Breaking News

পেনশন কি, পেনশন কাদের জন্য, কিভাবে পেনশন পাবেন বিস্তারিত জানুন


পেনশন কি?
পেনশন বলতে সরকারি চাকরি শেষে একজন চাকরিজীবী পেনশন বা মাসিক ভিত্তিতে একটি ভাতা পেয়ে থাকেন। তাহাই পেনশন নামে পরিচিত। প্রকৃত পক্ষে মাসিক পেনশন ভাতা ও আনুতোষিক দুটোর সমন্বয়কে পেনশন বলা হয়। পেনশন পাওয়ার প্রথম শর্ত হলো সরকারি নিয়মকানুন অনুসারে আপনাকে একটি নির্দিষ্ট চাকরিকাল অতিবাহিত করতে হবে। শর্তপূরণ ব্যতিরেখে পেনশন পাওয়া যায় না।

Image result for পেনশন"

কাদের জন্য পেনশন?
পেনশন সাধারণত সরকারি চাকরিজীবী বা বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান কর্মরত চাকরিজীবীরা পেয়ে থাকেন। পেনশন দুধরনের হয়ে থাকে। একটি স্ব-পেনশন অন্যটি পারিবারিক পেনশন।
কিভাবে পেনশন পাবেন?
পেনশন পেতে হলে চাকুরিকাল অর্থাৎ আপনার জন্ম তারিখ অনুসারে আপনার বয়স ৫৯ হতে হবে। অন্য দিকে ২৫ বছর অতিবাহিত হওয়ার পর স্বেচ্ছায় অবসরে যাওয়া যায়। ফলে আপনার ২৫ বছর পর চাকুরি ছেড়ে দিলে পেনশন প্রাপ্য হবেন।

চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ার আগে চাকরি ছেলে দিলে কি পেনশন পাওয়া যায়?
না। আপনার চাকুরিকাল ২৫ বছরের নিচে হলে আপনি চাকরি ছেড়ে দিলে কোন প্রকার পেনশন প্রা্ত হলেন না। ইচ্ছাকৃত ভাবে ছাড়লে কোন প্রকার পেনশন প্রাপ্ত হবেন না।

অসুস্থ্য হয়ে পড়লে বা চাকরি করতে অক্ষম হলে কিভাবে কত পেনশন পাব?
সরকার কর্তৃক গঠনকৃত মেডিকেল বোর্ড যদি সুপারিশ করে যে আপনি অসুস্থ্যতা জনিত কারণে চাকরি করতে অক্ষম বা অযোগ্য তাহলে আপনি পেনশনের আওতায় পড়বেন। আপনার চাকরির বয়স ৬ বছর পূর্ণ হলে ২৪ শতাংশ পেনশন পাবেন। অন্য দিকে ২৪ বছরের বেশি ২৫ বছরের কম চাকুরি কাল হলে ৮৭ শতাংশ পর্যন্ত পেনশন পাবেন।

পেনশনকালিন কি কি সুবিধা প্রাপ্ত হবো?
সাধারণত পেনশন সময়ে আপনি আপনার মুল বেতনের ১৮ মাসের অর্থ এককালিন পাবেন। জিপিএফ এ আপনার জমাকৃত সমুদয় অর্থ সুদসহ এক সাথে পাবেন।
মুল বেতনের ৯০ ভাগের অর্ধাংশের সাথে ২৩০ টাকা দিয়ে গুন দিলে তা আনুতোষিক বা গ্র্যাচুইটি হিসাবে পাবেন। অবসর উত্তর ১২ মাসের ছুটিতে গিয়েও বেতন পাবেন। এবং সর্বশেষে আপনার মুল বেতনের ৯০ শতাংশের অর্ধাংশ মাসিক পেনশন পাবেন। মাসিক পেনশন হিসাবে নির্ধারিত মুল বেতনের অংশের সাথে চিকিৎসা ভাতা প্রাপ্ত হইবেন।

পেনশনে গিয়ে আমি মারা গেলে আমার পরিবার কি কোন সুবিধা পাবেন?
হ্যাঁ আপনি যখনই মারা যান না কেন আপনার পরিবার আপনার প্রাপ্ত পেনশন সুবিধা তাদের নামে পাবেন। অর্থাৎ আপনার স্ত্রী পাবেন। স্ত্রী না থাকলে আপনার উপর নির্ভরশীল আপনার সন্তান বা পিতা মাতা প্রাপ্ত হবেন। স্ত্রীর ক্ষেত্রে আজীবন, প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে আজীবন।

আরও দেখুন:

