Breaking News

নিয়োগ পরীক্ষার জন্য অতি সাম্প্রতিক হাই ভোল্টেজ গুরুত্বপূর্ণ প্রশোত্তর দেওয়া হল




১. “সম্প্রতি যে বাংলাদেশী নারী ‘কমনওয়েলথ পয়েন্টস অব লাইট’ উপাধী পেয়েছেন শারমিন সুলতানা।
২. ২০১৯ সালের জন্য ওআইসি’র পর্যটন নগরী হিসেবে ঘোষনা করা হয়েছে
ঢাকাকে।
৩. বিশ্বের যততম দেশ হিসেবে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করে
১১৯ তম।
৪. সম্প্রতি প্রকাশিত ‘৩০৫৩ দিন’ শীর্ষক নতুন বইটি
বঙ্গবন্ধুর কারাজীবন।
৫. সম্প্রতি যে দেশের আইনসভা নিজেদের ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে
ইসরায়েল।
৬. পাকিস্তানের ১১ তম জাতীয় নির্বাচনে জয়ী হয়ছে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই।
৭. ইমরান খানের জীবনী নিয়ে নির্মিত চলচিত্রের নাম
কাপ্তান।৮. বিশ্বের প্রথম ভাসমান পারমানবিক বিদ্যুত কেন্দ্র যে দেশের
রাশিয়া।৯. সম্প্রতি ফিলিপিন্স বংশোদ্ভূত যে মার্কিন শিশু মাইকেল ফেলপসের রেকর্ড ভেংগে ফেলে
কেন্ট আপুয়াদা।১০. বিশ্বব্যাংক এর ‘এএসডিজি রিপোর্ট ২০১৮’ অনুযায়ী সড়কে সুবিধাবঞ্চিতদের তালিকায় বাংলাদেশ
৪র্থ।১১. বর্তমান বিশ্বে প্রায় যত সংখ্যক বাংগালী প্রবাসী হিসেবে বসবাস করে
১ কোটি।১২. ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০ টি টেস্ট ম্যাচ খেলে
ইংল্যান্ড।
১৩. ২০১৮ সালের ওয়ার্লড বুক ক্যাপিটাল
এথেন্স, গ্রীস।
১৪. ২০১৮ সালে আইসিসি’র ওয়ানডে স্ট্যাটাস পায় যে দেশ নেপাল।
১৫. ব্রিকসের দশম সম্মেলন যখন, যেখানে অনুষ্ঠিত হয়
২৫-২৭ জুলাই ২০১৮, জোহানেসবার্গ।১৬. সম্প্রতি ‘শান্তির স্বপ্ন আইন’ স্বাক্ষরিত হয় যাদের মধ্যে
ফিলিপাইন-মোরো উপজাতি।১৭. সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হিসেবে নিয়োগ পান যে
সিরাজুল ইসলাম।১৮. বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু
৭১.৬ বছর।১৯. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে
১০৯০ জন।২০. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার
১.৩৭%।

PDF File Download করতে  ছবিতে ক্লিক করুন

প্রশ্নঃ প্রস্তাবিত পদ্মাসেতুর দুই প্রান্তে জেলা দুটি
কি কি?
উঃ মুন্সিগঞ্জ- শরীয়তপুর।
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ
কোনটি?
উঃ জেনারেল।
প্রশ্নঃ চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবেনা
কেন?
উঃ চাঁদে কোন বায়ুমন্ডল নাই।
প্রশ্নঃ ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি?
উঃ রিখটার স্কেল।
প্রশ্নঃ WTO এর পূর্বনাম কি?
উঃ GATT
প্রশ্নঃ যুক্তিবিদ্যার জনক কে?

