Breaking News

ওরাকল BCS জ্ঞানপত্র

-------------------------------------------------
Image result for ওরাকল BCS জ্ঞানপত্র"
বাংলাদেশ অংশ
-------------------------
১। ১ম বারের মত লন্ডন এক্সচেঞ্জে চালু হওয়া
টাকা বন্ডের নাম
__ বাংলা বন্ড।
২। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'বুলবুল'
বাংলাদেশে আঘাত হানে
__ ৯ নভেম্বর ২০১৯।
৩। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট 'বুলবুল'
ঘূর্ণিঝড়ের নামকরণ করে
__ পাকিস্তান।
৪। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা শুরু হবে
__ ২ জানুয়ারি ২০২১ সালে।
৫। ৫ম ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট শুরু হয়
__ ১৪ নভেম্বর ২০১৯।
৬। নতুন নিরাপদ সড়ক আইন কার্যকর হয়
__ ১ নভেম্বর ২০১৯।
৭। সম্প্রতি ঘোষিত দেশের ৯ম বিভাগের নাম
__ পদ্মা বিভাগ।
৮। কার্যক্রম শুরু হলে দেশের ১৩তম সিটি
কর্পোরেশন হবে
__ ফরিদপুর।
৯। দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা
__ ৩২৯ টি ( সর্বশেষ চট্টগ্রামের বিশ্বনাথপুর)।
১০। সম্প্রতি প্রাণীর কৃত্রিম প্রজননের জন্য
উদ্ভাবনকৃত নতুন যন্ত্রের নাম
__ পিএটিইউ ভ্যাজাইনো সাইভাইকাল ডিভাইস
(পিভিএসডি)।
১১। সম্প্রতি জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে
দেড় যুগের বেশি সময় বন্ধ থাকার পর আবারও
চালু হতে যাচ্ছে
__ ' বঙ্গবন্ধু চেয়ার '।
১২। সম্প্রতি দেশের বাইরে বঙ্গবন্ধুর নামে
সড়কের নামকরণ করা হয়েছে
__ ফিলিস্তিনের হেবরন শহরে।
১৩। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন
'ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের'
এশিয়া অঞ্চলের সেক্রেটারি জেনারেল
নির্বাচিত হন
__ সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর
রহমান খান।
১৪। রাশিয়ায় নিয়োগ পাওয়া বাংলাদেশের নতুন
রাষ্ট্রদূত
__ কামরুল আহসান।
১৫। ভারতে নিয়োগ পাওয়া বাংলাদেশের নতুন
হাইকমিশনার
__ মোহাম্মদ ইমরান।
১৬। সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ
জাতীয় পুরস্কার ' রৌপ্য ব্যাঘ্র ' পান
__ কর কমিশনার এম এম ফজলুল হক আরিফ।
১৭। প্রায় সারা বছর ফল ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন
উদ্ভাবিত দেশের ১ম শজনের জাতের নাম
__ বারি শজন - ১।
১৮। পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখায় '
ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে ডে হিরো' স্বীকৃতি
অর্জন করেন
__ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক
উপকমিটি।
১৯। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম
__ শিরীন আক্তার।
২০। বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
__ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের
অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন।
২১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আবারও
নিয়োগ পেয়েছেন
__ অধ্যাপক মো. আখতারুজ্জামান।
২২। সম্প্রতি ঢকা বিশ্ববিদ্যালয়ে ' বঙ্গবন্ধু চেয়ার
' পদে নিয়োগ পেয়েছেন -
