Values এর বাংলা প্রতি শব্দ ——–মূল্যবোধ
মূল্যবোধ পরিবর্তনে সহায়তা করে ——- বয়স ও সময়।
মানুষের কাজের মানদণ্ড হল ————– মূল্যবোধ।
ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বলা আছে ——- ১২ নং অনুচ্ছেদে।
মূল্যবোধ অনেক পুরাতন ————————- ভারত ও চীন।
আইন এর ভিত্তি ——————————– মূল্যবোধ
মূল্যবোধ জাতীয় জীবনের ————————– দর্পণস্বরূপ।
মূল্যবোধ সমাজ ও রাষ্ট্র এর ————————-ভিত্তি।
সামাজিক মূল্যবোধ হচ্ছে যেসব প্রকাশ্য ও অনুমেয় আচার- আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ঠ্য বলে স্বীকৃত। ———— Clyde KluKhon.
সামাজিক মূল্যবোধ হলো সেই সকল রীতি নীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায়। ———————- স্টুয়াট সি ডড।
ভাল বা মন্দ, কাঙ্খিত বা অনাকাঙ্খিত ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজের বিদ্যমান ধারণাই হলো মূল্যবোধ। ——————— আর টি শেফার
সমাজ কর্মের মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনীর চালিকা শক্তি এবং পেশাদার সমাজ কর্মীদের পথ প্রদর্শক। সমাজ কর্মীদের আচার- আচরণ দৃষ্টিভঙ্গি কার্যাবলি এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। —————– কম্পটন ও গ্যালাওয়ের।
মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড ———— M R William
মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিযোগ ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। ——————————– এম ডব্লিউ পামফ্রে।
মূল্যবোধ হলো সেসব কাজ অভিজ্ঞতা ও নীতি যা মানুষের সুভ বুদ্ধির ভারসম্য উন্নায়ন ঘটায়। ——————– বিক (Beck)
আমাদের হাজার হাজার মনোভাব থাকতে পারে , কিন্তু মূল্যবোধ কয়েক ডজনমাত্র। —————————- রকীচ।
মূল্যবোধ হলো আবেগিক ও আদর্শ গত ঐক্যের বোধ। ——–ফ্রাঙ্কেল।
সমাজ কাঠামোর অবিচ্ছেদ উপাদান ————– মূল্যবোধ
সামাজিক মূল্যবোধ বিশ্বাসের এক প্রকৃতি ————— এফ ই মেরিন।
মূল্যবোধ শিক্ষার প্রধান পদ্ধতি ————————— ২ টি
Sociology বই টি লিখেছেন ———————— টি প্রোপেন
Something intrinsically valuable or desirable —————- M. W. Pumfrey
Values are the standard used to judge behavior and to chase among various possible goals.—————————————————— M Spenser
রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক ——- মিশেল ক্যামডেসাস।
জনগণ যার সম্পর্কে আগ্রহশীল, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক মনে করে , যার প্রতি সকলের অগাধ শ্রধা আছে এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকে সামাজিক মূল্যবোধ বলে। ————- আইচ ডি স্টেইন।
No comments