Breaking News

বিসিএস সাধারন জ্ঞান



০১| কলেরার স্যালাইন আবিষ্কার করে___ICDDR,B

০২| ICDDR,B অবস্থিত____মহাখালী, ঢাকা

০৩| মানব শরীরে স্বাভাবিক তাপমাত্রা___৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট

০৪| বন্যার পর যে অসুখের প্রাদুর্ভাব দেখা দেয়___ডায়রিয়া

০৫| "সিঙ্কোনা"গাছ থেকে যে ঔষধ তৈরি করা হয়___কুইনাইন

০৬| "আকুপাংচার" হচ্ছে____চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি

০৭| "ভায়াগ্রা"হচ্ছে___একটি ঔষধ

০৮| এন্টিবায়োটিক ঔষধ বা পেনিসিলিন ঔষধ তৈরি হয়___ছত্রাক দিয়ে

০৯| যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাকে বলে___প্যাথজেনিক

১০| সংক্রামক রোগ___করোনা, কলেরা,জলবসন্ত,হুপিংকাশি,যক্ষ্মা, মাম্পস,টিটেনাস,ফাইলোরিয়া, কুষ্ঠ ইত্যাদি

১১| ডিপথেরিয়া রোগ আক্রান্ত করে___গলাতে

১২| ডেঙ্গ রোগে রক্তের যে কণিকা ভেঙ্গে যায়___অণুচক্রিকা

১৩| বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধ দিবস___১১ আগস্ট

১৪| বসন্ত রোগের টিকা আবিষ্কার করে___জেনার

১৫| জলাতঙ্কের টিকা আবিষ্কার করে___লুই পাস্তুর

১৬| ডিপথেরিয়া রোগের আবিষ্কারক___সিজাচিক

১৭| "সার্স"ভাইরাস দেখা যায়___চীনে

১৮| যক্ষ্মারোগের জীবাণু আবিষ্কার করেন___রবার্ট কচ

১৯| "সিগেলা"হচ্ছে___রক্ত আমাশয়ের জীবাণু

২০| "সিঙ্কোনা" ব্যবহৃত হয়___ ম্যালেরিয়া রোগের চিকিৎসায়

২১| জন্ডিস দেহের যে অংশ আক্রান্ত করে___লিভারে

২২| অতিশক্তিশালী এন্টিবায়োটিক ঔষুধ দ্বারা রোগ নিরাময়কে বলে___ কেমোথেরাপি

২৩| "অ্যাসাইক্লোভির" হচ্ছে___ভাইরাসরোধী ঔষুধ

২৪| খাবার স্যালাইন তৈরির পর খাওয়ানো যাবে___১২ ঘণ্টা পর্যন্ত

২৫| এন্টিবায়োটিকের কাজ___জীবাণু ধ্বংস করা
নোট রমজান

২৬| সবচেয়ে ছোট পাখি___হামিং বার্ড

২৭| মৌমাছির চোখ___৫ টি

২৮| মাকড়সার চোখ____৮ টি

২৯| মাকড়সার পা____৮ টি

৩০| মাছির পা____৬ টি

৩১| ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ___৩টি
৩২| মানুষের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ__৪টি

৩৩| সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু___চিতাবাঘ

৩৪| কেচো শ্বাসকার্য চালায়___ ত্বকের সাহায্যে

৩৫| মানব দেহে মোট হাড়____২০৬ টি

৩৬| মানব দেহে কশেরুখার সংখ্যা___৩৩ টি

৩৭| মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা____২০ টি

৩৮| মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম___যকৃত

৩৯| মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থির নাম____স্টেপিস

৪০| মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম___ফিমার

৪১| মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম___ত্বক

৪২| লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন___৫ -৬ দিন

৪৩| অনুচক্রিকার গড় আয়ু___১০ দিন

৪৪| সর্বজনীন রক্তের গ্রুপ___0+

৪৫| রক্তের গ্রুপ আবিস্কার করেন___ল্যান্ড স্টিনার

৪৬| বিলিরুবিন কোথায় তৈরি হয়___যকৃতে

৪৭| মুত্র প্রস্তুত হয়____কিডনীতে

৪৮| মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে বলে____ডিম্বাণু

৪৯| প্রতি মিনিটে হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দন হয়___৭২ বার

৫০| নাড়ির স্পন্দন প্রভাবিত হয়____ধমনীর মাধ্যমে

No comments