__ ড. আতিউর রহমান।
২৩। ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) অনুসারে একজন
ব্যক্তি দরিদ্র হিসেবে গণ্য হবে না
__ দৈনিক ১ ডলার ৯০ সেন্ট ডলার আয় করলে।
২৪। বর্তমানে এজেন্ট ব্যাংকিংয়ে ১৫ লাখ ৩৮ হাজার
গ্রাহক নিয়ে শীর্ষে
__ ডাচ- বাংলা ব্যাংক।
২৫। বর্তমানে এজেন্ট ব্যাংকিং-এ এজেন্ট ও
আউটলেটের দিক থেকে শীর্ষে
__ ব্যাংক এশিয়া।
২৬। এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে সবচেয়ে বেশি
আমানত পেয়েছে
__ আল আরাফাহ ইসলামী ব্যাংক।
২৭। ২০ নভেম্বর ২০১৯ পর্যন্ত পদ্মা সেতুর
দৃশ্যমান হয়েছে
__ ২৪০০ মিটার।
২৮। ঢাকায় আন্তর্জাতিক নেফ্রোলজি সম্মেলন
অনুষ্ঠিত হয়
__ ২৯-৩০ নভেম্বর ২০১৯।
২৯। সম্প্রতি ১ম বারের মত ভর্তিচ্ছুদের ' ডোপ
টেস্ট ' চালু করেছে
__ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৩০। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
পিঁয়াজের বিকল্প হিসেবে আবিস্কার করেছেন
__ বারি চিভ -১।
৩১। সম্প্রতি হারপার কলিন্স থেকে প্রকাশিত 'বাবু
বাংলাদেশ' বইটির লেখক
__ প্রয়াত বাংলাদেশী লেখক ও গবেষক
সাহিত্যের ছাত্র নুমাইর আতিফ।
৩২। সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গ ও গুরুতর অসদাচরণের
দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
প্রসিকিউটর পদ থেকে অপসারণ করা হয়েছে
__ ব্যারিস্টার তুরিন আফরোজকে।
৩৩। 'ঢাকা গ্লোবাল ডায়ালগ -২০১৯' এর উদ্ধোধন
হয়
__ ১১ নভেম্বর ২০১৯।
৩৪। বর্তমানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন
কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা
পরিচালক
__ ড. মো. রফিকুল মতিন।
৩৫। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন
ব্যবস্থাপনা পরিচালক
__ মোসাদ্দেক উল আলম।
৩৬। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন
ব্যবস্থাপনা পরিচালক
__ সাজেদুর রহমান খান।
৩৭। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের
(বিডিবিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক
__ কাজী আলমগীর।
৩৮। সম্প্রতি এশিয়ার স্থপতিদের সদস্য
দেশগুলোর সংগঠন আর্ক এশিয়ার প্রেসিডেন্ট
নির্বাচিত হয়েছেন
__ ড. আবু সাঈদ এম আহমেদ।
৩৯। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে
বছরব্যাপি ' মুজিববর্ষ ' এর উদ্ধোধনী
আয়োজনে মূল বক্তা হিসেবে বক্তৃতা
দেবেন
__ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪০। অস্ট্রেলিয়া - বাংলাদেশ বানিজ্য সম্মেলন
অনুষ্ঠিত হয়
__ অস্ট্রেলিয়ার সিডনিতে ( ১৩-১৫ নভেম্বর
২০১৯)।
৪১। সম্প্রতি এশিয়ার স্থপতিদের আন্তর্জাতিক
সম্মেলন ' আর্কএশিয়া ফোরাম -২০' অনুষ্ঠিত হয়
__ ঢাকায়।
৪২। ২০২০ সালের এপ্রিল মাসের ৩য় সপ্তাহে
ডি-৮ দশম সম্মেলন অনুষ্ঠিত হবে
__ বাংলাদেশে।
৪৩। বর্তমানে দেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু
রয়েছে
__ ১৯ টি ব্যাংকের।
৪৪। বর্তমানে দেশে ধান গবেষণা ইনস্টিটিউট
__ ১০০ টি।
৪৫। বর্তমানে দেশে পরমাণু কৃষি গবেষণা
ইনস্টিটিউট
__ ২২ টি।
৪৬। বর্তমানে দেশে কৃষি তথ্যকেন্দ্রের
সংখ্যা
