Breaking News

বাংলাদেশ বিষয়াবলী

#বাংলাদেশ বিষয়াবলী
০১. এশিয়ার দ্বিতীয় ও বিশ্বের সপ্তম বৃহত্তম ডাটা সেন্টারের নাম কি?
উত্তরঃ ফোর টায়ার ন্যাশনাল ডাটা সেন্টার, গাজিপুর, বাংলাদেশ।
০২. ব্র্যাক এর প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তরঃ চেয়ার ইমেরিটাস ফজলে হাসান আবেদ।
০৩. বাংলাদেশের বর্তমান প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রীর নাম কি?
উত্তরঃ ইমরান আহমদ।
০৪. সম্প্রতি বাংলাদেশের সাথে জাপান কত বছর পর্যন্ত শ্রমবাজার চুক্তি করেছে?
উত্তরঃ ২০২৫ সাল (১৫ ক্যাটাগরিতে শ্রমিক নিবে)।
০৫. সম্প্রতি বাংলাদেশে ব্যবহৃত চা ও মাছের বর্জ্য দিয়ে সফলভাবে বায়োগ্যাস উৎপাদন করে কোন প্রতিষ্ঠান?
উত্তরঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
০৬. বুয়েটের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১ ডিসেম্বর, ২০১৯. (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবে ৩০ নভেম্বর, ২০১৯)।
০৭. বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ পঞ্চম।
০৮. ভারত ‘ফেনী নদীর’ কত কিউসেক পানি উত্তোলন করবে?
উত্তরঃ ১.৮২ কিউসেক।
০৯. বাংলাদেশের বর্তমান বার্ষিক প্রতিরক্ষা বাজেট কত?
উত্তরঃ ৪ (চার) বিলিয়ন ডলার।
১০. বাংলাদেশ প্রতিরক্ষা সামগ্রীর ৮০ শতাংশ কোন দেশ থেকে আমদানি করে?
উত্তরঃ চীন।
১১. দক্ষিণ এশিয়ায় বর্তমানে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি কোন দেশের?
উত্তরঃ বাংলাদেশ।
১২. বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ ৮৮তম।
১৩. নতুন ভ্যাট আইন অনুযায়ী Electronic Business Identification Number (e-BIN) নম্বর কত ডিজিটের হবে?
উত্তরঃ ১৩ ডিজিটের।
১৪. দেশের গম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ দিনাজপুর।
১৫. কোন জেলায় সবচেয়ে বেশি তামাক জন্মে?
উত্তরঃ রংপুর।
১৬. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ আগারগাওঁ, ঢাকা।

#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. নেদারল্যান্ডস এর জাতীয় ফুলের নাম কি?
উত্তরঃ টিউলিপ।
০২. মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ হিলডা ডি হেইন।
০৩. ‘ওয়াদিয়া রাবিয়া’ শহরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ লিবিয়া।
০৪. সৌদি আরবের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রধান কে?
উত্তরঃ জেনারেল ফা’আদ হামেদ আল রুয়াইলি।
০৫. তুরস্কের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তরঃ সুলেমান সোয়াইলু।
০৬. ‘ইপিএ’ কোন দেশ ভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
০৭. ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি?
উত্তরঃ বিএসএফ।
০৮. চীন কবে ‘Belt and Road Initiative (BRI)’ প্রবর্তন করে?
উত্তরঃ ২০১৩ সালে।
০৯. ‘International Labour Organization (ILO)’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯১৯ সালে (২০১৯ সালে এর শতবর্ষ উদযাপিত হয়)।
১০. ‘টয়োটা’ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোন দেশের?
উত্তরঃ জাপান।
১১. ‘নাসিরিয়া বা নাজিরিয়া’ শহর কোথায় অবস্থিত?
উত্তরঃ ইরাক।
১৩. ব্রিটেনে ব্রেক্সিট ইস্যুতে প্রথম কবে গণভোট হয়?
উত্তরঃ ২০১৬ সালে।
১৪. মালয়েশিয়ার বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তরঃ মুহিউদ্দিন ইয়াসিন।
১৫. চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের জন্য পৃথক স্বাধীন ভূমির জন্য আন্দোলন চালাচ্ছে কোন সংগঠন?
উত্তরঃ The East Turkistan National Awakening Movement.
১৬. জাতিসংঘের সর্বোচ্চ আদালত ‘International Court of Justice (ICJ)’ রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের সেন অভিযানকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করে কবে?
উত্তরঃ ১১ নভেম্বর, ২০১৯.

#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. বিশ্বের একমাত্র ‘প্রমোদতরী বাড়ি’ (জাহাজের মতো সাগরে ভাসমান) এর নাম কি?
উত্তরঃ আর্কাপ (ডিজাইনারঃ নিকোলাস ডিরোউইন, যুক্তরাষ্ট্র)।
০২. জীবের শ্রেণবিন্যাসের ক্ষুদ্রতম ধাপ কোনটি?
উত্তরঃ প্রজাতি।
০৩. মানব দেহের ক্ষুদ্রতম পেশি কোনটি?
উত্তরঃ সিলিয়ারি বা স্টেপিডিয়াস।
০৪. রক্তের সর্বজনীন গ্রহীতা গ্রুপ কোনটি?
উত্তরঃ AB পজিটিভ।
০৫. Computer Network কত প্রকার?
উত্তরঃ ৪ (চার) প্রকার।
০৬. বাংলাদেশ অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে চালু হয়?
উত্তরঃ ৪ (চার) জুন, ১৯৯৬.
০৭. অক্ষরের আকার আকৃতি পরিবর্তন করা হয় কোন মেন্যু থেকে?
উত্তরঃ ফন্ট ডায়লগ বক্স।
#খেলাধুলা
০১. পাকিস্তানে ২০০৯ সালে কোন দেশের ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা হয়?
উত্তরঃ শ্রীলঙ্কা।
০২. ‘গাদ্দাফি স্টেডিয়াম’ কোথায় অবস্থিত?
উত্তরঃ লাহোর, পাকিস্তান।
০৩. ‘বাংলাদেশ গেমস -২০২০’ কবে শুরু হবে?
উত্তরঃ এপ্রিলের প্রথম সপ্তাহ, ২০২০.
০৪. কোন অঞ্চলের ক্রিকেট দলকে ‘ক্যারিবীয়’ বলা হয়?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।
০৫. সর্বশেষ ঘোষিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ১৮৭ (পূর্বে ছিল ১৮৪)।
০৬. সর্বশেষ ঘোষিত ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষস্থানে কোন দেশ?
উত্তরঃ বেলজিয়াম। (ব্রাজিল -৩য়, আর্জেন্টিনা -৯ম)
০৭. লাতিন আমেরিকা ক্লাব ফুটবলে দ্বিতীয় সেরা টুর্নামেন্টের নাম কি?
উত্তরঃ কোপা সুদামেরিকানা (প্রথম সেরা – কোপা লিবার্তাদরেস)।
০৮. ফুটবল বিশ্বে আলোচিত ‘শ্যাপেকোয়েন্স ট্রাজেডি’ কবে সংঘটিত হয়?
উত্তরঃ ২৮ নভেম্বর, ২০১৬ (ব্রাজিলের ক্লাব শ্যাপেকোয়েন্স দলের খেলোয়াড়-কর্মকর্তা বিমান দুর্ঘটনায় মারা যায়)।

No comments