Breaking News

বিভূতিভূষণ মুখোপাধ্যায় - একটি বিরল আলোচনা

   ♣♣♣ বিভূতিভূষণ মুখোপাধ্যায় ♣♣♣
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      (অক্টোবর ২৪, ১৮৯৪ - জুলাই ৩০, ১৯৮৭)
♦জন্মস্থান : পান্ডুলগ্রাম, মিথুলা, বিহার, ভারতবর্ষ।
♦মৃত্যুস্থান : দ্বারভাঙা, বিহার, ভারতবর্ষ।
♦পেশা : কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক।
♦কবি-পরিচিতি : ১৮৯৪ খ্রিস্টাব্দের ২৪ শে অক্টোবর বিহার জেলার মিথুলার পান্ডুলগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯১২ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯১৬ খ্রিস্টাব্দে বি.এ. পাশ করে দ্বারভাঙায় চলে আসেন। তারপর কলকাতার রিপন কলেজে ভর্ত্তি হন। কিছুদিন শিক্ষকতা করার পর ইংরেজি সংবাদ "The Indian Nation" - এর ম্যানেজার হয়ে পাটনায় বসবাস করেন। ১৯৪২ খ্রিস্টাব্দে চাকরী ছেড়ে সম্পূর্ণভাবে সাহিত্য সাধনায় নিয়োজিত হন। অবশেষে ১৯৮৭ খ্রিস্টাব্দের ৩০ শে জুলাই বিহার জেলার দ্বারভাঙায় তিনি পরলোকগমন করেন।
♦ছদ্মনাম : তিনি মূলত দুটি ছদ্মনামে তাঁর সাহিত্য রচনা করতেন। সেগুলি হল :- "ব. ভ. ম" ও "কশ্চিৎ প্রৌঢ়"।
♦কর্মজীবন : তিনি মোট ২৬ টি উপন্যাস, ৫০ টি গল্পগ্রন্থ এবং "কেন লিখি" নামে ১ টি মাত্র নিবন্ধ রচনা করেন।
♥উপন্যাস :-
১) নিলাঙ্গুরীয় (ভাদ্র, ১৩৪৯ / ১৯৪২)
২) স্বর্গাদপী গরিয়সী (প্রথম খণ্ড : ১৩৫১ , দ্বিতীয় খণ্ড : ১৩৫২ , তৃতীয় খণ্ড : ১৩৫৪)
৩) তোমরাই ভরসা (১৩৫৭)
৪) উত্তরায়ণ (১৩৫৯)
৫) কাঞ্চন মূল্য (১৩৬৩)
৬) ঢোলগোবিন্দের কড়চা (১৩৭১)
৭) রূপ হল অভিশাপ (১৩৬৭)
৮) নয়ন বৌ (১৩৬৪)
৯) পঙ্ক পল্লল (১৩৭১)
১০) কদম (১৩৬৭)
১১) নবসন্ন্যাস (প্রথম খণ্ড : আষাড়, ১৩৫৫ ; দ্বিতীয় খণ্ড : আশ্বিন, ১৩৫৫)
১২) রিক্সার গান (১৩৬৬)
১৩) মিলনান্তক (১৩৬৬)
১৪) ঊর্মি আহ্বান (১৩৭২)
১৫) পোনুর চিঠি (অগ্রহায়ণ, ১৩৬১ / ১৯৫৪)
১৬) রিক্সার গান (১৩৬৬)
১৭) পরিশোধ (১৩৬৮)
১৮) এবার প্রিয়ংবদা (১৩৭৪)
১৯) আধুনিক (১৩৭৪)
২০) দুই কন্যা (১৩৭৭)
২১) তাঞ্জাম (১৩৭৭)
২২) ফেরারী ফিরে এল (১৩৮১)
২৩) বিশেষজ্ঞ (১৩৮৩)
২৪) পুঁটুরাণী (১৩৮৮)
২৫) এস পি যুগের জন্মকথা (১৩৮৮)
২৬) সেই তীর্থে বরদ বঙ্গে (১৩৯৩)
২৭) অযাচি সন্ধানে (১৩৯৫)
২৮) জীবনতীর্থ
[৫)"কাঞ্চনমূল্য" এবং ১৫)"পোনুর চিঠি"গ্রন্থ দুটিকে ঠিক উপন্যাসও বলা হয় না, এদেরকে বড়ো গল্পও বলা চলে। আর তাঁর "পোনুর" চিঠি" নামে একটি গল্পগ্রন্থও আছে, যা ১৩৬১ বঙ্গাব্দে প্রকাশিত হয়।]