উঃ এরিস্টটল।
প্রশ্নঃ বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট কোথায়
প্রতিষ্ঠিত হয়?
উঃ মৌলভীবাজার।
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়
কত সালে?
উঃ ১৯৭৩ সালে।
প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ
কোনটি?
উঃ সেন্টমার্টিন দ্বীপ।
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশন কয়টি?
উঃ ১২ টি
বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন
৮ জানুয়ারি ২০১৮বাংলাদেশে 4জি সেবা চালু হয়
১৯ফেব্রুয়ারি ২০১৮ঢাকায় 5জি পরীক্ষামূলক প্রদর্শনী হয়
২৫জুলাই ২০১৮বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়
১১মে ২০১৮নেপালের ত্রিভুবনে ইউএস বাংলা বিধ্বস্ত হয়
১২মার্চ ২০১৮
পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা যান
১৪মার্চ ২০১৮জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মারা যান
১৮ আগস্ট ২০১৮শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়
২৭জুলাই ২০১৮শান্তি নিকেতনে বাংলাদেশ ভবন উদ্বোধন করা হয়
২৫মে ২০১৮বাংলাদেশী হিসেবে মিতু আক্তার বাংলা চ্যানেল জয় করেন
১৯মার্চ ২০১৮অধ্যাপক আনিসুজ্জামান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী পেয়েছেন
১১জানুয়ারি ২০১৮২২তম বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন শপথ গ্রহণ করেন
৩ফেব্রুয়ারি ২০১৮শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল পাস হয়
২৫ফেব্রুয়ারি ২০১৮নেপালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
১৩মার্চ ২০১৮
৩৫বছর পর সৌদিআরবে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়
১৮এপ্রিল ২০১৮বিশ্বের প্রবীণতম ব্যক্তি জাপানের নাবি তাজিমা ১১৭বছর বয়সে মারা যান
২১এপ্রিল ২০১৮বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয়
২৩এপ্রিল ২০১৮২১তম রাষ্ট্রপতি পদে আব্দুল হামিদ ২য় মেয়াদে শপথ গ্রহণ করেন
২৪এপ্রিল ২০১৮সাউথ ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশন (SWAFF) গঠিত হয়
১০মে ২০১৮টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ডের অভিষেক হয়
১১মে ২০১৮জেরুজালেমে প্রথম দূতাবাসা উদ্বোধন করে যুক্তরাষ্ট্র
১৪মে ২০১৮
বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন
১৫মে ২০১৮ট্রিপল বিলিয়ন পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রুহণ করে WHO
২৩মে ২০১৮উত্তর কোরিয়ার একমাত্র পারমাণবিক পরীক্ষাকেন্দ্র ‘পুঙ্গেরি’ ধ্বংস করে
২৪মে ২০১৮জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন অনুষ্ঠিত হয়
৪জুন ২০১৮ট্রাম্প -কিম্প ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
১২জুন ২০১৮২১তম বিশ্বকাপের প্রথম ম্যাচ রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়
১৪জুন ২০১৮যুক্তরাষ্ট্র UNHCR ত্যাগের ঘোষণা দেয়
১৯জুন ২০১৮নতুন সেনাপ্রধান হিসেবে আজিজ আহমেদ দায়িত্ব গ্রহণ করেন
২৫জুন ২০১৮দেশের ৪৮তম বাজেট ঘোষণা করা হয়
৭জুন এবং পাস হয় ২৮জুন
ব্যবসায়ীদের জন্য ইবিআইএন ব্যবহার বাধ্যতামূলক করেছে এনবিআর
১জুলাই ২০১৮আবহাওয়া বিল পাস হয়
৪জুলাই ২০১৮২০২০-২১ সালকে মুজিব বর্ষ ঘোষণা করা হয়

৬জুলাই ২০১৮
বাংলাদেশ সংবিধান সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়
৮জুলাই ২০১৮ইথিওপিয়া ও ইরিত্রিয়ার যুদ্ধ সমাপ্তি হয়
৯জুলাই ২০১৮জাতিসংঘের অভিবাসন চুক্তি হয়
১৩জুলাই ২০১৮ট্রাম্প -পুতিন ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়
১৬জুলাই ২০১৮সুপারসনিক ক্রুজ ক্ষেপানাস্ত্রের সফল পরীক্ষা করে ভারত
১৬জুলাই ২০১৮বাংলাদেশ ৫ম কৃষিশুমারী শুরু হয়
১৭জুলাই ২০১৮নেলসন ম্যান্ডেলার শততম জন্মবার্ষিকী
১৮জুলাই ২০১৮

