Breaking News

প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো একসাথে দেওয়া হল




১। উপজাতীয়দের জীবনচিত্র নিয়ে রচিত গ্রন্থ কোনটি?
ক) সৌমিত্রা
খ) ছাতা
গ) কর্ণফুলী

ঘ) বিলাসী

২। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
ক) আলাওল
খ) ফকির গরীবুল্লাহ

গ) শ্রীরাম বসু
ঘ) আর্যদেব সাহা
৩। বাংলা সাহিত্যে মধ্যযুগের অবসান ঘটে কখন?
ক) ১৭৬০

খ) ১৭৫৭
গ) ১৮০১
ঘ) ১৭৮০

৪। বাংলা সাহিত্যে “অবক্ষয়ের যুগ” কোনটি?
ক) অন্ধকার যুগ
খ) বিহারী যুগ
গ) প্রাক চৈতন্য যুগ
ঘ) ভারতচন্দ্রের মৃত্যুর পরবর্তী যুগ
৫। কৃষ্ণের স্বর্গীয় নাম কি?
ক) হরি
খ) বিষ্ণু

গ) অবতার
ঘ) রামচন্দ্র

৬। রবীন্দ্রনাথের মৃত্যুতে শোকার্ত নজরুল কোন কবিতাটি লিখেছিলেন?
ক) বিদায় বেলা
খ) রবি হারা

গ) পাতা ঝরা
ঘ) স্মৃতি মর্ম

৭) সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি?
ক) ঈশ্বর চন্দ্র গুপ্ত
খ) প্রমথ চৌধুরী
গ) হুমায়ুন আজাদ
ঘ) সিকান্দার আবু জাফর
৮। হেমচন্দ্র বন্দোপাধ্যায় রচিত মহাকাব্যের নাম কি?
ক) বৃত্রসংহার

খ) মহাশ্মশান
গ) বৈকুণ্ঠ
ঘ) অনীশ কাব্য
৯। মৌমাছি কোন সাহিত্যিকের শ্রদ্ধ নাম?
ক) প্রমথ চৌধুরী
খ) সমরেশ মজুমদার
গ) বিমল ঘোষ

ঘ) সমরেশ বসু
১০। বায়স শব্দের অর্থ কি?
ক) ফিঙে
খ) কোকিল
গ) কাক

ঘ) ময়ূর
১১। সনেটের এর রচিয়তা কে?
ক) পেত্রাক

খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ) শরৎচন্দ্র

১২। জোঁক গল্পটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
ক) মহাপতঙ্গ

খ) হারেম
গ) শীত লতা
ঘ) কুমারী
১৩। বিভাবরী শব্দের অর্থ কি?
ক) আঁধার
খ) বিভেক
গ) রাত

ঘ) সম্ভাষণ
১৪। পূর্বাশার আলো কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক) সারা দুপুর

খ) দেনাপাওনা
গ) আশায় আলো
ঘ) গৃহদাহ
১৫। নিচের কোনটি জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ?
ক) কাজল কালো
খ) রক্তক্ষয়ী
গ) উপঢৌকন
ঘ) মাটির কান্না


১৬। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকার নাম -
ক) বেঙ্গল গেজেট
খ) উত্তরাধিকার

গ) দর্পণ
ঘ) সংবাদ
১৭। সম্বাদ কৌমুদী পত্রিকাটি—–

ক) মাসিক
খ) সাপ্তাহিক

গ) পাক্ষিক
ঘ) ত্রৈমাসিক

১৮। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত - এই উক্তিটি কার?
ক) মোহাম্মদ আবদুল হাই
খ) ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
গ) প্রমথ চৌধুরী

ঘ) গোলাম মোস্তফা
১৯। খুকী চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছোটগল্পের?
ক) কাবুলীওয়ালা

খ) ছুটি
গ) কঙ্কাল
ঘ) গুপ্তধন
২০। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক?
ক) ডাকঘর

খ) কৃষ্ণকুমারী
গ) শকুন্তলা
ঘ) চোখের বালি
২১। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে?
ক) লুই পা
খ) কাহ্ন পা

গ) সরহ পা
ঘ) কুক্কুরি পা
২২। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন?
ক) সংস্কৃত
খ) পালি
গ) বাংলা
ঘ) মৈথিলী
২৩। চন্ডীচরণ মুনশীর “তোতা ইতিহাস” (১৮০৫) কোন ভাষা থেকে অনুদিত?
ক) ফারসি