♠আত্মস্মৃতি : তিনি একটি আত্মজীবনী মূলক উপন্যাসও লিখেছেন। উপন্যাসটির নাম হল :- "জীবনতীর্থ"।
♠গল্পগ্রন্থ : এখানে "রাণুর জন্য ছোটগল্প" গুলির চার ভাগকে একটি গল্পগ্রন্থ ধরা হয়েছে। তাঁর গল্পগ্রন্থগুলির নীচে গল্পগুলি উল্লেখ করা হল।
১)"রাণুর প্রথম ভাগ" (১৩৪৪) [রাণুর জন্য ছোটগল্প]
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
রাণুর প্রথম ভাগ, অকালবোধন, পৃথ্বীরাজ, গজভুক্ত, একরাত্রি, বি এন ডব্লুর ব্রাঞ্চলাইনে হার্গিট।
২)"রাণুর দ্বিতীয় ভাগ" (১৩৪৫) [রাণুর জন্য ছোটগল্প]
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
দাঁতের আলো, বরযাত্রী, শিক্ষাসংকট, যুগান্তর, বাদল, কুইনঅ্যান, তাপস, নবোঢ়ার পত্র, মেঘদূত, ননীচোরা।
৩)"রাণুর তৃতীয় ভাগ" (১৩৪৭) [রাণুর জন্য ছোটগল্প]
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
স্বয়ংম্বরা, দ্রব্যগুণ, বরনফর, শ্যামল রাণী, চিত্ত ও চিত্র, মধুলির, পূর্ণ চাঁদের নষ্টামী, ভূমিকম্প, কলতলার কাব্য, শোকসংবাদ, জালিয়াত।
৪) "বর্ষায়" (১৩৪৭)
••••••••••••••••••••••
বর্ষায়, বৈরাগীর ভিটে, মদনগোপালের বিরহ, ল্যান্সডাউন ও বিপিন পাল।
৫)"রাণুর কথামালা" (১৩৪৮) [রাণুর জন্য ছোটগল্প]
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
মোটর দুর্ঘটনা, বাঘ, বিপন্ন, নির্বাসিত, খাঁটির মর্যাদা, ধার্মিক, কৈকালার দাদা, ছত্রপতি, কাব্যের মূলতত্ত্ব, হোমিওপ্যাথি, অব্যবহৃতা, মাতৃপূজা।
৬) "বসন্তে" (১৩৪৮)
•••••••••••••••••••••••
বসন্তে, পাকা দেখা, সিগারেট, ভালোবাসা।
৭) "শারদীয়া" (১৩৪৮)
••••••••••••••••••••••••••
শারদীয়া, জামাইষষ্ঠী, অশরীরী, অনাচারের অনাচার।
৮) "বরযাত্রী" (১৩৪৯)
•••••••••••••••••••••••••
বরযাত্রী, বরনফর, ঘরজামাই, স্বয়ংবরা ।
৯) "চৈতালী" (১৩৫০)
•••••••••••••••••••••••••
চৈতালী, খোকা, দেশের মেয়ে, ওরা এবং আমরা।
১০) "অতঃকিম" (১৩৫০)
•••••••••••••••••••••••••••••
অতঃকিম, মিসেস মুখার্জি, শখের বিপদ, শনিবার।
১১) "হৈমন্তী" (১৩৫১)
•••••••••••••••••••••••••
হৈমন্তী, ফার্স্ট বয়, রেলে, যাত্রা।
১২) "কায়কল্প" (১৩৫১)
•••••••••••••••••••••••••••
কায়কল্প, আর্ট, বিড়ঙ্গনা, লেখক।
১৩) "দৈনন্দিন" (১৩৫২)
•••••••••••••••••••••••••••
দ্রৌপদী, নাস্তিক, প্রার্থনা, বর্তমান।
১৪) "আগামী প্রভাত" (১৩৫২)