PDF File Download করতে ছবিতে ক্লিক করুন

দেশে ই পাসপোর্ট বাস্তবায়ন প্রকল্পের চুক্তি হয়

১৯জুলাই ২০১৮
ইসরায়েল ইহুদী রাষ্ট্র ঘোষণা করা হয়
১৯জুলাই ২০১৮পাকিস্তানের জাতীয় পরিষদের ১১তম নির্বাচন অনুষ্ঠিত হয়
২৫জুলাই ২০১৮মালির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
২৯জুলাই ২০১৮জিম্বাবুইয়ের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়
৩০জুলাই ২০১৮জাপানের হিরোশিমায় আণবিক বোমা ফেলার ৭৩বছর পূর্তি হয়
৬আগস্ট ২০১৮অ্যাসিয়ানের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল
৮আগস্ট ২০১৮সূর্য অভিযানে যায় নাসার প্রেরিত মহাকাশযান ‘পার্কার’
১২আগস্ট ২০১৮ভারতের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রি অটল বিহারী মারা যান
১৬আগস্ট ২০১৮পাকিস্তানের প্রধানমন্ত্রি হিসেবে ইমরান খান শপথ গ্রহণ করেন
১৮আগস্ট ২০১৮১) মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, গতি ও বিজয় ” চিত্র কর্মগুলো – শিল্পী শাহাবুদ্দিনের
২) প্রথম বাংলাদেশী হিসেবে যে কিশোরী বাংলা চ্যানেল জয় করে – মিতু আখতার( ১৯ মার্চ ২০১৮)
৩) বাংলা চ্যানেল জয় করতে মিতুর সময় লেগেছে – ৪ ঘন্টা ৩২ মিনিট ৫১ সেকেন্ড
৪) বাংলা চ্যানেলের দৈর্ঘ্য – ১৬.১ কি.মি
৫) বাংলা চ্যানেলের আবিষ্কারকের নাম- কাজী হামিদুল হক
# # আন্তর্জাতিক #
৬) বিশ্বের শিক্ষক নির্বাচিত হয়েছেন – ব্রিটিশ নারী আন্দ্রিয়া জাফিরাকো
৭) সাসবেরি শহরটি – যুক্তরাজ্যে
৮) ইইউর সদস্য সংখ্যা – ২৮
৯) সিনাই উপত্যকা – মিসরে
১০) মিসরের প্রেসিডেন্ট – আবদাল ফাতাহ আল সিসি
১১) তীব্র তাপমাত্ররর কারনে সৃষ্ট দাবানলে পুড়ে গেছে – অস্ট্রেলিয়ার তাথরা গ্রাম
১২) সিরিয়ার সরকারি বাহিনীর সমর্থক – রাশিয়া
১৩) পুতিন ক্ষমতায় আছেন – ১৮ বছর ধরে
১৪) সৌদি রক্ষণশীল সমাজ ব্যবস্থার জন্য দায়ী ১৯৭৯ সালের ইরানের ইসলামিক বিপ্লব – সৌদি যুবরাজ
১৫) সিবিএস নিউজ হলো – মার্কিন টিভি চ্যানেল
১৬) রাশিয়ার প্রেসিডেন্টর মেয়াদ – ৬ বছর
১৭) পুতিন ২০১৮ সালের নির্বাচনে ভোট পেয়েছেন – ৭৬%
১৮) রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী – দিমিত্রি মেদভেদেভ