খ) পৌরাণিন
গ) আর্য
ঘ) ব্রজবুলি

২৪। দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়?
কা) মিথিলায়
খ) কলকাতায়
গ) ময়মনসিংহে

ঘ) বিহারে
২৫। মনসামঙ্গলের আদি কবি কে?
ক) কানাহরি দত্ত

খ) হেমান্ত শর্মা
গ) আদিরাম বসু
ঘ) বিজয় গুপ্ত
২৬। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয়-
ক) সংস্কৃত কলেজ

খ) হিন্দু কলেজ
গ) ইংরেজি কলেজ
ঘ) প্রেসিডেন্সি কলেজ

২৭। কেরি সাহেবের মুনশী বলা হয় কাকে?
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
খ) রাম রাম বসুকে

গ) চণ্ডীচরণ মুনশীকে
ঘ) গোলকনাথ শর্মাকে
২৮। কোনটি স্ত্রীবাচক বাংলা শব্দ?
ক) বিধাতা
খ) সপত্নীক
গ) সতীন

ঘ) বিপত্তি
২৯। কোনটি শুদ্ধ বানান?
ক) আকাংখা
খ) আকাঙ্খা
গ) আকাংক্ষা
ঘ) আকাঙক্ষা
৩০। ‘Attested’- এর পারিভাষিক শব্দ-
ক) প্রত্যায়িত

খ) সংযুক্ত
গ) স্বাক্ষরযুক্ত
ঘ) পরিচিত
৩১। ‘কপোল’ শব্দের অর্থ কী?
ক) কপাল
খ) গাল

গ) গণ্ডদেশ
ঘ) চিবুক
৩২। যৌগিক স্বরের উদাহরণ কোনটি?
ক) দিন
খ) মাত্রা
গ) খাই

ঘ) দিবস
৩৩। ভাষার মূল উপকরণ কী?
ক) ধ্বনি
খ) শব্দ
গ) বর্ণ
ঘ) বাক্য
৩৪। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক) কাব্য

খ) প্রহসন
গ) ছোটগল্প
ঘ) ছন্দ
৩৫। চর্যাপদের ভাষায় কয়টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়?
ক) ৪ টি
খ) ৫ টি

গ) ৬ টি
ঘ) ৭ টি

৩৬। বরিশালের কবি বিজয়গুপ্ত সুলতান হোসেন শাহের আমলে কোন গ্রন্থ রচনা করে খ্যতি লাভ করেন?
ক) জঙ্গনামা
খ) বিদ্যাসুন্দর
গ) পদ্মপুরাণ

ঘ) শ্রীরামপাঞ্চালী
৩৭। ‘দৃষ্টিহীন’ কার ছদ্ম নাম?
ক) প্যারিচাঁদ মিত্র
খ) মধুসূদন দত্ত
গ) বিহারীলাল চক্রবর্তী
ঘ) মধুসূদন মজুমদার
৩৮। নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক) গিন্নী

খ) হস্ত
গ) গঞ্জ
ঘ) তসবি
৩৯। ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি?
ক) কর্মে সপ্তমী
খ) করণে সপ্তমী

গ) অপাদানে সপ্তমী
ঘ) অধিকরণে সপ্তমী
৪০। ‘নীল যে অম্বর=নীলাম্বর’ কোন সমাস?
ক) বহুব্রীহি
খ) তৎপুরুষ
গ) কর্মধারয়

ঘ) দ্বিগু
৪১। কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয়?
ক) ভিটামিন বি-২
খ) ভিটামিন ডি
গ) ভিটামিন সি

ঘ) ভিটামিন ই

৪২। শরীরের কোন অংশ পুড়ে গেলে তৎক্ষণাৎ প্রাথমিক ব্যবস্থা কী নেয়া উচিত?
ক) লবণ পানি দেয়া
খ) ডিম ভেঙে শুধু সাদা অংশ দিয়ে প্রলেপ দেয়া

গ) বরফ বা পরিষ্কার পানি দেয়া
ঘ) নারিকেল তেল দেয়া
৪৩। নিচের কোনটি যকৃতের রোগ?
ক) টাইফয়েড
খ) কলেরা
গ) জন্ডিস

ঘ) আমাশয়

৪৪। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?
ক) ভিটামিন বি
খ) ভিটামিন সি
গ) ভিটামিন ডি
ঘ) ভিটামিন কে
৪৫। একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহণ করা প্রয়োজন প্রায়-
ক) ১.৫ লিটার
খ) ২.৫ লিটার
গ) ৫ লিটার

ঘ) ৪ লিটার
৪৬। উত্তর গোলার্ধে সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-
ক) ২৩ সেপ্টেম্বর
খ) ২১ জুন

গ) ১ জানুয়ারি
ঘ) ২১ ডিসেম্বর

৪৭। বাংলাদেশের ওপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
ক) বিষুব রেখা
খ) দ্রাঘিমা রেখা
গ) কর্কট রেখা

ঘ) মকর রেখা
৪৮। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে?
ক) শায়েস্তা খাঁন
খ) সুবেদার ইসলাম খাঁন

গ) ইব্রাহিম খাঁন
ঘ) মীর জুমলা
৪৯। কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
ক) বাবর
খ) হুমায়ুন

গ) আকবর
ঘ) জাহাঙ্গীর
৫০। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসেছিল-
ক) ইংরেজরা
খ) পর্তুগিজরা

গ) ওলন্দাজরা
ঘ) ফরাসিরা

৫১। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
ক) ২৩ অক্টোবর, ১৯৭২

খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ) ২৬ মার্চ, ১৯৭৩
ঘ) ১৬ ডিসেম্বর, ১৯৭৩
৫২। ইরাক কুয়েত দখল করে নেয় কত সালে?
ক) ১৯৮৯
খ) ১৯৯০

গ) ১৯১৯
ঘ) ১৯৯২
৫৩। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
ক) লন্ডন
খ) কোপেনহেগেন
গ) ব্রাসেল্স

ঘ) রোম
৫৪। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করা হয় কত সালে?
ক) ১৭৭৪
খ) ১৭৭৫
গ) ১৭৭৬

ঘ) ১৭৭৭
৫৫। নিচের কোনটি জি-৮ ভুক্ত দেশ নয়?
ক) ফ্রান্স
খ) যুক্তরাজ্য
গ) রাশিয়া
ঘ) নেদারল্যান্ডস
৫৬। গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
ক) উত্তর আফ্রিকা
খ) এশিয়া

গ) চীন
ঘ) দক্ষিণ আফ্রিকা
৫৭। জাপান পার্ল হারবার আক্রমণ করে কখন?
ক) ৭ অক্টোবর, ১৯৪০
খ) ৭ ডিসেম্বর, ১৯৪১

গ) ৭ ডিসেম্বর, ১৯৪২
ঘ) ৭ ডিসেম্বর, ১৯৪৩
৫৮। নিচের দেশগুলোর মধ্যে কোনটিতে এইডস রোগের সংক্রমণ হার সবচেয়ে বেশি?
ক) কেনিয়া
খ) নাইজেরিয়া

গ) ভারত
ঘ) থাইল্যান্ড
Raisul Islam Hridoy
৫৯। দক্ষিণ আমেরিকায় অবস্থিত নয় কোন দেশটি?

ক) চিলি
খ) প্যারাগুয়ে
গ) আলবেনিয়া

ঘ) সুরিনাম
৬০। বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত-
ক) ভারতে
খ) নেপালে
গ) পাকিস্তানে

ঘ) চীনে

৬১। স্রোতের অনুকূলে একটি নৌকা ৪ ঘণ্টায় ৪০ কিমি পথ যায়। যদি স্থির জলে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৮ কিমি হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত ছিল?
ক) ৪ কিমি
খ) ৩ কিমি
গ) ২ কিমি

ঘ) ১ কিমি
৬২। .3x.03x.004 .4x. 05x .006 এর মান কত?
ক) ৩ ১০

খ) ১১ ২০
গ) ১৭ ৩০
ঘ) ৭ ১০
৬৩। সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মুলধন কত?
ক) ৭০০ টাকা

খ) ৮০০ টাকা
গ) ৯০০ টাকা
ঘ) ১০০০ টাকা

৬৪। ১১টি সংখ্যার গড় ৩০; প্রথম ৫টি সংখ্যার গড় ২৫ ও শেষের ৫টি সংখ্যার গড় ২৮। ষষ্ঠ সংখ্যাটি কত?
ক) ৫৫
খ) ৫৮
গ) ৬৫