__ ২৫৪ টি।
৪৭। বর্তমানে দেশে প্রাথমিক স্তরের
শিক্ষাপ্রতিষ্ঠান
__ ১,৩৪,১৪৭ টি।
৪৮। বর্তমানে দেশে মাধ্যমিক স্কুলের সংখ্যা
__ ২০,৪৬৫ টি।
৪৯। বর্তমানে দেশে কলেজের সংখ্যা
__ ৪,৪৯৫ টি।
৫০। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের
সংখ্যা
__ ৪৯ টি।
৫১। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
সংখ্যা
__ ১০৫ টি।
৫২। বর্তমানে দেশে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের
সংখ্যা -
__ ৮,৬৭৫ টি।
৫৩। বর্তমানে দেশে দাখিল, আলিম, ফাজিল ও
কামিল মাদ্রাসা
__ ৯,২৯৪ টি।
৫৪। বর্তমানে দেশে প্রতি ১৫৮১ জন ব্যক্তির
জন্য নিবন্ধিত চিকিৎসক আছে
__ ১ জন।
৫৫। সম্প্রতি বিনিয়োগকারীদের জন্য ১১টি সেবা
নিয়ে যাত্রা শুরু হয়েছে
__ 'ওয়ান স্টপ সার্ভিস '।
৫৬। সম্প্রতি হাইকোর্টে শপথ নিয়েছেন
__ ৯জন অতিরিক্ত বিচারপতি।
৫৭। বর্তমানে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশীর
সংখ্যা
__ ৬৬৯২ জন।
৫৮। সম্প্রতি কানাডায় ৪৩তম জাতীয় নির্বাচনে
বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থীর সংখ্যা
__ ৩ জন।
৫৯। বর্তমানে অতিদারিদ্রের হার
__ ৯.৭% ( পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি
বিভাগের (জিইডি) তথ্যমতে)।
৬০। ২০১৮-১৯ অর্থবছর শেষে দেশে
দারিদ্রের হার
__ ১৯.৮%।
৬১। বাংলাদেশে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা
__ ২ কোটি ৪২ লাখ।
৬২। জুলাই ২০১৯ পর্যন্ত হিসাব অনুযায়ী দেশে
হতদরিদ্র ব্যক্তির সংখ্যা
__১ কোটি ৬০ লাখ।
রিপোর্ট সমীক্ষা
------------------------
৬৩। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)
পোশাক রপ্তানিতে বাংলাদেশ
__ দ্বিতীয়।
৬৪। ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে
অবনতিশীল ৩৩ টি দেশের মধ্যে বাংলাদেশ
__ চতুর্থ।
৬৫। বৈশ্বিক স্বাস্থ্য সূচকে বাংলাদেশ
__ ৮৮তম (১১৭ টি দেশের মধ্যে)।
৬৬। স্বাস্থবান দেশের তালিকায় বাংলাদেশ
__ ৯১ তম।
৬৭। স্বাস্থ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশ
__ ১১৩ তম ( ১৯৫ টি দেশের মধ্যে)।
৬৮। বর্তমানে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ
__ বাংলাদেশ।
৬৯। ট্রেসের প্রতিবেদন অনুযায়ী ঘুষ
লেনদেনের ঝুঁকিতে বাংলাদেশ
__ ১৭৮ তম ( ২০০ টি দেশের মধ্যে)।
৭০। এডিবির প্রতিবেদন অনুযায়ী খেলাপি ঋণে
এশিয়ায় খারাপ দেশ
__ বাংলাদেশ।
৭১। সম্প্রতি বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে
বাংলাদেশ
__ তৃতীয়।
৭২। বর্তমানে ডিজিটাল ই- গর্ভন্যান্স সূচকে
বাংলাদেশ
__ ১১৫ তম।
৭৩। বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ২০২০ প্রতিবেদন
অনুযায়ী বাংলাদেশ
__ ১৬৮ তম।
৭৪। নারীর নিরাপত্তা ও শান্তি সূচক ২০১৯-২০
অনুযায়ী বাংলাদেশ
__ ১৪২ তম।
৭৫। বর্তমানে মাংস খাওয়ার দিক থেকে বিশ্বে
বাংলাদেশ
__ ১৭২ তম ( ১৭৩ টি দেশের মধ্যে)।
৭৬। বর্তমানে স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে
বাংলাদেশ
__ তৃতীয়।
৭৭। সবজি উৎপাদনে
__ তৃতীয়।
৭৮। ছাগল উৎপাদনে
__ চতুর্থ।
৭৯। চাল উৎপাদনে
