বিজ্ঞানের জানা-অজানা মজার তথ্য ( প্রতিবিম্ব নিয়ে )
প্রতিবিম্ব দুই প্রকার । যথা
১. বাস্তব প্রতিবিম্ব
২. অবাস্তব প্রতিবিম্ব।
-----------------------------------
নীল আলোর বিক্ষেপন বেশি ।
বেগুনি আলোর প্রতিসরণ বেশি
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম।
-------------------
রংধনু সৃষ্টির সময় পানির কণাগুলো >>> প্রিজমের মতো কাজ করে।
ছয়টি পৃষ্ট দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যকে >> প্রিজম বলে
রংধনু সৃষ্টির কারণ >>> বৃষ্টির কণা
-----------------------------------------------------------------------
দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কারণ
--- পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে।
একটি লাল ফুলকে সবুজ আলোতে রাখলে কেমন দেখাবে ?
- কালো
সবুজ আলোতে একটি হলুদ ফুলকে কেমন দেখাবে ?
- কালো ।
শহরের রাস্তাায় ট্রাফিক লাইটে যে ক্রম অনুসারে আলো জ্বলে
-- লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
-------------------------------
ফটোগ্রাফিক প্লেটে কিসের আবরণ আছে?
- সিলভার ব্রোমাইড বা সিলভার আয়োডাইড ।
আয়নার পেছনে কিসের প্রলেপ দেয়া হয়
- সিলভার
------------------
বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
-- আয়ানোষ্ফিয়ার।
====================
। কোন তিনটি বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ তৈরি হয় / মুখ্য বর্ণ কোনগুলো / মৌলিক বর্ণ কোনগুলো ?
= লাল , নীল , সবুজ
। পশ্চিমাকাশে রংধনু দেখা যায় কোন সময়?
উঃ সকালে
। যে মসৃন তলে আলোর নিয়মিতপ্রতিফলন ঘটে তাকে কি বলে?
উঃ দর্পন
পাহাড়ি রাস্তার বিপজ্জনক বাঁকে কত ডিগ্রি কোণে সমতল দর্পণ বসানো হয়?
=৪৫ ডিগ্রি
হীরকের সংকট কোণ কত ?
=২৪ ডিগ্রি
সাদা আলো যে ৭টি বর্ণের আলোর সমষ্টি / আলোর বর্ণালি কে আবিষ্কার করেন ?
= নিউটন