জানা-অজানা নিউজ ( Bit, Byte, KB, MB, GB, TB-এর মধ্যে সম্পর্ক)
Bit, Byte, KB, MB, GB, TB-এর মধ্যে সম্পর্ক
আমরা কম্পিউটারে, মোবাইলে বিভিন্ন ফাইল ব্যবহারের সময় সেই ফাইলের মোট সাইজ দেখে থাকি। সেই ফাইল গুলোর মোট পরিমাণ Bit, Byte, KB, MB, GB ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়।
কম্পিউটারের স্মৃতিতে (Memory) বিট, বাইট বা কম্পিউটারের শব্দ ধারণের সংখ্যা দ্বারা ধারণ ক্ষমতা নির্দেশ করা যায়। সাধারণত বাইট দ্বারা স্মৃতির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়। তবে লক্ষণীয় যে, কম্পিউটার সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক হলো বিট।
Bit, Byte, KB, MB, GB, TB-এর মধ্যে সম্পর্ক নিচে উল্লেখ করা হলোঃ
8 Bit = 1 Byte
1024 Byte = 1 Kilobyte (KB) [Note: 1 Byte = 1 Character]
1024 Kilobyte = 1 Megabyte (MB)
1024 Megabyte = 1 Gigabyte (GB)
1024 Gigabyte = 1 Terabyte (TB)
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। নিজে জানুন ও অন্যকেও জানতে সহযোগিতা করুন।