ঘ) ৬৭
৬৫। a+1 a=4 =৩ হলে , a3+ 1 a3 = কত?
ক) ৪৭
খ) ৫২

গ) ৭০
ঘ) ৭৬
৬৬। কোন ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
ক) ১৮০০
খ) ২৭০০
গ) ৩৬০০

ঘ) ৫৪০০
৬৭। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজ-এর মান কত?
ক) ৬ সেমি
খ) ৫ সেমি

গ) ৮ সেমি
ঘ) ৭ সেমি
৬৮। x-1 x =২ হলে, + x4 = কত?
ক) ৩০
খ) ৩১
গ) ৩২
ঘ) ৩৪
৬৯। দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি ?
ক) ৭ ও ১১
খ) ১২ ও ১৮
গ) ১০ ও ১৬

ঘ) ১০ ও ২৪

৭০। ৮ জন পুরুষ বা ১৮ জন বালক একটি কাজ ৩৬ দিনে করতে পারে। ১৬ জন পুরুষ ও ১৮ জন বালক একত্রে সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে-
ক) ২৪ দিনে

খ) ২৮ দিনে
গ) ৩২ দিনে
ঘ) ৪০ দিনে
৭১। নিম্নের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
ক) ৩ ৫
খ) ৭ ১০
গ) ৭ ১২
ঘ) ৮ ১৫
৭২। শতকরা বার্ষিক হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক) ২%
খ) ৩%

গ) ৫%
ঘ) ৭%

৭৩। একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫০ হলে, বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
ক) 5
খ) 6

গ) 8
ঘ) 9
৭৪। (3x+2)(2x-6)=(4-3x)(1-2x)-10 হলে a- এর মান হবে-
ক) 4
খ) -2

গ) 5
ঘ) -3

৭৫। ৭ জন লোকের গড় ওজন ৩ পাউন্ড কমে যায় যখন ১০ স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করে। নতুন লোকটির ওজন কত?
ক) ৭ স্টোন
খ) ৮ স্টোন
গ) ৮ স্টোন

ঘ) ৯ স্টোন
৭৬। ৪ জন পুরুষ বা ৬ জন স্ত্রীলোক একটি কাজ ১৬ দিনে শেষ করতে পারলে ২ জন পুরুষ ও ৫ জন স্ত্রীলোক একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে-
ক) ৮ দিনে
খ) ১০ দিনে
গ) ১২ দিনে

ঘ) ১৪ দিনে
৭৭। (০.০১)২ এর মান কোন ভগ্নাংশটির
সমান?
ক) ১ ১০
খ) ১ ১০০
গ) ১ ১০০০
ঘ) ১ ১০০০০
৭৮। শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে যে কোন আসল তার দ্বিগুণ হবে?
ক) ১৫ বছর
খ) ১৬ বছর
গ) ১৮ বছর
ঘ) ২০ বছর
৭৯। কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুকে ছেদ করে, তাকে বলে-
ক) ভরকেন্দ্র
খ) পরিকেন্দ্র

গ) অন্তকেন্দ্র

ঘ) লম্বকেন্দ্র
৮০। ১ মণ সমান কত কেজি?
ক) ৩৭.৩২ কেজি

খ) ৪০ কেজি
গ) ৩৫.৭৮ কেজি
ঘ) ৪১.৬৭ কেজি
81. “Familiarity breeds contempt” বাক্যটির সঠিক বাংলা অনুবাদঃ
a. বেশি কথা বলা অপমানকর
b. পরিচয়ে শত্রুতা বাড়ে

c. অতি মাখামাখি করলে মান থাকে না
d. মানীকে গম্ভীর হতে হয়
82. What is the antonym of ‘Pessimism’ ?
a. Positivism
b. Optimism

c. Primitivism
d. Aestheticism
83. ‘Achilles heel’ means –
a. A heel of Achilles
b. The fault of Achiest
c. Minor fault
d. The fault which is small but can cause a person’s fall