__ চতুর্থ।
৮০ আলু উৎপাদনে
__ অষ্টম।
৮১। ফল উৎপাদনে
__ দশম।
৮২। কাঁঠাল উৎপাদনে
__ দ্বিতীয়।
৮৩। আম উৎপাদনে
__ সপ্তম।
৮৪। পেয়ারা উৎপাদনে -
__ অষ্টম।
৮৫। পেঁপে উৎপাদনে
__ ১৪তম।
পুরস্কার
---------------
৮৬। সম্প্রতি ইউটিউবের ' গোল্ড ক্রিয়েটর
অ্যাওয়ার্ড ' পান
__ বাংলাদেশের শাইখ সিরাজ।
৮৭। সম্প্রতি আইসিসিআর অ্যালামনাই অ্যাওয়ার্ড ২০১৯
পেয়েছেন
__ রবীন্দসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী
বন্যা।
৮৮। ' হূমায়ন আহমেদ সাহিত্য পুরস্কার - ২০১৯'
পেয়েছেন
__ রাবেয়া খাতুন ও সাদাত হোসাইন।
৮৯। সম্প্রতি ওয়ার্ল্ড ফ্রি অ্যান্ড স্পেশাল
ইকোনমিক জোসন ফেডারেশন (ফেমোজা)
পুরস্কার - ২০১৯ পেয়েছেন
__ বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
৯০। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে সাহিত্য পত্রিকা
' ঐহিক ' এর পক্ষ থেকে ' ঐহিক মৈত্রী সম্মাননা
-২০২০' এ ভূষিত হন
__ বাংলাদেশের কবি জুয়েল মাজহার।
৯১। ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
সেরা অভিনেত্রীর পুরস্কার পান
__ হালদা ছবির জন্য নুসরাত ইমরোজ তিশা।
৯২। ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
সেরা চলচ্চিত্রের নাম
__ ঢাকা অ্যাটাক।
৯৩। ২০১৭ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
সেরা অভিনেতার পুরস্কার পান
__ সত্তা ছবির জন্য শাকিব খান ও ঢাকা অ্যাটাকের
জন্য আরেফিন শুভ।
৯৪। ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
সেরা অভিনেত্রীর পুরস্কার পান
__ দেবী ছবির জন্য জয়া আহসান।
৯৫। ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
সেরা অভিনেতার পুরস্কার পান
__ পুত্র ছবির জন্য ফেরদৌস ও জান্নাত ছবির জন্য
সায়মন সাদিক।
৯৬। ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে
সেরা চলচ্চিত্রের নাম
__ পুত্র।
_________________
খেলাধুলা বিষয়ক
----------------------------
৯৭। সম্প্রতি উয়েফা অনূর্ধ্ব-১৬ যুব ফুটবল
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে
__ বাংলাদেশ।
৯৮। সম্প্রতি নিয়োগ পাওয়া বাংলাদেশ সাঁতারের
প্রধান কোচ
__ ইয়োরিয়াজু তামাইসা (জাপান)।
৯৯। জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের ১০০
মিটারে চ্যাম্পিয়ন
__ সামিউল ইসলাম।
১০০। সম্প্রতি জাতীয় যুব আর্চারিতে চ্যাম্পিয়ন
হয়েছেন
__ বিকেএসপি।
১০১। সম্প্রতি জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন
__ নিয়াজ মোর্শেদ।
১০২। সম্প্রতি ভারতে হাই জাম্পে স্বর্ণপদক জয়
করেন
__ বাংলাদেশের মাহফুজুর রহমান শুভ।
১০৩। সম্প্রতি ভারতের ৩৫তম জাতীয় জুনিয়র
অ্যাথলেটিক চ্যাম্পিয়ন শীপে ৪০০ মিটারে
স্বর্ণপদক জয় করেন
__ জহির রায়হান।
১০৪। সম্প্রতি ৭৩তম বিশ্ব শরীর গঠনে
চ্যাম্পিয়নশিপে ১ম বাংলাদেশী হিসেবে রৌপ্যপদক
জিতেছেন
__ মোহাম্মদ রবিন।
১০৫। সম্প্রতি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের
(এমসিসি) ওয়ার্ল্ড কমিটি থেকে পদত্যাগ করেন
__ সাকিব আল হাসান।
১০৬। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের
হয়ে সবচেয়ে বেশি রান
__ রুমানা আহমেদ (৮২৭ রান)।
১০৭। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের
হয়ে সবচেয়ে বেশি উইকেট
__ রুমান আহমেদ ও খাদিজা তুল কোবরা (৪২)।
১০৮। সম্প্রতি ৩ নভেম্বর ২০১৯ অনুষ্ঠিত
আন্তর্জাতিক টি-২০ তে ১০০০তম ম্যাচজয়ী দেশ
__ বাংলাদেশ ( বিপক্ষ - ভারত)।
১০৯। ১ম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেটের
মাইলফলক ছুঁয়েছেন
__ আবদুর রাজ্জাক।
১১০। সম্প্রতি শেষ হওয়া জাতীয় ক্রিকেট
লীগে চ্যাম্পিয়ন হয়েছে
__ খুলনা বিভাগ।
আন্তর্জাতিক অংশ
----------------------------
১১১। শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী
__ মহিন্দা রাজাপাকসে।
১১২। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট
__ গোতাবায়া রাজাপাকসে।
১১৩। তিউনিসিয়ার নতুন প্রেসিডেন্ট
__ কায়েস সাঈদ।
১১৪। সম্প্রতি ২য় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী
হয়েছেন
__ জাস্টিন ট্রুডো।
১১৫। আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট
__ আলবার্তো ফার্নান্দেজ।
১১৬। আর্জেন্টিনার নতুন ভাইস প্রেসিডেন্ট
__ সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কিরচনার।
১১৭। সৌদি আরবের নতুন পররাষ্ট্রমন্ত্রী
__ প্রিন্স ফয়সাল বিন ফারহান।
১১৮। কলম্বিয়ার রাজধানী বোগোটার ১ম নারী
মেয়র
__ ক্লাউদিয়া লোপেজ।
১১৯। সম্প্রতি ভারতের ৪৭তম প্রধান বিচারপতি
হিসেবে শপথ নিয়েছেন
__ শরদ অরবিন্দ বোবদে।
১২০। সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ ১৪টি শৃঙ্গ জয়
করেছেন
__ নির্মল পুজা।
১২১। বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা
__ ২৮ টি।
১২২। বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত
অঞ্চলের সংখ্যা
__ ৯ টি।
১২৩। কপ-২৫ সম্মেলন অনুষ্ঠিত হবে
__ স্পেনের মাদ্রিদ ( ২-১৩ ডিসেম্বর ২০১৯)।
১২৪। সম্প্রতি ৩৫তম আসিয়ান সম্মেলন অনুষ্ঠিত
হয়
__ থাইল্যান্ডের ব্যাংককে।
১২৫। সম্প্রতি ইউনেস্কোর ৪০তম সাধারণ
সম্মেলন অনুষ্ঠিত হয়
__ ফ্রান্সের প্যারিসে।
১২৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে
বিশ্বজুড়ে ' ওয়াইল্ড পোলিও টাইপ-৩' মুক্তির
ঘোষণা আসে
__১৭ অক্টোবর ২০১৯।
১২৭। সম্প্রতি ইউরোপের মর্যাদাপূর্ণ মানবাধিকার
পুরস্কার 'শাখারভ প্রাইজ' পান
__ চীনের কারাবন্দী উইঘুর বুদ্ধিজীবী ইলহাম
তোহতি।
১২৮। সম্প্রতি ৩য় বারের মত অনুষ্ঠিত সৌদি
আরবের বিনিয়োগ সম্মেলন বিশ্বব্যাপি খ্যাত
__ ' মরুভূমির দাভোস ' নামে।
১২৯। কলকাতার প্রখ্যাত কবি ও সাহিত্যিক নবনীতা
দেব সেন মারা যান
__ ৭ নভেম্বর ২০১৯।
১৩০। '১ম প্রত্যয় (কাব্যগ্রন্থ), 'আমি অনুপম
(উপন্যাস), 'নটী নবনীতা ( আত্মজীবনী
মূলক রম্যরচনা) ' গ্রন্থগুলোর লেখক
__ নবনীতা দেব সেন।
১৩১। নৈতিক স্খলন ও অব্যবস্থাপনার অভিযোগে
সম্প্রতি পদত্যাগকারী জাতিসংঘের ফিরিস্থিনি
শরনার্থী সংস্থার প্রধানের নাম
__ পিয়ারে ক্রাহেনবুল৷
১৩২। সম্প্রতি মার্কিন সেনাদের যে অভিযানের
ফলে আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির মৃত্যু
হয়