••••••••••••••••••••••••••••••••••
আগামী প্রভাত, মাসী, বাদী, জগন্নাথ।
১৫) "ক্ষন অন্তঃপুরিকা" (১৩৫৩)
•••••••••••••••••••••••••••••••••••••
ক্ষন অন্তঃপুরিকা, যুদ্ধের হিড়িকে, আমার প্রথম গল্প, পাউডার বনাম ধূলা।
১৬) "কলিকাতা-নোয়াখালি-বিহার" (১৩৫৪)
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
বিশ্বাস, প্রায়শ্চিত্ত, সত্যাগ্রহী [এতে মাত্র ৩ টি ছোটগল্প আছে।]
১৭) "হাতে খড়ি" (১৩৫৪)
•••••••••••••••••••••••••••••
হাতে খড়ি, গোবিন্দ মাসী, ভারতীয় চা, শ্রীচরণ।
১৮) "অষ্টক" (১৩৫৪)
••••••••••••••••••••••••
ভাড়া, কুইট ইন্ডিয়া, মুনাফা, ফুলেশ্বরী।
১৯) "বাসর" (১৩৫৫)
••••••••••••••••••••••••
খরচা, নিরুদ্দেশ, নাক, বাবরি।
২০) "কথাসূত্র" (১৩৫৫)
•••••••••••••••••••••••••••
সমাধান, দেবতা, মৎস্যপুরাণ, কবিতা।
২১) "লঘুপাত" (১৩৫৫)
•••••••••••••••••••••••••••
চিকিৎসা, চাকরি, দুঃশাসন, স্বাধীনতার বিনার।
২২) "রূপান্তর" (১৩৫৭)
•••••••••••••••••••••••••••
শোভারাণী, লৌহ কুঠার, ধর্মতত্ত্ব, দন্তকাব্য।
২৩) "বাস্তব ও অবাস্তব" (১৩৬১)
•••••••••••••••••••••••••••••••••••••
শূন্যপুরাণ, শোকসভা, গেছোভূত, প্রভু।
২৪) "পোনুর চিঠি" (১৩৬১)
•••••••••••••••••••••••••••••••
এতে আপাতত কোনো আলাদা করে গল্প আছে বলে আমার জানা নেই।
২৫) "নাটক নয় নভেল নয়" (১৩৬২)
•••••••••••••••••••••••••••••••••••••••••
নাটক নয় নভেল নয়, কীর্তনীয়া, দূত, প্ল্যানচেট।
২৬) "হাসি ও অশ্রু" (১৩৬২)
••••••••••••••••••••••••••••••••
হাসির অর্শু, দুর্ঘটনা, তীর্থতত্ত্ব, বয়স হয়েছে।
২৭) "তাল বেতাল" (১৩৬৩)
••••••••••••••••••••••••••••••••
তাল বেতাল, ঘটকালি, লব, ইতিহাস।
২৮) "মানস মিছিল" (১৩৬৩)
•••••••••••••••••••••••••••••••••
দূতকাব্য, মল্লার, লেখা, জিনতত্ত্ব।
২৯) "রেলরঙ্গ" (১৩৬৩)
•••••••••••••••••••••••••••
ক্ষণিকা, দীনুরক্ষিত, বি এন ডব্লুর ব্রাঞ্চলাইনে, ভাড়া।
৩০) "দুষ্টুলক্ষ্মীদের গল্প" (১৩৬৪)
•••••••••••••••••••••••••••••••••••••
উপোস, লক্ষ্মী, জননী, শনিবারের উপদেশ।
৩১) "ঋতুসম্ভার" (১৩৬৪)
•••••••••••••••••••••••••••••
চৈতালী, শীত, বর্ষায়, হৈমন্তী, শারদীয়া, বসন্তে। 
৩২) "হেসে যাও" (১৩৬৪)
•••••••••••••••••••••••••••••
হেসে যাও, ব্যাঙ পুরাণ, দুই বেয়াই, অরুণের মামাবাড়ি।
৩৩) "আনন্দ নট" (১৩৬৪)
••••••••••••••••••••••••••••••