  • মৃত চাকরিজীবীর স্ত্রীর পারিবারিক পেনশনের আওতায় ১০০% সমর্পনকারী কি কি পাবে । Family Pension for 100% surrender
  • পূর্নাঙ্গ পারিবারিক পেনশন নিষ্পত্তি কেস রেডি । How to Ready Family Pension case
  • মৃত কর্মচারীর বিবাহিতা কন্যা/ কন্যাগনের পেনশন প্রাপ্যতা । Pension rules of dead staff' daughter
  • হিসাব অনিরীক্ষিত অজুহাতে আর নয় পেনশন মঞ্জুরীতে বিলম্ব । Pension should not be delayed cause of Account Calculation
  • স্বেচ্ছায় সরকারী চাকুরী হতে অবসর গ্রহনের আবেদন পত্রের নমুনা । Sample Application for self decided pension case
  • একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর পেনশন ও আনুতোষিকের পরিমান।
  • ৫-২৪ বছরের পেনশনযোগ্য চাকরিকালের পেনশন প্রাপ্তির শর্ত সংক্রান্ত প্রজ্ঞাপন।
  • স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রয়াত্ত প্রতিষ্ঠানে চাকুরি করলে আনুতোষিকসহ যে সকল সুবিধাসমূহ পাবেন।
  • আপনার কষ্টে উপার্জিত অর্থ বিনিয়োগ করুন পরিবার সঞ্চয় পত্রে।
  • আনুতোষিক ও পেনশন ভাতার জন্য নমুনা স্বাক্ষর ও হাতের পাচ আঙ্গুলের ছাপ ফরম।
  • চাকুরিজীবির আনুতোষিক ও পেনশন আবেদনের সময় বৈধ উত্তরাধিকারি ঘোষনাপত্র ফরম দাখিল করতে হয়।
  • পারিবারিক পেনশন গ্রহণের ক্ষেত্রে উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারিজ সার্টিফিকেট ফরম পূরণ করতে হয়।
  • পারিবারিক পেনশনে আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতা অর্পণ ও অভিভাবক মনোনয়ন ফরম।
  • চূড়ান্ত অবসরগ্রহণকালে দরকারী ইএলপিসি এর ওয়ার্ড কপি সংগ্রহে রাখুন । ELPC is need for pensioner
  • সর্বশেষ ০৩ বছরের রেকর্ডের ভিত্তিতে পেনশন নিষ্পত্তিকরণ প্রসঙ্গে।
  • সরকারি কর্মচারীগণের অবসরকালীন সুবিধাদি/প্রাপ্যতার বিস্তারিত।
  • পেনশন কেস রেডি করতে যেসব কাগজপত্র প্রয়োজন পড়ে।
  • আনুতোষিক ও পেনশনের টাকা বিনিয়োগ করবেন যেখানে । Right Investment source for pensioner
  • চাকুরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ার পূর্বে চাকুরী ছাড়লে পেনশন সুবিধা প্রাপ্য হবেন না।
  • ১২ মাস নয় জমাকৃত ছুটির ১৮ মাস ছুটি বিক্রি/নগদায়ন করতে পারবেন।
  • সরকারি চাকুরীজীবির মৃত্যুর পর বকেয়া পারিবারিক পেনশনের হিসাব।
  • স্বামীর মৃত্যুর পর তাঁর স্ত্রী ও প্রতিবন্ধী সন্তান আজীবন পেনশন পাবেন।
  • সরকারি মৃত চাকুরীজিবীর পারিবারিক পেনশন ফরম ২.২ সংগ্রহে রাখুন।
  • পেনশন প্রক্রিয়ার সকল ফরম ও পেনশন আইন, পদ্ধতি/বিধিমালা এখানে পাবেন।
  • রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মকর্তারা পেনশন সুবিধা পাবেন না।
  • চাকুরীর বয়স ২৫ বছরের উর্ধ্বে হলে তাঁর পেনশন নির্ধারণ যেভাবে হবে । Pension Fixation for pensioner above 25% UP
  • পিআরএল ভোগরত কর্মচারীগণের ছুটি পাওনা সাপেক্ষে ১৮ (আঠার) মাসের ছুটি নগদায়নের সুবিধা প্রাপ্য।
  • সরকারি চাকুরীজিবী মৃত মহিলার স্বামীও আজীবন পারিবারিক পেনশন পাবেন।
  • ১০০% পেনশন সমর্পণকারীদের পুনরায় পেনশন দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।


পেনশন কি, পেনশন কাদের জন্য, কিভাবে পেনশন পাবেন বিস্তারিত জানুন

No comments