__ কায়লা মুলার।
১৩৩। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর
নতুন প্রধানের নাম
__ আল ইব্রাহীম আল হাশিমি আল কুরাইশি।
১৩৪। সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ ও পদযাত্রার নাম
__ আজাদি লং মার্চ।
১৩৫। ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায়
বাবরি মসজিদ রামমন্দির বিতর্ক মামলার রায় হয়
__ ৯ নভেম্বর ২০১৯।
১৩৬। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
বিরুদ্ধে অভিশংসন তদন্তে প্রকাশ্যে শুনানি শুরু হয়
__ ১৩ নভেম্বর ২০১৯।
১৩৭। ইভো মোরালেসের পদত্যাগের পর
সম্প্রতি বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দাবি
করেছেন
__ বিরোধীদলীয় নেতা জিনাইন আনেজ।
১৩৮। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে শহরে ভয়াবহ
দাবানল ছড়িয়ে পড়ে
__ ক্যালিফোর্নিয়ার গেজারভিলতে।
১৩৯। সম্প্রতি যে দেশের প্রেসিডেন্ট নিজ
স্ত্রীকে বিচারকের দ্বায়িত্ব থেকে ছুটিতে
পাঠান
__ তিউনিশিয়ার নতুন প্রেসিডেন্ট।
১৪০। পরিবেশ আন্দোলনকারী গ্রেটা
থুনবার্গের নামে একটি ক্ষুদ্রাকার পোকার নামকরণ
করেন
__ যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।
১৪১। লেবার পার্টির প্রার্থী হিসেবে চতুর্থ
ব্রিটিশ বাঙালির নাম
__ আপসানা বেগম।
১৪২। সম্প্রতি অনুষ্ঠিত বিক্ষোভের ফলে
লেবাননের পদত্যাগকারী প্রধানমন্ত্রীর নাম
__ সাদ আল হারিরি।
১৪৩। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ
করার ঘোষণা দিয়েছে
__ ইরানের 'ফোরদু' নামের স্থাপনায়।
১৪৪। সম্প্রতি সৌদি আরবের সবচেয়ে বড় তেল
কোম্পানিতে নিয়োগপ্রাপ্ত ১ম নারী প্রধান
__ মারওয়া আল খুজাইম।
১৪৫। সম্প্রতি ৬ষ্ঠ প্রজন্মের মুঠোফোন
নেটওয়ার্ক 6G নিয়ে আনুষ্ঠানিকভাবে গবেষণা
শুরু করে
__ চীন।
১৪৬৷ সম্প্রতি মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক
আদালতে মামলা করে
__ গাম্বিয়া।
১৪৭। যে দেশের প্রেসিডেন্ট ও
প্রধানমন্ত্রী আপন দুই ভাই
__ শ্রীলঙ্কার।
১৪৮। ২০১৯ সালের 'নরডিক কাউন্সিল
এনভায়রনমেন্টে প্রাইজ ' প্রত্যাখ্যান করেন
__ গ্রেটা থুনবার্গ।
১৪৯। সম্প্রতি ভারতের যে রাজ্য স্বাধীনতার
ঘোষণা করে
__ মণিপুর রাজ্য।
১৫০। সম্প্রতি প্যারিস চুক্তি থেকে সরে যাওয়ার
আনুষ্ঠানিক পদক্ষেপ নিয়েছে __ যুক্তরাষ্ট্র।
১৫১। সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গের তালিকায়
বিশ্বের ১৪তম ধনী ব্যক্তি
__ ভারতের মুকেশ আম্বানি।
১৫২। সম্প্রতি পদত্যাগকারী বলিভিয়ার
প্রেসিডেন্ট ইভো মোরালেস রাজনৈতিক
আশ্রয় গ্রহণ করেন
__ মেক্সিকোতে।
১৫৩। সম্প্রতি রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সরাসরি
অং সান সুচির বিরুদ্ধে মামলা করে
__ আর্জেন্টিনা।
১৫৪। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর
পরিসংখ্যান মতে বিশ্ব প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে
__ ২০ টি দেশ।
১৫৫। সম্প্রতি ২৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
শুরু হয়
__ কলকাতায়।
১৫৬। সম্প্রতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে
বিক্ষোভ চলছে