একাল, রাজকন্যা, অজপুরাণ, শান্ত্বনা। এছাড়াও এই গল্পগ্রন্থের বিখ্যাত গল্প হল :- "মোহনবাগান"।
৩৪) "কবি ও অকবি" (১৩৬৬)
••••••••••••••••••••••••••••••••••
রহস্য, বিশ্বাস, অফিস ঘর, ডায়েরীর পাতা।
৩৫) "লাজবতী" (১৩৬৭)
••••••••••••••••••••••••••••
লাজবতী, গিন্নী, পলাতক, হত্যাকারী।
৩৬) "কোকিল ডেকেছিল" (১৩৬৭)
••••••••••••••••••••••••••••••••••••••••
কোকিল ডেকেছিল, ক্লাইম্যাক্স, নিশীথের অতিথি, লঙ্কাকাণ্ড।
৩৭) "কন্যা শুশ্রী স্বাস্থ্যপতী এবং" (১৩৬৮)
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
কন্যা শুশ্রী স্বাস্থ্যপতী এবং, কল্পনা চায় রূপ, দেবস্থান, বাস্তববাদী।
৩৮) "পরিচয়" (১৩৬৮)
••••••••••••••••••••••••••
আপনি, ভুলের ফসল, হাকি, ঝড়ের পাখি।
৩৯) "কেউ তত লাজুক নয়" (১৩৬৯)
••••••••••••••••••••••••••••••••••••••••••
কেউ তত লাজুক নয়, তীর্থযাত্রা, বিনোদনী, অবিচ্ছেদ্য।
৪০) "হানিমুন" (১৩৭১)
•••••••••••••••••••••••••••
হানিমুন, বসন্ত প্রয়ান, কচ ও দেবযানী, নেপথ্যে।
৪১) "ছোটদের ভালো ভালো গল্প" (১৩৭১)
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
নভেলিস্ট, মা, পোনুর চিঠি এক, দুই বেয়াই।
৪২) "দেবা না জানন্তী" (১৩৭২)
••••••••••••••••••••••••••••••••••••
দেবা না জানন্তী, দ্রব্যগুণ, ঋণের বোঝা, জীবন মরণ।
৪৩) "আর এক সাবিত্রী" (১৩৭২)
••••••••••••••••••••••••••••••••••••••
আর এক সাবিত্রী, হেমন্ত গোধূলি, শ্রীমতি, একথা সেকথা।
৪৪) "প্রণয় বিচিত্রা" (১৩৭৪)
•••••••••••••••••••••••••••••••••
শব্দরূপ, মোতীর ফল, চিত্ত ও চিত্র, কলতলার কাব্য।
৪৫) "শিশির বসন্তো" (১৩৭৪)
••••••••••••••••••••••••••••••••••
শিশির বসন্তো, বর্ষায় বিরহিণী, স্পষ্টবাদী, ঘুষ।
৪৬) "অবগুণ্ঠন" (১৩৭৬)
•••••••••••••••••••••••••••••
অবগুণ্ঠন, অবাধ্য, আগন্তুক ও আমি, দলবল।
৪৭) "লগ্ন" (১৩৭৭)
••••••••••••••••••••••
লগ্ন, বর্ষামঙ্গল, উল্কা, জটিল।
৪৮) "বরযাত্রী ও বাসর" (১৩৭৯)
•••••••••••••••••••••••••••••••••••••
"বরযাত্রী" ও "বাসর" - এই দুটি গল্পগ্রন্থের গল্প এই গল্পগ্রন্থে একসঙ্গে যুক্ত হয়েছে। এই গল্পগ্রন্থের কয়েকটি গল্প হল :- "বরযাত্রী" , "বরনফর" , "ঘরজামাই" , "স্বয়ংবরা" , "খরচা" , "নিরুদ্দেশ" , "নাক" , "বাবরি"।
৪৯) "কৈলাশের পাঠরাণী" (১৩৮০)
••••••••••••••••••••••••••••••••••••••••
এতে আপাতত কোনো আলাদা করে গল্প আছে বলে আমার জানা নেই।
৫০) "জামাইষষ্ঠী" (১৩৮৩)
•••••••••••••••••••••••••••••••
গঙ্গামাই, রুচি রহস্য, ফেল, বাঘা তেঁতুল।
৫১) "স্বরূপ মন্ডলের সব কথা" (১৩৮৪)
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
বিশ্বাস, সম্পত্তি, গড়ের বাগ্যী, মিল।
৫২) "এই জগৎই ওদের চোখে" (১৩৯০)
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
খোকা, বাদল, তেজারতি, কালো বাজার।
৫৩) "হাসির গল্প" (অজ্ঞাত)
•••••••••••••••••••••••••••••••
স্বামী মদনানন্দ, লঙ্কাকাণ্ড, কীর্তনীয়া, ভারত উদ্ধার ও পাঁঠা।
♥এছাড়াও তাঁর আরও কয়েকটি ভিন্ন গল্পগ্রন্থ আছে। সেগুলি হল :-
১) "শ্রেষ্ঠ গল্প" (১৩৫৫)
২) "শরৎ গল্প" (১৩৫৯)
৩) "স্বনির্বাচিত" (১৩৬২)
৪) "গল্প পঞ্চাসৎ" (১৩৬৪)
♥তাঁর ছোটগল্পের বৈশিষ্ট্য :-
১) "সরসতা"
২) "সংযম"
৩) "শুচিতা"
♥ভ্রমণকাহিনী :-
১) "কুশি প্রাঙ্গনের চিঠি" (১৯৫৩)
২) "দুয়ার হতে অদুরে" (১৯৫২)
৩) "অজতার জয়যাত্রা"
♠নাটক :- তাঁর লেখা দুটি গল্পগ্রন্থ এবং ছোটগল্পের নাট্যরূপ দেওয়া হয়। সেগুলি হল :-
১) "বরযাত্রী" (১৩৪৯)
২) "টনসিল"
♠শিশুদের লেখা জন্য বই :-
১) "পোনুর চিঠি" (অগ্রহায়ণ, ১৩৬১ / ১৯৫৪) [উপন্যাস / বড়োগল্প ও গল্পগ্রন্থ]
২) "কিলাশীর পাটরানী" [ছোটগল্প]
৩) "হেসে যাও" (১৩৬৪) [গল্পগ্রন্থ]
♠শিশুচরিত্র : তাঁর শিশুদের জন্য লেখা বইগুলিতে তিনটি চরিত্র সার্থক হয়ে উঠেছে। সেগুলি হল :-
১) "রাণু"
২) "ছবি"
৩) "তীতু"
♠চলচ্চিত্রায়ণ : তাঁর লেখা কয়েকটি গল্পগ্রন্থ, ছোটগল্প এবং উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। সেগুলি হল :-
১) "বরযাত্রী" (১৩৪৯) [গল্পগ্রন্থ]
২) "শ্রীমান পৃথ্বীরাজ" [ছোটগল্প]
৩) "নীলাঙ্গুরীয়" (ভাদ্র, ১৩৪৯ / ১৯৪২) [উপন্যাস]
৪) "কাঞ্চন মূল্য" (১৩৬৩) [উপন্যাস]
৫) "ফুলেশ্বরী" [ছোটগল্প]
♠অন্যান্য ভাষায় অনূদিত গ্রন্থ : তাঁর লেখা দুটি উপন্যাস এবং ভ্রমণকাহিনীকে অন্যান্য ভাষায় অনূদিত করা হয়েছে। সেগুলি হল :-
১) "নীলাঙ্গুরীয়" (ভাদ্র, ১৩৪৯ / ১৯৪২) - এই উপন্যাসটিকে হিন্দি ভাষায় অনূদিত করা হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল :- "নিলাম কি আঙ্গুঠি"।
২) "কুশি প্রাঙ্গনের চিঠি" (১৯৫৩) - এই ভ্রমণকাহিনীটিকে মৈথিলী ভাষায় অনূদিত করা হয়েছিল। এর নাম দেওয়া হয়েছিল :- "কুশি প্রাঙ্গনক চিঠি"।
♠পুরস্কার (অ্যাওয়ার্ড) :-
১) "আনন্দ পুরস্কার" (১৯৫৮)
২) "রবীন্দ্র পুরস্কার" (১৯৭২) - "এবার প্রিয়ংবদা" (১৩৭৪) উপন্যাসের জন্য।
৩)শরৎ চন্দ্র স্মৃতি পুরস্কার" (১৯৭৮) - "কাঞ্চনমূল্য" (১৩৬৩) উপন্যাস [বড়োগল্প] - এর জন্য। 
৪) "ডি. লিট পুরস্কার" - বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে।
৫) "দেশিকোত্তম পুরস্কার" - বিশ্বভারতী (শান্তিনিকেতন) বিশ্ববিদ্যালয় থেকে।
♠অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাবলী :-
১) তাঁর প্রথম উপন্যাস "নীলাঙ্গুরীয়" ভাদ্র, ১৩৪৯ বঙ্গাব্দে / ১৯৪২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
২) তাঁকে "বাংলা ছোটগল্পজগতের শ্রদ্ধাচারী জ্ঞানতাপস" বলা হয়।
৩) তাঁর প্রতীকী উপন্যাসের প্রথম সূচনা হয় "রিক্সার গান" নামক উপন্যাসের মধ্যে দিয়ে, যা ১৩৬৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
৪) তাঁর প্রথম গল্প "অবিচার" ১৩২২ বঙ্গাব্দে "প্রবাসী" পত্রিকার "আষাঢ় সংখ্যা"য় প্রকাশিত হয়। এই গল্পের মধ্যে দিয়েই তিনি সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন।
৫) তাঁর শ্রেষ্ঠ গল্প হল "কুইট ইন্ডিয়া", যা "অষ্টক" (১৩৫৪ বঙ্গাব্দ) নামক গল্পগ্রন্থের মধ্যে অন্তর্ভুক্ত।
৬) "জীবনের রূঢ় কর্কশতার সত্য"ও তাঁর গল্পগুলিতে ধরা পড়েছে।
৭) অধ্যাপিকা সুমিতা চক্রবর্তী তাঁর "স্থির বিশ্বাসের সংকট বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের সাহিত্যিক মন" প্রবন্ধে লিখেছেন, "উপন্যাসের তুলনায় বিভূতিভূষণের ছোটগল্পের জগৎ বৈচিত্র্যময় এবং অনেক বেশি বাস্তবতা গুণসম্পন্ন।"
৮) তিনি তাঁর "কেন লিখি" নিবন্ধে বলেছেন, "যখন লিখি তখন মনের সঙ্গে একটা বোঝাপড়া করিতে হইয়াছে নিশ্চয়। হালকা হক ভারী হক একটা অভিসন্ধি আছেই। অবশ্য অন্যের কাছে অভিসন্ধি, আমি সেটাকে একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞাই দিয়েছি, - মিশন। খুব বড়ো একটা কথার পুঁজি না হইলে সামান্যতম কাজটুকুও শেষ করা যায় না।"
৯) তিনি ছিলেন কেদারনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রভাতকুমার মুখোপাধ্যায়ের খুব ভক্ত।
১০) শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "বিভূতিভূষণের শক্তির উৎস্য ও জীবন পর্যবেক্ষণের পরিধি সাধারণ ঔপন্যাসিক হইতে অনেকটা স্বতন্ত্র।"
¤ তথ্যসূত্র :-
১) "আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস" - তপনকুমার চট্টোপাধ্যায়।
২) "বাঙ্গালা সাহিত্যের ইতিহাস" - ড. সুকুমার সেন।

No comments