Breaking News

প্রায় কাছাকাছি তথ্য সংবলিত পোস্ট ।

Image result for সাধারন জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক

১। বাংলাদেশের সংবিধানের খসড়ার উত্থাপিত হয় - ১২ অক্টোবর ,১৯৭২ 
বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর।
বাংলাদেশ সংবিধান কার্যকর হয় - ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

২।
বাংলা ভাষাকে পাকিস্তানের গণপরিষদে অন্যতম রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় - ৯ মে, ১৯৫৪ সালে।
বাংলা এবং উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসাবে স্বীকৃতি লাভ করে - ১৬ ফেব্রুয়ারী, ১৯৫৬ সালে।
বাংলাদেশের জাতীয় সংসদে বাংলা ভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস হয়- ১৯৮৭ সালে।
।।
৩।যুক্তফ্রন্ট গঠিত হয় - ৪ ডিসেম্বর, ১৯৫৩।
যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয় - ১৯৫৪ সালের ৩০ মে।

৪।ভারতীয় উপমহাদেশে সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন মোগল সম্রাট জাহাঙ্গীর।
উপমহাদেশে ফারসি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা চালু করেন লর্ড বেন্টিংক।

৫। বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দীন মুবারক শাহ।
বাংলার শেষ স্বাধীন সুলতান ছিলেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ।

৬। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হলেন - এ, কে, ফজলুল হক
অবিভক্ত বংলার শেষ মুখ্যমন্ত্রী হলেন- হোসেন শহিদ সোহরাওয়ার্দী।
অবিভক্ত বংলার শেষ গভর্নর ছিলেন- স্যার এফ বারোজ

৭।রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ “ গঠিত হয়েছিল – ১৯৪৭ সালে
সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় - ২ মার্চ, ১৯৪৮
"সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ" গঠিত হয়- ৩১ জানুয়ারি, ১৯৫২ সালে।

৮। ৬ দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কত তারিখে?
-২৩ মার্চ , ১৯৬৬
লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত - ২৩ মার্চ, ১৯৪০
।।
৯।ছিয়াত্তরের মন্বন্তর ( ১১৭৬) হয়েছিল ইংরেজি 1770 সালে
পন্চাশের মন্বন্তর (১৩৫০) হয়েছিল ইংরেজি ১৯৪৩ সালে

১০। সংসদ সদস্য/ প্রধানমন্ত্রী হওয়ার বয়স -২৫ বছর
রাষ্ট্রপতি হওয়ার বয়স - ৩৫ বছর
প্রধান বিচারপতি ও পিএসসির চেয়ারম্যানের বয়সের শেষ সীমা -৬৭ বছর।

No comments