১৯) পুতিন রাশিয়ার ক্ষমতায় আছেন – ১৯৯৯ সাল থেকে ( প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হয়ে)
২০) জার্মানির পররাষ্ট্রমন্ত্রী – হাউখো মাস
২১) সাবেক রুশ গুপ্তচরকে হত্যা চেষ্টার জের ধরে যুক্তরাজ্য বহিস্কার করে – ২৩ জন রুশ কূটনীতিককে
২২) আলেপ্পা শহর – সিরিয়া
# সম্প্রতি আফ্রিকার কোন দেশের প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় নিজ দল থেকে বহিষ্কৃত হন?
উ: জিম্বাবুয়ে (পরে পদত্যাগ করেন)
# জিম্বাবুয়ের বর্তমান প্রেসিডেন্ট কে?
উ: নানগাগওয়া
# জিম্বাবুয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কী?
উ: জানু-পিএফ
# ‘জানু-পিএফ’- এর PF দ্বারা কী বুঝায়?
উ: Patriotic Front
# কুতুপালং স্থানটি কোথায়?
উ: উখিয়া, কক্সবাজার
# সম্প্রতি লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রী কে?
উ: সাদ হারিরি
# সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশের সাবমেরিন নাবিকসহ নিখোঁজ হয়?
উ: আর্জেন্টিনা
# আর্জেন্টিনার সাবমেরিন কতজন নাবিকসহ হারিয়ে যায়?
উ: ৪৪ জন
# সম্প্রতি ইসরাইল কোন দেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরব লীগের প্রতি আহ্বান জানায়?
উ: ইরানের বিরুদ্ধে
# সম্প্রতি কোন দেশ আরব লীগের সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়?
উ: লেবানন
বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট সম্পর্কে গুরুত্বপূর্ণ ১৫টি প্রশ্ন –
১। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ মহাকাশে পাঠানো হয়েছে?
উঃ ১২ মে ২০১৮, শুক্রবার রাত ৩টা
২। বাংলাদেশে নিজস্ব স্যাটেলাইটের কততম দেশ?
উঃ ৫৭ তম
৩। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটে ট্রান্সপন্ডার কয়টি?
উঃ ৪০ টি
৪। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট মহাকাশে অবস্থান করবে?
উঃ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে
৫। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি প্রাথমিক কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১২ সালে
৬। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরির মূল কাজ শুরু হয় কত সালে?
উঃ ২০১৫ সালে
৭। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট তৈরি করে ফ্রান্সের?
উঃ থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি
৮। এটি তৈরিতে মোট খরচ হয়েছে কত?
উঃ ২ হাজার ৯৬৭ কোটি টাকা
৯। এটি যে রকেটে পাঠানো হয়ছে তার নাম কি?
উঃ ফ্যালকন ৯, ব্লক ৫
১০। যে প্রতিষ্ঠান এটি মহাকাশে পাঠায়?
উঃ মার্কিন মহাকাশ সংস্থা স্পেসএক্স
১১। এটির ওজন কত?
উঃ ৩ হাজার ৫০০ কেজি
১২। মেয়াদ কত?
উঃ ১৫ বছর
১৩। নিয়ন্ত্রন করবে কে?
উঃ থ্যালেস ও বিটিআরসি
১৪। ৪০ টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা কত?
উঃ ১ হাজার ৬০০ মেগাহার্টজ
১৫। বর্তমান কক্ষপথ “ ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশটি “ বাংলাদেশ সরকার কিনে নেয়?
উঃ ২১৯ কোটি টাকায়, ২০১৩ সালে, রাশিয়ার ইন্টারস্পুটনিক এর কাছ থেকে।
বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, — ০১
১. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ — সুন্দরবন।
২. বাংলাদেশের পর্যটন রাজধানী/নগরী — কক্সবাজার।
৩. বাংলাদেশের আয়তন — ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার বা ৫৬, ৯৯২.৫৪ বর্গ মাইল।
৪.ঢাকার প্রতিপাদ স্থান — চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
৫. পৃথীবির দীর্ঘতম সমুদ্রসৈকত তথা বাংলাদেশের কক্সবাজার সমুদ্রসৈকতের আয়তন — ১২০ কি.মি।
৬. কুয়াকাটা সমুদ্রকৈতের আয়তন — ১৮ কি.মি. ।