84. Meaning of ‘Conjecture’ is related to –
a. Continuity
b. Conjunction
c. Guidance
d. Guess

85. Select the word/words that express the opposite meaning to the underlined word/words. The claim was found to be fraudulen.
a. circumstantial
b. ceremonial
c. supportive

d. genuine

86. Choose the correct synoynm for ‘Menacing’ –
a. Encouraging
b. Alarming

c. Promising
d. Auspicious
87. ‘Fictitious’ means-
a. Full of facts
b. Factual
c. Artificial

d. True
88. ‘Brief’ শব্দটির synonym হচ্ছে —-
a. Mental
b. Momentary

c. Endless
d. Lasting
89. What is the antonym of “Expel” ?
a. Banish
b. Dismiss
c. Eject
d. Admit

90. The word ‘Plurality’ means —?
a. The letter ‘S’
b. Men and women
c. Chaos and confusion
d. The holding of more than one office at a time

91. Select the word closest in meaning to the word- রহস্যময়
a. Efficient (Raisul Islam Hridoy)
b. Mysterious

c. Tiring
d. Magical
92. Which sentence is correct ?
a. A new cabinet has been sworn thin Dhaka

b. A new cabinet has been sworn in Dhaka
c. A new cabinet has been sworn by in Dhaka
d. A new cabinet has sworn in Dhaka
93. The word ‘Lunar’ is related to –
a. Sun
b. Light
c. Moon

d. Earth
94. Choose the correct antonym of the word ‘Sung’?
a. Tight
b. New
c. Loose
d. Asleep

95. A “congenial” work environment enables a worker to perform better (find out synonym).
a. Meticulous
b. Friendly

c. Solitary
d. Easy
96. Choose the correct preposition. He didn’t ask me —– ; he kept me standing at the door.
a. for
b. out

c. after
d. in

97. Which of the following four alternatives is not a tree ?
a. Pagoda

b. Cedar
c. Banyan
d. Birch
98. I am convinced — the necessity of prudence. বাক্যের শূণ্যস্থানের সঠিক শব্দ বসবে —
a. with
b. on
c. in
d. of

999. These days everybody complains — pollution.
a. for
b. against
c. about

d. of
100. I have been suffering — fever for the last two days.
a. with
b. from

c. in
d. of


PDF File Download করতে নিচের ছবিতে ক্লিক করুন
১.যতকাল রবে পদ্মা, যমুনা
মেঘনা,গৌরি বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবুর রহমান’’ পঙক্তিটির কার ?
– অন্নদাশ শংকর রায়
২.৯অক্টোবর ২০১৫ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের প্রতিমূর্তি স্থাপন করা হয় কোথায়
– কলকাতার ‘মাদার ওয়াক্স মিউজিয়ামে ‘
৩. যুক্তফন্টের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন মন্ত্রী ছিলেন ?
– কৃষি ও সমবায়
৪.আগর তলা মামলায় বঙ্গবন্ধুর আইনজীবী কে ছিলেন ?
-টমাস উইলিয়াম এমপি (যুক্তরাজ্য বাঙালি প্রবাসী কর্তৃক প্রেরিত) তবেেএই মামলায় ডিফেন্স টিমের নেতৃত্বদেন আইনজীবী আবদুস সালাম ।
৫.মুক্তিযুদ্ধ কোষ গ্রন্থটি কে সম্পাদনা করেন?
– ড. মুনতাসির মামুন ।
৬.স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশের সংবিধানে কবে সংযোজন করা হয় ?
– পঞ্চদশ সংশোধনীতে, গেজেট ৩জুলাই ২০১১)

৭.মুজিবনগর সরকার / বাংলাদেশের অস্থায়ী সরকার
গঠিত হয় >> ১০ এপ্রিল ,১৯৭১
শপথ >> ১৭ এপ্রিল , ১৯৭১
সদর দপ্তর ছিল > কলকাতার ৮ং থিয়েটার রোড
মোট মন্ত্রণালয় >> ১২টি
রাষ্ট্রপতি >> শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি >> সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন ।
প্রধানমন্ত্রী >> তাজউদ্দিন আহমেদ
অর্থ মন্ত্রী >> এম. মনসুর আলী
স্বরাষ্ট্র , ত্রাণ ও পুর্নবাসন , কৃষিমন্ত্রী > এ, এইচ কামরুজ্জামান
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী >> খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি >> কর্নেল (অব) এম,এ, জি ওসমানী
চিফ অব স্টাফ >> লে, কর্নেল (অব) আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ >> গ্রুপ ক্যাপ্টেন েএ.কে খন্দকার
৭. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান
● চরমপত্র – (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
● ইসলামের দৃষ্টিতে ( ধর্মীয় কথিকা ) – কথক= সৈয়দ আলি আহসান
● জল্লাদের দরবার – জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
● বিশ্বজনমত সংবাদ ভিত্তিক কথিকা – কথক= সাদেকীন
● পিন্ডির প্রলাপ (রম্যকথিকা) – কথক= আবু তোয়াব খান
● দর্পণ – ( কথিকা) – কথক= আশরাফুল আলম
● প্রতিধ্বনী -( কথিকা ) – কথক= শহীদুল ইসলাম

