Breaking News

বিজ্ঞানের জানা-অজানা মজার তথ্য ( কেন হয় ?)


১।পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ,আলোর...?
=প্রতিসরণ
২। আকাশ নীল দেখার কারণ কী ?
= নীল আলোর বিক্ষেপণ বেশি বলে
৩। সমুদ্রকে নীল দেখার কারণ 
= আপাতিত সূর্যরশ্মির বিক্ষেপণ
৪।সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভাসমান ধূলিকণা ও বাতাসের অন্যান্য উপাদান সূর্যরশ্মির নীল প্রান্তের কম তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণকে বেশি বিক্ষিপ্ত করে ও লাল প্রান্তের বেশি তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট বর্ণকে কম বিক্ষিপ্ত করে। ফলে সূর্যকে লাল দেখায়।
৫। সড়কে বিপদ সংকেতে সবসময় লাল আলো ব্যবহার করা হয় কেন ?
= লাল আলোর তরঙ্গ দৈর্ঘ বেশি বলে। 
৬। প্রখর রোদে পিচ ঢালা রাস্তা পানি সিক্ত মনে হওয়ার কারণ 
= আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
৭। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনা ঘটে ?
= আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন