Breaking News

বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান

৮২৮। শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কতটি?
- ২৬ টি
৮২৯। দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী —
- প্রিটোরিয়া
৮৩০। সুমাত্রা দ্বীপটি অবস্থিত —
- ভারত মহাসাগরে
৮৩১। ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত?
- ইরাবতী
৮৩২। 'সার্পেন্ট অব দি নাইল' নামে পরিচিত —
- রানী ক্লিওপেট্রা
৮৩৩। 'যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন' — কার উক্তি?
- হিটলার
৮৩৪। উইকিলিকস– এর প্রতিষ্ঠাতা কে?
- জুলিয়ান অ্যাসাঞ্জ
৮৩৫। মার্শাল টিটো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
- যুগোশ্লাভিয়ার
৮৩৬। জাপানের সম্রাট আকিহিতো একজন—
- সমুদ্র বিজ্ঞানী
৮৩৭। 'স্ট্যাচু অব ডেমোক্র্যাসি' কোথায় নির্মিত হয়েছে?
- চীনে
৮৩৮। ব্রহ্মপুত্র নদের প্রাচীন নাম কি?
- লৌহিত্য
৮৩৯। শান্ত সাগর কোথায় অবস্থিত?
- চাঁদে
৮৪০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে কত সালে—
- ১৯৪৫ সালে
৮৪১। সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে?
- যুক্তরাষ্ট্র
৮৪২। গোবি মরুভূমি কোন দেশে?
- মঙ্গোলিয়ায়
৮৪৩। লেনা নদী কোথা থেকে উৎপত্তি কোথায়?
- বৈকাল হ্রদ
৮৪৪। অর্কিড কি ধরনের উদ্ভিদ?
- পরাশ্রয়ী
৮৪৫। ফিজিওলজির জনক কে?
- অ্যারোসিসট্রেটাস
৮৪৬। সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
- বুধ
৮৪৭। ২০২০ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- টোকিও, জাপান
৮৪৮। মানসবাদীর প্রথা প্রবর্তন করেন কে?
- আকবর
৮৪৯। পানি পথের দ্বিতীয় যুদ্ধ করে সংঘটিত হয়?
- ১৫৫৬ সালে
৮৫০। নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যায় —
- ভূমিকম্পের জন্য
৮৫১। উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে?
- ১৮৫৩ সালে
৮৫২। বাংলা একাডেমির প্রথম পরিচালক —
- মুহাম্মাদ এনামুল হক
৮৫৩। অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী–
- ব্যারন পিয়েরে দ্য কুবার্তা
৮৫৪। বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
- একতলা দোতলা
৮৫৫। সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি কোন আলোতে হয়?
- লাল
৮৫৬। লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
- H₂O+O₂ (পানি ও অক্সিজেন)
৮৫৭। বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প—
- তৈরি পোশাক
৮৫৮। পানিতে ভাসমান জীবদের কি বলে?
- প্লাঙ্কটন
৮৫৯। পৃথিবীর শ্রেষ্ঠ আকরিক লোহার ক্ষেত্র কোনটি?
- মেসাবি পর্বতমালা
৮৬০। মহাকর্ষ ও অভিকর্ষ সূত্র আবিষ্কার করেন—
- নিউটন
৮৬১। রাজশাহীর আদি নাম কি?
- রামপুর বোয়ালিয়া
৮৬২। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়?
- ৬ টি
৮৬৩। বর্তমান মন্ত্রীপরিষদে টেকনোক্র্যাট মন্ত্রী কত জন?
- ৪ জন
৮৬৪। উপমহাদেশে ব্যাংকিং ব্যাবস্থা চালু হয় কোন আমলে?
- মুঘলRaisul Islam Hridoy
৮৬৫। বাংলার বার ভূঁইয়াদের নেতা কে ছিলেন?
- ইশা খাঁ
৮৬৬। ক্ষুদ্রঋণের প্রবর্তক কে?
- ড. মুহাম্মাদ ইউনূস
৮৬৭। পদ্মার প্রধান উপনদী—
- মহানন্দা
৮৬৮। ভবদহ বিল কোথায় অবস্থিত?
- যশোরে
৮৬৯। বাংলাদেশে 'সোর্ড অব অনার' — পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে?
- মারজিয়া ইসলাম
৮৭০। রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
- স্টিফেনসন
৮৭১। কসোভার রাজধানী হচ্ছে—
- প্রিস্টিনা
৮৭২। ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতির নাম —
- টেলিমেডিসিন
৮৭৩। জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?
- যকৃতে
৮৭৪। কে প্রথম বলেন পৃথিবী একটি চুম্বক?
- গিলবার্ট
৮৭৫। পানিকে বরফে পরিণত করলে আয়তনে—
- বাড়ে
৮৭৬। কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়?
- রেনিন
৮৭৭। দিবারাত্রি সংঘটিত হয়—
- আহ্নিক গতির জন্য
৮৭৮। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
- রাজ কাঁকড়া
৮৭৯। সালোকসংশ্লেষণ সংঘটিত হয় যেখানে–
- ক্লোরোফিল আছে
৮৮০। ধানের বাদামি রোগ হয়-
- ছত্রাক দ্বারা
৮৮১। কোন উদ্ভিদের কান্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
- ফণিমনসা
৮৮২। জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হতো?
- দক্ষিণ রোডেশিয়া
৮৮৩। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- জেনেভা
৮৮৪। দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল?
- ফিলিপাইন
৮৮৫। আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালী নাম—
- বাব- এল মান্দেব
৮৮৬। বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত?
