Breaking News

বিসিএস মডেল টেস্ট



১. সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি?
ক) বাংলাদেশ কংগ্রেস ✔
খ) নাগরিক ঐক্য
গ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক  আন্দোলন -এনডিএম
ঘ) গণসংহতি আন্দোলন

২. দেশের একমাত্র পিটিআই কোথায় অবস্থিত?
ক) ময়মনসিংহ ✔
খ) নেত্রকোনা
গ) কুষ্টিয়া
ঘ) বগুড়া

৩. মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কয়টি স্মারকমুদ্রা প্রকাশ করা হয়?
ক) ২ টি
খ) ৩ টি
গ) ৪ টি✔
ঘ) ৭ টি

৪. দেশের সপ্তম ব্যাংক নোট হবে কত টাকা মূলমানের?
ক) ৫০
খ) ১০০
গ) ১৫০
ঘ) ২০০✔

৫. দেশের সর্বশেষ (৩২৮) পৌরসভা কোনটি?
ক) ভাসানচর (নোয়াখালী)
খ) দর্শনা (চুয়াডাঙ্গা)
গ) বিশ্বনাথ (সিলেট)✔
ঘ) রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

৬. "হে বন্ধু বঙ্গবন্ধু" শিরোনামে গানটির গীতিকার কে?
ক)মোহাম্মদ রফিকউজ্জামান
খ) মনিরুজ্জামান মনির
গ) গাজী মাজহারুল আনোয়ার ✔
ঘ) নজরুল ইসলাম বাবু

৭. দেশের ২৪ তম স্থলবন্দর ভোলাগঞ্জ কোথায় অবস্থিত?
ক) চুনারুঘাট (হবিগঞ্জ)
খ) ছাতক (সুনামগঞ্জ)
গ) আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া)
ঘ) কোম্পানিগঞ্জ(সিলেট)✔

৮. ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের ২য় ভাষা কোনটি?
ক) চাকমা✔
খ) ম্রো
গ) হাজং
ঘ) মারমা

৯. বাংলাদেশে ই-পাসপোর্ট চালু হয় কবে?
ক) ১৮ জানুয়ারি ২০২০
খ) ২০ জানুয়ারি ২০২০
গ) ২২ জানুয়ারি ২০২০
ঘ) ২৫ জানুয়ারি ২০২০

১০. মাধবকুন্ড ইকোপার্ক কোথায় অবস্থিত?
ক) নালিতাবাড়ী (শেরপুর)
খ) বাঁশখালি (চট্টগ্রাম)
গ) কুয়াকাটা (পটুয়াখালী)
ঘ) বড়লেখা (মৌলভীবাজার)✔

১১. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
ক) বান্দরবান
খ) যশোর
গ) ঝিনাইদহ ✔
ঘ) চুয়াডাঙ্গা

১২. জনসংখ্যার ঘনত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ক) ৫ম
খ) ৬ষ্ঠ
গ) ৭ম✔
ঘ) ৮ম

১৩. ভারতে বাংলাদেশ বেতারের  সম্প্রচার শুরু হয়-
ক) ২ জানুয়ারি ২০২০
খ) ৯ জানুয়ারি ২০২০
গ) ১৪ জানুয়ারি ২০২০✔
ঘ) ২০ জানুয়ারি ২০২০

১৪. ১১ নভেম্বর ২০১৯ বিশ্বের কোন স্টক এক্সচেঞ্জ প্রথম "টাকা বন্ড" চালু করে?
ক) Bombay Stock Exchange
খ) New York Stock Exchange
গ) Tokyo Stock Exchange
ঘ) London Stock Exchange ✔

১৫. ভাওয়াইয়া ইন্সটিটিউট কোথায় স্থাপিত হয়?
ক) হাতিবান্ধা, লালমনিরহাট
খ) ডিমলা, নীলফামারী
গ) বদরগঞ্জ, রংপুর
ঘ) চিলমারী, কুড়িগ্রাম ✔

১৬. বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে?
ক) জয়া চাকমা✔
খ) সালমা আক্তার
গ) মাসুরা পারভীন
ঘ) সাবিনা খাতুন

১৭. ২০২০ সালের বর্ষপণ্য কোনটি?
ক) চামড়া ও চামড়াজাত পণ্য
খ) লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য✔
গ) ওষুধ পণ্য
ঘ) কৃষি প্রক্রিয়াজাত পণ্য

১৮. বর্তমানে জাতীয় বীমা দিবস?
ক) ১ মার্চ ✔
খ) ২ মার্চ
গ) ৩ মার্চ
ঘ) ৪ মার্চ

১৯. বর্তমানে দেশে প্রত্নতত্ত্ব  জাদুঘর কতটি?
ক) ১৮ টি
খ) ১৯ টি
গ) ২০ টি
ঘ) ২১ টি✔

২০. বঙ্গবন্ধু শেখ মুজিবু রেলওয়ে  সেতুর দৈঘ্য কত হবে?
ক) ৩.৮০ কি.মি
খ) ৪.৮০ কি.মি✔
গ) ৫.১৫ কি.মি
ঘ) ৬.১৫ কি.মি

২১. ২০১৯ সালের গনতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত তম?
ক) ৫১
খ) ৮০✔
গ) ৬৮
ঘ) ৯১

২২. প্রথম বাংলাদেশী হিসেবে  টেস্ট ক্রিকেটে ৩ বার দ্বি-শতক করেন কে?
ক) মুশফিকুর রহিম✔
খ) তামিম ইকবাল
গ) মমিনুল হক
ঘ) সাকিব আল হাসান

২৩. সরকারি উদ্যোগে স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
ক) সরিষাবাড়ি, জামালপুর
খ) কাপ্তাই, রাঙামাটি✔
গ) মোংলা, বাগেরহাট
ঘ) টেকনাফ, কক্সবাজার

২৪. বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কারের বর্তমান অর্থমূল্য কত?
ক) ৩ লাখ টাকা✔
খ) ৫ লাখ টাকা
গ) ৭ লাখ টাকা
ঘ) ৯ লাখ টাকা

২৫. ২০২০ সালের জন্য OIC এর যুব রাজধানী কোনটি?
ক) ইস্তাম্বুল (তুরস্ক)
খ) পুত্রজায়া(মালয়েশিয়া)
গ) ঢাকা (বাংলাদেশ) ✔
ঘ) দোহা (কাতার)

No comments