__ চিলিতে।
১৫৭। সম্প্রতি ভারতের গোয়ায় আঘাত হানা ঝড়ের
নাম
__ কিয়ার।
১৫৮। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প স্থায়ীভাবে
বসবাসের ঘোষণা দিয়েছেন
__ আমেরিকার ফ্লোরিডা শহরে।
_______________
রিপোর্ট সমীক্ষা
------------------------
১৫৯। বর্তমান বিশ্বে জাহাজের মালিকানায় শীর্ষ
দেশ
__ গ্রিস।
১৬০। জাহাজ নির্মাণে শীর্ষ তিন দেশ যথাক্রমে
__ চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান।
১৬১। ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে ভালো
অবস্থানে
__ আইসল্যান্ড।
১৬২। ইন্টারনেট স্বাধীনতায় সবচেয়ে
অবনতিশীল দেশের তালিকায় শীর্ষে
__ সুদান।
১৬৩। বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ
__ যুক্তরাষ্ট্র।
১৬৪। বৈশ্বিক স্বাস্থ্যনিরাপত্তা সূচকে সর্বনিম্ন
দেশ
__ মধ্য আফ্রিকার দেশ ইক্যুয়েটরিয়াল গিনি।
১৬৫। বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ২০২০ প্রতিবেদন
অনুযায়ী শীর্ষ দেশ
__ নিউজিল্যান্ড।
১৬৬। বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস ২০২০ প্রতিবেদন
অনুযায়ী সবচেয়ে খারাপ অবস্থানে
__ সোমালিয়া।
১৬৭। নারীর নিরাপত্তা ও শান্তি সূচকে শীর্ষ
দেশ
__ নরওয়ে।
১৬৮। নারীর নিরাপত্তা ও শান্তি সূচকে সর্বনিম্ন
দেশ
__ ইয়েমেন।
১৬৯। ক্রেডিট সুসির বৈশ্বিক সম্পদ
প্রতিবেদন-২০১৯ অনুযায়ী মোট বৈশ্বিক
সম্পদের পরিমাণ
__ ৩৬০.৬ ট্রিলিয়ন ডলার।
১৭০। মাংস খাওয়ার দিক থেকে ১৭৩টি দেশের
মধ্যে সবচেয়ে নিচে
__ ভারত।
১৭১। ট্রেসের প্রতিবেদন অনুযায়ী ২০০টি
দেশের মধ্যে ঘুষের ঝুঁকি সবচেয়ে কম
__ নিউজিল্যান্ড।
১৭২। ট্রেসের প্রতিবেদন অনুযায়ী ২০০টি
দেশের মধ্যে ঘুষ লেনদেন সবচেয়ে
বেশি হয়
__ সোমালিয়ায়।
১৭৩। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী
গড় দেড় দশকে সবচেয়ে বেশি ৩.২% হারে
দারিদ্র কমিয়েছে
__ তানজানিয়া।
১৭৪। বিশ্বের সর্বাধিক দূষিত শহরের তালিকায়
আছে
__ ভারতের ১২ টি শহর।
_________________
খেলাধুলা বিষয়ক
----------------------------
১৭৫। বর্তমানে ভারতের ক্রিকেট বোর্ডের
(বিসিসিআই) সভাপতি
__ সৌরভ গাঙ্গুলি।
১৭৬। আন্তর্জাতিক টি-২০ তে সবচেয়ে বেশি চার
মেরেছেন
__ বিরাট কোহলি (২৩৫ টি)।
১৭৭। দিবারাত্রির টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ
ইনিংস
__ আজাহার আলী, পাকিস্তান ( ৩০২*)।
১৭৮। ক্রিকেট যুব বিশ্বকাপ অনূর্ধ্ব-১৯ অনুষ্ঠিত
হবে
__ দক্ষিণ আফ্রিকায়।
১৭৯। সম্প্রতি ১০৩ বছর বয়সে দৌড়ে স্বর্ণপদক
জিতেছেন
__ জুলিয়া হকিস।
১৮০। সম্প্রতি ফর্মুলা ওয়ানে ৬টি চ্যাম্পিয়নশিপ ট্রফি
জয় করেন
__ রেসার লুইস হ্যামিল্টন।
১৮১। সম্প্রতি চ্যাম্পিয়ন লীগে হ্যাট্রিক
করেছেন
__ কিলিয়ান এমবাপ্পে।
১৮২। সম্প্রতি রাগবি বিশ্বকাপ-২০১৯ এ চ্যাম্পিয়ন
হয়েছে
__ দক্ষিণ আফ্রিকা।
১৮৩। সর্বশেষ ফিফা ফুটবল র্যাংকিয়ে শীর্ষ দল
__ বেলজিয়াম।
১৮৪। ফিফা নারী ফুটবল র্যাংকিয়ে শীর্ষ দল
__ যুক্তরাষ্ট্র।
১৮৫। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ
করে
__ ভারত।

No comments