৭. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় — গারো পাহাড়।
৮. হালদা উপত্যকা অবস্থিত — খাগড়াছড়ি জেলায়।
৯. সাঙ্গু উপত্যকা অবস্থিত — চট্টগ্রাম জেলায়।
১০. সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় — কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে।
বিগত বছরসমূহের পরীক্ষার প্রশ্নোত্ত
বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
উত্তর: ৪১৫৬ কি.মি
ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নাই?
উত্তর:নাগাল্যান্ড
তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত
উত্তর: ডাউকি
বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারত সীমান্তের মধ্যে নয় ?
উত্তর: কক্সবাজার
সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম ?
উত্তর: পটুয়াখালী
সোনালি আঁশের দেশ কোনটি ?
উত্তর: বাংলাদেশ
বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই ?
উত্তর: বান্দরবান
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ?
উত্তর:৩০ টি
বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?:
উত্তর:কক্সবাজার
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তর: পঞ্চগড়
প্রশ্ন: বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
উত্তর: সিলেট
প্রশ্ন: ‘মংডু’ কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
উত্তর: বাংলাদেশ-মায়ানমার
প্রশ্ন: ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই
উত্তর: নাগাল্যান্ড
প্রশ্ন: বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তর: নাফ
প্রশ্ন: বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
উত্তর: ৩৯৭৮ কি. মিঃ. অথবা ৪০৯৬ কি. মি
প্রশ্ন: ভারতের কতটি ‘‘ছিটমহল’’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তর: ১১১টি
প্রশ্ন: বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তর: ৮৮°০১’ থেকে ৯২°-৪১’পূর্ব দ্রাঘিমাংশে
প্রশ্ন: সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?
উত্তর: ৬২%
প্রশ্ন: শালবন বিহার কোথায়?
উত্তর: কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
১।ফেসবুকের তৈরী স্যাটালাইটের নাম =অ্যাথেনা।
২।আফ্রিকার দেশগুলোতে বেলুন সাহায্যে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া প্রকল্পের নাম =প্রোজেক্ট লুন।
৩।চুলের কলপে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বিদ্যামান =প্যারাফিনাইল ডাইঅ্যামাইন।
৪।পাকিস্তানের ইতিহাসে ৭০ বছর পর প্রথমবারের মতো ভোট দিল =পাঞ্জাব প্রদেশের খুয়বের নারীরা।
৫।পাকিস্তানে প্রথমবারের মতো নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ পেলো =তৃতীয় লিঙ্গের মানুষ।
৬।’বাংলা প্রাইমার সংগ্রহ’-গ্রন্থের সম্পাদক =আশিস খাস্তগীর।
৭।বাংলাদেশ যে দেশ থেকে ই-পার্সপোর্ট ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে = জার্মানী।
৮।বাংলাদেশ নারী ক্রিকেট দল যে দেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে =আয়ারল্যান্ড।
৯।যুক্তরাজ্য মর্যাদপূর্ণ জামিল পুরস্কার লাভ করেছেন =মেরিনা তাবাসসুম।
আমদানি রপ্তানি
***********
বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি আমদানি করে?
উ: চীন
বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
উ: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি?
উ: তৈরি পোশাক
বাংলাদেশের ২য় রপ্তানি পণ্য কোনটি?
উ: চামড়াজাত দ্রব্য
পাটজাত দ্রব্য বাংলাদেশের কততম রপ্তানি পণ্য?
উ: ৩য়
বাংলাদেশের আমদানি পণ্য:
১ম- মূলধনী যন্ত্রপাতি
২য়- পেট্রোলিয়াম
বাংলাদেশের রপ্তানি পণ্য:
