Breaking News

আন্তর্জাতিক স্বীকৃত বিষয়/পণ্য


❏ (UNESCO) ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিসমূহঃ
❏❏ ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যঃ-
☑️ সুন্দরবন (৭৯৮ তম১৯৯৭ সালে)।
☑️ ষাট গম্বুজ মসজিদ (৫২২ তম,১৯৮৫ সালে)।
☑️ পাহাড়পুরের সোমপুর বিহার (১৯৮৫ সালে)।
❏❏ জি আই পণ্যঃ-
☑️ জামদানি (১৭ নভেম্বর,২০১৬)
☑️ ️ ইলিশ (৭ আগস্ট, ২০১৭)
☑️ ️ক্ষীরসাপাতি আম (২৭ জানুয়ারি, ২০১৯)
❏❏ রামসার ঘোষিত জলাশয়ঃ-
(১৯৭১ সালে অনুষ্ঠিত হয় রামসার কনভেনশন, ইরানে)
☑️ সুন্দরবন (২১ মে, ১৯৯২)
☑️️ টাঙ্গুয়ার হাওড় (২০ জানুয়ারি, ২০০০)
❏❏ ২০০৫ সালের ২৭ নভেম্বর বাংলাদেশের "ঐতিহ্যবাহী বাউল গান"-কে ইউনেস্কো মানবতার ধারক হিসেবে স্বীকৃতি দেয়।
❏❏ ২০১৩ সালের ৪ই ডিসেম্বর বাংলাদেশের "জামদানির মেধা স্বত্ব(বুনন শিল্পরীতি)"-কে ইউনেস্কো ইন্টেলেকচুয়াল প্রপার্টি স্বীকৃতি দেয়।
❏❏ ২০১৬ সালের ৩০শে নভেম্বর বাংলাদেশের ''মঙ্গল শোভাযাত্রা'' ইউনেস্কোর অধরা বা ইনট্যানজিবল সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায়।
❏❏ ২০১৭ সালের ৩০ অক্টোবর "বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ"-কে ইউনেস্কোর মেমরি অব দ্যা ওয়ার্ল্ড হিসেবে স্বীকৃতি দেয়।
৭৮ টি ভাষণের মধ্যে ৪৮ তম।
❏❏ ২০১৭ সালের ৬ই ডিসেম্বর বাংলাদেশের "শীতলপাটি"-কে ইউনেস্কোর নির্বস্তুক সাংস্কৃতিক ঐতিহ্য (ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউমিনিটি) তালিকায় স্থান পায়।

No comments