● কাঠগড়ার আসামী – ( কথিকা) – কথক= মুস্তাফিজুর রহমান
৮. #ঊনসত্তরের_গণঅভ্যুত্থান
প্রথম শহীদ >> আসাদ (ঢা.বি) ২০জানুয়ারী
২য় শহীদ >> মতিউর (স্কুল ছাত্র) ২৪জানু
৩য় শহীদ >> সার্জেন্ট জহুরুল হক (১৫ ফেব্রু)
৪র্থ শহীদ >> ড. শামসুচ্ছজোহা ১৮ ফেব্রু
৯. বীর শ্রেষ্টদের মধ্যে ১ম শহীদ >> মুন্সী আব্দুর রউফ
১০. ৭মার্চের মুল ব্যক্তব্যের বিষয় কয়টি ছিল ?
– ৪টি। ১.চলমান সামরিক আইন প্রত্যাহার , সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া, ৩. গণহত্যার তদন্ত করা ৪. নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা ।
কিছু দফা
৪২ দফা >> আওয়ামী মুসলিম লীগের (১ম দফা > বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বাকৃতি , প্রাদেশিক শাসন )
৬ দফা (বাঙালির মুক্তির সনদ)>> আওয়ামী লীগের (>> ১ম দফা >. প্রাদেশিক শাসন , ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহার
৩৫দফা >> আওয়ামী লাীগের > এই দফার মাধ্যমে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন শুরু করেন ।
২১ দফা >> যুক্তফন্টের ১৯৫৪ সালের নির্বাচনের ইতিহাস >>> ১ম দফা > বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠা করা )
১১ দফা >> ছাত্র সংগ্রাম পরিষদের >> এর ভিত্তিতেই ‘৬৯ এর গণঅভ্যত্থান শুরু হয় ।

১) To Daffodil =Robert Herrick
The Daffodil= Wiliam Wordsworth
২)A tale of tubs=jonathan swift
A tale of Two cities=Charls Dickens
3)The battle of books= jonathan Swift
The battle of life=Dickens
4)The Patriot= Robert browning
Patriotism =sir walter scott

5)Rape upon rape= henry fielding
Rape of the lock=Alexander pope
6) Candide=voltaire
Candida= G.B. Shaw
7)Rainbow(poem)=William wordsworth
Rainbow(novel)= D.H Lawarence
8) prometheus bound=Aeschylus
Prometheus unbound = P.B. Shelly.
ইংরেজী ও বাংলা সাহিত্যের চমৎকার মিলবন্ধন:
১)বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ,
ইংরেজী সািহিত্যের আদি নিদর্শন বিউলফ(Beowulf)
২)চর্যাপদ তথা বাংলা সাহিত্যের আদি কবি লুইপা,
ইংরেজীতে Caedmon(ক্যাডমন)
৩)বাংলা সাহিত্যের ১ম মহিলা কবি চন্দ্রাবতী
আর ইংরেজী সাহিত্যে Aphra benn
৪) বাংলা গদ্যের আদি নিদর্শন কোচবিহারের রাজার চিঠি,
ইংরেজী গদ্যের আদি নিদর্শন Anglo saxon chronicle.
৫)বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,
ইংরেজী গদ্যের জনক John wycliffe.
৬) বাংলা সাহিত্যে তুর্কি শাসকদের কারনে অন্ধকার যুগ ১২০১-১৩৫০,
ইংরেজীতে ফরাসি নরম্যান শাসকদের কারনে ১৪০০-১৫০০।
৭) বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক ১ম গ্রন্থ লিখেছে দীনেশ চন্দ্রসেন,
ইংরেজীতে Saint vernable Bede.

