শিক্ষার্থীদের যে বিষয়গুলোতে সব থেকে বেশি দুশ্চিন্তা(Confusion) হতে দেখেছি -
১. "ডাহুকী" → উপন্যাস না কবিতা? ★
দুটোই। এ নামে একখানা উপন্যাস ও আছে। আবার কবিতাও আছে।
"ডাহুকী" উপন্যাস → আল মাহমুদ
"ডাহুকী" কবিতা → জীবনানন্দ দাশ
"ডাহুকী" কবিতা → জীবনানন্দ দাশ
১. কে জনক? কে পথিকৃৎ?
বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা গদ্যের পথিকৃৎ → উইলিয়াম কেরি
বাংলা গদ্যের জনক → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা গদ্যের পথিকৃৎ → উইলিয়াম কেরি
প্রশ্নঃ বুঝবো কিভাবে? দুইটা আলাদা?
উত্তরঃ পথিকৃৎ মানে, কোনো কিছু একবারে প্রথমে যে শুরু করেন বা নিয়ে আসেন। আর জনক সেটাকে ঢেলে সাজান বা পরিশীলিত রুপ দেন।
♦Additional Information ♦
> বাংলা উপন্যাসের জনক → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
> বাংলা গল্পের জনক → রবীন্দ্রনাথ ঠাকুর
> আধুনিক বাংলা কবিতার জনক → মাইকেল মধুসূদন দত্ত
> বাংলা উপন্যাসের জনক → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
> বাংলা গল্পের জনক → রবীন্দ্রনাথ ঠাকুর
> আধুনিক বাংলা কবিতার জনক → মাইকেল মধুসূদন দত্ত
★ উপাদান এবং উপকরণ ★
এমনিতে আমরা দুটো শব্দকে এক ও অভিন্ন কল্পনা করি। কিন্তু, ব্যাকরণগত ভাবে দুটো আলাদা। কিভাবে? উদাহরণ দিচ্ছি-
এমনিতে আমরা দুটো শব্দকে এক ও অভিন্ন কল্পনা করি। কিন্তু, ব্যাকরণগত ভাবে দুটো আলাদা। কিভাবে? উদাহরণ দিচ্ছি-
ধ্বনি → শব্দ → বাক্য → ভাষা
এই ফ্লো-চার্ট খেয়াল করো।
এই ফ্লো-চার্ট খেয়াল করো।
যদি প্রশ্নে "মূল উপাদান" জিজ্ঞেস করে, তাহলে শুধু "ধ্বনি" উত্তর হবে।
ব্যাখা করে বলতে গেলে:-
> ভাষার মূল উপাদান → ধ্বনি
> বাক্যের মূল উপাদান → ধ্বনি
> শব্দের মূল উপাদান → ধ্বনি
> ভাষার মূল উপাদান → ধ্বনি
> বাক্যের মূল উপাদান → ধ্বনি
> শব্দের মূল উপাদান → ধ্বনি
কিন্তু, প্রশ্নে যদি "মূল উপকরণ/একক" জিজ্ঞেস করে, তাহলে উত্তর টা হবে উলটা দিক থেকে। ব্যাখা করে বলতে গেলে:-
> ভাষার মূল উপকরণ/একক → বাক্য
> বাক্যের মূল উপকরণ/একক → শব্দ
> শব্দের মূল উপকরণ/একক → ধ্বনি
এবার বুঝেছেন? 'উপাদান' আর 'উপকরণ' এর মারপ্যাঁচ?
★ বাংলা ভাষার অবস্থান ★
একেক বই/শীটে একেক রকম দেওয়া। সঠিক কোনটা? কোনটা পড়ব ভাইয়া? ভাইয়া কান্নাকাটি বাদ দাও, আমি যেটা দিচ্ছি, মনে রাখো -
> ভাষার মূল উপকরণ/একক → বাক্য
> বাক্যের মূল উপকরণ/একক → শব্দ
> শব্দের মূল উপকরণ/একক → ধ্বনি
এবার বুঝেছেন? 'উপাদান' আর 'উপকরণ' এর মারপ্যাঁচ?
★ বাংলা ভাষার অবস্থান ★
একেক বই/শীটে একেক রকম দেওয়া। সঠিক কোনটা? কোনটা পড়ব ভাইয়া? ভাইয়া কান্নাকাটি বাদ দাও, আমি যেটা দিচ্ছি, মনে রাখো -
মাতৃভাষার দিক দিয়ে → ৪র্থ
ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে → ৬ষ্ঠ
দাপ্তরিক (অফিসিয়াল) ভাষা হিসেবে → ৮ম/৯ম/১০ম
ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে → ৬ষ্ঠ
দাপ্তরিক (অফিসিয়াল) ভাষা হিসেবে → ৮ম/৯ম/১০ম
★ "ঋ" → মেরে ফেলল ভাইয়ায়ায়ায়ায়া-
মেরে ফেলে নাই তোমাকে। তুমি এটা নিয়ে অযথাই কনফিউজড হচ্ছো। মনে রাখবা,
ঋ → স্বরবর্ণ। কিন্তু এটা ব্যঞ্জনধ্বনি।
কেন? ব্যঞ্জনধ্বনি কেন? কারণ ঋ - এর উচ্চারণ টা হয় "রি" এর মত।
মেরে ফেলে নাই তোমাকে। তুমি এটা নিয়ে অযথাই কনফিউজড হচ্ছো। মনে রাখবা,
ঋ → স্বরবর্ণ। কিন্তু এটা ব্যঞ্জনধ্বনি।
কেন? ব্যঞ্জনধ্বনি কেন? কারণ ঋ - এর উচ্চারণ টা হয় "রি" এর মত।
No comments