১ম- পোশাক
২য়- চামড়া
অঞ্চল হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে_
উ: ইউরোপীয় ইউনিয়নে
বাংলাদেশ প্রথম জনশক্তি রপ্তানি করে_
উ: সৌদি আরবে (১৯৭৬ সালে)
গতবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি জনশক্তি (শ্রমিক) রপ্তানি করে কোন দেশে?
উ: ওমানে
জনশক্তি রপ্তানি করে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
উ: সৌদি আরব
১। ব্রেটন উডস প্রতিষ্ঠান কয়টি?
উ: ২ টি (WB, IMF)
২। IMF এর পূর্ণরুপ কী?
উ: International Monetary Fund
৩। কয়টি দেশ নিয়ে আইএমএফ গঠিত হয়?
উ: ২৯ টি
৪। IMF এর বর্তমান সদস্য দেশ কতটি?
উ: ১৮৯ টি
৫। IMF এর উদ্দেশ্য কী?
উ:মুদ্রা বিনিময় ব্যবস্থায় ভারসাম্য বজায় রাখা
৬। IMF এর রিজার্ভের একক কী?
উ: SDR
৭। SDR এর পূর্ণরুপ কী?
উ: special drawing rights
৮। SDR ভূক্ত মুদ্রা কতটি?
উ: ৫ টি
৯। কোনগুলো SDR ভূক্ত মুদ্রা?
উ: মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনের ইউয়ান জাপানের ইউয়েন ও রাশিয়ার রুবল
১০। SDR চালু হয় কত সালে?
উ: ১৯৬৯ সালে
১১। IMF ত্যাগকারী দেশ কোনটি?
উ: কিউবা
১২। এশিয়ার কোন দেশ জাতিসংঘের সদস্য কিন্তু IMF এর সদস্য নয়?
উ: উত্তর কোরিয়া
১। মহান মুক্তিযুদ্ধে প্রথম সেনা দপ্তরের স্মৃতি সৌধ কোথায় অবস্থিত ?=তেলিয়া পাড়া, মাধবপুর,হবিগন্জ।
মুক্তিযুদ্ধের সময়কালে ‘Tilt Policy’ গ্রহন করে-
=মার্কিন যুক্তরাষ্ট্র ( পাকিস্তানের সাথে )
২। আমি হবো “ডেভিলস এডভোকেট ” উক্তিটি কার ? (প্রেক্ষাপট :১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ)
= হেনরি কিসিঞ্জার
৩। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গব্ন্ধুকে গ্রেফতার করতে হানাদার বাহিনী কর্তৃক পরিচালিত অপারেশনের কোড নাম কী ছিল?
= অপারেশন বিগ বার্ড
৪। “You will see history made if the conspirators fail to come to their senses ” উক্তিটি করেন-
= বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৫। ১৯৭০ সালে নির্বাচনের জন্য ইয়াহিয়া খান যে নির্দেশনা জারি করেন তার নাম-
=Legal Framework Orde
৬। ‘অপারেশন তৌলুন’ পরিচালিত হয়-
=বাঙ্গালি নৌ- সেনাদের দ্বারা
৭। “বাংলাদেশ: পলিটিক্স, ইকোনোমি অ্যান্ড সিভিল সোসাইটি” বইটির লেখক কে?
– ডেভিড লুই
৮। Separation of East Pakistan” বইটির লেখক-
=হাসান জহির
৯। প্রথমবারের মতো প্রবর্তিত হওয়া ‘মাদার তেরেসা রত্ন সম্মাননা’ পাচ্ছেন কে ?
=জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১০ । পৃথিবীর সর্বাধিক খরা প্রবণ অঞ্চল কোনটি?
=সাহেল অঞ্চল (আফ্রিকা)।
১১। ক্লোরাল ব্লিচিং কী?
= সমুদ্রের প্রবাল বিশ্ব উষ্ণায়ণের ফলে স্বাভাবিক রঙ হারিয়ে সাদা হয়ে যাচ্ছে। একে ক্লোরাল ব্লিচিং বলে।
১১। কে ওজোন গহ্বর আবিষ্কার করেন?
= ড. ফারমেন।
১৩। বর্তমানে বাতাসে কার্বন ডাই অক্সাইডেরর ঘনত্ব কত?
=৩৫০ppm.
১৪) ধস কী ?
=ধস একটি প্রাকৃতিক দুর্যোগ।
১৫) কোন দেশকে দাবানলের দেশ বলে?
=অস্ট্রেলিয়া।
১৬) কোন শহরকে পৃথিবীর শিলা ঝড়ের রাজধানী বলে?
= সিডনি।
১৭) কোন দেশকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলে?
=চীন।
(বাংলাদেশে প্রথম )
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
উঃ শাহ আব্দুল হামিদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
উঃ এ. এস. এম. সায়েম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
উঃ এম. এইচ. খোন্দকার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
উঃ তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
উঃ বেগম খালেদা জিয়া
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?
উঃ শেখ হাসিনা

