Breaking News

বিজ্ঞানের কিছু মজার তথ্য


১)সাবান তৈরির প্রধান কাঁচামাল কোনটি?
উঃতেল বা চর্বি।
২)সাবান তৈরির উপজাত হিসেবে কোনটি পাওয়া যায়?
উঃগ্লিসারিন।
৩)টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি?
উঃকস্টিক সোডা।
৪)কোনটি সাবানকে শুষ্ক করে?
উঃসোডিয়াম সিলিকেট।
৫)কোন পানিতে সহজে সাবানের ফেনা হয়না?
উঃখর পানিতে।
৬)সাবানের রাসায়নিক নাম কী?
উঃসোডিয়াম স্টিয়ারেট।
৭)কোন পানিতে অল্প পানিতে সহজেই ফেনা হয়?
উঃমৃদু পানি।
৮)প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু/বিশুদ্ধ পানি পাওয়া যায়?
উঃবৃষ্টির পানি।
৯)খরপানির উৎস কোনগুলো?
উঃসমুদ্রের পানি,ঝর্ণার পানি,নলকূপের পানি।
১০)C.G.S পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী?
উঃসেন্টিমিটার
১১)M.K.S পদ্ধতিতে বলের একক কী?
উঃনিউটন।


১২)চাপের আন্তর্জাতিক একক কী?
উঃপ্যাসকেল।
১৩)ওয়াট কিসের একক?
উঃক্ষমতার।
১৪)১ মিটার=___ ইঞ্চি।
উঃ৩৯.৩৭।
১৫)১ গজ=___ফুট।
উঃ৩।
১৬)১ হেক্টর =___বর্গমিটার।
উঃ১০০০০।
১৭)তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন?
উঃবেকেরেল।
১৮)আপেক্ষিক তত্ত্ব কে আবিষ্কার করেন?
উঃআইনস্টাইন।
১৯)টেলিভিশনের আবিষ্কারক------
উঃজন লজি বেয়ার্ড।
২০)পদার্থবিজ্ঞানে সর্বপ্রথম নোবেল পুরস্কার কে পান?
উঃউইলহেম রঞ্জন।
২১)স্টিফেন হকিং কে ছিলেন?
উঃএকজন পদার্থবিজ্ঞানী।
২২)ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
উঃনিউটন।
২৩)অডিওমিটার কী?
উঃশব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র।
২৪)ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কোনটি?
উঃরিখটার স্কেল।
২৫)তেজস্ক্রিয় ক্ষয় কোন ধরনের ঘটনা?
উঃআকস্মিক ও স্বতঃস্ফূর্ত।
২৬)তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র কে আবিষ্কার করেন?
উঃবেকেরেল।


No comments