বাংলাদেশ বিষয়াবলী
.
১।বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয়?
=১৭ জানুয়ারি ১৯৭২
২।বাংলাদেশের জাতীয় সঙ্গীত গৃহীত হয় কবে?
=১৯৭২ সালের ১৩ জানুয়ারি
৩।ECNEC কবে গঠিত হয়?
=১৯৮২
৪। ECNEC-এর চেয়ারম্যান বা সভাপতি কে?
= প্রধানমন্ত্রী
৫।বাংলাদেশে সাংবিধানিক পদ কতটি ?
= ১০টি ( তবে বর্তমানে ৯টি পদ কর্মরত রয়েছে , ন্যায়পাল এখনো শুন্য ।
৬। সাংবিধানিক প্রতিষ্ঠান কতটি ?
= ৭টি । নোট ৭৭ নং অনুচ্ছেদ অনুসারে সংসদীয় আইন দ্বারা ন্যায়পাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশে ন্যয়পাল শুধু সাংবিধানিক পদ হিসেবেই আছে কখনোই প্রতিষ্ঠানিক রুপ পায়নি।)
৭। ঢাকা মেট্রোরেল রেল প্রকল্পে বাংলাদেশ বিনিয়োগের শতকরা পরিমাণ কত ?
= ২৫%
৮। জাতীয় সংসদ কখন ২৫ মার্চকে 'গণহত্যা দিবস” হিসেবে স্বীকৃতি দেয়?
= ১১/০৩/২০১৭ ( মন্ত্রীপরিষদ দেয় ২০/০৩/ ২০১৭)
নোট: আন্তর্জাতিক গণহত্যা দিবস : ৯ ডিসেম্বর
৯।মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য "মুক্তিমিত্র" কোথায় অবস্থিত?
= কুষ্টিয়া
১০। নবনির্বাচিত প্রধানমন্ত্রী কে শপথ বাক্য পড়ান কে?
- রাষ্ট্রপতি
No comments