Breaking News

স্বল্প সময় এ বি সি এস প্রস্তুতি


  • Values এর বাংলা প্রতি শব্দ ——–মূল্যবোধ
  • মূল্যবোধ পরিবর্তনে সহায়তা করে ——- বয়স ও সময়।
  • মানুষের কাজের মানদণ্ড হল ————– মূল্যবোধ।
  • ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বলা আছে ——- ১২ নং অনুচ্ছেদে।
  • মূল্যবোধ অনেক পুরাতন ————————- ভারত ও চীন।
  • আইন এর ভিত্তি ——————————– মূল্যবোধ
  • মূল্যবোধ জাতীয় জীবনের ————————– দর্পণস্বরূপ।
  • মূল্যবোধ সমাজ ও রাষ্ট্র এর ————————-ভিত্তি।
  • সামাজিক মূল্যবোধ হচ্ছে যেসব প্রকাশ্য ও অনুমেয় আচার- আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ঠ্য বলে স্বীকৃত। ———— Clyde KluKhon.
  • সামাজিক মূল্যবোধ হলো সেই সকল রীতি নীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট হতে পেতে চায়। ———————- স্টুয়াট সি ডড।
  • ভাল বা মন্দ, কাঙ্খিত বা অনাকাঙ্খিত ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজের বিদ্যমান ধারণাই হলো মূল্যবোধ। ——————— আর টি শেফার
  • সমাজ কর্মের মূল্যবোধ সমাজকর্ম অনুশীলনীর চালিকা শক্তি এবং পেশাদার সমাজ কর্মীদের পথ প্রদর্শক। সমাজ কর্মীদের আচার- আচরণ দৃষ্টিভঙ্গি কার্যাবলি এগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়। —————– কম্পটন ও গ্যালাওয়ের।
  • মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড ———— M R William
  • মূল্যবোধ হলো   ব্যক্তি বা সামাজিক দলের অভিযোগ ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। ——————————– এম ডব্লিউ পামফ্রে।
  • মূল্যবোধ হলো   সেসব কাজ অভিজ্ঞতা ও নীতি যা মানুষের সুভ বুদ্ধির ভারসম্য উন্নায়ন ঘটায়। ——————– বিক (Beck)
  • আমাদের হাজার হাজার মনোভাব থাকতে পারে , কিন্তু মূল্যবোধ কয়েক ডজনমাত্র। —————————- রকীচ।
  • মূল্যবোধ হলো   আবেগিক ও আদর্শ গত ঐক্যের বোধ। ——–ফ্রাঙ্কেল।
  • সমাজ কাঠামোর অবিচ্ছেদ উপাদান ————– মূল্যবোধ
  • সামাজিক মূল্যবোধ   বিশ্বাসের এক প্রকৃতি ————— এফ ই মেরিন।
  • মূল্যবোধ   শিক্ষার প্রধান পদ্ধতি ————————— ২ টি
  • Sociology বই টি লিখেছেন ———————— টি প্রোপেন
  • Something intrinsically valuable or desirable —————- M. W. Pumfrey
  • Values are the standard used to judge behavior and to chase among various possible goals.—————————————————— M Spenser
  • রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক ——- মিশেল ক্যামডেসাস।
  • জনগণ যার সম্পর্কে আগ্রহশীল, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক মনে করে , যার প্রতি সকলের অগাধ শ্রধা আছে এবং যা সম্পাদনের মাধ্যমে তারা আনন্দ উপভোগ করে তাকে সামাজিক মূল্যবোধ বলে। ————- আইচ ডি স্টেইন।
  • No comments