- ৬৭ বছর
৮৮৭। তত্ত্বাবধায়ক সরকারের আইন কখন পাস হয়?
- ২৭ মার্চ, ১৯৯৬
৮৮৮। মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
- ৪০০০০
৮৮৯। যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
- B.C.G
৮৯০। E.Coli মানবদেহের কোথায় থাকে?
- অন্ত্রে
৮৯১। মাশরুম এক ধরণের-
- ফাঙ্গাসRaisul Islam Hridoy
৮৯২। মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
- ৭৩%
৮৯৩। মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
- মেলানিন
৮৯৪। প্রজাতির নামকরণ শুরু হয় কত সালে?
- ১৭৬০
৮৯৫। রক্তে PH এর মান কত?
- ৭.২-৭.৪
৮৯৬। প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
- জলজ
৮৯৭। উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
- ক্রেসকোগ্রাফ
৮৯৭। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র—
- হালদা নদী
৮৯৮। বাংলাদেশ প্রথম যে দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জয় লাভ করে –
- জিম্বাবুয়ে
৮৯৯। বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে?
- বিজয়পুরে
৯০০। আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদ কাল কত বছর?
- ৩ বছর।
৯০১।কোন ক্রিকেটার ‘Oxford Blue’ ছিলেন?
- ইমরান খান
৯০২। ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি?
- ১০টি
৯০৩। ইনডেমনিটি অধ্যাদেশ কখন বাতিল করা হয়?
- ১৯৯৬ সালে
৯০৪। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছেন?
- জুলিও কুরি পদক
৯০৫। বাংলাদেশ ও ভারতের সাথে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে?
- Arbitral Tribunal
৯০৬। বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে?
- ১৩ টি
৯০৭। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র—
- হাসিনা: অ্যা ডটার'স টেল
৯০৮। বাংলাদেশ পুলিশ একাডেমি কোন জেলায় অবস্থিত?
- রাজশাহী
৯০৯। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
- নিউট্রন ও প্রোটন
৯১০। বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তরের নাম কি?
- এক্সোস্ফিয়ার
৯১১। নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
- মাউরি
৯১২। রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
- চারটি
৯১৩। ব্যারোমিটার আবিষ্কার করেন—
- টরেসিলি
৯১৪। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
- ব্রোমিন
৯১৫। অর্কিড কি ধরনের উদ্ভিদ?
- পরাশ্রয়ী
৯১৬। আখ গাছের জন্য ক্ষতিকর কীট—
- মাজরা পোকা
৯১৭। পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?
- ভূমিকম্প
৯১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল--
- কমেকন
৯১৯। বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ' শান্তি সংবিধান ' বলা হয় ?
- জাপান
৯২০। কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
- জর্জ ওয়াশিংটন
৯২১। রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
- ১৯১৭ সালে
৯২২। সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?
- গ্রিস ও তুরস্কRaisul Islam Hridoy
৯২৩। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন?
-১৮৪৬ সালে
৯২৪। বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয়?
- ১৯৭৪ সালে
৯২৫। বাংলাদেশের প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
- ৬–১১ বছর
৯২৬। কোন শ্রেণী পর্যন্ত অবৈতনিক নারী শিক্ষা চালু করা হয়েছে ?
- দ্বাদশ শ্রেণী
৯২৭। গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যাবহৃত হয়?Raisul Islam Hridoy
- x রশ্মি
৯২৮। Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে-
- জন এ লারসন
৯২৯। তারকাসমূহের তাপমাত্রা নির্ণয়ে ব্যবহৃত হয়--
- পাইরোমিটার
৯৩০। লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
- মাইম্যান, ১৯৬০
৯৩১। প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা-
- ৯২
৯৩২। বিশ্বের কতটি দেশ হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে?
- ৬ টি
৯৩৩। মৌলিক ধাতুর অপর নাম কি ?
- সিদ্ধ বা স্বয়সিদ্ধ ধাতু
৯৩৪। পৃথিবীর আকার ও আয়তন সম্পর্কীয় বিদ্যা কি?
- জিওলজি
৯৩৫। ধ্বনিতত্ত্ব সম্পর্কীয় বিদ্যা-
- ফনেটিক্স
৯৩৬। ১৩ নভেম্বর ২০১৮ BCS ক্যাডার বিলুপ্ত হয়—
- ইকনমিক
৯৩৭। বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় —
- ১০ টি
৯৩৮। বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় —
- ৪ টি
৯৩৯। বাংলাদেশী বিজ্ঞানীরা সম্প্রতি কোন দুটি জীবনরহস্য উন্মোচন করেন?
- ব্ল্যাক বেঙ্গল ছাগল ও ধইঞ্চা
৯৪০। বাংলাদেশের জিনোম গবেষণার পথিকৃত —
- ড. মাকসুদুল আলম

No comments