প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?
উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?
উঃ স্যার পি. জে. হাটর্স।
প্রশ্ন: ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?
উঃ মিঃ স্কিনার।
প্রশ্ন: ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
উঃ আনন্দ চন্দ্র রায়।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?
উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
উঃ মোহাম্মদ হানিফ
প্রশ্ন: প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?
উঃ আ. স. ম. আব্দুর রব।
প্রশ্ন: বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?
উঃ এ. এন. হামিদুল্লাহ
প্রশ্ন: বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
উঃ ০৪ মার্চ, ১৯৭২
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?
উঃ ভারত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?
উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?
উঃ কানিজ ফাতেমা রোকশানা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
উঃ মাহমুদা হক চৌধূরী
প্রশ্ন: বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?
উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উঃ ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?
উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?
উঃ তাহমিনা হক ডলি
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?
উঃ জাকিয়া আখতার
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?
উঃ বেগম রওশন আরা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?
উঃ হাসিনা খাতুন
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?
উঃ নাজনিন সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?
উঃ আনিসা হামেদ
প্রশ্ন: বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
উঃ সুরাইয়া রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা

PDF File Download করতে  ছবিতে ক্লিক করুন

প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
উঃ স্যার এফ রহমান
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?
উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
উঃ শরদিন্দু শেখর চাকমা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
উঃ বাংলার দূত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?
উঃ বি. এন. এস. পদ্মা
প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?
উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)
প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
উঃ হোসনে আরা বেগম।
প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
উঃ ইসমাত জাহান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?
উঃ সালমা খাতুন।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি?
উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি ?
উঃ সৈয়দ নজরুল ইসলাম।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (গণ পরিষদ) ?
উঃ শাহ আব্দুল হামিদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম স্পীকার (জাতীয় সংসদ) ?
উঃ মোহাম্মদ উল্ল্যাহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম সি.ইন.সি. ?
উঃ জেনারেল এম. এ. জি. ওসমানী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ?
উঃ এ. এস. এম. সায়েম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেল ?
উঃ এম. এইচ. খোন্দকার।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ?
উঃ তাজউদ্দিন আহমেদ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ?
উঃ বেগম খালেদা জিয়া
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিরোধী দলীয় নেত্রী ?
উঃ শেখ হাসিনা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন ?
উঃ বিচারপতি মোহাম্মদ ইদ্রিস।
প্রশ্ন: বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ?
উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর ?
উঃ স্যার পি. জে. হাটর্স।
প্রশ্ন: ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ?
উঃ মিঃ স্কিনার।
প্রশ্ন: ঢাকা পৌরসভার নির্বাচিত প্রথম চেয়ারম্যান ?
উঃ আনন্দ চন্দ্র রায়।
প্রশ্ন: ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র ?
উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
প্রশ্ন: ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
উঃ মোহাম্মদ হানিফ
প্রশ্ন: প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী ?
উঃ আ. স. ম. আব্দুর রব।
প্রশ্ন: বাংলদেশ ব্যাংকের প্রথম গর্ভনর ?
উঃ এ. এন. হামিদুল্লাহ
প্রশ্ন: বাংলাদেশে প্রথম মুদ্রা প্রচলনের তারিখ ?
উঃ ০৪ মার্চ, ১৯৭২
প্রশ্ন: বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ ?
উঃ ভারত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা নোটারী পাবলিক ?
উঃ মিসেস কামরুন্নাহার লাইলী
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পাইলট ?
উঃ কানিজ ফাতেমা রোকশানা।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
উঃ মাহমুদা হক চৌধূরী
প্রশ্ন: বাংলাদেশ পলিশ একাডেমীর প্রথম মহিলা প্যারেড কমান্ডার ?
উঃ এলিজা শারমিন (০২ সেপ্টেম্বর, ২০০৭)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উঃ ভালুকা, ময়মনসিংহ।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে?
উঃ মুসা ইব্রাহিম (২৩ মে, ২০১০)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কুটনীতিবিদ?
উঃ তাহমিনা হক ডলি
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা সচিব ?
উঃ জাকিয়া আখতার
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এস.পি ?
উঃ বেগম রওশন আরা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা কাস্টমস কমিশনার ?
উঃ হাসিনা খাতুন
প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ব্যবস্থাপক ?
উঃ নাজনিন সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের ব্যাংকিং জগতের প্রথম এম.ডি. ?
উঃ আনিসা হামেদ
প্রশ্ন: বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের আপীল প্রথম মহিলা বিচারপতি?
উঃ নাজমুন আরা সুলতানা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার?
উঃ সুরাইয়া রহমান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম জেলা প্রকাশক?
উঃ কামরুন নেসা খানম, মোশফেক ইফফাত, বেগম মমতাজ আহমেদ, রাবেয়া বেগম।
প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্য?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান?
উঃ ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র ?
উঃ বেতবুনিয়া, রাঙ্গামাটি।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী ভাইস চ্যান্সেলর ?
উঃ স্যার এফ রহমান
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিলেত গমণকারী ?
উঃ রাজা রামমোহন রায়।
প্রশ্ন: প্রথম বাঙ্গালী বিচারপতি?
উঃ স্যার সৈয়দ আমির আলী
প্রশ্ন: প্রথম বাঙ্গালী নোবেল বিজয়ী ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন: বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত?
উঃ শরদিন্দু শেখর চাকমা
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ ?
উঃ বাংলার দূত
প্রশ্ন: বাংলাদেশের প্রথম রণতরী ?
উঃ বি. এন. এস. পদ্মা
প্রশ্ন: প্রথম বাংলা চলচ্চিত্র?


উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।
প্রশ্ন: প্রথম মুসলিম অভিনেত্রী ?
উঃ বনানী চৌধুরী
প্রশ্ন: প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী ?
উঃ ব্রজেন দাশ (৬ বার)
প্রশ্ন: বিটিভি’র প্রথম মহিলা মহাপরিচালক ?
উঃ ফেরদৌস আরা বেগম
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী ওসি কে?
উঃ হোসনে আরা বেগম।
প্রশ্ন: জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের প্রথম (মহিলা) স্থায়ী প্রতিনিধি কে?
উঃ ইসমাত জাহান।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা এভারেষ্ট বিজয়ী কে?
উঃ নিশাত মজুমদার (২০ মে, ২০১২)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম মহিলা পারাট্রুপার কে?
উঃ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। (০৭/০২/২০১৩)
প্রশ্ন: বাংলাদেশের প্রথম নারী সহকারী ট্রেন কে?
উঃ সালমা খাতুন।
১৫ সেপ্টেম্বর, ২০১৮ থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ( # Asia_Cup ) ক্রিকেট সম্পর্কিত কিছু প্রশ্ন:
১. এটি এশিয়া কাপের কত তম আসর?
উত্তর: ১৪ তম।
২. এর প্রথম আসর কখন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৪ সালে; সংযুক্ত আরব আমিরাতে।
৩. বর্তমান আসর কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সংযুক্ত আরব আমিরাতে; ১৫-২৮ সেপ্টেম্বর, ২০১৮।
৪. বাংলাদেশ কতবার এশিয়া কাপ আয়োজন করেছে?
উত্তর: পাঁচ বার; ১৯৮৮, ২০০০, ২০১২, ২০১৪, ২০১৬।
৫. বর্তমান আসরে কতটি দেশ অংশগ্রহণ করছে?
উত্তর: ৬ টি; বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।
৬. এটি কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
উত্তর: বর্তমানে দুই বছর পর পর; ২০০৪ ও ২০০৮ সালে এটি পূর্বের আসরের চার বছর পর অনুষ্ঠিত হয়েছিল।
৭. এটি কখন প্রথম Twenty20 International ফরমেটে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২০১৬ সালে; বর্তমান আসর One Day International ফরমেটে অনুষ্ঠিত হবে এবং এর ফরমেট এইভাবে পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকবে।
৮. এশিয়া কাপের সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন কে?
উত্তর: ভারত; ২০১৬ সালে বাংলাদেশকে হারিয়ে ষষ্ঠ বারের মত চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ দ্বিতীয় বারের মত রানার আপ হয়।
৯. এটি আয়োজন করে কে?
উত্তর: Asian Cricket Council (ACC); ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমান সদস্য সংখ্যা ২৫, সদরদপ্তর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে।
সাম্প্রতিক বিভিন্ন গুরুত্বপুর্ণ তথ্য
১. মেসিডোনিয়ার নাম পরিবর্তন, নতুন নাম ‘উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্র’
২. সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। একই সঙ্গে তাঁকে জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
৩. বাংলাদেশে কার্যরত 58 টি তফসিলি ব্যাংকের মধ্যে ৫৬টি ব্যাংকই স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
৪. ৭ম নারী এশিয়া কাপ ক্রিকেটে ভারতকে হারিয়ে শিরোপা বাংলাদেশের।
৫. মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়- ১২ জুন ২০১৮
৬. বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসর শুরু রাশিয়ায় ১৪ জুন ২০১৮
৭. UNCHR থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। জেনেভাভিত্তিক ৪৭ সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে ২০১৬-২০১৯ মেয়াদে সদস্য ছিল যুক্তরাষ্ট্র।
৮. বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক ১২ বার বার্ষিক বাজেট তৈরি করেছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
৯. এবারের ৪৭ তম বাজেটের শিরোনাম: ‘সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’
১০. বাজেটের আকার: ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা
১১. বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্ধ :১লাখ ৭৩ হাজার কোটি টাকা
১২. জিডিপি প্রবৃদ্ধির হার: ৭.৮০%
১৩. মূল্যস্ফীতির হার: ৫.৬%
১৪. সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে-৬৭,৯৪৪ কোটি
১৫. বাজেটের করমুক্ত আয়সীমা:
*সাধারণ সীমা (ব্যক্তি শ্রেণি): ২ লক্ষ ৫০ হাজার টাকা, *নারী ও ৬৫ ঊর্ধ্ব করদাতা : ৩ লক্ষ টাকা
*প্রতিবন্ধী ব্যক্তি : ৪ লক্ষ টাকা
১৬. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয়-১৭৫২ মার্কিন ডলার
১৭. বাংলাদেশের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি হার-৭.৬৫%
১৮. বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট কবে উৎক্ষেপন হয়েছে?- ১২ মে, ২০১৮ ( বাংলাদেশ সময়,যুক্তরাষ্ট্রের সময় ১১ মে)
১৯. শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?- লেবুখালি, পটুয়াখালী
২০. পাটের তৈরি পলি ব্যাগ/সোনালী ব্যাগ তৈরীর আবিষ্কিরক কে? ড. মুবারক আহমদ খান।
২১. সম্প্রতি কানাডায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কোন বাঙ্গালী মহিলা?-ডলি বেগ


PDF File Download করতে নিচের ছবিতে ক্লিক করুন



No comments