৮)বাংলা মূদ্রাক্ষরোর জনক চার্লস উইলকিন্স
ইংরেজীর william caxton.
৯) ১ম রোমান্টিক উপন্যাস কপালকুন্ডলা
ইংরেজীতে Morte D’ Arthur.
১০)বাংলা প্রথম ট্র্যাজিডি কীর্তিবিলাস,
ইংরেজী Gorbuduc.
১১)প্রথম সার্থক ট্র্যাজিডি কৃষ্ণকুমারী,
ইংরেজী Dr.Faustaus.
১২)বাংলা সাহিত্যে ছিল ইয়ং বেঙ্গল গোষ্ঠী,
ইংরেজীতে university wits.
১৩)কবিদের কবি নির্মলেন্দু গুন,
ইংরেজী সাহিত্যে Edmund spencer.
১৪)প্রথম সার্থক কমেডি মাইকেল মধূসূদন দত্তের পদ্মাবতী,
ইংরেজীতে Nicholus udal এর Rulf roister Doister.

১৫)ইংরেজী সনেটের প্রবর্তক স্যার থমাস ওয়াট,

বাংলা সনেটের মাইকেল মধূসূদন দত্ত।
১৬)১ম বাংলা উপন্যাস আলালের ঘরের দুলাল,
ইংরেজী samuel richardson এর Pamela.
১৭) বাংলায় অমিত্রাক্ষর(Blank verse) এর জনক মধূসূদন,
ইংরেজীতে ক্রিস্টোফার মার্লো।
১৮) ১ম ইংরেজ মহাকবি মিল্টন,
বাংলা সাহিত্যের মহাকবি বলা হয় আলাওলকে।
১৯)অমিত্রাক্ষর ছন্দের প্রথম মহাকাব্য মেঘনাথবধ কাব্য,
ইংরেজীতে মিল্টনের প্যারাডাইজ লস্ট।
২০)বাংলা প্রথম শোকগাথা ঈশ্বরচন্দ্রের প্রভাবতী সম্ভাষণ,
ইংরেজী সাহিত্যে জন মিল্টনে লাইচিডাস(Lycidas)
২১) বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিম চন্দ্র,
ইংরেজী সার্থক উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং (Henry Fielding)
২২)ঐতিহাসিক উপন্যাসের জন্য বিখ্যাত স্যার ওয়াল্টার স্কট,
বাংলার ওয়াল্টার স্কট বঙ্কিম চন্দ্র।
২৩)বাংলা সাহিত্যের করুন চরিত্র হৈমন্তী,
একই রকম ইংরেজী চরিত্র Clarissa.
২৪)মনোসমীক্ষামূলক উপন্যাস সৈয়দ ওয়ালীউল্লাহর চাদের আমাবস্যা,
ইংরেজী তে ডেনিয়েল ডিফোর Robinson crusoe(বিতর্ক আছে ভ্রমন কাহিনী)
২৫)বাংলার শেলী হিসেবে পরিচিত জীবনানন্দ দাশ কে বলা হয় প্রকৃতির কবি,
ইংরেজীতে (poet of nature) প্রকৃতির কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ (wilian wordsworth)
২৬) বাংলাদেশের বিদ্রোহী কবি ও সৈনিক কাজী নজরুল ইসলাম,
ইংরেজীতে soldier & poet হলেন লর্ড বায়রন(Lord Byron)
২৭) বাংলা সাহিত্যে শ্রষ্ঠ Dramatic Monologue (স্বগতোক্তি) জসীম উদ্দীনের কবর কবিতা,
ইংরেজীতেRobert browning এর Andre del sarto.
২৮)বাংলা সাহিত্যে দূ:খবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত,
ইংরেজী সাহিত্যে ম্যাথু আর্নল্ড(Mathewo Arnold)
২৯)বাংলা সাহিত্যে কবি ও চিত্রকর রবীন্দ্রনাথ ঠাকুর,
ইংরেজীতে wilam Blake
৩০)রবীন্দ্রনাথের কিশোর চরিত্র ফটিকের করুন গল্প ছুটি,
ইংরেজীতে চার্লস ডিকেন্সের Oliver twist.
৩১) বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর,
ইংরেজী Short srtory র জনক Edgar allan poe.

৩২)বাংলা সাহিত্যের পল্লী কবি জসীমউদ্দীন,
ইংরেজী সাহিত্যের Pearl S Buck।


No comments