ) বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কতসালে ? ➫ ১৯৬৪ সালে ।
৪৬ ) বাংলাদেশ টেলিভিশন নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি ? ➫ তথ্য মন্ত্রণালয় ।
৪৭ ) DOEl ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি ? ➫ টেশিশ ।
৪৮ ) SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীনে ? ➫ প্রতিরক্ষা মন্ত্রণালয় ।
৪৯ ) বাংলাদেশে প্রথম স্থাপিত ভূ - উপগ্রহ কোনটি ? ➫ বেতবুনিয়া ।
৫০ ) বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি ? ➫ বঙ্গবন্ধু - ১ ।
৫১ ) স্বাধীনতার প্রথম ডাকটিকেটে কোন ছবি তোলা ছিল ? ➫ শহীদ মিনার ।
৫২ ) বাংলাদেশের পোস্টাল একাডেমী কোথায় অবস্থিত ? ➫ রাজশাহী ।
৫৩ ) বঙ্গবন্ধু “ জুলিও কুরি ” পুরস্কার লাভ করেন কবে ? ➫ ১০ অক্টোবর , ১৯৭২ ।
৫৪ ) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি ? ➫ ১০ জানুয়ারি ।
৫৫ ) রবীন্দ্রনাথ ঠাকুর কখন সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন ? ➫ ১৯১৩ খ্রি : ।
৫৬ ) হাজী মুহাম্মদদ মুহসীনের বাড়ি কোথায় ? ➫ হুগলীতে ।
৫৭ ) অধ্যাপক অমত্য সেন কোন বিষয়ে নোবেল পান ? ➫ অর্থনীতি ।
৫৮ ) অমত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান ? ➫ দুভিক্ষ ও দারিদ্র ।
৫৯ ) অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন ? ➫ মুন্সিগন্জ ।
৬০ ) পাটের জীবন রহস্য উন্মোচনকারী বৈজ্ঞানিক কে ? ➫ ড . মাকসুদুল আলম ।
৬১ ) ‘ ম্যাডোনা - ৪৩ ’ কী ? ➫ বিখ্যাত চিত্রকর্ম ।
৬২ ) জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন ? ➫ হুমায়ুন রশীদ চৌধুরী ।
৬৩ ) জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন ? ➫ জনাব এস এ করিম ।
৬৪ ) বাংলাদেশের মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশী বীর প্রতিকের নাম কি ? ➫ ডব্লিউ এস ওডারল্যান্ড ।
৬৫ ) ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাংলাদেশী কে ? ➫ ব্রজেন দাশ ।
৬৬ ) বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ? ➫ সোনারগাঁওয়ে ।
৬৭ ) বিকেএসপি কোথায় অবস্থিত ? ➫ সাভার ।
৬৮ ) NIPORT কি ? ➫ জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ।
৬৯ ) কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘ বাংলা পিডিয়া ’ প্রকাশিত হয় ? ➫ বাংলাদেশ এসিয়াটিক সোসাইটি ।
৭০ ) ‘ আলোকিত মানুষ চাই ’ - এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান ? ➫ বিশ্বসাহিত্য কেন্দ্র ।
৭১ ) সাংস্কৃতিক প্রতিষ্ঠান উধিচীর প্রতিষ্ঠাতা কে? ➫ সত্যেন সেন ।
৭২ ) সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে ? ➫ শায়েস্তা খান ।
৭৩ ) বাংলাদেশের সবচেয়ে বড় এবং মধ্যযুগীয় মসজিদ কোনটি ? ➫ ষাট গম্বুজ মসজিদ ।
৭৪ ) পরিবিবির মাজার কোথায় অবস্থিত ? ➫ লালবগ দুর্গের অভ্যন্তরে ।
৭৫ ) পাহাড়পুর কোন জেলায় অবস্থিত ? ➫ নওগাঁ ।
৭৬ ) সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে ? ➫ রাজা ধর্মপাল ।
৭৭ ) ঐতিহাসিসক আহসান মন্জিল নির্মিত হয় কতসালে ? ➫ ১৮৭২ সালে ।
৭৮ ) ষাট গম্বুজ মসজিদের নির্মাতা কে ? ➫ পীর খান জাহান আলী ।
৭৯ ) উত্তরা গণভবন কোথায় অবস্থিত ? ➫ নাটোরে ।
৮০ ) লালবাগ কেল্লা স্থাপন করেন কে ? ➫ শায়েস্তা খান ।
৮১ ) বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি ? ➫ বঙ্গভবন ।
৮২ ) মহামুনি বৌদ্ধবিহারটি কোথায় অবস্থিত ? ➫ বান্দরবান ।
৮৩ ) যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী প্রথম বাংলাদেশীর নাম কি ? ➫ ড.মুহাম্মদ ইউনুস ।
৮৪ ) বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন ? ➫ সাহাদাত হোসেন রাজীব ।
৮৫ ) বাংলাদেশ বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে ? ➫ নিউজিল্যান্ড ।
৮৬ ) প্রথম আইসিসি ট্রপিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন ? ➫ শফিকুল হক হীরা ।
৮৭ ) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম কাদের বিরুদ্ধে জয়লাভ করে ? ➫ স্কটল্যান্ডের বিরুদ্ধে ।
৮৮ ) বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে ? ➫ ১৯৯৯ সালে ।
৮৯ ) বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত ? ➫ ৪.৮ কি.মি ।
৯০ ) পদ্মা সেতুর দৈর্ঘ্য কত ? ➫ ৬.১৫ কি.মি ।
৯১ ) যমুনা সেতুতে কতটি পিলার আছে ? ➫ ৫০ টি ।
৯২ ) হাডিন্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত ? ➫ কুষ্টিয়া - পাবনা ।
৯৩ ) বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু কোনটি ? ➫ বঙ্গবন্ধু বহুমুখী সেতু ।
৯৪ ) মেঘলা পর্যটন কমপ্লেক্স কোথায় অবস্থিত ? ➫ বান্দরবান ।
৯৫ ) বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ? ➫ সৈয়দপুর ।
৯৬ ) শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি ? ➫ নায়েম ।
৯৭ ) বাংলাদেশ মিলিটারি একাডেমী কোথায় অবস্থিত ? ➫ চট্টগ্রামের ভাটিয়ারীতে ।
৯৮ ) বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয় ? ➫ ১ জানুয়ারি , ১৯৯২ ।
৯৯ ) বাংলাদেশে কবে থেকে খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করা হয় ? ➫ ১৯৯৩ সালে ।
১০০ ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি ? ➫ নাথান কমিশন ।
No comments